আমি এ পাড়ে একাকী

আমি এ পাড়ে একাকী

আমি এপারে একাকী বসে বসে ভাবি
কি হবে না হবে ওপারে,
মরণেরে নাহি ভয়,
শুধু ভয় খোদা তোমার ক্ষমার মাঝে,
তুমি তুলে নেবে কি নেবে না আমারে....(২)


তোমার আদেশ নিষেধ না মেনে
ভুলের পাহাড় গড়েছি,
গাফেল দু'চোখ গোমরাহী দিয়ে ভরেছি,
কত পাপ কত অপরাধ নিয়ে 
নিজেকে জড়ায়ে রেখেছি আঁধারে আঁধারে....ঐ


এ জীবনে শুধু মনের খেয়ালে,
ভুলের ফসল তুলেছি,
তোমার ভয় কে ভুলে গিয়ে পথ চলেছি,
এত যে রিক্ত নিঃস্বতা নিয়ে,
কোথা হবে ঠাঁই,
সে কথা শুধাবো কাহারে....ঐ