
নীল প্রজাপতি
কথা: রহমান তাওহীদ
সুর: আল মিজান
নীল ডানার এক প্রজাপতি
ফুলের কানে কয়
কে দিলো গো এমন সুবাস
কোন সে দয়াময়
ফুল হেসে কয় পাপড়ি মেলে মেলে
এমন সুবাস তিনিই দিলেন ঢেলে
যার দয়াতে আঁধার ঢেকে আলোর সকাল হয়
যার করুণায় জোছনা ওঠে হেসে
তিনিই দিলেন সুবাস ভালোবেসে
তার হুকুমে ঝর্ণা ঝরে সাগর নদী বয়
যার নামে ঐ কোকিল ওঠে ডেকে
তিনিই দিলেন সুবাস গায়ে মেখে
তিনিই হলেন আল্লাহ মাবুদ এইতো পরিচয়