যাকে আমি সবচেয়ে

যাকে আমি সবচেয়ে

যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম
সে হলো আমার মা জননী
তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপন আর
কেউ নেই আমার এই ধরণী
মাগো মা চলে যাবার আগে বলে গেলে না
মাগো মা বিদায় নেবার আগে বলে গেলে না ।


তোমারই আদর মাগো তোমারই স্নেহ মাগো
কখনো ভুলতে পারি না আমি
রোগে শোকে মাগো প্রতিটি ক্ষণে
আমার পাশে থাকতে তুমি
কত ভালোবাসি মাগো আমি তোমাকে
বোঝাতে কখনো পারিনি ।


প্রতিটি কাজের ফাঁকে প্রতিটি সকাল সাঁঝে
তোমাকে আমি স্মরণ করি
রাত জেগে জেগে দুটি হাত তুলে
প্রভুর কাছে দোয়া করি
বিদায়ও বেলা মাগো আমাকে তুমি কেন 
একবার দেখে যাওনি ।


কথা ও সুর: নিয়াজ মাখদুম