জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা “থিম সং”।
গান: স্বাপ্নিক নাবিকেরা
কথা: ড. মাহফুজুর রহমান আখন্দ
সুর: আমিরুল মোমেনীন মানিক
থিমসং: সেরাদের সেরা
স্বাপ্নিক নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো
সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে
বিজয়ের সুরে কথা বলো
লাল সবুজের দেশে গান সুর কবিতার টানে
সেরাদের সেরা হয়ে সৃষ্টির উল্লাসে
মুক্তির দিন আনি গানে।
বিশ্বাসে- গান সুরে আনবো সকাল
কবিতার উপমাতে স্বপ্নের দিন
নাটকের অভিনয়ে জীবনের গান
আমাদের বুকজুড়ে স্বপ্ন রঙিন
মুক্তির মশাল জ্বেলে
চলো খুঁজি একসাথে জীবনের মানে।
একুশের চেতনাকে বক্ষে রাখি
পতাকার রঙে রঙে স্বপ্ন উড়াই
শহীদের খুনরাঙা দেখানো পথে
হাসিমুখে একমাথে জীবন বিলাই
বিজয়ের নিশান হাতে
মঞ্জিলে যাই চলো হৃদয়ের টানে।