তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়
তোমাকে পড়েগো মনে ভোরের ও হাওয়ায়।
আযানে আযানে কাঁপে সুরের ও মিনার
এমন ও মধুর যেন পাইনা কিনার
তোমার নামের সিপাত মনটা নাড়ায় ।
বাগানে বাগানে ফোটে কত শত ফুল
বয়ে চলে একা নদী শুন্য দু'কুল
এমনও মধুর ও শুধা তুমি দিলে হায়।
আমায় দিওগো প্রভু জান্নাতের ও ফুল
দিশা দিও কেমনে যে পার হব দু'কুল
তোমার মহিমা দাওগো জরনা ধারায়।
কথা: শরীফ আব্দুল গোফরান
সুর: মালিক আব্দুল লতিফ
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat