
হে আল্লাহ...! আমার জন্য হালাল রুজি যেন যথেষ্ট হয় হারামের প্রয়োজন যেন না হয় তোমার দানেই করো অভাব মুক্ত কারো মুখাপেক্ষী যেন হতে না হয় আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আ‘ন হারামিকা আগনিনি বিফাদলিকা আ‘ম্মান সিওয়াক ধৈর্যশীলও কৃতজ্ঞ বানাও আমায় আমার দুচোখে আমাকে ছোট ভাবিয়া মানুষের চোখে যেন বড় মনে হয় আল্লাহুম্মাজআ‘লনি ছবুরা ওয়াজআ‘লনি শাকুরা ওয়াজআ‘লনি ফি আইনি ছগিরা ওয়াফি আইনিন নাসি কাবিরা হেফাজত করো মন মুনাফেকী থেকে মুক্ত করো কাজ গর্ব থেকে জিহবা মুক্ত রাখো মিথ্যা থেকে আর দুচোখ মুক্ত রাখো খিয়ানাত থেকে আল্লাহুম্মাহফিয ক্বালবি মিন নিফাক্বি ওয়াআ‘মালি মিনার রিয়া ওয়ালিসানি মিনাল কিয্ব ওয়াআ‘ইনি মিনাল খিয়ানাহ্