বাংলাদেশের বিজয় মানে লাল সবুজের জয়,
এ বিজয়) তোমার আমার—
বর্ণচোরা অন্য কারো নয়॥
দুখের হাজার রাত পেরিয়ে নতুন সকাল এসে
বললো হেসে হেসে
স্বপ্ন দেখো, স্বপ্ন বোনো, কিসের ভাবনা-ভয়;
এ বিজয়) তোমার আমার— স্বার্থলোভী বন্য কারো নয়॥
বুকের মাঝে বয়ে বেড়াই স্মৃতির বারুদ-নদী
এ নদী) জ্বলবে আবার দখলদারের আঘাত আসে যদি!
শিকলভাঙা শ্বেতকবুতর স্বাধীন আকাশ জুড়ে
বললো উড়ে উড়ে
দূর আগামীর খাতায় আঁকো আপন পরিচয়;
এ বিজয়) তোমার আমার— ভীনদেশীদের পণ্য কারো নয়॥
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat