সাগরের ঢেউয়ের

সাগরের ঢেউয়ের

সাগরের ঢেউয়ের দোলাতে
পাহাড়ী ঝর্ণাধারাতে
কত যে স্বপন সুষমা
মোহন মহিমা গোপন গরিমা
রেখেছো হৃদয় ভোলাতে ।


পাখিদের ক‚জন কাকলি
সবুজের সোহাগ শ্যামলী
গাহে যে তোমারই গান
ছড়িয়ে সুরেই তান
হৃদয়ের পাপড়ি খোলাতে ।


নীলিমার নিখুঁত নিলয়ে
পৃথিবীর বিপুল বিষয়ে
দিয়েছো শোভা অফুরান
হে মহান হে মহীয়ান
আপনি আপন মেলাতে।


বিহানের বিমল বাতাসে
অসীমের আকুল আভাসে
দেখি যে তোমারই শান
হে খোদা হে রহমান
জীবনের হিসাব মেলাতে ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জুলকারনাইন বাহলুল