মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
হয় না কখনো হয়না
সীমাহীন জাতনায় বুক ভরা বেদনায়
মার মত কেউ পাশে রয় না
দু:খ সুখের অনুভূতি গুলো
স্বার্থের রঙে বদলায় প্রতিদিন
মায়ের ভলোবাসা স্নেহ মমতার ভাষা
বদলায় না তো কোনদিন
নির্মম টানে কার আহবানে
দুনিয়া ছেড়ে চলে যায় মা
ধন সম্মান হারালে জীবনে
হয়ত ফিরে পাওয়া যায় যে আবার
মায়ের মতন এতো মহা মহিমান্বিত
নাম তো ফিরে আসে না আর
হৃদয়ের বাঁধনে রক্তের টানে
উপমা এমন আর হয় না
কথা ও সুর : মাহফুজ বিল্লাহ শাহী
শিল্পী: মফিজুল হাসান ইমন
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat