
তুমি এক শীতল সাগর
পৃথিবীর সব কোমলতা
ছুঁয়েছিল তোমার অধর ---
যে তোমাকে ভালোবেসেনি
তাকে তুমি ভালোবেসেছো
সুখে-দুখে কাছে এসেছো
ক্ষমা করে দিয়েছো তাকেও
যে তোমাকে মেরেছে পাথর
মুখে ছিল অবারিত হাসি
সে হাসি তো দেখেনি কোথাও
কোনেদিন এ পৃথিবীবাসী
যে তোমাকে ভুল বুঝেছে
তাকে তুমি ভুল বোঝোনি
তার কোনো দোষ খােঁজোনি
হৃদয়ের সরল সোহাগে
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: মাহফুজ বিল্লাহ শাহী