ফুল-ফল নদী জল

ফুল-ফল নদী জল


ফুল-ফল নদী জল, পাখ-পাখালির দল,
পবনের হিল্লোল বয়ে চলে অবিরল
তোমারি দান হে চির মহান
গায় সবে প্রভু তোমারি গান।


সৃজিলে ধরাকে তুমি আপন করে
কত রঙে ফুলে ফলে সুরভি ভরে
বিমহিত করে মন কত অফুরান।


প্রেমময় ওগো প্রিয় সকল কাজে
তোমাকে স্মরণ করি সকাল সাঝে
এ হৃদয়ে নেই কেহ তোমারি সমান।


কথা ও সুরঃ নিয়াজ মাখদুম