হিজল গাছের পাতার ফাঁকে

হিজল গাছের পাতার ফাঁকে

ঈদুল আযহার নতুন গান | অবারিত প্রেম

পবিত্র ঈদুল আযহায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর প্রযোজনা ও পরিবেশনায় চমৎকার একটি ঈদের গান-

 

❝ অবারিত প্রেম ❞

কথা- ওরাকা বিন বাশার

• সুর- শোয়াইব বিন হাবীব

 

••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••

 

বুকে যদি থাকে আহা তাকোয়ার ফুল

ইবরাহিমের মতো অবারিত প্রেম

আরশে আজিম ছুঁয়ে কুরবানী তার

আল্লাহর কাছে পায় ভালোবাসা হেম

 

আরশের প্রেম ডাকে থেকে অবিচল

মেনে নেয় অনায়াসে হুকুম আল্লার

ঈমানের বলীয়ানে সঁপে দেয় তার

রবের কাছে পাওয়া সেরা উপহার

ইসমাঈল হাসিমুখে মেনে নিয়ে তার

অনুগত হৃদয়টা করে মোলায়েম

 

মনের ভেতরে থাকা শিরক কুফর

নফসের পুষে রাখা অহমিকা ঘুন

কুরবানী মুছে দিক যত আছে সব

ক্বলবের মাঝে থাকা হিংসার আগুন

 

সালাত সাওম আর কুরবানী তাঁর

মেশকের ঘ্রাণে আনে নেকীর বহর

আরশে আজিম থেকে হৃদয়ের কোণে

নেমে আসে জান্নাতি সুরের নহর

দিকে দিকে ফেরেশতা গেয়ে উঠে গান

মালিকের  সাথে গড়ে ভালোবাসা প্রেম

••••••••••••••••••••••••••••••••••••••••••

 

• শিল্পী-

রাশেদুল ইসলাম, ডি এম যুবায়ের ইসলাম, জাকির হোসাইন, আবু জার গিফারী, হুজ্জাতুল ইসলাম, আরিফ হোসেন সবুজ

 

• অভিনয়-

ওয়াহেদুজ্জামান আহমেদ, মিফতাহ গালিব, কামরুল ইসলাম, রাফিদ হাসান, গালিব সরদার

 

• অডিও কম্পোজ-

পারভেজ জুয়েল

 

• ভিডিও ডিরেক্টর-

মুরসালিন সরকার

 

• সহ. ভিডিও ডিরেক্টর-

ওরাকা বিন বাশার

 

• GFX-

আরাফাত মাহমুদ

 

• সম্পাদনা-

নাজমুস সাকিব

 

• সহযোগিতায়-

তৌফিক মেসবাহ মেহেদী হাসান

 

• পরিচালনায়-

রাশেদুল ইসলাম

 

• নির্বাহী প্রযোজক-

আহমাদ তাওফিক

 

• প্রযোজনা ও পরিবেশনা-

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

উপকূলীয় জনপদের দাবী নিয়ে প্রতিবাদী গান

উপকূলীয় জনপদের দাবী নিয়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর প্রযোজনা ও পরিবেশনায় নতুন একটি প্রতিবাদী গান-

 

❝ ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ চাই ❞

• কথা- ওরাকা বিন বাশার

• সুর- নিয়ামুল ইসলাম

 

••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••

 

পাজরের ভাঁজ দিয়ে লড়েছি অনেক

বারবার প্রতিবার বাঁধ ভেঙে যায়

উপকূল জনপদে দাবি একটাই

ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ চাই

 

বানভাসি মানুষের কান্নার ধ্বনি

জীবনের মাঝে আনে শুধু সংশয়

দূর্যোগে আর কতো হারাবে মানুষ

ঘর বাড়ি জীবনের সেরা সঞ্চয়

প্রাণীদের মনে আজ ভীরুতার বাস

মৃত্যুর ডাক মনে যায় শিহরায়

 

তোমরা কি দেখো না আমাদের কষ্ট

অশ্রু ভেজা এই কান্না লগন

ঝঞ্ঝা ঝড়ের এই বিভীষিকাময়

দেখো না কি আমাদের ব্যাথার মগন

 

নিয়তির বাঁধ ভেঙে তবু লড়ে যায়

প্রাণপণ শক্তিতে খুঁজে নিতে নীড়

বজ্রের ঝড় ঠেলে রচে ইতিহাস

লড়ে যায় যত আছে উপকূলবীর

সৃষ্টির উল্লাসে এসো সকলেই

স্বপ্ন সাথী হয়ে দাঁড় টেনে যাই

••••••••••••••••••••••••••••••••••••••••••

 

• রেকর্ড- ইনোভেশন স্টুডিও

• সাউন্ড ডিজাইন- আমির হামযা

• ভিডিও ও GFX- সাইফুল ইসলাম

• সম্পাদনা- কামরুল হাসান

 

• শিল্পী-

রাশেদুল ইসলাম, ডি এম যুবায়ের ইসলাম ,আবু জার গিফারী, হুজ্জাতুল ইসলাম, মিফতাহ গালিব

 

• সহযোগিতায়-

মুরসালিন সরকার, জাকির হোসাইন, তারিকুল ইসলাম, ওয়াহেদুজ্জামান আহমেদ, আরিফ হোসেন সবুজ

 

• পরিচালনায়-

রাশেদুল ইসলাম

 

• নির্বাহী প্রযোজক-

আহমাদ তাওফিক

 

• প্রযোজনা ও পরিবেশনা- সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

কুরআনের হরফ নিয়ে চমৎকার গান | প্রতিটি হরফ যেন

দেশের বাছাইকৃত শিল্পীদের নিয়ে কিডস ভিশন এর প্রযোজনা ও পরিবেশনায় কুরআন নিয়ে চমৎকার একটি গান-

 

❝ প্রতিটি হরফ ❞

• কথা ও সুর- গোলাম মাওলা

• অডিও কম্পোজ- পারভেজ জুয়েল

• অডিও সুপারভিশন- মাহফুজ বিল্লাহ শাহী

 

••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••

 

প্রতিটি হরফ যেন হীরা মণি মুক্তা দানা

যত পারো নাও ধরে নাও

এই নুরে হৃদয় ভরাও

অমীয় সুধায় ভরা পবিত্র কুরআন খানা

 

কুরআনের আলোক ছটায়

হয় যদি মন আলোময়

রহমের পরশ পেয়ে

চিত্ত সুশীতল রয়

কি মধুর বাণী অনুপম

দিবা রাত যপি হরদম

যত পড়ি হয় না তো শেষ

কুরআনের মর্ম জানা

 

হক্ব বাতিলের যত পথ

চিনতে পারে যে আলো

আমার মননে প্রভু

কুরআনের সে আলো জ্বালো

 

মানুষের জন্য কুরআন

মহান রবের সেরা দান

কুরআনের মাঝে রয়েছে

বিপদের শেষ সমাধান

সকলেই কুরআন মানো

কুরআনেই শান্তি জানো

এরই মাঝে খুঁজে পাবে ঠিক

মুক্তির শেষ ঠিকানা

••••••••••••••••••••••••••••••••••••••••••

 

• শিল্পী-

আব্দুল্লাহ, নাজিল, তাহমিদ, নাঈম, সাব্বির, বায়জিদ

 

• সহ. শিল্পী-

তানভীর, ওয়াফি

 

• অভিনয়-

জাকির হোসাইন, হুজ্জাতুল ইসলাম, তানজিমুল হাসান, নুরুল আমিন

 

• ভিডিও ডিরেক্টর-

আলম মোরশেদ

 

• সিনেমাটোগ্রাফি-

সি এম মামুন

 

• লাইট-

রতন মোল্লা

 

• সহযোগিতায়-

রাশেদুল ইসলাম, ডি এম যোবায়ের ইসলাম, ওয়াহেদুজ্জামান আহমেদ, আবু জার গিফারী, মুরসালিন সরকার, তরিকুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম

 

• কৃতজ্ঞতায়-

অনুপম সাংস্কৃতিক সংসদ, ঢাকা

উচ্চারন শিল্পীগোষ্ঠী, ঢাকা

অনির্বাণ শিল্পীগোষ্ঠী, কক্সবাজার

তুরাগ শিল্পীগোষ্ঠী, গাজীপুর

 

• পরিচালনায়-

জাকির হোসাইন

 

• নির্বাহী প্রযোজক-

আহমাদ তাওফিক

 

• প্রযোজনা ও পরিবেশনা- কিডস ভিশন

কারার ঐ লৌহ কপাট | কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী কবি কাজী নজরুলের বিখ্যাত গান-

❝ কারার ঐ লৌহ কপাট ❞

• কথা ও সুর- কাজী নজরুল ইসলাম

 

••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••

 

কারার ঐ লৌহকপাট

ভেঙে ফেল কর রে লোপাট

রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ

ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

 

গাজনের বাজনা বাজা

কে মালিক, কে সে রাজা

কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?

হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসি

সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে

 

ওরে ও পাগলা ভোলা

দে রে দে প্রলয় দোলা

গারদগুলা জোরসে ধরে হেচ্কা টানে

মার হাঁক হায়দারী হাঁক, কাঁধে নে দুন্দুভি ঢাক

ডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে

 

নাচে ওই কালবোশেখী

কাটাবি কাল বসে কি

দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি

লাথি মার ভাঙরে তালা

যত সব বন্দী শালায় আগুন-জ্বালা,

আগুন-জ্বালা ফেল উপাড়ি

 

••••••••••••••••••••••••••••••••••••••••••

• পরিচালনায়- হাদিউজ্জামান বুলবুল

• সহ. নির্বাহী প্রযোজক- আতিক তাশরিফ

• নির্বাহী প্রযোজক- আহমাদ তাওফিক

• প্রযোজনা ও পরিবেশনা- সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

বজ্র আঘাতে ভাঙ্গে একসাথে | মতিউর রহমান মল্লিক

বাংলাদেশের ইসলামী সংস্কৃতির প্রাণপুরুষ কবি মতিউর রহমান মল্লিক এর বিখ্যাত গান-

❝ বজ্র আঘাতে ভাঙ্গে একসাথে ❞

• কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

 

••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••

 

বজ্র আঘাতে ভাঙ্গে একসাথে

কঠিন পাষাণ কারা

দুর্বার বেগে দুরন্তাবেগে

জাগায় ঘুমের পাড়া

নির্ভীক ওরা কারা

 

ওরা এ দেশের জাগ্রত চেতনা

পাড়ি দিয়ে এলো অতীতের বেদনা

সোনালি ভোরের সূর্য ফসল

বিপুল বন্যা ধারা

 

তৌহিদবাদী যোদ্ধা যে ওরা

বারুদের কোষাগার

পদ্মা মেঘনা যমুনা সুরমা

বাঁধ ভাঙে এইবার

 

ঈমানের তেজে বলীয়ান বীরসেনা

শান্তি পিয়াসী জনতার চিরচেনা

দুঃসাহসের দুর্গ ভেঙ্গেছে

দৃপ্ত দু’পায়ে যারা

 

••••••••••••••••••••••••••••••••••••••••••

 

• পরিচালনায়- হাদিউজ্জামান বুলবুল

• সহ. নির্বাহী প্রযোজক- আতিক তাশরিফ

• নির্বাহী প্রযোজক- আহমাদ তাওফিক

• প্রযোজনা ও পরিবেশনা- সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

PROTIDIN JOTO PARO | প্রতিদিন যতো পারো

 

প্রতিদিন যতো পারো

কথা-কবি মতিউর রহমান মল্লিক

সুর-আব্দুস শাকুর তুহিন

শিল্পী-আসিফ আতিক

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics ••••••••••••••••

 

প্রতিদিন যত পারো 
অগণিত ভালো কাজ
করো মন ভরে
যতো পারো জগতের
একাধারে সকলের
অবারিত কল্যাণ করো পণ করে

 

জোছনা যেমন ঝরে পৃথিবীর সবখানে

কাছে দূরে নির্বিশেষে
যেমন জোয়ার বহে 
যোগ গুন ভাগ ফেলে 
বাহু মেলে নিরুদ্দেশে
তুমিও তেমনি করে
শুভেচ্ছা বুকে ধরে
ছুটে যাও নিপীড়িত গাঁও বন্দরে

 

প্রতিদিন যত পারো বিপদে-আপদে হও প্রিয় আশ্রয়
অভাবে অনটনে
ভুখা নাঙ্গা জনে জনে
বিলাও দুহাত ভরে সব সঞ্চয়

 

সৃষ্টির তরে যদি বিগলিত অন্তরে
দয়া করো দয়া মতো
স্রষ্টার আরো মায়া
পাবে তবে নিশ্চয়ই
আরো আরো করুণা যত
দুঃখীদের আশেপাশে
দাঁড়ায় সে অনায়াসে
মানবতা বাসা বাঁধে তার অন্তরে

 

•••••••••••••••••• ••••••••••••••••• •••••••••••••

 

সহযোগিতায়-

শাহাদ নুরুল্লাহ্

তৌহিদুজ্জামান

এমসি মামুন

সেলিম রেজা

রাশেদুল ইসলাম

এম তারিক হাসিব

মোঃ আব্দুল্লাহ

মোশাররফ মুন্না

আল আমিন

মিজানুর রহমান

নোমান শরিফ

নাজমুস সাকিব

আদর হোসেন

শাফায়াত হোসেন

মুরসালিন সরকার

 

সম্পাদনা-

নোমান শরিফ

 

ক্যামেরা-

আকাশ

 

ভিডিও নির্দেশনা-

শেখ নজরুল

 

সহ-ভিডিও নির্দেশনা-

ওয়ালী হায়দার

 

সংগীত পরিচালনা-

মুজাহিদুল ইসলাম মাসুম

 

নির্বাহী প্রযোজক-

মুজাহিদুল ইসলাম

 

সহকারী নির্বাহী প্রযোজক-

রেজাউল ইসলাম

 

প্রযোজনা ও পরিবেশনা

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

সোনার মানুষ চাই | SHONAR MANUSH CHAI

গানের নামঃ

সোনার মানুষ চাই

কথাঃ বিলাল হোসাইন নূরী

সুরঃ মাহফুজ বিল্লাহ শাহী

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics ••••••••••••••••

 

চাই পাহাড়ের মত আকাশচুম্বী সাহসের পাটাতন

বাংলাদেশের নাগরিক তুমি? তোমাকেই প্রয়োজন

শস্যের মতো খাঁদহীন কিছু সোনার মানুষ চাই

প্রতি জনপদে জীবনের বীজ বোনার মানুষ চাই

 

পলির প্রলেপে এদেশের মাটি সীমাহীন উর্বর

বহতা নদীর ঢেউ ছুয়ে যায় কৃষকের কুঁড়েঘর

ঘামের সঙ্গে ধাঁনের সুবাস লেগে থাকে নির্জনে

মাটির উঠানে শিল্প সাজায় ফসলের কারিগর

নতুন আশার আলপথ ধরে চলতে চলতে শেষে

দিন বদলের কাংখিত দিন গোনার মানুষ চাই

 

চাই ঝঞ্ঝার মত প্রতিবাদী মন উচ্ছল উদ্দাম

সিরাজের মত নব্যজোয়ান,ইতিহাস ভাঙা নাম

 

ঝড়ের সারথি মানুষের বুকে সুকঠিন প্রত্যয়

ললাটে তাদের তাই লেখা রয় এদেশের পরিচয়

জীবন যুদ্ধে জয়ের আভাস ভেসে আসে নির্ভয়ে

পথের পেছনে শত্রু পালায় মেনে তার পরাজয়

বারুদ ভাষার ঝংকারতালে জ্বলতে জ্বলতে হেসে

বীর জনতার বিপ্লবী গান শোনার মানুষ চাই

 

••••••••••••••••• ••••••••••••••••• •••••••••••••••••

 

শিল্পীঃ

ইমাম হোসাইন

হা- মীম জাবির মিয়াজী

মুহাম্মদ আল আমিন

আব্দুল্লাহ আল মামুন

আজিজ কাওসার

মুবিনুর রহমান

উমায়ের ইবনে জাহির

 

অভিনয় শিল্পীঃ

তাহসিন প্রিন্স

তৌফিক মেসবাহ

ইমাম হোসাইন

হা- মীম জাবির মিয়াজী

মুহাম্মদ আল আমিন

আব্দুল্লাহ আল মামুন

আজিজ কাওসার

মুবিনুর রহমান

উমায়ের ইবনে জাহির

 

সহযোগিতায়ঃ

তৌহিদুজ্জামান

মোশাররফ মুন্না

মিজানুর রহমান

নাজমুস সাকিব

মাহ্দী হাসান

মুরসালিন সরকার

জাকির হোসাইন

ডি এম যুবায়ের ইসলাম

শাফায়াত খান

আবু জার গিফারী

তারিকুল ইসলাম

ওয়াহেদুজ্জামান আহমেদ

আবদুল্লাহ হীল মারুফ

 

কৃতজ্ঞতা-

উচ্চারণ শিল্পীগোষ্ঠী

সন্দিপন শিল্পীগোষ্ঠী

জাগরণ শিল্পীগোষ্ঠী

তুরাগ শিল্পীগোষ্ঠী

অণির্বাণ শিল্পীগোষ্ঠী

শৈলচূড়া শিল্পীগোষ্ঠী

রাঙাকুড়ি শিল্পীগোষ্ঠী

 

চিত্র গ্রহণঃ

এইচ আল বান্না

 

লোকেশনঃ

বান্দরবান, কক্সবাজার

 

পরিচালনায়:

রাশেদুল ইসলাম

 

সহ নির্বাহী প্রযোজক:

সাইদুল ইসলাম

 

নির্বাহী প্রযোজক:

ইস্রাফিল হোসাইন

 

প্রযোজনা ও পরিবেশনায়

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)


 

গোনাহগার | Gonahgar

গান-

গোনাহগার

 

শিল্পীঃ তৌহিদুজ্জামান

 

কথাঃ হোসাইন নূর

সুরঃ মাহফুজ মামুন

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics ••••••••••••••••

 

যদি এই ভোর না আসে জীবনে আবার
যদি বিকেলে ডাক আসে ফিরে যাবার 
যদি এভাবে চলে যাও তবে
ফেরার সামান হাতে আছে কি তোমার


গোনাহগার ও গোনাহগার
এখনো সময় আছে তোমার ভাবার 

 

জমানো হয়ে আছে দেখো শত পাপ
করেছো কি গোপনে কভু অনুতাপ 
যদি না করে যাও কবরেতে
সুযোগ হবে না আর ক্ষমা চাওয়ার

 

জুলুম করেছো তুমি অপর ভাইয়ের 
মিথ্যা করেছ শত মামলা দায়ের
প্রাণ যদি না বলে যায় চলে
বন্ধ হয়ে যাবে দোর তাওবার
 

 

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

 

সাউন্ড ডিজাইন: 2i tune

 

চিত্রগ্রহণ-

হাফেজ ইয়াসিন

 

সম্পাদনা-

HR Media

 

সহযোগীতায়-

মোশাররফ মুন্না

নাজমুস সাকিব

মো. মাহ্দী হাসান

ওয়াহেদুজ্জামান আহমেদ

মিজানুর রহমান

জাকির হোসাইন

আবু জার গিফারী

শাফায়াত খান

মুরসালিন সরকার

তারিকুল ইসলাম

আব্দুল্লাহ হিল মারুফ

 

পরিচালনায়-

রাশেদুল ইসলাম

 

সহকারী নির্বাহী প্রযোজক-

সাইদুল ইসলাম

 

নির্বাহী প্রযোজক-

মোঃ ইস্রাফিল হোসাইন

 

পরিবেশনায়ঃ

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

ক্ষমার মহা লগন | Khomar Moha Logon

গানঃ

ক্ষমার মহা লগন

কথাঃ- আসাদ বিন হাফিজ

সুরঃ- গোলাম মাওলা

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics••••••••••••••••

 

ক্ষমার মহা লগন বয়ে যায়

কে দিবি ডুব ক্ষমার দরিয়ায়

ক্ষমার জন্য হাত তুলি আয়

আল্লাহরই দরগায়

 

পাপ করেছি ভুরিভুরি

নাই সীমা তার নাইরে জুড়ি

মাফ করে দাও আল্লাহ তুমি

তোমার মহিমায়

 

মাফ করে দাও গুনাহখাতা

তুমি ছাড়া নাইরে ত্রাতা

মাফ করে দাও মহান মাস

রোজার উছিলায়

 

