
গান: মুমিন কথা: নাসির মাহমুদ সুর: রাআদ ইজামা শিল্পী হাদিউজ্জামান বুলবুল ফয়সাল আহমেদ নেয়ামুল হুসাইন রাআদ ইজামা অডিও: ইনোভেশন কম্পোজার: জুলকার নাইন ভিডিও নির্দেশনা এ কে জিলানী চিত্রগ্রহন ও সম্পাদনা আবির হোসেন তারেক পরিবেশনায় সাইমুম শিল্পীগোষ্ঠী Lyric মু'মিনেরা কখনও কি মৃত্যুকে করে ভয় ঈমানের দৃঢ়তায় আল্লাহর পথে রয় ঈমানের দৃঢ়তায় শপথের পথে রয় মুমিন ... ভয় করে না বুলেট-বোমা সামনে বাড়ায় পা- হৃদয়ে নেয় কোরআন-হাদিস উসুল ও ফিকাহ ঝঞ্ঝাঝড়ে ধৈর্য ধরে প্রভুর মদদ চায় নেই পরোয়া জেল জুলুম আর 'মামলা ও হামলায় পৃথিবীর যত সুখ সম্পদ ও বিলাস পায়ে ঠেলে আল্লাহর পথে হয় লাশ শাহাদাতে খোঁজে তারা জীবনের জয় ... ঈমানের দৃঢ়তায় আল্লাহর পথে রয় ঈমানের দৃঢ়তায় শপথের পথে রয় ... মুমিন ... লোভ দেখাবে অর্থ খ্যাতি পদ ও পদবীর নবীর সেনা যায় না ভুলে সে যে রণবীর কোরআন কায়েম করতে তারা বণিক বনে যায় প্রভুর সাথে তাদের জানের 'কেনাবেচা হয় সময়ের তাগুতেরা সহৃদয় বেশে নরকের ঠিকানায় নিয়ে যায় হেসে স্বার্থ আদায়ে তারা কৌশলী হয় শপথের মুমিনেরা আল্লাহর পথে রয় মু'মিনেরা কখনও কি মৃত্যুকে করে ভয় ঈমানের দৃঢ়তায় আল্লাহর পথে রয়। ঈমানের দৃঢ়তায় শপথের পথে রয়