দেশকে ভালোবাসি আমি

দেশকে ভালোবাসি আমি

দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি
দেশের জন্য বুকের ভেতর স্বপ্ন রাশি রাশি ।

 

গাছ-গাছালি সবুজ মাঠ বাড়ির পাশে পুকুর ঘাট
ফসল ভরা ক্ষেতের সুবাস বুক ভরে নেয় চাষী
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি ।

 

জেলে মুটে কামার কুমার দেশটা ভাই সমান সবার
রাখাল ভাইয়া দূরের মাঠে বাজায় মিলন বাঁশি,
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি ।

 

ভালোবাসি দেশের মাটি সোনার চেয়ে অনেক খাঁটি
যে মাটিতে জন্ম আমার যে মাটিতে কান্না-হাসি,
সেই মাটিতে স্বপ্ন ছড়াই, সেই মাটিকে ভালোবাসি
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি ।

 

কথা:মোশাররফ হোসেন খান
সুর:মশিউর হমান