 ওগো আমার রব

দেখছো তুমি সব

হাত তুলেছি তোমার কাছে

দয়ারই আশায়

 

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

 

শিল্পী:

রাশেদুল ইসলাম

মোশাররফ মুন্না

জাকির হোসাইন

ডি এম যুবায়ের ইসলাম

নাজমুস সাকিব

মাহ্দী হাসান

শাফায়াত খান

আবু জার গিফারী

ওয়াহেদুজ্জামান আহমেদ

আবদুল্লাহ হীল মারুফ

 

সহযোগীতায়ঃ

তৌহিদুজ্জামান

মিজানুর রহমান

মুরসালিন সরকার

তারিকুল ইসলাম

 

রেকর্ড : দোলনচাঁপা স্টুডিও

 

পরিচালনায়: রাশেদুল ইসলাম

 

সহকারী নির্বাহী প্রযোজক- সাইদুল ইসলাম

নির্বাহী প্রযোজক- মোঃ ইস্রাফিল হোসাইন

 

পরিবেশনায়ঃ

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

ঈদ মোবারক আসে | Eid Mubarak Ase

গান:

ঈদ মোবারক আসে

কথা ও সুরঃ তাফাজ্জল হোসাইন খান

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics••••••••••••••••

 

সিয়াম শেষে নীল আকাশে

শাওয়ালের চাঁদ হাসে

জান্নাতের খুশবু ছড়িয়ে

ঈদ মোবারক আসে

 

প্রাণে প্রাণে প্রাণ মিলাবো

সকল বিভেদ ভুলে

আলিঙ্গনে প্রেম বিলাবো

হ্দয় টাকে খুলে

সুখে দুঃখে আমরা সবাই

থাকবো সবার পাশে

 

জান্নাতের সুখ নামলো যেন

দিকে দিকে প্রান্তরে

এ নাজরানা সুবাস ছড়ায়

রোজাদারের অন্তরে

 

ধনি গরীব এক কাতারে

মহা মিলনের মিছিল

সত্য ন্যায়ের এমন ছবি

অবাক বিশ্ব নিখিল

ভালোবাসার বৃষ্টি ঝরে

আকাশে বাতাসে

 

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

 

শিল্পী:

রাশেদুল ইসলাম

মোশাররফ মুন্না

জাকির হোসাইন

ডি এম যুবায়ের ইসলাম

নাজমুস সাকিব

মাহ্দী হাসান

শাফায়াত খান

আবু জার গিফারী

ওয়াহেদুজ্জামান আহমেদ

আবদুল্লাহ হীল মারুফ

 

সাউন্ড ডিজাইনঃ আমির হামজা

সংগীত পরিচালনাঃ গোলাম মাওলা

রেকর্ড: দোলনচাঁপা স্টুডিও

 

চিত্র গ্রহণঃ নাবিল মোস্তফা

এডিট ও কালারঃ তাহসিন প্রিন্স

 

সহযোগীতায়ঃ

তৌহিদুজ্জামান

মিজানুর রহমান

মুরসালিন সরকার

তারিকুল ইসলাম

 

পরিচালনায়: রাশেদুল ইসলাম

 

 সহকারী নির্বাহী প্রযোজক- সাইদুল ইসলাম

 

নির্বাহী প্রযোজক- মোঃ ইস্রাফিল হোসাইন

 

পরিবেশনায়ঃ

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

বৈরী বাতাস | Boiri Batash

গান:

বৈরী বাতাস

কথা, সুর ও অডিও সুপারভিশন: মাহফুজ বিল্লাহ শাহী

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics••••••••••••••••

 

বৈরী বাতাসে লাগাম ধরার

শপথ নিয়েছে যারা

জীবনের কোন প্রাপ্তি হারিয়ে

ব্যথিত নয়কো তারা

যারা শুধু চায় রবের ভক্তি

এ পথে চলার অসীম শক্তি

প্রতিদান তার প্রভুর কাছে তো

সুখের নহর ধারা

 

বাতাসে লাগাম ধরতে সে তাই

ছুটে যায় ঝড়–তুফানের মাঝে

দমকা বাতাস ঝঞ্ঝা ও ত্রাস

পরাজিত তারে কভু করে না যে

বুক জুড়ে থাকে অসীম কু’য়াত

মুখ জুড়ে হাসি উদার ফুয়াদ

আলেয়ার কোন পিছুটান তাকে

করে নাতো দিশেহারা

 

আকাশে মেঘের গর্জনে তাই

স্রোতস্বিনী কভু যায় নাকো থেমে

সূর্যের শত প্রখরতায়ও কি

ভাটা পড়ে নদী-সাগরের প্রেমে?

নদীর বুকে যে স্রোতের শপথ

বহাল রাখে সে গতির স্বপদ

চিরদিন ছুটে ছুটে চলেছে

হয়ে সে পাগলপারা

 

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

 

গান: বৈরী বাতাস

কথা, সুর ও অডিও সুপারভিশন: মাহফুজ বিল্লাহ শাহী

সঙ্গীত পরিচালনায়: পারভেজ জুয়েল

ফিল্ম নির্মাণঃ-এইচ আল বান্না

 

শিল্পী:

ইমাম হোসাইন

হা-মীম জাবির মিয়াজী

মুহাম্মদ আল আমিন

আব্দুল্লাহ আল মামুন

আজিজ কাওসার

মুবিনুর রহমান

উমায়ের ইবনে জাহির

 

অভিনয়ঃ

তৌফিক মিসবাহ

ইমাম হোসাইন

হা-মীম জাবির মিয়াজী

মুহাম্মদ আল আমিন

আব্দুল্লাহ আল মামুন

আজিজ কাওসার

মুবিনুর রহমান

উমায়ের ইবনে জাহির

 

সহযোগীতায়ঃ

তৌহিদুজ্জামান

মোশাররফ মুন্না

মিজানুর রহমান

নাজমুস সাকিব

মাহ্দী হাসান

মুরসালিন সরকার

জাকির হোসাইন

ডি এম যুবায়ের ইসলাম

শাফায়াত খান

আবু জার গিফারী

তারিকুল ইসলাম

ওয়াহেদুজ্জামান আহমেদ

আবদুল্লাহ হীল মারুফ

 

কৃতজ্ঞতা-

উচ্চারণ শিল্পীগোষ্ঠী

সন্দিপন শিল্পীগোষ্ঠী

জাগরণ শিল্পীগোষ্ঠী

তুরাগ শিল্পীগোষ্ঠী

অণির্বাণ শিল্পীগোষ্ঠী

শৈলচূড়া শিল্পীগোষ্ঠী

রাঙাকুড়ি শিল্পীগোষ্ঠী

 

পরিচালনায়: রাশেদুল ইসলাম

 

সহকারী নির্বাহী প্রযোজক- সাইদুল ইসলাম

 

নির্বাহী প্রযোজক- মোঃ ইস্রাফিল হোসাইন

 

প্রযোজনা ও পরিবেশনায়

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

পরের জায়গা পরের জমিন | লোক সংগীত | Porer Jayga Porer Jomin

প্রখ্যাত শিল্পী আব্দুল আলিমের প্রসিদ্ধ গান-

❝ পরের জায়গা পরের জমিন ❞

মূল শিল্পীঃ আবদুল আলিম

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics••••••••••••••••

 

পরের জায়গা পরের জমিন
ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই

 

সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুমদারী
আমি পাই না জমিদারের দেখা
মনের দুঃখ কারে কই

 

জমিদারের ইচ্ছামত দেই না জমি চাষ
তাইতো ফসল ফলে না রে
দুঃখ বারো মাস

 

আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নীলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
দাখিলায় মেলে না সই

 

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

 

শিল্পীবৃন্দঃ

শাফায়েত উল্লাহ 

আব্দুল্লাহ আল মাসুম

নাইমুল ইসলাম ফারাবি

মেহেদি হাসান লিখন

রাশেদ সামি

সাইফুর রহমান

সামশুল আলম

আমিনুল ইসলাম

 

অ্যালবামঃ ইমানের দাবি

 

সার্বিক সহযোগিতায়ঃ আদিব শাহরিয়ার

 

ব্যবস্থাপনায়ঃ শরিফ উদ্দিন পাটোয়ারি

সহ-ব্যবস্থাপনায়ঃ আমজাদ হোসাইন

 

কৃতজ্ঞতায়ঃ

আব্দুল আলিম

ফেরদাউস সায়েম ভুঁইয়া

মোজাম্মেল হোসাইন

এ বি এম ওমর আলি

ইকবাল হাসান

 

সার্বিক দিকনির্দেশনা-

মাহমুদুল হাসান

এম সি মামুন

 

• প্রযোজনা ও পরিবেশনা- দুর্নিবার শিল্পীগোষ্ঠী

কাজকে তুমি ভালোবাসো | Kajke Tumi Valobasho

শিশু শিল্পীদের কন্ঠে অসাধারণ একটি শিক্ষণীয় গান-

❝কাজকে তুমি ভালোবাসো❞

• কথা- শাহাদাত হুসাইন

• সুর- সংগৃহীত

• সুর ইম্প্রোভাইজ- শাফায়াত উল্লাহ

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics••••••••••••••••

 

কাজ করো ভাই সময়মতো

না হয় হবে বোঝা

সময়মতো কাজ করিলে

কাজটি হবে সোজা

 

অলস মনে শয়তানেরা

হরদম যায় বীজ বুনে

তাই তো অলস মন ভোলা হয়

কাজ করে না গুনে

কাজকে তুমি ভালোবাসো

কাজ হবে না বোঝা

 

সব কাজেতে রয় পিছিয়ে অলস মনের দল

তাইতো তাদের রয় না কভু দৃঢ় মনোবল

 

আলস্য আর মন্দগুলো

ঝেড়ে ফেলো আজ

মনকে তুমি ব্যস্ত রাখো

দিয়ে সদা কাজ

কাজকে তুমি ভালোবাসো

কাজ হবে না বোঝা

--------------------------------------

 

• শিল্পী-

সাদাদ

ইছমাম

মারুফ

ওয়ালিদ

মেহেদী

তাহসিন

ওসমান

আসরার

আকিব

সা’দ

বান্না

সামির

সিফাত

 

• সাউন্ড ডিজাইন- আহমেদ রাসেল

• রেকর্ড লেবেল- ইচ্ছে টিউন

 

