অন্তরে অন্তরে বহে

অন্তরে অন্তরে বহে

অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা

তোমার প্রেমে জীবন আমর হলো পাগলপাড়া।

 

আকাশ বাতাশ সবই দিলে দিলে জীবন িএমন

দেখিনি তো কখনও হায় তুমি প্রভু কেমন

অন্তরেরই নয়ন মেলে পাই তোমারই সাড়া ।

 

ফুলের ঘ্রাণে মাতাল এ মন যায় না সে ঘ্রাণ দেখা

অদৃশ্য এ বাতাসও তা বুঝি স্বয়ং একা রে বুঝি স্বয়ং একা

 

ঘোর আঁধারে নিজকে দেখি দেয় না চোখে কাজ

এই চোখেতেই দেখবো তোমায় ভাবতে আসে লাজ

অন্তরেরই নয়ন মেলে পাই তোমারই সাড়া ।

 

কথা ও সুর: মিজানুর রহমান রায়হান