উড়ো মেঘের ঘুড়ি

উড়ো মেঘের ঘুড়ি

উড়ো মেঘের ঘুড়ি রে তুই
যাস রে কোথায় হেসে
সোনালি রোদ গায়ে মেখে
মিষ্টি হেসে হেসে ॥


কে দিল রে বাউল মনা
পাখির মত ডানা
কার ধ্যানে তুই মগ্ন থাকিস
সকাল সন্ধ্যা বেলা
ইচ্ছে হলে যাস রে উড়ে চাঁদের বুড়ির দেশে ॥


কোথায় পেলি হিমেল পরশ
কোথায় পেলি জল
শ্রাবণ এলে তোরই যে ক্যান
অশ্রু টলমল
কার হুকুমে ঝরিস রে তুই আমার প্রিয় দেশে ॥


কথা: শফিকুল ইসলাম রুবেল
সুর: রবিউল ইসলাম ফয়সাল