• ভিডিওগ্রাফি ও সম্পাদনা- আজহারুল ইসলাম জাহিদ

 

• সহযোগিতায়-

নাইমুল ইসলাম ফারাবী

হারেস মাতাব্বর

জিহাদ আহনাফ হোসাইন

তারেক মনোয়ার

হাবিবুর রহমান রিয়াজ

আনসার উল্লাহ্

 

• সার্বিক তত্ত্বাবধানে- মোবারক বিল্লাহ্

 

• কৃতজ্ঞতা-

আবদুল্লাহ আল নোমান

নুর মোশাররফ হোসাইন

ওয়াহিদুজ্জামান আহমেদ

আনসার উদ্দিন

সাবেক পরিচালকবৃন্দ

 

• পরিচালনা- হুজ্জাত আই এম

 

• প্রযোজনা ও পরিবেশনা- দুর্নিবার শিল্পীগোষ্ঠী


 

তোমাদের মাঝে হলো | SHEI LOK VALO | সেই লোক ভালো

 

দুর্নিবারের শিশু শিল্পীদের কন্ঠে অনবদ্য এক আয়োজন-

❝সেই লোক ভালো❞

• Lyric- Nuruzzaman Shah

• Tune- S B Habib

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics••••••••••••••••

 

তোমাদের মাঝে হলো সেই লোক ভালো

যার কাছে খুঁজে পায় সকলেই আলো

 

তোমাদের মাঝে হলো সেই লোক সেরা

যাকে দেখে হেদায়ার পথে যায় ফেরা

যাকে পেলে মোছা যায় হৃদয়ের কালো

 

 কল্যাণ আশা করে যার কাছে সবে

তাঁর মতো হতে হবে আমাদের ভবে

কোনো সংশয় নেই যার কাছ থেকে

হতে হবে তাঁর মতো রাজি আছো কে কে!

 

তোমাদের মাঝে হলো সেই লোক খাঁটি

যাকে দেখে এ জীবন হয় পরিপাটি

যাকে পেলে তোলা যায় মুক্তির পালও

 

--------------------------------------

 

• Artists-

Anika Jannat

Johra Tabassum Nadia

Asma B A B Maisha

Jannatul Mawa Nijhum

Salsabil Farhin Jannah

 

• Ass. Artists-

H I M

Sadad Abdur Rahman

Saad Abdullah

Abu Nusaib M. Akib

 

• Helped by-

Hares Matabber

Jihad Ahnaf

Tarek Munawar

Hossain Mahmud

 

• Management- Mubarak Billah

 

• Sound Design- Mubin Tusher

• Record Label- Artist Record Studio

 

• GFX- Kamrul Hasan

• Videography & Edit- Ajharul Islam Jahid

 

• Gratitude To-

Abdullah Al Noman

Noor Mosarraf

Wahiduzzaman Ahmed

Ansar Uddin

 

• Special Thanks To- Former Directors

 

• Direction- Hujjat I M

 

• Produced By- Durnibar Shilpigoshthi

খোশ আমদেদ রমাদান | رمضان كريم | Khosh Amded Ramadan

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে

দুর্নিবার শিল্পীগোষ্ঠীর প্রযোজনা ও পরিবেশনায় নতুন গান-

❝ খোশ আমদেদ রমাদান ❞

• কথাঃ ইমাম সাদিক আদনান

• সুরঃ শাহীদ ফালাহী

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics••••••••••••••••

 

বার্তা নিয়ে এলো দ্বারে রজবের ঐ চাঁদ

গ্রহন করো মুমিন সবাই খোদার সুসংবাদ

সুযোগ এলো মুছে ফেলো ফেলে আসা ভুল

ফেরেশতারা মেলে ডানা করছে আহ্বান

 

খোশ আমদেদ খোশ আমদেদ মাহে রমাদান

স্বাগতম স্বাগতম (মাহে রমাদান) খুশির রমাদান

 

দিনে রোজা তাসবীহ কোরআন, ক্বিয়ামে রাত জাগা

অলসতায় সব হারাবে কে সে হতভাগা

একটা মাসে হাজার মাসের বরকত নেমে আসে

নাও লুফে নাও এমন সুযোগ একবারই তো আসে

 

রহমতের মাস দুহাত মেলে তোমায় আমায় যাচে

জীবনটারে ঢেলে সাজাও মদীনারই ছাঁচে

ক্বদর রাতে সিজদা লুটাও ফেলে চোখের জল

শূন্য বুকে পূর্ণ থাকুক বদরের ঈমান

 

এমন সুখের দিন তুমি আর নাও পেতে পারো

প্রতিটা ক্ষণ আঁকড়ে ধরো গাফলতি ঘুম ছাড়ো

খুশবু যে তার ছড়িয়ে যাবে ফেরদাউসের দ্বারে

সুশোভিত হয়ে দেখো দাঁড়ায়ে রাইয়ান

 

--------------------------------------

 

• Artists-

Hujjat I M

Mubarak Billah

Hares Matabbar

Zehad Ahnaf Hossain

Habibur Rahman Riaz

Shamsul Kwanuien

Nayem Uddin

Jamiul Hasan Jihan

Ibrahim Hossain

 

Mehedi Hasan Nirob

A N M Akib

Sa'ad Abdullah

Tajbid Hasan

Maruf Ahmed

Walid Bin Imran

Sadad Abdur Rahman

Raiyan Al Ismam

 

• Helped by-

Resalatur Rahman

Meheraj

 

• Management- Mubarak Billah

 

• Sound Design- Mubin Tusher

• Record Label- Artist Record Studio

 

• GFX- Hashem's Creation

• Videography & Edit- H.M. Raju

 

• Gratitude To-

Israfil Hossain

Saidul Islam

Wahiduzzaman Ahmed

Hujjat I M

 

• Special Thanks To- Former Directors

 

•Ass. Director- Hares Matabbar

• Direction- Mubarak Billah

 

• Produced By- Durnibar Shilpigoshthi

তাকওয়ার জাফরান | Takwar Jafran

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে

দুর্নিবার শিল্পীগোষ্ঠীর প্রযোজনা ও পরিবেশনায় কুরবানির নতুন গজল-

❝ তাকওয়ার জাফরান ❞

• Lyric- Bilal Hossain Nuri

• Tune- Sb Habib

 

••••••••••••••••••••• লিরিক্স ••••••••••••••••••••

 

বুকের বাগানে ফুটল কতটা তাকওয়ার জাফরান

সে খবর নিতে কুরবানী আসে, ছড়ায় নতুন ঘ্রাণ

 

বাইরে যতই অপরূপা রঙ—প্রজাপতি প্রজাপতি,

অথবা হাজার ইরানী ফুলের এলোমেলো সৌরভ

কিছুই যায় না আরশের পথে আসমান ভেদ করে,

তাঁর কাছে যায় শুধু ভালোবাসা, বিনয়ের গৌরব

ফেরেশতাদের ডানার আদরে আলোড়িত হয় শুধু

মালিকের ডাকে প্রেম-বিগলিত ঝরনাশীতল প্রাণ

 

পিতার হস্তে চকচকে ছুরি, কাপড়ে দু'চোখ বাঁধা—

নিচেই শোয়ানো আপনপুত্র—কী কঠিন সেই ধাঁধাঁ!

 

স্বপ্ন যখন আলো আলো হয়—ধ্রুবতারা ধ্রুবতারা,

জোছনাকোমল রুপালি নজর খুঁজে ফেরে জান্নাত

মনের আয়না দেখে তার বুকে হামজার মুখ ভাসে,

জান ও মালের পিছুটান ভুলে খুলে যায় ডান-হাত

ভোগের ফসল ত্যাগের চাদরে ঢেকে গেলে নির্জনে,

জীবনের চেয়ে প্রিয় হয়ে ওঠে শহীদী সুধার ত্রাণ

 

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

 

• Artists-

Hujjat I M

Mobarak Billah

Hares Matabbar

Zehad Ahnaf Hossain 

Tarek Monawar

Shamsul Kawnain

Ansar Ullah

Jamiul H. Jihan

Foyzul I. Sohel

Ibrahim Bin Yasin

 

• Ass. Artists-

Mubin Tushar

A N M Akib

 

• Sound Design- Mubin Tushar

• Record Lebel- Artist Record Studio

 

• Videography & Edit- Ajharul Islam Jahid

 

• Gratitude To-

Abdullah Al Noman

Noor Mosarraf Hossain

Ador Hossain

Mahmudul Hasan

 

• Special Thanks To- Former Directors

 

• Direction- Hujjat I M

 

• Produced By- Durnibar Shilpigoshthi


 

সিয়ামের চাঁদ | رمضان كريم | Siamer Chand

পবিত্র মাহে রমজানের আয়োজনে

দুর্নিবার শিল্পীগোষ্ঠীর প্রযোজনা ও পরিবেশনায় নতুন গজল-

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics ••••••••••••••••

❝ সিয়ামের চাঁদ ❞

 

সিয়ামেরই চাঁদ উঠেছে

উঠেছে নীল আসমানে

তাইতো খুশির ঢল নেমেছে

তামাম মুসলিম জাহানে

 

আল কুরআনের মাস এসেছে

দ্বীন বিজয়ের মাস

রহমতেরই মাস এসেছে

মাগফিরাতের মাস

তাইতো খুশির ঢল নেমেছে

মোবারক মাস রমজানে

 

যাকাত ফিতরা বিলাতে তুই

করিসনারে ভুল

অসহায়ের মুখের হাসি

আখেরাতের কূল (হবে তোর)

আখেরাতের কূল

 

হয়তো সিয়াম আসবেনা আর

হয়তো তোমার জীবনে

কেউ জানিনা কে যে কখন

হারিয়ে যাবো মরনে

উঠরে গাফিল আর ঘুমাসনে

নাজাতের মাস রমজানে

 

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

 

Lyric & Tune- Tofazzal Hossain Khan

 

Artists-

Hujjat I M

Mobarak Billah

Rashed Sami

N I Farabi

Hares Matabbar

Zehad Ahnaf Hossain

Mohammad Yasin

Ansar Ullah

 

Ass. Artists-

Golam Azam

Mubin Tushar

A N M Akib

 

Helped by-

Iqbal Saki

Foyez Ullah

Sajjad Hossain

 

Sound Design-

Mubin Tusher

Record Label-

Artist Record Studio

 

