ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদী গান || ধর্ষক || Dhroshok || SOSAS TV || 2025
গান: ধর্ষক
কথা: ইমরোজ আহসান খান
সুর: মাসুদ রানা
অডিও: আমির হামজা
ভিডিও: আব্দুল্লাহ আল মামুন
••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••
ধর্ষণে সেঞ্চুরি করা
স্বভাব তোদের বংশেরই
চরিত্র তোর প্রকাশ্য তাই
লক্ষ্য তোদের ধ্বংসেরই
তোদের কাছে নয় নিরাপদ
তোদের ঘরের আপনজন
সবার গায়েও হানতে পারিস
নোংরা তোদের ইচ্ছে টা
প্রতিবাদের ঝড় উঠেছে
ঠাই হবে না তোদের আর
ধর্ষক তোরা নয় বাংলার
ধর্ষক তোরা বাংলা ছাড়।।
নর পিশাচ হিংস্র তোরা
নোংরা তোদের অঙ্গ গায়,
কার মদদে করিস তোরা
কোন নেতারই সঙ্গ পায়!
ওরে হায়না জঙ্গি ছানা
নাকে কি যায় গন্ধটা!
কাদের কথায় এমন করিস
পথ বেঁছে নিস মন্দটা!
যা কিছু করিস তোরা
ছাড় পাবি এবার আর।
ধর্ষক তোরা নয় বাংলার
ধর্ষক তোরা বাংলা ছাড়।।
লিডার বলে করবি যা তা
মানুষ কিছু বলবে না
সময় আছে মানুষ হ সব
ধর্ষক থাকা চলবে না
মাজলুমানের ঘুম ভেঙেছে
তোদের জুলুম কর্মতে
ধর্ষণেরই ভাঙব শিকল
প্রতিবাধের ধর্মতে
এদেশ আমার এদেশ সবার
এদেশ মায়ের অলংকার।।
ধর্ষক তোরা এ বাংলার
ধর্ষক তোরা বাংলা ছাড়।।
••••••••••••••••••••••••••••••••••••••••••
• পরিচালনায়- জাকির হোসাইন
• নির্বাহী প্রযোজক- এইচ এম আবু মুসা
• প্রযোজনা ও পরিবেশনা- সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
