গানের স্বরলিপি

শান্তি প্রীতির বার্তা

Sindabad Shahitto Sangskritik Sangsod

  ♦️গানের লিরিক্স♦️

 ✍️Lyrics: Minhaz uddin

????️Tune: Shafiq Adnan

 

.মনের কোণে আছে যত পাপ কালিমার ক্ষত

ক্ষমার মালিক করবে ক্ষমা করলে মাথা নত

বিবেদ ভুলে সব মুসলমান হতে এক প্রাণ

শান্তি প্রীতির বার্তা নিয়ে এলো রে রমাদান।।

 

আহলান সাহলান খোশ আমদান

আহলান সাহলান মাহে রমাদান

 

সিয়াম পেয়ে ও যে মুমিনের মুছে না পাপ কালি

মুখের মাঝে লেগে থাকে অশ্লিল কথা গালি

সেই তো বধির পাপের নদীর বড় নাফরমান

তার কাছে হায় হার মেনে যায় ইবলিশ শয়তান

শান্তি প্রীতির বার্তা নিয়ে এলো রে রমাদান।।

 

এইতো সময় শপথ করে নিজকে শুদ্ধ করার

নবীর হাদিস রবের কুরআন আঁকড়ে বুকে ধরার

অশ্রু চোখো দু'হাত তুলে কাঁদলে কোমল প্রাণ

রহম দ্বারা দিবে-ই তবে মালিক রহমান

শান্তি প্রীতির বার্তা নিয়ে এলো রে রমাদান।। 

এই ধরণীর স্রষ্টা যিনি

সাইমুম শিল্পীগোষ্ঠী

 ******** লিরিক্স ********

 

এই ধরণীর স্রষ্টা যিনি 
মহান প্রভু আল্লাহ 
প্রথমে তার শোকর যপি
 আলহামদুলিল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ |

 

কোন কাজ করতে শুরু 
বলি বিসমিল্লাহ 
প্রতিশ্রুতি থাকলে কাজের
বলবো ইনশাআল্লাহ 
খুশির খবর শুনতে পেলে
বলো সুবহানাল্লাহ |

 

কারো জন্য করতে দোয়া 
ফি আমানিল্লাহ 
কৃতজ্ঞতা করতে জ্ঞাপন 
বলি জাযাকাল্লাহ 
দু:খের খবর শুনতে পেলে
বলো ইন্না-লিল্লাহ |

 

থাকলে খুশি কারো কাজে 
বলো মাশ'আল্লাহ 
কারো কথায় কষ্ট পেলে 
মুখে নাউজুবিল্লাহ 
সকল ভুলে তাওবা করি
আস্তাগফিরুল্লাহ |
------------------------------------- 

এই ধরণীর স্রষ্টা যিনি
কথা- তৌহিদুজ্জামান
সুর - এস এম মঈন
শিল্পী: মিফতাহুল জান্নাত পারিশা

বাবা মানে

সাইমুম শিল্পীগোষ্ঠী


 ******** লিরিক্স ********

বাবা মানে হাজার বিকেল 
আমার ছেলে বেলা 
বাবা মানে রোজ সকালে
পুতুল পুতুল খেলা
বাবা মানে কাটছে ভালো 
যাচ্ছে ভালো দিন
বাবা মানে জমিয়ে রাখা 
আমার অনেক ঋণ |

 

আমি যতই এলোমেলো ভুলের অভিধান 
বাবা তুমি সময় মত সহজ সমাধান 
জীবনের টানাপোড়েন কিছুই না জানি 
আমার গানের স্বরলিপি তোমার মাঝেই খুঁজি
বাবার কাছে হইনা কাল আমি কোনদিনই 
বাবা ডাকে আদর করে আমায় সোনামণি |

 

বাবা মানে অনেক চাওয়া বাবা মানে অনেক পাওয়া 
বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে অনেক পূর্ণতা|

 

ছেলেবেলা হাতছানি দেয় আজও সকাল সাঝে
 আমি বড় হইনি আজ বাবা তোমার কাছে 
 চিরদিন থাকবে বলো তুমি আমার সাথে 
 মা বলে ডাকবে বল সারা জীবন ধরে 
 বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে 
 কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি

------------------------------------- 

শিল্পীঃ জাইমা নূর 
কথা ও সুরঃ তাসনীম সাদিয়া 
 

বায়াত

সাইমুম শিল্পীগোষ্ঠী


 ******** লিরিক্স ********

বায়াতের অর্থ হলো রবের নিকট শপথ করা,
শরীরের রক্ত দিয়েও সেই সে শপথ আকড়ে ধরা— 
যদি তুমি বাইয়াত নিয়েও কাটাও তোমার সুখের জীবন,
তাহলে, বন্ধু তোমার বাইয়াত নেওয়ার কি প্রয়োজন? 

 

বাইয়াতের অর্থ হলো দ্বীন কায়েমের সুযোগ খোঁজা,
জীবনের সকল কাজে, খালেস মনে দ্বীনকে বোঝা—
বাইয়াতের অর্থ হলো আন্দোলনে শরীক হওয়া,
অপরের মন মগজে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়া—
যদি তুমি না করো, তা মিছেই তোমার সব আয়োজন।। 

 

বাইয়াতের অর্থ হলো  লক্ষ মুমিন একত্রিত, 
তাদের ঐ মন মগজে দ্বীনের বিধান প্রতিষ্ঠিত—
বায়াতের অর্থ হলো ভরসা কেবল এক আল্লাহ,
হৃদয়ে উঠবে বেজে  জিহাদ ফী সাবিলিল্লাহ—
যদি করো বাইয়াত নিয়েও নাফরমানীর সেই আচরণ।। 

 

বাইয়াতের অর্থ হলো  জীবনকে উৎসর্গ করা,
বিনিময়ে রবের থেকে জান্নাতী মুকুট পড়া—
বাইয়াতের অর্থ হলো  সইতে হবে ঘাত প্রতিঘাত,
বাইয়াতের বাধন ছাড়া মৃত্যু হবে জাহিলিয়াত—
যদি তুমি সংবিধানে দ্বীন ইসলামের চাও আগমন,
তাহলে বন্ধু তোমার বাইয়াত নেওয়া খুব প্রয়োজন।।

------------------------------------- 

কথা ও সুরঃ রা'দ ইজামা 
 

বাংলা বর্ণমালা

সাইমুম শিল্পীগোষ্ঠী


 ******** লিরিক্স ********

ক- এ কলা খ- এ খাই
এত বেশি খেতে নাই
গ- এ গরু ঘ- এ ঘাস
কত ঘাস খেতে চাস ?
ঙ বলে কোলাব্যঙ সারাদিন ঘ্যাঙ ঘ্যাঙ
ক খ গ ঘ ঙ ।।

 

চ- এ চোখ ছ- এ ছল
চোখ দুটো ছলছল
জ- এ জল ঝ- এ ঝিল
কত জল ঝিলমিল
ঞ বলে মিঞা ভাই ভয় নাই ভয় নাই
চ ছ জ ঝ ঞ ।।

 

ট- এ টুপি ঠ- এ ঠিক
হেরে গেলি ঠিকঠিক
ড- এ ডাল ঢ- এ ঢোল
ডাকে ঢোলে সোরগোল
তালু আর জিভে মিলে হল মূধণ্য ণ ।
ট ঠ ড ঢ ণ ।।

 

ত- এ তুমি থ- এ থামি
থামব নাকি আমি
দ- এ দাঁত ধ- এ ধার
কার দাঁতে কত ধার ?
দাঁতে আর জিভে মিলে হল দন্তন্য ন ।
ত থ দ ধ ন ।।

 

প- এ পাপ ফ- এ ফল
রাজা গেল রসাতল
ব- এ বোন ভ- এ ভাই
কত বোন কত ভাই
ম- এ মাটি ম- এ মা
মাটি আমার মা
প ফ ব ভ ম ।।

 

য- এ যাবে র- এ রথ
রথ যাবে ছাড়ো পথ
ল- লাল ব- বাতি
জ্বলছেরে লালবাতি
তালব্য শ- এ বলে বেশি বেশি কেন নেবে ।
য র ল ব শ ।।

তালু আর জিভে মিলে
মুর্ধ্যণ-ষ
দাঁতে আর জিভে মিলে
হ্য় দন্ত-স
ষ-এ ষাড় স-এ সাত
পালা সাপ ওরে বাপ
ঝোপ বুঝে কোপটা মারব।।

 

হ-এ হাতি ড়-এ বড়
হাতি দেখ কত বড়
ঢ-এ ফোটা দিলে ঢ়
মধু বড় গাঢ়
ৎ-এ কুপোকাৎ
মাৎ করে বাজিমাৎ
অ আ চন্দ্রবিন্দু।।

------------------------------------- 

ছড়া গান | বাংলা বর্ণমালা
শিল্পীঃ মাফরুহা বিনতে শাকুর
কথা ও সুরঃ খান আতাউর রহমান
 

আবার আসুক বায়ান্ন

সাইমুম শিল্পীগোষ্ঠী

******** লিরিক্স ********

আবার আসুক বায়ান্ন
আসুক আবার একুশের বান -।।
ডালে কৃষ্ণচূড়া ফুটুক আগের মতই -।।
হোক নতুন (করে) প্রভাতফেরির গান....

 

আ আ আ আ আ............

 

রফিক শফিক আসুক ফিরে
বরকত সালাম জাব্বারও -।।
হাতে হাত...., কাঁধে কাঁধ...।। 
রেখে তুলবো শ্লোগান 
দাবী আদায়ে আবারও....
বাঁধা মাড়িয়ে, সীমা ছাড়িয়ে -।।
জেগে উঠুক  শত কোটি প্রাণ........

 

আ আ আ আ আ....... 

 

মায়ের ভাষায় সহজ সুরে
ঘুম পাড়ানির গান
গাইতে আকুল হৃদয় আমার 
করেরে আনচান...
ঘুম পাড়ানির গান-।।।। 

 

কৃষক শ্রমিক মুটে মাঝি 
রাজপথে নামুক আবারও 
মুখে মুখ..... চোখে চোখ -।।
রেখে বলবো চাপা ব্যথা 
বাঁধা আসে যদি হাজারও
রুখে দাঁড়িয়ে, হাত বাড়িয়ে-।। 
তুলবো বিজয়ের নব নব তান.......

 

কথা ও সুরঃ এস বি হাবিব