Videography & Edit-

Ajharul Islam Jahid

 

Gratitude To-

Abdullah Al Noman

Noor Mosarraf Hossain

Ador Hossain

Mahmudul Hasan

 

Special Thanks To-

Former Directors

 

Direction-

Hujjat I M

 

Produced By- Durnibar Shilpigoshthi

 

 

অনুমান | Onuman

••••••••••••••••• লিরিক্স-Lyrics ••••••••••••••••

❝ অনুমান ❞

• গীতিকার ও সুরকার- জায়িদ হাসান জোহা

 

অনুমানে কথা বলা নয়কো সমীচিন

না জেনে বললে কথা

সব ঠিক হয় না যে তা

সম্প্রীতি ভালোবাসা যায় হয়ে বিলীন

অনুমানে কথা বলা নয়কো সমীচিন 

 

কখনও কারও নামে যদি কিছু শোনো

তোমার থেকে যেন তা না জানে একজনও

যদি রয় প্রশ্ন মনে জেনে নাও সংগোপনে

না বলে জনে জনে না করে কঠিন

 

যদি দাও কারও নামে মিথ্যে অপবাদ

গোনাহগার হতে হবে সব নেকি বরবাদ

হলে ভুল বোঝাবুঝি বলে দাও সোজাসুজি

না করে খোঁজাখুঁজি না ডুবে গহীন

 

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

 

• শিল্পী-

আবু মুসা ফারুকী

জায়িদ হাসান জোহা

আরিফুল ইসলাম

আব্দুল্লাহ আল নোমান

আবু রায়হান

শামসুল ইসলাম

 

• অভিনয়ে-

জাকিরুল ইসলাম মিরাজ

শামীম হাসান

মিজান আহমেদ

মতিউর রহমান সানজিদ

মোস্তাফিজুর রহমান আরমান

 

• চিত্রনাট্য ও নাট্য নির্দেশনায়-

আব্দুর রহমান

 

• শব্দধারণে-

প্রিয়জন স্টুডিও

• অডিও সম্পাদনায়-

নুরুল ইসলাম স্বাধীন

 

• সহযোগিতায়-

সাদমান হাফিজ রুমন

মো: রুবেল আলী

আলফাজ হোসাইন

বায়েজিদ খান

নাজমুস সাকিব জিহাদ

হাফিজুর রহমান বাবু

 

• কৃতজ্ঞতায়-

ড. মাহফুজুর রহমান আখন্দ

ড. সেতাউর রহমান

ড. গোলাম কিবরিয়া ফেরদৌস

আব্দুর রহিম আব্দুল মোহাইমিন

রোহান কবির ও বিকল্পের সাবেক পরিচালকবৃন্দ

 

• ব্যবস্থাপনায়-

জায়িদ হাসান জোহা

আরিফুল ইসলাম

 

• পরিচালনায়- আবু মুসা ফারুকী

 

• প্রযোজনা ও পরিবেশনা- বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ

আলহামদুলিল্লাহ | الحمد لله | কত নেয়ামত তুমি দিয়েছ | Alhamdulillah

 

দুর্নিবারের প্রযোজনা ও পরিবেশনায় সময়ের সেরা হামদ-

❝ আলহামদুলিল্লাহ ❞

• কথা- মল্লিক মাহমুদ

• সুর- তোফাজ্জল হোসাইন খান

 

••••••••••••••••• লিরিক্স-Lyrics ••••••••••••••••

 

কত নেয়ামত তুমি দিয়েছো আমায়

মাপা যাবে নাতো কোনোদিন

অশেষ করুণা প্রভু দিয়েছো ঢেলে

দয়ার চাদরখানা রেখেছো মেলে

আমার হৃদয়ে তাই যায় বয়ে যায়

শোকরের ঢেউ অমলিন

আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্!

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন

 

তুমি ছাড়া আর কেউ বুঝতে পারে না

এ মনের সবটুকু ভাষা

তোমার মতন কেউ বিলাতে পারে না

অনাবিল প্রেম ভালোবাসা

যেই ভালোবাসা পেলে দূর হয় জ্বালা

সব ব্যাথা হয় যে বিলীন

 

পরম দয়ালু তুমি অফুরান স্নেহের আধার

সমাধান দিতে পারো পৃথিবীর সকল ধাঁধার  

 

ছলনার ফাঁদে পড়ে প্রতিদিন আমি

অগনিত পাপ করি তবু

এই অধমের প্রতি অভিমান করে

দূরে সরে যাও নি তো কভু

সিয়াম সালাতের পাহাড় গড়েও

শোধ করা যাবে না তো ঋণ

 

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

 

• শিল্পী- হুজ্জাত আই এম

মোবারক বিল্লাহ

হারেস মাতাব্বর 

তারেক মনোয়ার

শামসুল কাওনাইন

আনসার উল্লাহ

 

• সহ. শিল্পী- মুবিন তুষার

এ এন এম আকিব

 

• সাউন্ড ডিজাইন- মুবিন তুষার

• রেকর্ড লেবেল- আর্টিস্ট রেকর্ড স্টুডিও

 

• ভিডিওগ্রাফি ও সম্পাদনা- আজহারুল ইসলাম জাহিদ

 

• কৃতজ্ঞতা- আবদুল্লাহ আল নোমান

নুর মোশাররফ হোসাইন

আদর হোসাইন

আনসার উদ্দিন

সাবেক পরিচালকবৃন্দ

 

• পরিচালনা- হুজ্জাত আই এম

 

• প্রযোজনা ও পরিবেশনা- দুর্নিবার শিল্পীগোষ্ঠী

 

শান্তি প্রীতির বার্তা

  ♦️গানের লিরিক্স♦️

 ✍️Lyrics: Minhaz uddin

????️Tune: Shafiq Adnan

 

.মনের কোণে আছে যত পাপ কালিমার ক্ষত

ক্ষমার মালিক করবে ক্ষমা করলে মাথা নত

বিবেদ ভুলে সব মুসলমান হতে এক প্রাণ

শান্তি প্রীতির বার্তা নিয়ে এলো রে রমাদান।।

 

আহলান সাহলান খোশ আমদান

আহলান সাহলান মাহে রমাদান

 

সিয়াম পেয়ে ও যে মুমিনের মুছে না পাপ কালি

মুখের মাঝে লেগে থাকে অশ্লিল কথা গালি

সেই তো বধির পাপের নদীর বড় নাফরমান

তার কাছে হায় হার মেনে যায় ইবলিশ শয়তান

শান্তি প্রীতির বার্তা নিয়ে এলো রে রমাদান।।

 

এইতো সময় শপথ করে নিজকে শুদ্ধ করার

নবীর হাদিস রবের কুরআন আঁকড়ে বুকে ধরার

অশ্রু চোখো দু'হাত তুলে কাঁদলে কোমল প্রাণ

রহম দ্বারা দিবে-ই তবে মালিক রহমান

শান্তি প্রীতির বার্তা নিয়ে এলো রে রমাদান।। 

রার্থনামূলক গান | মুনাজাত

হে আল্লাহ...! আমার জন্য হালাল রুজি যেন যথেষ্ট হয় হারামের প্রয়োজন যেন না হয় তোমার দানেই করো অভাব মুক্ত কারো মুখাপেক্ষী যেন হতে না হয় আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আ‘ন হারামিকা আগনিনি বিফাদলিকা আ‘ম্মান সিওয়াক ধৈর্যশীলও কৃতজ্ঞ বানাও আমায় আমার দুচোখে আমাকে ছোট ভাবিয়া মানুষের চোখে যেন বড় মনে হয় আল্লাহুম্মাজআ‘লনি ছবুরা ওয়াজআ‘লনি শাকুরা ওয়াজআ‘লনি ফি আইনি ছগিরা ওয়াফি আইনিন নাসি কাবিরা হেফাজত করো মন মুনাফেকী থেকে মুক্ত করো কাজ গর্ব থেকে জিহবা মুক্ত রাখো মিথ্যা থেকে আর দুচোখ মুক্ত রাখো খিয়ানাত থেকে আল্লাহুম্মাহফিয ক্বালবি মিন নিফাক্বি ওয়াআ‘মালি মিনার রিয়া ওয়ালিসানি মিনাল কিয্ব ওয়াআ‘ইনি মিনাল খিয়ানাহ্ 

ঈমান জাগানিয়া গান-মুমিন

গান: মুমিন কথা: নাসির মাহমুদ সুর: রাআদ ইজামা শিল্পী হাদিউজ্জামান বুলবুল ফয়সাল আহমেদ নেয়ামুল হুসাইন রাআদ ইজামা অডিও: ইনোভেশন কম্পোজার: জুলকার নাইন ভিডিও নির্দেশনা এ কে জিলানী চিত্রগ্রহন ও সম্পাদনা আবির হোসেন তারেক পরিবেশনায় সাইমুম শিল্পীগোষ্ঠী Lyric মু'মিনেরা কখনও কি মৃত্যুকে করে ভয় ঈমানের দৃঢ়তায় আল্লাহর পথে রয় ঈমানের দৃঢ়তায় শপথের পথে রয় মুমিন ... ভয় করে না বুলেট-বোমা সামনে বাড়ায় পা- হৃদয়ে নেয় কোরআন-হাদিস উসুল ও ফিকাহ ঝঞ্ঝাঝড়ে ধৈর্য ধরে প্রভুর মদদ চায় নেই পরোয়া জেল জুলুম আর 'মামলা ও হামলায় পৃথিবীর যত সুখ সম্পদ ও বিলাস পায়ে ঠেলে আল্লাহর পথে হয় লাশ শাহাদাতে খোঁজে তারা জীবনের জয় ... ঈমানের দৃঢ়তায় আল্লাহর পথে রয় ঈমানের দৃঢ়তায় শপথের পথে রয় ... মুমিন ... লোভ দেখাবে অর্থ খ্যাতি পদ ও পদবীর নবীর সেনা যায় না ভুলে সে যে রণবীর কোরআন কায়েম করতে তারা বণিক বনে যায় প্রভুর সাথে তাদের জানের 'কেনাবেচা হয় সময়ের তাগুতেরা সহৃদয় বেশে নরকের ঠিকানায় নিয়ে যায় হেসে স্বার্থ আদায়ে তারা কৌশলী হয় শপথের মুমিনেরা আল্লাহর পথে রয় মু'মিনেরা কখনও কি মৃত্যুকে করে ভয় ঈমানের দৃঢ়তায় আল্লাহর পথে রয়। ঈমানের দৃঢ়তায় শপথের পথে রয়

আল্লাহর পথে যারা দিয়েছে জীবন

কথা ও সুরঃ কবি মতিউর রহমান মল্লিক পরিবেশনায়ঃ রংপুরের বাছাইকৃত শিল্পীবৃন্দ সার্বিক সহযোগিতায়ঃ সমন্বিত সাংস্কৃতিক সংসদ-(সসাস) . গানের কথাঃ-------- আল্লাহর পথে যারা দিয়েছে জীবন আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত ওরা আছে চেতনায় আমাদের ওরা আছে প্রেরনায় আমাদের ওরা আছে সংগ্রামে সাধনায় দুর্বার দুর্জয় অপরাজিত। তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত ওরা আছে অলখে আমাদের ওরা আছে পলকে আমাদের ওরা আছে মিছিলে মিছিলে চিরদিন চিরচেনা পরিচিত। তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত ওরা আছে সাহসে আমাদের ওরা আছে সমুখে আমাদের ওরা হল শহীদি জীবনের সংগ্রামী পতাকা উচ্চকিত। তাঁদেরকে তোমরা মৃত বলো না, বলো না মৃত

অশ্লীলতা দূর করে দাও

 

রহমতের মাস

| Rohmoter Mash .

কথা: আবু তাহের বেলাল .

সুর: সাইফুল্লাহ মানসুর

-------------------------------------

******** লিরিক্স ********

অশ্লীলতা দূর করে দাও

না বলে দাও নগ্নতাকে,

মনে প্রাণে কাজে লাগাও

বিশুদ্ধতার পথে খাটাও

রোজার পূত লগ্নটাকে।।

 

•ধরলে সিরাত সরল সোজা

নেক নিয়াতে রাখলে রোজা,

রোজা তো হয় জাহান্নামের ঢাল

ফাগুন ফাগুন হয় আগামী কাল।

রাইয়‍্যানেরই দুয়ার খোলে-

দীপ্ত রাখো স্বপ্নটাকে।।

 

শালীনতার চর্চা বাড়াও

কুফুর শিরিক দূরে তাড়াও,

কোরআন সুন্নার সবক নিয়ে

জাহিলিয়া রুখে দাঁড়াও।

 

ভালো কাজের দাওগো আদেশ

দাও ছড়িয়ে রোজার আবেশ,

নিষেধ করো মন্দ যতো কাজ

নাওগো পরে মুত্তাকীনের সাজ।

জুলুম শোষণ সয়ে যাবার

সাহস যেন রপ্ত থাকে।।

""""""""""""""""""""""""""""""" ✒

বাদ ফজর•২ফ্রব্রুয়ারি-২০২১

ছন্দকুটির•তিতাস• নরসিংদী।


 

এই ধরণীর স্রষ্টা যিনি

 ******** লিরিক্স ********

 

এই ধরণীর স্রষ্টা যিনি 
মহান প্রভু আল্লাহ 
প্রথমে তার শোকর যপি
 আলহামদুলিল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ |

 

কোন কাজ করতে শুরু 
বলি বিসমিল্লাহ 
প্রতিশ্রুতি থাকলে কাজের
বলবো ইনশাআল্লাহ 
খুশির খবর শুনতে পেলে
বলো সুবহানাল্লাহ |

 

কারো জন্য করতে দোয়া 
ফি আমানিল্লাহ 
কৃতজ্ঞতা করতে জ্ঞাপন 
বলি জাযাকাল্লাহ 
দু:খের খবর শুনতে পেলে
বলো ইন্না-লিল্লাহ |

 

থাকলে খুশি কারো কাজে 
বলো মাশ'আল্লাহ 
কারো কথায় কষ্ট পেলে 
মুখে নাউজুবিল্লাহ 
সকল ভুলে তাওবা করি
আস্তাগফিরুল্লাহ |
------------------------------------- 

এই ধরণীর স্রষ্টা যিনি
কথা- তৌহিদুজ্জামান
সুর - এস এম মঈন
শিল্পী: মিফতাহুল জান্নাত পারিশা

বাবা মানে


 ******** লিরিক্স ********

বাবা মানে হাজার বিকেল 
আমার ছেলে বেলা 
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো 
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা 
আমার অনেক ঋণ |

 

আমি যতই এলোমেলো ভুলের অভিধান 
বাবা তুমি সময় মত সহজ সমাধান 
জীবনের টানাপোড়েন কিছুই না জানি 
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই 
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি |

 

বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া 
বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা|

 

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
 আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে 
 চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে 
 মা বলে ডাকবে বল সারা জীবন ধরে 
 বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে 
 কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

------------------------------------- 

শিল্পীঃ জাইমা নূর 
কথা ও সুরঃ তাসনীম সাদিয়া 
 

বায়াত


 ******** লিরিক্স ********

বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা,
শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আকড়ে ধরা— 
যদি তুমি বাইয়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন,
তাহলে, বন্ধু তোমার বাইয়াত নেওয়ার কি প্রয়োজন? 

 

বাইয়াতের অর্থ হলো দ্বীন কায়েমের সুযোগ খোঁজা,
জীবনের সকল কাজে, খালেস মনে দ্বীনকে বোঝা—
বাইয়াতের অর্থ হলো আন্দোলনে শরীক হওয়া,
অপরের মন মগজে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া—
যদি তুমি না করো, তা মিছেই তোমার সব আয়োজন।। 

 

বাইয়াতের অর্থ হলো  লক্ষ মুমিন একত্রিত, 
তাদের ঐ মন মগজে দ্বীনের বিধান প্রতিষ্ঠিত—
বায়াতের অর্থ হলো ভরসা কেবল এক আল্লাহ,
হৃদয়ে উঠবে বেজে  জিহাদ ফী সাবিলিল্লাহ—
যদি করো বাইয়াত নিয়েও নাফরমানীর সেই আচরণ।। 

 

বাইয়াতের অর্থ হলো  জীবনকে উৎসর্গ করা,
বিনিময়ে রবের থেকে জান্নাতী মুকুট পড়া—
বাইয়াতের অর্থ হলো  সইতে হবে ঘাত প্রতিঘাত,
বাইয়াতের বাধন ছাড়া মৃত্যু হবে জাহিলিয়াত—
যদি তুমি সংবিধানে দ্বীন ইসলামের চাও আগমন,
তাহলে বন্ধু তোমার বাইয়াত নেওয়া খুব প্রয়োজন।।

------------------------------------- 

কথা ও সুরঃ রা'দ ইজামা 
 

বাংলা বর্ণমালা


 ******** লিরিক্স ********

ক- এ কলা খ- এ খাই
এত বেশি খেতে নাই
গ- এ গরু ঘ- এ ঘাস
কত ঘাস খেতে চাস ?
ঙ বলে কোলাব্যঙ সারাদিন ঘ্যাঙ ঘ্যাঙ
ক খ গ ঘ ঙ ।।

 

চ- এ চোখ ছ- এ ছল
চোখ দুটো ছলছল
জ- এ জল ঝ- এ ঝিল
কত জল ঝিলমিল
ঞ বলে মিঞা ভাই ভয় নাই ভয় নাই
চ ছ জ ঝ ঞ ।।

 

ট- এ টুপি ঠ- এ ঠিক
হেরে গেলি ঠিকঠিক
ড- এ ডাল ঢ- এ ঢোল
ডাকে ঢোলে সোরগোল
তালু আর জিভে মিলে হল মূধণ্য ণ ।
ট ঠ ড ঢ ণ ।।

 

ত- এ তুমি থ- এ থামি
থামব নাকি আমি
দ- এ দাঁত ধ- এ ধার
কার দাঁতে কত ধার ?
দাঁতে আর জিভে মিলে হল দন্তন্য ন ।
ত থ দ ধ ন ।।

 

প- এ পাপ ফ- এ ফল
রাজা গেল রসাতল
ব- এ বোন ভ- এ ভাই
কত বোন কত ভাই
ম- এ মাটি ম- এ মা
মাটি আমার মা
প ফ ব ভ ম ।।

 

য- এ যাবে র- এ রথ
রথ যাবে ছাড়ো পথ
ল- লাল ব- বাতি
জ্বলছেরে লালবাতি
তালব্য শ- এ বলে বেশি বেশি কেন নেবে ।
য র ল ব শ ।।

তালু আর জিভে মিলে
মুর্ধ্যণ-ষ
দাঁতে আর জিভে মিলে
হ্য় দন্ত-স
ষ-এ ষাড় স-এ সাত
পালা সাপ ওরে বাপ
ঝোপ বুঝে কোপটা মারব।।

 

হ-এ হাতি ড়-এ বড়
হাতি দেখ কত বড়
ঢ-এ ফোটা দিলে ঢ়
মধু বড় গাঢ়
ৎ-এ কুপোকাৎ
মাৎ করে বাজিমাৎ
অ আ চন্দ্রবিন্দু।।

------------------------------------- 

ছড়া গান | বাংলা বর্ণমালা
শিল্পীঃ মাফরুহা বিনতে শাকুর
কথা ও সুরঃ খান আতাউর রহমান
 

আবার আসুক বায়ান্ন

******** লিরিক্স ********

আবার আসুক বায়ান্ন
আসুক আবার একুশের বান -।।
ডালে কৃষ্ণচূড়া ফুটুক আগের মতই -।।
হোক নতুন (করে) প্রভাতফেরির গান....

 

আ আ আ আ আ............

 

রফিক শফিক আসুক ফিরে
বরকত সালাম জাব্বারও -।।
হাতে হাত...., কাঁধে কাঁধ...।। 
রেখে তুলবো শ্লোগান 
দাবী আদায়ে আবারও....
বাঁধা মাড়িয়ে, সীমা ছাড়িয়ে -।।
জেগে উঠুক  শত কোটি প্রাণ........

 

আ আ আ আ আ....... 

 

মায়ের ভাষায় সহজ সুরে
ঘুম পাড়ানির গান
গাইতে আকুল হৃদয় আমার 
করেরে আনচান...
ঘুম পাড়ানির গান-।।।। 

 

কৃষক শ্রমিক মুটে মাঝি 
রাজপথে নামুক আবারও 
মুখে মুখ..... চোখে চোখ -।।
রেখে বলবো চাপা ব্যথা 
বাঁধা আসে যদি হাজারও
রুখে দাঁড়িয়ে, হাত বাড়িয়ে-।। 
তুলবো বিজয়ের নব নব তান.......

