ঈদগাহে যাই চল

ঈদগাহে যাই চল

 

আয় কে যাবি বল
ঈদগাহে যাই চল
সুরমা আতর সুবাস মেখে
আল্লাহ ধ্বনি বলে।

খুশির পরাগ মেখে
নতুন জামা পড়ে
ঈদের মাঠে যাব সবাই
মাকে সালাম করে
তাকবীরে তাকবীরে সবাই
আনবো খুশির ঢল।

ধনী গরীব মিলে
দুম্বা ছাগল দিয়ে
কোরবানি করি সবাই মিলে
আল্লার নাম নিয়ে
করবো দোয়া দ্বীনের পথে
থাকতে অবিচল।

 

কথা : শেখ নজরুল

সুর: শহীদুল্লাৈহ্ হাদী