রূপালী চাঁদের

রূপালী চাঁদের

রূপালী চাঁদের জোসনায়
মাগো মনে পড়ছে তোমায়
জানিনা মা কোথায় আছো
জানিনা মা কেমন আছো
কোন সে অজানা ঠিকানায়।

 

বুকভরা ভালোবাসা সোহাগ প্রীতি
কত হাসি কত গান কতনা স্মৃতি
মনে পড়ে বার বার ভোলা যায় না
দুঃখ বেদনা কত সুখের তিথি
সব ছেড়ে পরপারে চলে গেছো তুমি
আমি বড় একা অসহায়।

আ..আ...আ....।

 

হে খোদা দয়াময় ওগো মহিয়ান
তারে দিও জান্নাতে উঁচু সম্মান
জান্নাতে তার সাথে করাইও দেখা
সুমিষ্ট শুধা তারে করাইও পান
এ জীবনে করি প্রভু যত ইবাদাত
নাজাত দিও মাকে তারই উছিলায়।
আ..আ...আ....।
 

কথা: খোবাইব মাহমুদ
সুর: রবিউল ইসলাম ফয়সাল