ওগো মালিক সাঁই

ওগো মালিক সাঁই

ওগো মালিক সাঁই
এই ভূবনে সবই ফাঁকি
তোমার দেখা চাই।

 

সোনার পাখি ধরতে গিয়ে
ব্যাস্ত ছিলাম স্বপ্ন নিয়ে
রঙ্গিন ঘুড়ি উড়ছে শুধু
সামনে মরু দেখছি ধুধু
তবু ছুটে যাই (আমি)।

 

উড়ছে বিমান ঘুরছে কলের
ঐ যে কত চাকা
তবু কেন জীবন আমার
একে বারেই ফাঁকা।

 

ময়না যেদিন উড়াল দেবে
কে আর আমার বন্ধু হবে
সেই দরদী হয়নি চেনা
গাড়ির টিকিট হয়নি কেনা
পথের কড়ি নাই (আমার)।

 

কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর ও শিল্পী: আশরাফুল ইসলাম