বায়াত

বায়াত


 ******** লিরিক্স ********

বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা,
শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আকড়ে ধরা— 
যদি তুমি বাইয়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন,
তাহলে, বন্ধু তোমার বাইয়াত নেওয়ার কি প্রয়োজন? 

 

বাইয়াতের অর্থ হলো দ্বীন কায়েমের সুযোগ খোঁজা,
জীবনের সকল কাজে, খালেস মনে দ্বীনকে বোঝা—
বাইয়াতের অর্থ হলো আন্দোলনে শরীক হওয়া,
অপরের মন মগজে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া—
যদি তুমি না করো, তা মিছেই তোমার সব আয়োজন।। 

 

বাইয়াতের অর্থ হলো  লক্ষ মুমিন একত্রিত, 
তাদের ঐ মন মগজে দ্বীনের বিধান প্রতিষ্ঠিত—
বায়াতের অর্থ হলো ভরসা কেবল এক আল্লাহ,
হৃদয়ে উঠবে বেজে  জিহাদ ফী সাবিলিল্লাহ—
যদি করো বাইয়াত নিয়েও নাফরমানীর সেই আচরণ।। 

 

বাইয়াতের অর্থ হলো  জীবনকে উৎসর্গ করা,
বিনিময়ে রবের থেকে জান্নাতী মুকুট পড়া—
বাইয়াতের অর্থ হলো  সইতে হবে ঘাত প্রতিঘাত,
বাইয়াতের বাধন ছাড়া মৃত্যু হবে জাহিলিয়াত—
যদি তুমি সংবিধানে দ্বীন ইসলামের চাও আগমন,
তাহলে বন্ধু তোমার বাইয়াত নেওয়া খুব প্রয়োজন।।

------------------------------------- 

কথা ও সুরঃ রা'দ ইজামা