ঈদুল আযহার নতুন গান | অবারিত প্রেম
পবিত্র ঈদুল আযহায় সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর প্রযোজনা ও পরিবেশনায় চমৎকার একটি ঈদের গান-
❝ অবারিত প্রেম ❞
• কথা- ওরাকা বিন বাশার
• সুর- শোয়াইব বিন হাবীব
••••••••••••••••••••• লিরিক্স •••••••••••••••••••••
বুকে যদি থাকে আহা তাকোয়ার ফুল
ইবরাহিমের মতো অবারিত প্রেম
আরশে আজিম ছুঁয়ে কুরবানী তার
আল্লাহর কাছে পায় ভালোবাসা হেম
আরশের প্রেম ডাকে থেকে অবিচল
মেনে নেয় অনায়াসে হুকুম আল্লার
ঈমানের বলীয়ানে সঁপে দেয় তার
রবের কাছে পাওয়া সেরা উপহার
ইসমাঈল হাসিমুখে মেনে নিয়ে তার
অনুগত হৃদয়টা করে মোলায়েম
মনের ভেতরে থাকা শিরক কুফর
নফসের পুষে রাখা অহমিকা ঘুন
কুরবানী মুছে দিক যত আছে সব
ক্বলবের মাঝে থাকা হিংসার আগুন
সালাত সাওম আর কুরবানী তাঁর
মেশকের ঘ্রাণে আনে নেকীর বহর
আরশে আজিম থেকে হৃদয়ের কোণে
নেমে আসে জান্নাতি সুরের নহর
দিকে দিকে ফেরেশতা গেয়ে উঠে গান
মালিকের সাথে গড়ে ভালোবাসা প্রেম
••••••••••••••••••••••••••••••••••••••••••
• শিল্পী-
রাশেদুল ইসলাম, ডি এম যুবায়ের ইসলাম, জাকির হোসাইন, আবু জার গিফারী, হুজ্জাতুল ইসলাম, আরিফ হোসেন সবুজ
• অভিনয়-
ওয়াহেদুজ্জামান আহমেদ, মিফতাহ গালিব, কামরুল ইসলাম, রাফিদ হাসান, গালিব সরদার
• অডিও কম্পোজ-
পারভেজ জুয়েল
• ভিডিও ডিরেক্টর-
মুরসালিন সরকার
• সহ. ভিডিও ডিরেক্টর-
ওরাকা বিন বাশার
• GFX-
আরাফাত মাহমুদ
• সম্পাদনা-
নাজমুস সাকিব
• সহযোগিতায়-
তৌফিক মেসবাহ মেহেদী হাসান
• পরিচালনায়-
রাশেদুল ইসলাম
• নির্বাহী প্রযোজক-
আহমাদ তাওফিক
• প্রযোজনা ও পরিবেশনা-
সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)