
কোরবানি দাও
Lyric:Mollik Mahmud
Tune:Atiqur Rahma
মনের সকল দাম্ভিকতা
দাও করে কোরবানি,
অঝোর ধারায় নামবে
খোদার অপার মেহেরবানি।।
★ছোট-বড় সকল বিভেদ
যেতে হবে ভুলে,
হৃদয় বাগান সাজাও এবার
ভালোবাসার ফুলে।
মুছে যাবে অন্তরেরই
পাপের সকল গ্লানি।।
নীল আকাশের পূর্ণিমা চাঁদ
ডাকবে আলোর পানে,
পরাণ পাখি জাগবে তোমার
মিষ্টি কলতানে।
★দ্বীনের তরে জীবনটাকে
করো নিবেদিত,
হেরার আলোয় দুচোখ তোমার
হবেই আলোকিত।
রোজ হাশরে নসীব হবে
কাওসারেরই পানি।।