আমাদের গান

আমাদের গান

জীবনের মাঝে জীবনের গতি
যে গান জাগাতে পারে
প্রেরণার নদী তীর ভেঙে ছোটে
সাগরের অভিসারে—
সে গানের কথা সে গানের সুর
বেঁধেছি হৃদয়তারে—

এসো—সবুজের গান গাই
এসো—জীবনের গান গাই


চারপাশে শুধু হাহাকার ভাসে
অস্ফুট কত কানড়বা
মানুষের হাতে মানুষের আজ
কলিজাও হয় রানড়বা!
যে গানে জালিম ঘুমহারা হয়,
মাজলুম ভোলে সব দ্বিধা-ভয়
অবিরাম অধিকারে—
সে গানের কথা সে গানের সুর
সেধেছি হৃদয়তারে—
এসো—সাহসের গান গাই
এসো—মানুষের গান গাই


যে গানে প্রেমের জাফরানী ফুল
নির্মল ঘ্রাণে ফোটে
সে গানের বনে রঙিন পাখার
প্রজাপতি মন ছোটে!

কত ইতিহাস চাপা পড়ে আছে
মিথ্যার নীল গল্পে
তারার আকাশ আলোহীন তাই
আঁধারের রূপকল্পে!

যে গানে নিবিড় সত্যের ডাক,
জমিন কাঁপানো হায়দারী হাঁক
বেজে ওঠে বারেবারে—
সে গানের কথা সে গানের সুর
গেঁথেছি হৃদয়তারে—
এসো—বিবেকের গান গাই
এসো—আলোকের গান গাই