রাসূল তুমি আলোক শিখা গহীন আঁধার রাতে
পথ দেখালে ওগো তুমি সন্দেহ নেই তাতে ।
দ্বীন ইসলামের মিশন নিয়ে এলে ভূবন মাঝে
সত্য বানী ছড়িয়ে দিলে নিত্য সকল কাজে
জাহেলিয়াতের মরমে আঘাত হানলে পরে করলে লোপাট
মুক্তির রক্তিম সূর্যটাকে আনলে এ ধরাতে ।
ঝিনুক মাঝে মুক্তা যেমন পান্না মানিক হীরা
দোজাহানের পরশ পাথর তুমি সকল সেরা
তনুমনে তোমায় নিলে দুঃখ যাতনা যাবে চলে
পরম পাওয়া নসীব হবে কঠিন কিয়ামতে ।
কথা: আবু সায়েম
সুর: ইউসুফ বকুল
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat