মহান রবের বন্দনা

মহান রবের বন্দনা

 

একটি পাখি

বসলো ডালে

ঘরের চালে

নাম শুনেছি চন্দনা,

দেখতে ভালো

নয় তো কালো 

গানের গলা মন্দ না,

গানে গানে

করতে জানে

মহান রবের বন্দনা। 

 

# পাতার ফাঁকে মিষ্টি ডাকে

    কী মধু ছড়ায়

    সাগর-নদী পাড়ি দেবে

    প্রভুর মহিমায়#

 

একটি পাখি

সুরে বলে

উড়ে চলে

রাস্তা কভু বন্ধ না,

ডাকলে সে নাম

আছে এনাম

খোশবু ছড়ায়, গন্ধ না,

গানে গানে

করতে জানে

মহান রবের বন্দনা। 

 

কথা- আমিনুল ইসলাম 

সুর- রবিউল ইসলাম ফয়সল 

--------------------------