কারোর কাছে চাননি

কারোর কাছে চাননি

কারোর কাছে চাননি কিছু
তিনি শুধু দিয়েই গেছেন
পাওয়ার জন্য হননি পাগল
ভাবেননিতো চাওয়াই আসল
বরং তিনি দুখীর দ্বারে
তিনি সবই নিয়েই গেছেন।

 

পরেরর কথা ভেবে ভেবে
কেটে গেছে জীবন যে তার
বরণ করে নিয়েছিলেন
দুখের জ্বালা আর অনাহার
দান করেছেন নেননি তো দান
সমস্ত বিলিয়েই গেছেন।

 

কারোর কাছে পাতেননি হাত
চাননি কারো অনুগ্রহ
পরাজিত করেছিলেন
সব লালসা সকল মোহ

 

নিজের স্বার্থ ত্যাগ করেছেন
ত্যাগ করেছেন নিজের চাওয়া
হৃদয় দিয়ে খোঁজ নিয়েছেন
হলো কিনা সবার পাওয়া
মনের সঙ্গে সমস্ত মন
জীবনভর মিলিয়েই গেছেন।

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মাসুদ রানা