 

কথা ও সুরঃ এস বি হাবিব

ঐক্যের বাঁধ

ছিড়ে ফেলে বিভেদের জাল জিঞ্জির

চলো বাঁধি ঐক্যের বাঁধ,

রক্তের দামে কেনা দেশ রক্ষায় আজ

মিলাই সবে কাঁধে কাঁধ।!

 

সম্ভ্রমহারা বোন আহাজারি করে,

ভয়ে সংকিত থাকে মা আমার ঘরে! 

আড়ালে গুমড়ে কাঁদে মানবতা আজ 

মুখ ঢাকে স্বাধীনতা পেয়ে শত লাজ!

লজ্জারা নিজেরাও লজ্জিত হায় 

দেখে  অন্যায় অপরাধ!!

 

আর কত মা তার সম্মান হারালে

জাগবে তুমি বল জাগবে,

বিবস্ত্র বোনের ঐ আহাজারি শুনেও

এখনো কি চেয়ে চেয়ে থাকবে।

 

রক্ত ঘামে গড়া তিলে তিলে এই দেশ,

বিষাক্ত ছোবলে হতে দেবো না শেষ!

বাঁকা চাহনির ভয় ছুড়ে ফেলো দূরে

দাড়াও বীরের বেশে সম্মুখে ঘুরে।

জাতি-ধর্ম আজ নির্বিশেষে

এক হও কর প্রতিবাদ!!

 

কথা ও সুর: আ খ ম মুস্তাফিজুর রহমান

আমাদের গান

জীবনের মাঝে জীবনের গতি
যে গান জাগাতে পারে
প্রেরণার নদী তীর ভেঙে ছোটে
সাগরের অভিসারে—
সে গানের কথা সে গানের সুর
বেঁধেছি হৃদয়তারে—

এসো—সবুজের গান গাই
এসো—জীবনের গান গাই


চারপাশে শুধু হাহাকার ভাসে
অস্ফুট কত কানড়বা
মানুষের হাতে মানুষের আজ
কলিজাও হয় রানড়বা!
যে গানে জালিম ঘুমহারা হয়,
মাজলুম ভোলে সব দ্বিধা-ভয়
অবিরাম অধিকারে—
সে গানের কথা সে গানের সুর
সেধেছি হৃদয়তারে—
এসো—সাহসের গান গাই
এসো—মানুষের গান গাই


যে গানে প্রেমের জাফরানী ফুল
নির্মল ঘ্রাণে ফোটে
সে গানের বনে রঙিন পাখার
প্রজাপতি মন ছোটে!

কত ইতিহাস চাপা পড়ে আছে
মিথ্যার নীল গল্পে
তারার আকাশ আলোহীন তাই
আঁধারের রূপকল্পে!

যে গানে নিবিড় সত্যের ডাক,
জমিন কাঁপানো হায়দারী হাঁক
বেজে ওঠে বারেবারে—
সে গানের কথা সে গানের সুর
গেঁথেছি হৃদয়তারে—
এসো—বিবেকের গান গাই
এসো—আলোকের গান গাই

মুখে তোমারই নাম

মুখে তোমারই নাম

হৃদয়ে তোমারই আগুন

যেখানে মোহাম্মদের নাম

সেখানে ফোটে যে ফাগুন ।

 

যেখানে ন্যায়ের সনে মিশেছে অনিন্দ্য সুন্দর

যেখানে সতত স্বাধীন যেখানে সততা নির্ঝর

সেখানে ভরে নাতো মন ।

 

সত্য সমাগত তাই মিথ্যা অপশ্রিয়মান

যেখানে মদিনার বানী ওড়ায় গো বিজয়ও নিশান

সেখানে প্রশান্তি দেয় চুম।

 

যেখানে কেবলই নির্ভয় ভ্রাত্রি বন্ধন অক্ষয়

যেখানে নিয়ত কল্যাণ যেখানে মানবতার জয়

সেখানে অনন্দেরই ধুম।

 

যেখানে স্রষ্টারও প্রেমে সকলে লুটাই গো সিজদায়

যেখানে স্বাপদ বিষংকুল সকলি আঁধারে বিলায়

সেখানে স্বস্তি অনুপম।

 

যেখানে কোরানের আলো গড়েগো শ্বশত শাসন

রাসূলে মানবিক মনন ভেঙ্গে দেয় লোভির প্রশাসন

সেখানে খোদায়ী হুকুম ।

 

কথা ও সুর: চৌধুরী গোলাম মাওলা

নিজেকে চেনার তুমি

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা
তোমাকে চেনার তুমি তাওফিক দাও
আলোয় দীপ্ত কর নয়ন আমার
ভোরের বিভায় ভর এ মন আমার
তবু অচেনার যত পর্দা সরাও ।


যে জানে না তোমাকে সে জানে না কিছুই
জানে না সে জীবনের অথৈ মানে
যে মানে না তোমাকে সে মানে না কিছুই
গভীর আঁধার তারে সতত টানে
বাসে না সে ভালো এই তামাম জাহান
কোন প্রাণ তার কাছে পায় নাকো দাম
অভিশাপ দেয় তারে কালের খরাও।


সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর
দেখাতে পারে না ওগো পথের মালিক
মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর
মোছাতে পারে না ওগো মহান খালিক।


দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার
বেসাতি করায় বড় যোগ্যতর
নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই
বস্তুই সব তার লক্ষ্য জড়
স্বদেশের ব্যথা তারে করে না কাতর
বিবেকের ঘরে তার শুধুই পাথর
কী যে কী বোঝে না আহা
বোঝে না সে তাও ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান 

ইয়া সায়্যেদী

ইয়া সাইয়্যেদী ইসফা’লানা
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ 
আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার ।


বালাগাল উলা বি কামালিহী
কাশাফাদ্দুজা বি জামালিহী
হাসুনাত জামিউ খিছালিহী
সাল্লু আলাইহি ওয়ালিহী ।


ইন্নাত্তিয়া রিহাস্সাবা
ইয়াওমাল ইলা আরদিল হারাম
বাল্লিগ সালামি রাও দাতান
ফি হান্ নাবিয়্যুল মুহতারাম ।


আমিও কি তব উম্মত নহে
হিয়া পেরেশান তোমার বিরহে
অনেক সাগর তোমাতে হারায়
অনেক আকাশ দু’হাত বাড়ায় ।


দিয়েছ কেবল চাওনি কিছুই
ভেবেছ সমান উঁচু কী নিচু
ওগো প্রিয়তম প্রেম দাও কিছু
না হয় তোমার ছাড়বো না পিছু ।


সংগ্রামী তুমি বিপ্লবী তুমি 
তোমার পথে এই মুজাহিদ আমি ।


মূল: শেখ সাদী (রহ.)
কথা: মতিউর রহমান মল্লিক (বাংলা অংশ)
সুর: সংগ্রহ

স্বাধীনতা তুমি আমার

স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির কবিতা গান
স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান।


স্বাধীনতা তুমি কৃষ্ণচুড়ার ডালে বর্নিল বর্ণমালা
স্বাধীনতা তুমি সকালের সূর্য বিকেলের গোধূলী বেলা
স্বাধীনতা তুমি খেজুর পাতায় বাধা হাজার চরকের প্রাণ।


স্বাধীনতা তুমি খোলা নীলিমার নীচে উড়ে যাওয়া বকের সারি
স্বাধীনতা তুমি পরিপাটি ঘর আর তুলনা বিহীন নারী
স্বাধীনতা তুমি বৈশাখে বয়ে যাওয়া তীব্র চঞ্চল বান।


স্বাধীনতা তুমি পাপিয়া সুরের গানে মধুর কোকিল পাখি
স্বাধীনতা তুমি মায়ের অশ্রæ আর কাজল মাখানো আখি
স্বাধীনতা তুমি শহীদি মিছিলে পাওয়া প্রভূর সীমাহীন দান।

 

কথাঃ আল-মুকাদ্দাস
সুরঃ মাহফুজ মামুন

যার শুন্যতা এনে দেয়

যার শুন্যতা এনে দেয় বিষন্নতা
সে আমার মা
যার ছোয়া পেলে আমি ভুলে যাই দুঃখ
ভুলে যাই সব বেদনা।


মাকে ছেড়ে বহুদূর আমি আজ ব্যাথাতুর
অন্তর খুজে ফেরে মাকে
জমা হলো শত দুঃখ ভারি আজ এই বুক
চোখ মুদে আমি ভাবি মাকে
অশান্ত এই মন ছিড়ে কপট আবরণ
টেনে আনে মায়ের কল্পনা।


রোগ যাতনায় যখন আমি ছিলাম দিশেহারা
রাত্রি জেগে শিয়রে দাড়ানো মায়ের স্নেহের পরশ পেয়ে
ডুকরে কেদেছি ভেবেছি বৃথা এ জীবন মা ছাড়া


না বলা শত কথা অব্যক্ত শত ব্যাথা
তোলপাড়া তোলে আজ হৃদয়ে
মায়ের স্নেহের ছোয়া এই তো বড় পাওয়া
ভাবি আমি বহুদূরে দাড়িয়ে
একজন যার লাগি দূরে বসে আমি কাদি
নয় সে আর কেউ সে আমার মা।


কথা ও সুর: এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন
 

হাজার স্বপ্ন ছিল

হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলী জীবনে
অন্তর ছিল অস্থির আর অশান্ত অকারণে।

 

ধন মান আর সম্পদ ঘিরে

স্বপ্নগুলো কিলবিল করে
নিশিদিন যেন রক্ত ঝরে

কালসাপের দংশনে।

 

মরণের পরে যেন নাম থাকে মানুষের অন্তরে
বুদ্ধি আর শ্রমের যত ঘাম সেদিকেই ছুটে মরে
জাহেলী জীবনের এই অন্ধকার
তীর নেই কূল নেই যেন সিমাহীন চরাচর
প্রতিযোগিতায় মত্ত এতে দুনিয়ার ইনসানে।

 

হাজার স্বপ্ন ছিল বড় হবার
হাজার স্বপ্ন ভোগ বিলাসিতার
হাজার স্বপ্ন দুহাতে কুড়াবার সুখ সম্ভার


দুনিয়ার বুকে শুধু একটাই খোয়াব আছে দেখবার
ইসলাম দিল সুখের সে খবর মানুষকে ভালোবাসবার
আল কোরআনের অন্তরে এই যে সত্যের
দিশা পেয়ে বুঝেছি এযে শান্তির অঙ্গিকার
সার্বজনীন সত্য এটাই দুনিয়ার কল্যাণে।


কথা ও সুর: শেখ আবুল কাশেম মিঠুন
 

যত গান যত সুর

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু


গানের কথায় ওগো তুমি রবে
গানের সুরেও তুমি রবে
তুমি ছাড়া হবে না লিখা কোন গান
তুমি ছাড়া জমে না সুরেরই টান
যতগান যতসুর আছে তুমিময়
কবুল করো তুমি ওগো দয়াময়  ।


যে গানে থাকে না তোমার কথা 
যে গানে থাকে না প্রেম রাসূলের
স্বদেশের কথা যেই গানে থাকে না
থাকে না যে গানে কথা জীবনের
সেই গান সে সুরের এটুকু সুধা
আমার কণ্ঠে যেনো কভু না রয়  ।


যে গানে থাকেনা মানবতা
আহ্বান থাকেনা দ্বীনের পথে
যে গানে জিহাদের কথা থাকেনা
নিয়ে যায় আযাবের অগ্নিপথে
সেই গান কথনও যেন না হয়
যতগান হবে শুধু ওগো দয়াময় ।


কথা ও সুর মাহমুদ ফয়সাল 

দিকে দিকে ছড়াবে

দিকে দিকে ছড়াবে শান্তির বার্তা
হবে সব অনাচার খর্ব
করবো করবো এই বিশ্বটাকে
শান্তির এক স্বর্গ ।


তবে এসো খুলে দিই মনের দুয়ার
বিজয়ের গান গাই বার বার
স্বপ্ন দেখি সেই মহা সুদিনের
বাজাই সুরের সেই ডংকার
শক্ত হাতে বজ্রপাতে
ভাঙ্গি ঐ বাধার পাহাড়
গর্জে উঠি বার বার... ।

 

লক্ষ প্রাণের দানে আমাদের দেশ
আমাদের স্বাধীনতা
জীবন দেব তবু দেবনাতো মান
মানবো না পরাধীনতা
হারবো না কখনো কোন যুদ্ধে
ধরবো শক্ত হাতিয়ার
গর্জে উঠবো বার বার...।

 

আমরা ছিলাম আমরা আছি
আমরা রবো বিশ্ব জুড়ে
যেখানে থাকি যেভাবে থাকি
উঠবো মোরা পাতাল ফেড়ে

 

সমাজটাকে গড়বো মোরা
ন্যায়ের পন্থা দিয়ে
সত্য পথে লড়বো মোরা
সততার শক্তি নিয়ে
ভয় করিনা ঐ কালো চক্ষু
জাগবো দিয়ে হুংকার
গর্জে উঠবো বার বার...।

 

কথা ও সুর: আশরাফুল ইসলাম

আনতা রাব্বি

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আনতা রব্বী আনতা খলিক
আনতা রহমান আনতা মালিক
আল্লাহ আল্লাহ


তোমায় ভালো না বেসে সৃষ্টি তোমায় ভালোবেসেছি
তোমার কাছে না এসে ধরণীর কাছে সব এসেছি
তবু বন্ধ করনি তুমি তোমার সুরুজের আলো দান
বন্ধ করনি বায়ু চাাঁদের আলো ছায়া ফুলেরী ঘ্রাণ
তাইতো তুমি আল্লাহ
তাইতো তুমি প্রিয় আল্লাহ
ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ
ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ।
ইয়া সাত্তারু ইয়া আল্লাহ......


ক্ষুদ্র পিপিলিকা তাকেও দাও তুমি খাদ্য
অনু পরমানু কেউ হয়না তোমার অবাধ্য
অবাধ্য মানুষই শুধু হয় নেয়ামাত যারা বেশি নিয়েছি
ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ
ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ।
ইয়া সাত্তারু ইয়া আল্লাহ......


ক্ষুদ বৃহৎ যত তোমারই হুকুম মেনে চলে
তোমার জিকির করে সুরুচ্ছাস কলকলে
মানুষ শুধুই অবাধ্য নেয়ামাত যারা বেশি ভেসেছি
ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ
ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ।
ইয়া সাত্তারু ইয়া আল্লাহ......

 

কথা ও সুর: আবুল আলা মাসুম

মারহাবা ইয়া মারহাবা

ইয়া রাসুল সাল্লেআলা 
মারহাবা ইয়া মারহাবা
ইয়া নাবী কামলিওয়ালা 
মারহাবা ইয়া মারহাবা 
রাহমাতুল্লিল আলামীন তুমি
জানালেন আল্লাহ তালা
মারহাবা ইয়া মারহাবা... 


তুমি যে হাবিবে খোদা
রাসুলে মাকবুল 
দ্বীন দুনিয়ার পথ দেখালে
মদিনার বুলবুল।
মরু সাহারার ধূসর বুকে
তুমি রঙিন গুলে লালা।


অন্ধকারের আলোক শিখা 
রাসুল মোহাম্মাদ 
কুল আলমের বন্ধু তিনি
সবার প্রেমাস্পদ 
সেই ফুলেরী খুশবু নিতে
গেঁথে নে সে ফুলের মালা। 


অমানিশার বুকে হানলে 
হেরার আলোর বান
হানাহানির বিশ্বে গাইলে
ভালোবাসার গান। 
রোজ হাশরের কঠিন দিনে
তুমি যে কাওছার ওয়ালা।

 

কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খাঁন 

আগের মতো শান্তি

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না
মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা
মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে।

 

চুল গুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাঁটো
সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার
বুট জুতা পায়ে দিয়ে কাধে এক ব্যাগ নিয়ে
ঠোঁটে দেয় লিপিষ্টিক হাসে শুধু ফিক্ ফিক্
ওদিকে গেলো দু’চোখ মনে হলো ভদ্রলোক
কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না
মশান লইয়া দাড়াইয়া আছে মিছ জরিনা আপা।

 

লম্বা লম্বা আছে চুল কানে দেওয়া আছে দুল
হাতেতে সোনার চুরি চিকন ফিতার ঘড়ি
পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো
লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো
হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা
কাছে গিয়া দেখি হায়! মাইয়া মানুষ না
এইডা হল আমগো পাড়ার মিঃ সোহেল রানা।

 

মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে
সাদা শার্ট গায়ে দিয়ে সু-জোড়া পায়ে দিয়ে
জিন্সের পড়েছে প্যান্ট মনে হয় ষ্টুডেন্ট
পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামী সেন্ট
যায় বন্ধুর আড্ডায় ছিনতায় করে রাস্তায়
নেশা করে ফিন্সি গেলে আট মাস থাকে জেলে
অবশেষে মনে হলো এইডা কোন ছাত্র না
এইডা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা।

 

কথা ও সুর: মাসুদ রানা
 

ধন ধান্য পুষ্প ভরা

ধন ধান্য পুষ্প ভরা
                 -- দ্বিজেন্দ্রলাল রায়

ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে।।

এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।।

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

মা যে দশ মাস

মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া

করেছেন আমাদের ঋণী
গায়ের চামড়া কাটিয়া দিলেও

সেই ঋণ শোধ হবেনা জানি, মা।

কতদিন দেখিনা মায়ের ঐ চাঁদমুখ কষ্টে হৃদয় পুড়ে
পিঠা পুলি বানাইয়া পায়েসও রান্ধিয়া মা প্রতীক্ষা করে
হাজারো বাস্ততা অবসর পাই কোথা
তাইতো হয়না যাওয়া গায়ের বাড়িতে।


চিঠি লিখে ছোটবোন টেলিফোন করে

অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে
ভীষণ জ্বরের ঘোরে মা কাইন্দা বলে

ভুইলা কি গেছিস মোরে

কতো ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়

যাবো বলি তবুও বাড়ি যাওয়া রে ।

হঠাৎও একদিন রাত দুপুরে একটা খবর এল
সবকিছুই আছে আগেরই মত,মা হারিয়ে গেল
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া
তাইতো কষ্টে হৃদয় গোমরে মরে
মা গো... মা গো... মা গো... দুঃখিনী মা।

 

কথা সুর ও শিল্পী: আমিরুল মোমেনিন মানিক

ইয়া সাইয়্যেদী

ইয়া সাইয়্যেদী ইশফালানা

ইয়া সাইয়্যেদী ইশফালানা

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ 

আল্লাহ্ আল্লাহ্ সুবহানাল্লাহ্

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহু আকবার 

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহু আকবার ।

 

ইন্নালতিয়া রিহাসসবাহ্

ইয়াওমান ইলাহ্ আরদিল হারাম

বাল্লিগ সালামি রওদতান

ফিহান্নাবিয়ুল মুহতারাম ।

 

বালাগালউলা বিকামালিহি

কাসাফাদ্দুজা বিজামালিহী

হাসনাত জামিউখি সলিহি

সাল্লু আলাইহি ওয়ালিহি।

 

আমিও কি তবো উম্মাত নহে

হিয়া পেরেশান তোমার বিরহে

আনেক সাগর তোমাতে হারায়

অনেক আকাশ দুহাত বাড়ায় ।

 

দিয়েছো কেবল চাওনি কিছু

ভেবেছো সমান উচু কি নিচু

ওগো প্রিয়তম প্রেম দাও কিছু

না হয় তোমার ছাড়বো না পিছু।

 

কথা: মতিউর রহমান মল্লিক

 

আমি কোরানের সুর

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

ও নামে এত জাদু, এত মধুময়
ও নাম নিয়েই ফুল সুরভী ছড়ায়,
ও নামের সুর তুলে শুধু আমি চাই
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আরশের বুকে লেখা ও মধুর নাম
তামাম মানবকুল জানায় সালাম,
ব্যাথিত মানবতা খুজেঁ ফেরে হায়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

 

কথা ও সূর : আব্দুস সালাম

শিল্পী : নওশাদ মাহফুজ

সে কোন বন্ধু

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

 

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

 

সে কোন বন্ধু

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

 

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

সে কোন বন্ধু

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

 

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক