অডিও গান

গান Action অ্যালবাম গায়ক / শিল্পীগোষ্ঠী গীতিকার সুরকার ধরন স্বরলিপি
বৈরী বাতাসে লাগাম ধরার সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) Mahfuz Billah Shahi, MAHFUZ BILLAH SHAHI, Islamic Song,

বৈরী বাতাসে লাগাম ধরার

শপথ নিয়েছে যারা

জীবনের কোন প্রাপ্তি হারিয়ে

ব্যথিত নয়কো তারা

যারা শুধু চায় রবের ভক্তি

এ পথে চলার অসীম শক্তি

প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা

 

বাতাসে লাগাম ধরতে সে তাই

ছুটে যায় ঝড়–তুফানের মাঝে

দমকা বাতাস ঝঞ্ঝা ও ত্রাস

পরাজিত তারে কভু করে না যে

বুক জুড়ে থাকে অসীম কু’য়াত

মুখ জুড়ে হাসি উদার ফুয়াদ

আলেয়ার কোন পিছুটান তাকে করে নাতো দিশেহারা

 

আকাশে মেঘের গর্জনে তাই

স্রোতস্বিনী কভু যায় নাকো থেমে

সূর্যের শত প্রখরতায়ও কি

ভাটা পড়ে নদী-সাগরের প্রেমে?

নদীর বুকে যে স্রোতের শপথ

বহাল রাখে সে গতির স্বপদ

চিরদিন ছুটে ছুটে চলেছে হয়ে সে পাগলপারা

তোমার আলোয় তোমার আলোয়-দিশারী শিল্পীগোষ্ঠী দিশারী শিল্পীগোষ্ঠী গোলাম মোহাম্মদ মশিউর রহমান প্রার্থনামূলক গান

তোমার আলোয় আমায় আলো করো

তোমার প্রেমে আমায় ধন্য করো।

 

এই কুটিল কালো ঝড়ের রাতে

দাও হিম্মত আমার হাতে

তোমার প্রেমে আমার হৃদয় গড়ো ।

 

পাপরে আগুন পুড়িয়ে করে কয়লা কালো

শুধু তুমি পারো এই আঁধারে ঢালতে আলো।

 

এই যে আমি বিনয় অবনত

মাফ করে দাও পাপ করেছি যত

শুকনো নদী তোমায় মায়ায় ভরো ।

 

কথা: গোলাম মোহাম্মদ

সুর: মশিউর রহমান

 

 

 

পৃথিবীর সব মায়া পৃথিবীর সব মায়া-দিশারী শিল্পীগোষ্ঠী নাবিহা-দিশারী শিল্পীগোষ্ঠী জুবায়ের তিতু জুবায়ের তিতু জীবনমূখী গান

পৃথিবীর সব মায়া হাড়িয়ে যাবে

হাড়িয়ে যাবে একদিন

পরাণ পাখি উড়ে যাবে

উড়ে যাবে যেদিন ।

 

সে দিন তো পর অবুঝ মন

যে ছিল তোমার সব চেয়ে আপন

বাজবে যখন বন্ধু তোমার

আমার মরন বীন ।

 

একা রেখে চলে যাবে আঁধার ঘরে

কিবলামুখে উত্তর শীরে

অল্লাহ ছাড়া থাকবে না কেউ

আপন তো সে দিন ।

 

কথা ও সুর: জুবায়ের তিতু

 

 

স্নেহের পরশ শ্রেষ্ঠ গোলাপ-হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী তানহা-হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আহমদ আল আমিন জহিরুল ইসলাম মায়ের গান

মাগো তোমার কোলে শুয়ে
গল্প শুনতে চাই
কেন তোমার স্নেহের পরশ
কেন তুমি কাছে নাই  ||

 

তোমাকে ছেড়ে শূণ্য ঘরে
একাকী হৃদয় গুমরে মরে
তোমার বিহনে সবুজ বনে
পাখিদের সুর নাই  ||

 

সবই আছে মাগো পৃথিবীর পরে
শুধু তুমি গেছো দূর পরপারে
স্নেহের আঁচল বুলিয়ে আমায়
ঘুম পাড়ানোর কেউ নাই  ||

 

কথা: আহমদ আল আমিন
সুর: জহিরুল ইসলাম

শ্রেষ্ঠ গোলাপ শ্রেষ্ঠ গোলাপ-হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী সারামনি-হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আব্দুর রাজ্জাক রাজু আব্দুর রাজ্জাক রাজু নাতে রাসূল(স.)

শ্রেষ্ঠ গোলাপ ফুল মোহাম্মাদ রাসূল(স)
সেই ফুলেরই খুসবুতে হয় ধরনী আকুল |

 

যার সুবাসে সুবাসিত আজ ধরার সব
বন্ধু যারে করেছিল আমাদেরই রব
যার তরেতে সালাম জানায় বিশ্ব মানবকুল |

 

যার ঘ্রাণে দিশেহারা আম্বিয়া আউলিয়া
তার সুবাস আজ নেয় সকলে মদিনাতে গিয়া
তাকে স্মরে চোখের পানি ফেলতে হয় না ভুল |

 

কথা ও সুর: আব্দুর রাজ্জাক রাজু

দাও সে নূরের মুখে তোমারই নাম-পানজেরি শিল্পীগোষ্ঠী তাহমিদুল ইসলাম-পানজেরি শিল্পীগোষ্ঠী মিজানুর রহমান রায়হান মিজানুর রহমান রায়হান প্রার্থণামূলক গান

অন্তরে মোর দাও সে নূরের আলো

যে আলোতে পাবো তোমায়

ঘুঁচবে মনের কালো।

 

যে আলোতে হয়ে সহায়

জ্বাললে আলো হেরার গুহায়

যে আলোতে মে’রাজেতে

প্রেম সুধা ঢালো ।

 

ইব্রাহীমের হৃদয় জুড়ে

পূণ্য ছিল তোমার নূরে

যে নূরে তার অনল কুণ্ড

স্বর্গ  সম হলো ।

 

মূসা নবী পাহাড় তূ’রে

তোমায় দেখার নেশা ঘোরে

পাগাড় জ্বলে আঁখি কাজলে

নয়ন সুরমা হলো।

 

কথা ও সুর: মিজানুর রহমান রায়হান

 

অন্তরে অন্তরে বহে মুখে তোমারই নাম-পানজেরি শিল্পীগোষ্ঠী পানজেরি শিল্পীগোষ্ঠী মিজানুর রহমান রায়হান মিজানুর রহমান রায়হান প্রার্থণামূলক গান

অন্তরে অন্তরে বহে তোমার প্রেম ধারা

তোমার প্রেমে জীবন আমর হলো পাগলপাড়া।

 

আকাশ বাতাশ সবই দিলে দিলে জীবন িএমন

দেখিনি তো কখনও হায় তুমি প্রভু কেমন

অন্তরেরই নয়ন মেলে পাই তোমারই সাড়া ।

 

ফুলের ঘ্রাণে মাতাল এ মন যায় না সে ঘ্রাণ দেখা

অদৃশ্য এ বাতাসও তা বুঝি স্বয়ং একা রে বুঝি স্বয়ং একা

 

ঘোর আঁধারে নিজকে দেখি দেয় না চোখে কাজ

এই চোখেতেই দেখবো তোমায় ভাবতে আসে লাজ

অন্তরেরই নয়ন মেলে পাই তোমারই সাড়া ।

 

কথা ও সুর: মিজানুর রহমান রায়হান

মুখে তোমারই নাম মুখে তোমারই নাম-পানজেরি শিল্পীগোষ্ঠী পানজেরি শিল্পীগোষ্ঠী চৌধুরী গোলাম মাওলা চৌধুরী গোলাম মাওলা হামদ

মুখে তোমারই নাম

হৃদয়ে তোমারই আগুন

যেখানে মোহাম্মদের নাম

সেখানে ফোটে যে ফাগুন ।

 

যেখানে ন্যায়ের সনে মিশেছে অনিন্দ্য সুন্দর

যেখানে সতত স্বাধীন যেখানে সততা নির্ঝর

সেখানে ভরে নাতো মন ।

 

সত্য সমাগত তাই মিথ্যা অপশ্রিয়মান

যেখানে মদিনার বানী ওড়ায় গো বিজয়ও নিশান

সেখানে প্রশান্তি দেয় চুম।

 

যেখানে কেবলই নির্ভয় ভ্রাত্রি বন্ধন অক্ষয়

যেখানে নিয়ত কল্যাণ যেখানে মানবতার জয়

সেখানে অনন্দেরই ধুম।

 

যেখানে স্রষ্টারও প্রেমে সকলে লুটাই গো সিজদায়

যেখানে স্বাপদ বিষংকুল সকলি আঁধারে বিলায়

সেখানে স্বস্তি অনুপম।

 

যেখানে কোরানের আলো গড়েগো শ্বশত শাসন

রাসূলে মানবিক মনন ভেঙ্গে দেয় লোভির প্রশাসন

সেখানে খোদায়ী হুকুম ।

 

কথা ও সুর: চৌধুরী গোলাম মাওলা

ঘুম ছাড়ো বেখবর মুখে তোমারই নাম-পানজেরি শিল্পীগোষ্ঠী পানজেরি শিল্পীগোষ্ঠী গোলাম মোহাম্মদ লিটন হাফিজ চৌধুরী প্রেরণামূলক

ঘুম ছাড়ো বেখবর

নড়ে ওঠো দুর্বার

প্রয়োজন সত্যের উথ্যান

ধ্বনি তোল কালেমার উদ্যম উচ্ছল

রুখে দাও জালিমের অভিযান ।

 

নারীদের সম্ভ্রম হয় লুট

দাম্ভিক জালিমের কালো জোট

খুন হয় প্রতিদিন

আমাদের তরতাজা সন্তান ।

 

আমদের রক্তে লাল হয় প্রতিদিন

পৃথিবীর পুরো মানচিত্র

নাই বুঝি আমদের মিত্র

মনে হয় অমাদের রক্তের দাম নেই ।

 

পুথিবীর প্রভু শুনে নাও

কত আর আমাদের খুন চাও

খুন দিয়ে কলিজার

কেড়ে নেব মুক্তির সন্ধান ।

 

কথা: গোলাম মোহাম্মদ

সুর: লিটন হাফিজ চৌধুরী

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী নওশাদ মাহফুজ-মশিউর রহমান মতিউর রহমান মল্লিক মশিউর রহমান  হামদ

নিজেকে চেনার তুমি তাওফিক দাও খোদা
তোমাকে চেনার তুমি তাওফিক দাও
আলোয় দীপ্ত কর নয়ন আমার
ভোরের বিভায় ভর এ মন আমার
তবু অচেনার যত পর্দা সরাও ।


যে জানে না তোমাকে সে জানে না কিছুই
জানে না সে জীবনের অথৈ মানে
যে মানে না তোমাকে সে মানে না কিছুই
গভীর আঁধার তারে সতত টানে
বাসে না সে ভালো এই তামাম জাহান
কোন প্রাণ তার কাছে পায় নাকো দাম
অভিশাপ দেয় তারে কালের খরাও।


সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর
দেখাতে পারে না ওগো পথের মালিক
মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর
মোছাতে পারে না ওগো মহান খালিক।


দাম্ভিক সংশয়ী যুগে যুগে মিথ্যার
বেসাতি করায় বড় যোগ্যতর
নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই
বস্তুই সব তার লক্ষ্য জড়
স্বদেশের ব্যথা তারে করে না কাতর
বিবেকের ঘরে তার শুধুই পাথর
কী যে কী বোঝে না আহা
বোঝে না সে তাও ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান 

হাজার ব্যথা বেদনার তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী নওশাদ মাহফুজ-সাইমুম শিল্পীগোষ্ঠী নিয়াজ মাখদুম নিয়াজ মাখদুম নাতে রাসূল(স.)

হাজার ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দীনের আলো তুমি ছড়িয়ে দিতে 
ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে ।


খেয়ে না খেয়ে দীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছ বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিলো লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে ।

 
হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল কুরআন।


ভাঙলো সবার ভুল তোমারই পরে
আসলো কুরআনের ছায়াতলে
খালিদ ওমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিলো যে তুলে
আল আমীন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে ।


কথা ও সুর: নিয়াজ মাখদুম
 

মালেক ভাইয়ের মা তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী নওশাদ মাহফুজ-সাইমুম শিল্পীগোষ্ঠী আবদুস সালাম  আবদুস সালাম  প্রেরণামূলক গান

মালেক ভাইয়ের মা কাশেম ভাইয়ের মা
সাব্বির ভাইয়ের মা বেলাল ভাইয়ের মা
মাসুম ভাইয়ের মা ও শিপন ভাইয়ের মা
জসিম ভাইয়ের মা মুজাহিদ ভাইয়ের মা
তোমরা বড়ই ভাগ্যবতী 
আনলে ধরায় দীনের জ্যোতি
সালাম জানায় তোমায় ফেরেশতা মা ।


কেউ হারিয়ে ছেলে আর কেউ হারিয়ে ভাই
কেউ হারিয়ে দীনের সাথী নিঃস্ব এ ধরায়
তাদের স্মৃতি এ অন্তরে কেঁদে কেঁদে গুমড়ে মরে
বুক ভেঙে যায় কান্না ফুরায় না ।


আন্দোলনের ডাকে তারা জাগ্রত সব প্রাণ
জীবন দিয়ে রেখেছিল আল কুরআনের মান
দীনের বিজয় আনতে যারা সদাই ছিল পাগলপারা
আরশ ছায়ায় তাদের ঠিকানা ।


কথা ও সুর: আবদুস সালাম 

যাকে আমি সবচেয়ে তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী নওশাদ মাহফুজ-সাইমুম শিল্পীগোষ্ঠী নিয়াজ মাখদুম নিয়াজ মাখদুম মায়ের গান

যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম
সে হলো আমার মা জননী
তার চেয়ে প্রিয় আর তার চেয়ে আপন আর
কেউ নেই আমার এই ধরণী
মাগো মা চলে যাবার আগে বলে গেলে না
মাগো মা বিদায় নেবার আগে বলে গেলে না ।


তোমারই আদর মাগো তোমারই স্নেহ মাগো
কখনো ভুলতে পারি না আমি
রোগে শোকে মাগো প্রতিটি ক্ষণে
আমার পাশে থাকতে তুমি
কত ভালোবাসি মাগো আমি তোমাকে
বোঝাতে কখনো পারিনি ।


প্রতিটি কাজের ফাঁকে প্রতিটি সকাল সাঁঝে
তোমাকে আমি স্মরণ করি
রাত জেগে জেগে দুটি হাত তুলে
প্রভুর কাছে দোয়া করি
বিদায়ও বেলা মাগো আমাকে তুমি কেন 
একবার দেখে যাওনি ।


কথা ও সুর: নিয়াজ মাখদুম

ইয়া সায়্যেদী তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী শেখ সাদী (রহ.),মতিউর রহমান মল্লিক সংগ্রহীত হামদ

ইয়া সাইয়্যেদী ইসফা’লানা
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ 
আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার ।


বালাগাল উলা বি কামালিহী
কাশাফাদ্দুজা বি জামালিহী
হাসুনাত জামিউ খিছালিহী
সাল্লু আলাইহি ওয়ালিহী ।


ইন্নাত্তিয়া রিহাস্সাবা
ইয়াওমাল ইলা আরদিল হারাম
বাল্লিগ সালামি রাও দাতান
ফি হান্ নাবিয়্যুল মুহতারাম ।


আমিও কি তব উম্মত নহে
হিয়া পেরেশান তোমার বিরহে
অনেক সাগর তোমাতে হারায়
অনেক আকাশ দু’হাত বাড়ায় ।


দিয়েছ কেবল চাওনি কিছুই
ভেবেছ সমান উঁচু কী নিচু
ওগো প্রিয়তম প্রেম দাও কিছু
না হয় তোমার ছাড়বো না পিছু ।


সংগ্রামী তুমি বিপ্লবী তুমি 
তোমার পথে এই মুজাহিদ আমি ।


মূল: শেখ সাদী (রহ.)
কথা: মতিউর রহমান মল্লিক (বাংলা অংশ)
সুর: সংগ্রহ

মন থেকে অগোচরে  তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী নওশাদ মাহফুজ-সাইমুম শিল্পীগোষ্ঠী নাজমুল কবীর নাজমুল কবীর জীবনমূখী গান

মন থেকে অগোচরে 
যা কিছু মুছে যায়
আনন্দঘন ছাড়া বেদনার স্মৃতিগুলো
নীরবে কাঁদায় ।


একটি মানুষ তার মন ও মনন
হৃদয়ের জানালাতে উঁকি দেয় অগণন
বেদনার মরু ধূলি শুধু ওড়ে না
তুষের অনলের মত দহনে পোড়ায় ।


কিছু কিছু মানুষের জীবনাচরণ
সম্মুখে চেনা যায় না
জীবন চলে গেলে তার রাখা বাকি কাজ
কেউ মেলাতে পারে না।


যার কথা ভেসে ওঠে মনে বারে বার
তার মত আপন এত কে হবে আবার
প্রিয়জন চলে গেলে ফিরে আসে না
তাকে ছাড়া কোনভাবে প্রাণ না জুড়ায় ।


কথা ও সুর: নাজমুল কবীর

আমার জীবন শূন্য তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী নওশাদ মাহফুজ-সাইমুম শিল্পীগোষ্ঠী আবদুস সালাম আবদুস সালাম মায়ের গান

আমার জীবন শূন্য করে
মায়ার বাঁধন ছিন্ন করে
চলে গেছ মা জননী
একা পরপারে
মাকে মনে পড়ে ।


হাজার মুখের ভিড়ে আমি
খুঁজি মায়ের মুখ
যে মা আমার সুখে সুখী
দুঃখে পেত দুঃখ
আদরিণী মা জননী
দূর আঁধারের ঘোরে ।


মধু মাখা মায়ের হাসি
দেখে একবার 
স্বর্গ যেন খুঁজে পেতাম
জীবনে আমার
অভিমানী মা জননী
থাক স্মৃতির ডোরে ।


কথা ও সুর: আবদুস সালাম

মন মাঝি খবরদার তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী সংগ্রহ সংগ্রহ ভাটিয়ালী গান

মন মাঝি খবরদার
আমার তরী যেন ভেড়ে না
আমার নৌকা যেন ডুবে না ।


সাড়ে তিন হাত নৌকার খাঁচা
মন মাঝি রে ঘন ঘন জোড়া 
সেই নৌকা খান বাইতে আমার তো
মন মাঝি রে হাড় হইলো গুড়া রে ।


মাস্তুলে উঠিয়া রে মাঝি
মন মাঝি রে এদিক ওদিক চায়
পেছন ফিরে চাইয়া দেখ রে
মন মাঝি রে বেলা ডুইবা যায় ও রে ।


কথা ও সুর: সংগ্রহ

গান গাই বলে তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী আবদুস সালাম আবদুস সালাম প্রেরণামূলক গান

গান গাই বলে তাই
শিল্পী বলো না মোরে
শিল্পী তো নয় মূল পরিচয়
কুরআনের কর্মী তো বড় পরিচয় ।


আমার গানের মাঝে খুঁজে নাও
ব্যথিতের কথা
আমার গানের মাঝে খুঁজো না
সুরের শুধু সুধা
আমি গানে গানে সুরে সুরে
মানবতা চাই ।


আমার মনের মাঝে 
মালেকেরা উঁকি দেয় বারবার
দীন কায়েমের কাজে
নেই তো আমার কিছু হারাবার
আমি বেলালের খুনে রাঙা
শাহাদাত চাই ।


কথা ও সুর: আবদুস সালাম

সাগরের ঢেউয়ের তাওফিক দাও খোদা-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী মতিউর রহমান মল্লিক জুলকারনাইন বাহলুল হামদ

সাগরের ঢেউয়ের দোলাতে
পাহাড়ী ঝর্ণাধারাতে
কত যে স্বপন সুষমা
মোহন মহিমা গোপন গরিমা
রেখেছো হৃদয় ভোলাতে ।


পাখিদের ক‚জন কাকলি
সবুজের সোহাগ শ্যামলী
গাহে যে তোমারই গান
ছড়িয়ে সুরেই তান
হৃদয়ের পাপড়ি খোলাতে ।


নীলিমার নিখুঁত নিলয়ে
পৃথিবীর বিপুল বিষয়ে
দিয়েছো শোভা অফুরান
হে মহান হে মহীয়ান
আপনি আপন মেলাতে।


বিহানের বিমল বাতাসে
অসীমের আকুল আভাসে
দেখি যে তোমারই শান
হে খোদা হে রহমান
জীবনের হিসাব মেলাতে ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জুলকারনাইন বাহলুল

মেঘনারে তুই ভাইঙ্গা সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আফসার নিজাম মালিক আবদুল লতিফ ভাটিয়ালী গান

মেঘনারে তুই ভাইঙ্গা নিলি মোহন পুরের চর
যে জন আমার আমার আপন ছিল করলি তারে পর ।


মেঘনারে তোর নাইরে দয়া নাইরে হৃদয় মোন
আমার স্বপ্ন সাধ ভুলিলি তুই করলি নির্বাসন
ভালবাসা সংসার ভাঙলি ভাংলি বসত ঘর ।

 
মেঘনারে তুই কাইরা নিলি পেটের আহার ধান
কাইরা নিলি হালের বলদ নিলিরে সন্তান
তবুও তোর মিটলনা স্বাদ ভাংলিরে অন্তর ।


মেঘনারে তুই ভাংতে পারিস সাজানো সংসার
তবে একজন গড়তে পারে সবকিছু আবার
বুকের মাঝে সেজন থাকে বাইন্ধা বসত ঘর ।

 

কথা : আফসার নিজাম
সুর : মালিক আবদুল লতিফ

এই দেশ আমার সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মশিউর রহমান মামুন মশিউর রহমান মামুন দেশাত্ববোধক

এই দেশ আমার প্রিয় জন্মভূমি
এই মাটি আমার কত পূণ্য তুমি
এই দেশেতে জন্ম নিয়ে ধন্য হলাম ধন্য আমি ।


গাছের ডালে দোয়েল শ্যামা ডাকে মুহুমুহু
শাপলা শালুক ফোটে বিলে ঝিলে
পাপিয়া কোকিল ডাকে কুহুকুহু
কত ভালবাসি  এই দেশটাকে
জানে সেই অন্তরযামী ।


সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা এই দেশ
যত দেখি বিশ্বয় মেলে দুটি আঁখি
লাগে যেন বেশ


রাতের আঁধার কেটে জোনাকিরা আলো ছড়ায়
নদী যায় দোল খেয়ে সাগরে বয়ে
দেখে যে দুচোখ জুড়ায়
কত ভালবাসি এই দেশটাকে
জানে শুধু অন্তর্যামী ।


কথা ও সুর: মশিউর রহমান মামুন

চারিদিকে আঁধার সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী এনামুল হক-হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আহমদ আল আমিন বোরহান মাহমুদ জীবনমূখী গান

চারিদিকে আঁধার আজি আঁধারের খেলা
আলোর দিশা  খোঁজে মজলুম মানবতা ।


প্রতিদিন আহত হয় শান্তির পায়রা
শিকার খোঁজে ফেরে হিংস্র ডাইনিরা
নিশানা তাদের শুধু হোক কালিমা ।


আফগানিরা হয়েছে শিকার
ফিরে দেখার তা নেই কেউ আর


কোথা সেই মুসলিম খালিদের জাত
তাকবির দিয়ে ভাঙ্গো আঁধারের রাত
গুড়িয়ে দিতেই হবে জালিমের শেষ ঠিকানা ।


কথা : আহমদ আল আমিন
সুর : বোরহান মাহমুদ

আমাদের আন্দোলন সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী বোরহান মাহমুদ বোরহান মাহমুদ প্রেরণামূলক গান

আমাদের আন্দোলন
চেতনার দ্বারে দারে
বিপ্লবী কড়া নাড়ে
জাগাতে নতুন শিহরণ ।


পুরাতন রাজনীতি সেকেলে অর্থনীতি
ব্যর্থ হচ্ছে বারে বার
গড়তে নতুন দেশ সুস্থ সংস্কৃতি
সবচেয়ে বড় হাতিয়ার
এই হাতিয়ার আজ ধারন কর
বিভেদের বিরুদ্ধে ঐক্য গড়
একতার বড় প্রয়োজন ।


বিদেশি সংস্কৃতির বেড়াজালে পড়ে আজ
তরুন সমাজ পথহারা
বিশ্বাসি গোড়াতের সুরের ছোঁয়ায়
জাগাবো এ ঘুমের পাড়া
এসো আজ সবে মিলে শপথ করি
 হেরার আলোতে এই জীবন গড়ি
মিলনের করি আয়োজন ।

 

কথা ও সুর : বোরহান মাহমুদ

প্রাণ পাখিটা সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আফসার নিজাম মালিক আব্দুল লতিফ জীবনমূখী গান

প্রাণ পাখিটা উইড়া গেলে ফিরা আইবো না
পাখি ছাড়া শূন্য খাঁচা কথা কইবো না
সময় থাকতে মোনপাখি তুই ক্যানে বুঝোস না ।


তার কথাতে আসে পাখি তার কথায় যায়
সুজন মাঝি সিকল দিয়া পড়াও পাখির পায়
নইলেরে বেহেস্তে তুই হিসাব পাবিনা ।


সিকল দিয়া বাধলেরে মোন তারে পাবি দেখা
অচিন পুরের গোপন কথা জানবি শুধু একা
এই দুনিয়া তোর না পাখি ক্যানে বুঝস না ।


কথা : আফসার নিজাম
সুর : মালিক আব্দুল লতিফ

Thanks Thanks সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী নুরুজ্জামান নূর জহিরুল ইসলাম পেরণামূলক

Thanks Thanks Thanks
Wishes and welcome
To our Islam
Allah gives us for to all
Peachfull Islam.

 

Our Islam is for to all
Rich or poor big or small
No risk here no harm.


We are not a pride today
We shall over come someday
We shall over come.


Lyric : Nuruzzaman Nur
Tune : Md. Zahirul Islam
 

যতই গভীর হোক সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী বোরহান মাহমুদ বোরহান মাহমুদ হামদ

যতই গভীর হোক না এ রাত
জেগে আছে তারা জেগে আছে চাঁদ
তার সাথে গড়ে তারা মিতালি
আমি হব তার গীতালি ও ও ও ।


আমাদের চাওয়া পাওয়া শুধু তার জন্য
আমাদের গান গাওয়া শুধু তার জন্য
গানে গানে যদি কেটে যায় রাত
পুব আকাশে হাসবে আলোার প্রভাত
তার প্রেমে জ্বলে ওঠে দীপালি ।


সাগরের পাড়ে পাড়ে ঘুরেছি যখন
করেছে যে তার নাম ঘোষণা
তাকভীর ধ্বনি তুলে বলেছে পাহাড়
আর কারও গান তুমি গেওনা


পাখিরা সুরে সুরে যার গুনগান গায়
প্রকৃতির ভাটে ভাটে তার নাম শোভা পায়
যার ডাকে নদী ছোটে সুর মোহনায়
 ভেঙেছে যে বাড়িঘর তার ইশারায়
তার প্রেমে সুবাসিত শিউলি ।


কথা ও সুর : বোরহান মাহমুদ

প্যাদার পো-আঞ্চলিক সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মাহবুবুর রহমান সৈকত আহমদ আল আমিন আঞ্চলিক গান

প্যাদার পো প্যাদা
ও প্যাদার পো প্যাদা
ম্যালা বাছুরে কলই খাইছে
কোলায় নাইম্মা খ্যাদা ।


ওত্তো বড় ডাঙ্গও বাছুরডা
মেলা থুইছে এক ছ্যারায়
হেইয়া থুইয়া পোলায় ওনার
পুহুইরপারে চাড়া খেলায়
আরো খাইছে চাইর-পাঁচদিন
মোর হুমকে এই দুই দিন
অইডারে আইজ খড়ে দিমু
যা হরে মোর খোদা ।

 

খায়গো বাড়ির বাছুর অইলে
খড়ে দেলে যালা
ল্যাজা বলম লইয়া পরবে
বড় পোলা কালা
হের চেয়ে এউক্কা কাম হরেন
মেব্বারেরে সালিশ দেন
 হে বোলাইয়া খামার দেবে
লগে দেবে গাদা ।


কথা: মাহবুবুর রহমান সৈকত
সুর: আহমদ আল আমিন

আমার মা প্রিয় মা সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আহমদ আল আমিন আহমদ আল আমিন মায়ের গান

আমার মা প্রিয় মা
তোমার সাথে নেই কারো তুলনা
তোমার  স্নেহ তোমার আদর
কি করে যে ভুলে যাই বলো মা ।


ছোট্ট বেলার সে গল্প বলার রাত
আজো মোরে পিছু টানে
তোমার আঁচলের স্নিগ্ধ ছায়ায়
যাই সব দুঃখ ভুলে
পৃথিবী যদি মোরে যায় ভুলে
তুমি মাগো ভুলে যাবে না ।


তোমার আসন সবার উপরে
এই পৃথিবীর বুকে
তোমারি জন্যে অশ্রু ঝড়ে
নিরব নিথর এই নিশিথে


চলে গেছো মাগো তুমি আমায় ছেড়ে
বুক ভরা আজ শুধু হাহাকার 
আল্লাহ খুলে দাও আমার মায়ের
জান্নাতেরি দ্বার 
দেকা হবে মা জননী পরপারে
এইতো আমার কামনা ।


কথা ও সুর: আহমদ আল আমিন

জিহাদের ডাক এসেছে সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আহমদ আল আমিন আহমদ আল আমিন প্রেরণামূলক গান

জিহাদের ডাক এসেছে আজ
চলো তুমি ফেলে শত কাজ
জিহাদের ময়দানে ডাকছে তোমায়
তুচ্ছ করো দুনিয়াবি কাজ ।


চারিদিকে হাহাকার আর কি শুনি
বিরাণ হয়েছে আজ মুসলিম ভূমি
মজলুমানের দাবি ফিরিয়ে দিতে
প্রস্তুত করো যুদ্ধের সাজ ।


দূরভেদী কাফেলার নেই কোন ভয়
আমাদের বিজয় হবে নিশ্চয়
বাধার হিমালয় মারিয়ে মোরা
আনবো ফিরিয়ে সোনালী সে তাজ ।


কথা ও সুর : আহমদ আল আমিন

আসবে জানি সেই সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মুজাহিদ আল মুসা  মুজাহিদ আল মুসা  প্রেরণামূলক গান

আসবে জানি সেই পথ মরুর
দরিয়ার মিল্লনা আসবে কভূ
তবুও সেই পথ জানি যে মাঞ্জিল
জানি আছে ছায়া তরু ।


এই সবুজ পৃথিবীতে যুগে যুগে নবীরা
মুমীনেরা লয়েছেন ক্লান্তি বিহীন
আঁধারের যত পথ মোন গড়া মানুষের
দূর করে আনতে আলোক সুদিন
যন্ত্রনা নিপীরণ আর যত ব্যাথা
সয়েছেন অকাতরে সকল কিছু ।


শুধু শুধু বেপরোয়া যুদ্ধের হুংকার
ছিলনাতো কথনও তাদের কাজ
তপ্ত মরুর বুকে বেলালের কণ্ঠে
জান্নাতি তাকবীর আহাদ আওয়াজ


ঐ বেদুইন বরবর কাতারের যুলুমে
মানবতা নিঃশ্বেষ লাশ হলো
 সেই সে জালিমের ঘুম ভেঙে উঠলো
 হেরার আলোকে রঙিন হলো
চাদিনের দাওয়াতে হালাকুর বংশে
নতুন দিনের উঠলো  তরুণ ।


কথা ও সুর : মুজাহিদ আল মুসা

বাংলা আমার মাতৃভাষা সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মিরাজুল হক আহমদ আল অমিন দেশাত্মবোধক,

আ........ আ.......আ..... আ......
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার দেশ
বাংলার বুকে জন্ম নিয়ে
ধন্য হলাম বেশ ।


সবুজে ঘেরা বাংলা আমার
সবুজে নেই শেষ
শশ্য শ্যমলা প্রকৃতি ঘেরা
আমারি বাংলাদেশ ।


সোনার ফসল ফলে এই
বাংলার মাটিতে
কৃষকের গানে মুখরিত হয়
আমারি বাংলাদেশ ।


কথা : মিরাজুল হক
সুর: আহমদ আল অমিন

সুন্দর সুন্দর এই সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী বোরহান মাহমুদ  আহমদ আল আমিন হামদ

সুন্দর সুন্দর এই পৃথিবী
কত সুন্দর তুমি জানি না
তোমার এ কুদরতে গড়া এ ধরা 
কি করে গড়লে তা বুঝি না ।


সিমিত এ জ্ঞান প্রভু সিমিত এ জ্ঞান 
ভাবতে গেলেই যেন হয় আর ম্লান
মুগ্ধ দু’চোখে শুধু চেয়ে থাকি
কোথাও অমিল খুঁজে পাই না ।


অগনন তার কারা রাতের আকাশে
চাঁদকে ঘিরে যেন করছে খেলা
প্রভাতেই কোথায় যে পালায় তারা
সূর্যটা পূব আকাশে হাসে একলা


দিন ও রাতের এ লুকোচুরিতে
কি উপমা তোমার রয়েছে মিসে 
তোমার প্রেমে যদি না হই আকুল
সবই থেকে যাবে অজানা ।


কথা: বোরহান মাহমুদ 
সুর: আহমদ আল আমিন

সূরা ইখলাস এবং অর্থ সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী সূরা ইখলাস বোরহান মাহমুদ হামদ
ইয়া মুহাম্মদ সাল্লিআলা দীপ্ত ভোর-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি আমিনুল ইসলাম এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন নাতে রাসূল(স)

ইয়া মুহাম্মদ সাল্লিআলা
রাহমাতাল্লিল আলামীন
তোমার নামে মধু পীয়ে
সবুজ হলো হৃদ জমিন।


গুল বাগিচায় ফুলেরা সব
তোমার নামে খোশবু ছড়ায়
তোমার নামে আকাশ হতে
বৃষ্টি নামে অঝর ধারায়
তোমার নামে দুঃখ ভুলে
হয় যে মানুষ শঙ্কাহীন।


পাপি তাপি তোমার নামে
পায় যে খুজে পথের দিশা
প্রেম পিয়াসি নিখিল মানব
এই নামেতে মেটায় তৃষা
তোমার নামে দরূদ পড়ে
হয় যে বেদীন মুত্তাকীন।


কথাঃ আমিনুল ইসলাম
সুরঃ এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন

ফুল-ফল নদী জল দীপ্ত ভোর-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি নিয়াজ মাখদুম নিয়াজ মাখদুম হামদ


ফুল-ফল নদী জল, পাখ-পাখালির দল,
পবনের হিল্লোল বয়ে চলে অবিরল
তোমারি দান হে চির মহান
গায় সবে প্রভু তোমারি গান।


সৃজিলে ধরাকে তুমি আপন করে
কত রঙে ফুলে ফলে সুরভি ভরে
বিমহিত করে মন কত অফুরান।


প্রেমময় ওগো প্রিয় সকল কাজে
তোমাকে স্মরণ করি সকাল সাঝে
এ হৃদয়ে নেই কেহ তোমারি সমান।


কথা ও সুরঃ নিয়াজ মাখদুম

কৃষ্ণচূড়ার ফুলের মতো দীপ্ত ভোর-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি প্রেরণামূলক গান
স্বাধীনতা তুমি আমার দীপ্ত ভোর-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি আল-মুকাদ্দাস মাহফুজ মামুন দেশাত্ববোধক,স্বাধীনতার গান

স্বাধীনতা তুমি আমার মুখের ভাষা কবির কবিতা গান
স্বাধীনতা তুমি হাজার মায়ের কোলে একটি অবুঝ সন্তান।


স্বাধীনতা তুমি কৃষ্ণচুড়ার ডালে বর্নিল বর্ণমালা
স্বাধীনতা তুমি সকালের সূর্য বিকেলের গোধূলী বেলা
স্বাধীনতা তুমি খেজুর পাতায় বাধা হাজার চরকের প্রাণ।


স্বাধীনতা তুমি খোলা নীলিমার নীচে উড়ে যাওয়া বকের সারি
স্বাধীনতা তুমি পরিপাটি ঘর আর তুলনা বিহীন নারী
স্বাধীনতা তুমি বৈশাখে বয়ে যাওয়া তীব্র চঞ্চল বান।


স্বাধীনতা তুমি পাপিয়া সুরের গানে মধুর কোকিল পাখি
স্বাধীনতা তুমি মায়ের অশ্রæ আর কাজল মাখানো আখি
স্বাধীনতা তুমি শহীদি মিছিলে পাওয়া প্রভূর সীমাহীন দান।

 

কথাঃ আল-মুকাদ্দাস
সুরঃ মাহফুজ মামুন

আগুন ঝড়া ফাগুন দীপ্ত ভোর-ব্যতিক্রম ব্যতিক্রম
যার শুন্যতা এনে দেয় দীপ্ত ভোর - ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন মায়ের গান

যার শুন্যতা এনে দেয় বিষন্নতা
সে আমার মা
যার ছোয়া পেলে আমি ভুলে যাই দুঃখ
ভুলে যাই সব বেদনা।


মাকে ছেড়ে বহুদূর আমি আজ ব্যাথাতুর
অন্তর খুজে ফেরে মাকে
জমা হলো শত দুঃখ ভারি আজ এই বুক
চোখ মুদে আমি ভাবি মাকে
অশান্ত এই মন ছিড়ে কপট আবরণ
টেনে আনে মায়ের কল্পনা।


রোগ যাতনায় যখন আমি ছিলাম দিশেহারা
রাত্রি জেগে শিয়রে দাড়ানো মায়ের স্নেহের পরশ পেয়ে
ডুকরে কেদেছি ভেবেছি বৃথা এ জীবন মা ছাড়া


না বলা শত কথা অব্যক্ত শত ব্যাথা
তোলপাড়া তোলে আজ হৃদয়ে
মায়ের স্নেহের ছোয়া এই তো বড় পাওয়া
ভাবি আমি বহুদূরে দাড়িয়ে
একজন যার লাগি দূরে বসে আমি কাদি
নয় সে আর কেউ সে আমার মা।


কথা ও সুর: এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন
 

হে প্রিয় রাসূল দীপ্ত ভোর-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি নিয়াজ মাখদুম  এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন নাতে রাসূল(স)

হে প্রিয় রাসূল
তোমারি জন্য ধরা ছিল  যে ব্যাকুল
নিকষ আধারে আলোর মশাল নিয়ে
অকূলে দেখিয়েছ কূল।


আলামীন ছিলে তুমি  তোমাতে মুগ্ধ সবই
বিশ্বকে করেছ জয়
তুমি তো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ বাণী নিয়ে
এসেছ ধরায়
সে বানীর আলোকে আলোকিত হয়ে ধরা
রবের ইবাদতে  হলো মশগুল।


খেয়ানত করোনিকো কখনো আমানতের
তুমি প্রদ্বীপ শিখা ছিলে উজ্জ্বল আদর্শের

 

দয়ার সাগর তুমি মায়ার আধার তুমি
তুমি তো শ্রেষ্ঠ শাসক
প্রমাণ করেছ তোমারি মহিমায়
তুমি তো শান্তির বার্তাবাহক
শান্তির ছায়া তলে লাখো কোটি দলে দলে
তোমাকেই মানলো রাসূল।

 

কথাঃ নিয়াজ মাখদুম 
সুর: এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন

আমরা রাঙাবো নতুন দীপ্ত ভোর-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, মাহিউদ্দীন ফাহাদ মাহিউদ্দীন ফাহাদ প্রেরণামূলক গান

আমরা রাঙাবো নতুন দিগন্ত
রাঙাবই দীপ্ত ভোর
খুলে দেব আরুদ্ধ দরজা
খুলে দেব নব দোর

সংগ্রামী চোখের স্বপ্ন ফুলকি
ভয়কে দিয়েছে তাড়িয়ে
বাধার প্রাচীর বাধার পাহাড়
বাধার সিন্ধু যাব মাড়িয়ে।

 

খুনের দরিয়া মোরা দেখে দেখে
আজ আর পাইনা ভয়
সংগ্রাম করে মোরা শাহাদাত চাই
রক্ত এনে দেবে জয়
আমার ভায়ের রক্ত কণা থেকে
লাখো সৈনিক যাবে ছড়িয়ে।

 

সামনে এগিয়ে যাব সবাই মিলে
দীপ্ত পায়ে করে ভর
প্রান দিয়ে মুজাহিদ হাসতে পারে
শপথ মানে না কোন ডর
সামনে চলো রক্ত সিড়ি বেয়ে
শহীদি মিছিল যাবে এগিয়ে।


কথা ও সুর: মাহিউদ্দীন ফাহাদ

দেশ কে ভালোবেসে দীপ্ত ভোর-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি নিয়াজ মাখদুম নিয়াজ মাখদুম দেশাত্মবোধক

দেশ কে ভালোবেসে জীবন দিলো যারা
তাদের স্বরণ করি বারবার
দূর্লঘ্ন পথ পাড়ি দিয়েছে যারা
চূর্ণ করে শত অনাচার
স্বাধীন দেশের স্বাধীন পতাকা
তবু কেন সারা দেশে অধীনতা।

 

বিডিআর বিদ্রোহ দেখে আজ
সারা বিশ্বের মানুষ হতাশ
কি অপরাধে দেশের সিমান্তে
ঝুলে থাকে ফিলানির লাশ
বুটের তলায় দেখ কাদছে মানুষ
গনতন্ত্রের একি সুখের কথা।

 

এখানে মানুষ মারে পিটিয়ে
মানবতা ধূলায় মিশিয়ে যাক
আজো দর্শক দেখে চেয়ে চেয়ে
প্রতিবাদী নয় শুধু নির্বাক
মানুষ কি দিন দিন অনুভূতিহীন
গড়েছে বুকের মাঝে কঠোরতা।

 

কথা ও সুর: নিয়াজ মাখদুম

তুমি চলে গেছ বলে দীপ্ত ভোর-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি মাহিউদ্দিন ফাহাদ মাহিউদ্দিন ফাহাদ মল্লিকের গান

তুমি চলে গেছ বলে মন আকাশে
মেঘের ঘনঘটা আজ
শত বিরহ মাঝে শপথ নিয়েছি নতুন
এগিয়ে নেব তোমার রেখে যাওয়া কাজ।

 

মল্লিক সে তো গানের পাখির নাম
মোদের ছেড়ে গেছে চলে
যায়নি যায়নি চলে প্রতিটি গানের সুরে
তার স্মৃতি বার বার দোলে
তোমার ঐ চোখে জানি আকা ছিল
আকা ছিল কোরানের রাজ।

 

কতদিন দেখিনা মায়াবি হাসি তোমার
শুনিনা গান ঐ গলে
ভোরের পাখিরা ও কাতর তোমার শোকে
সুমধুর গান গেছে ভুলে
তোমার দেখান পথে থাকব অটল
গড়ব কোরআনি সমাজ।

 

কথা ও সুর: মাহিউদ্দিন ফাহাদ

গানকে ভালোবাসে যারা প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী, সাইমুম শিল্পীগোষ্ঠী, হামদ

গানকে ভালোবাসে যারা
গানকে ভালোবাসে
সুরকে নিয়েই তাদের খেলা 
সুরের কাছে আসে 
ফুলকে ভালোবাসে যারা ফুলকে ভালোবাসে
সুবাস ভালোবাসে তারা সুবাস ভালোবাসে ।

 

আমার মনে ঢেউ খেলে যে গানের সমুদ্দুর
কে দিয়েছে এত্তো গানের মিষ্টি মধুর সুর
কার ইশারায় ওই আকাশে মেঘের ভেলা ভাসে
কোন সে ভালোবাসার টানে বৃষ্টিধারা আসে ।

 

সবচেয়ে বড় ভালোবাসার যিনি কারিগর 
তিনি হলেন আল্লাহ মহান স্রষ্টা নিরন্তর
তাকে ভালোবাসে যারা তাকে ভালোবাসে
সকল গানে সকল সুরে তাকে নিয়ে আসে ।

এদেশের শিশু আমরা প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী এস. এম. মঈনুল ইসলাম এস. এম. মঈনুল ইসলাম শিশুতোষ জীবনমূখী

এদেশের শিশু আমরা সবাই
অধিকার সবার আছে
সোনার অলংকার দেশের বুকে
উজ্জ্বল হয়ে ভাসছে
আমাদের অধিকার চাই
আমাদের প্রতিদান চাই
আমরা সুন্দর পৃথিবীতে
সুন্দর থাকতে চাই ।

 

প্রতিদিন সকালে সূর্য ওঠে
সূর্যমুখী ওঠে হেসে
আমরাও চাই রাঙিয়ে যেতে
সকালকে ভালোবেসে
যাদের বই নিয়ে যাওয়ার কথা স্কুলে 
তারা কেন কাঁধে বোঝা নিয়ে 
চলছে কাদামাটি জলে
আমরা পড়তে চাই 
আমরা খেলতে চাই ।

 

সাগরের স্রোতের মত যায় রে ভেসে
দুখী ফুলের মত শিশু 
আমরা হবো ফুলের বাগান
পঁচা নর্দমা ফেলে পিছু
শিশুরাই আগামীর স্বপ্নেরই জাল বোনে
তারা আর কাঁদবে না শত বেদনায়
ছুটবে আগামীর পানে
আমাদের স্বাধীনতা চাই
যেন মুক্ত বাতাস পাই ।

 

কথা ও সুর: এস. এম. মঈনুল ইসলাম
 

রাতের ওই আকাশে প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী জীবনমুখী গান,

রাতের ওই আকাশে চাঁদের পরী পাশে
হাজার হাজার তারা করছে খেলা
নদী ও সাগরে দেখ দু’চোখ মেলে
হাজার হাজার ঢেউ দিচ্ছে দোলা 
এ যে সৃষ্টির খেলা ।


বাতাসেতে খেলা করে গাছের পাতা
শিশু নিয়ে খেলা করে শিশুর মাতা
সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে যায়
দিনের আলোর খেলা শেষ হয়ে যায় ।


নেক আর পাপ নিয়ে মানুষের মেলা 
এ পাড়ের খেলা শেষে ও পাড়ের খেলা 
নেকের ভাগীরা পাবে ফুলের মালা 
পাপের ভাগীরা পাবে দোজখের জ্বালা ।

নিঝুম দুপুরে প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী এস. এম. মঈনুল ইসলাম এস. এম. মঈনুল ইসলাম দেশাত্মবোধক,

নিঝুম দুপুরে প্রতিটি সন্ধ্যায়  
পাখিরা সুরে সুরে গায়
এমন দেশটি এই পৃথিবীর 
আর তো কোথাও নাই ।


বহুদূর থেকে যে নদী বয়ে যায়
কলকল তানে বলে যায় 
এমন দেশটি এই পৃথিবীর 
আর তো কোথাও নাই ।


ফাগুনের ফুলে ওই ভোমরা দোল খায়
গুন গুন সুরে গেয়ে যায়
এমন দেশটি এই পৃথিবীর 
আর তো কোথাও নাই ।


আযানের সুর প্রতি ঘরে ধ্বনিত হয়
বিধাতার গুনগান গায়
এমন দেশটি এই পৃথিবীর 
আর তো কোথাও নাই ।


কথা ও সুর: এস. এম. মঈনুল ইসলাম
 

ত্রিভুনের প্রিয় মোহাম্মদ প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম নাতে রাসূল(স.),

ত্রিভুনের প্রিয় মোহাম্মদ 
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ।


ধূলির ধরা বেহেশতে আজ
জয় করিল দিল রে লাজ
আজকে খুশির ঢল নেমেছে
ধূসর সাহারায় ।


দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে
কচি মুখে শাহাদাতের
বাণী সে শোনায় ।


আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল রে মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী
জুলুম নিল বিদায় ।


নিখিল দরুদ পড়ে লয়ে নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জ্বীন পরী ফেরেশতা সালাম
জানায় নবীর পায় ।


কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
 

ভালো কাজের ভালো ফল  প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী মতিউর রহমান মল্লিক জাফর সাদেক জীবনমূখী গান,

ভালো কাজের ভালো ফল 
মন্দ কাজে মন্দ
ভালো কাজের মধ্যে আছে 
মনের মত ছন্দ ।


বাতাস ভালো কাজ করে তাই
আমরা নিঃশ্বাস নেই
বিনিময়ে নিঃশ্বাসের বিষ
আমরা ঢেলে দেই
কিন্তু বাতাস করে না তো 
কোন রকম দ্বন্দ।


নিজের কষ্ট সয়ে যারা 
অন্যের কষ্ট তাড়ায়
তারাই বন্ধু এই সমাজের
সৌন্দর্যটা বাড়ায় ।


তুমি যদি না ভালো হও
তবে তোমার সঙ্গী
মিলে তোমরা দু’জন হবে
খারাপ পথের জঙ্গী
এমনিভাবে একে একে
আলোর পথ হয় বন্ধ ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুুর: জাফর সাদেক
 

প্রিয় হতে চাই প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী সংগ্রহ সংগ্রহ প্রার্থণামূলক গান

তোমার প্রিয় হতে চাই আমরা
কবুল কর প্রভু তুমি আমাদের ।


সত্যবাদিতা দাও আবু বকরের 
ত্যাগের মহিমা প্রভু দাও ওমরের
ওসমানের মত পরহেজগার কর
হৃদয়টা করে দাও আকাশ উদার ।


খালিদের হিম্মত শক্তি আলীর
শহীদি নাজরানা হামজার
জ্ঞান আহরণে কর আবু হুরায়রা
কালেমার নিশানা দাও উড়াবার ।অ


আজাদীর ইসলামী রাষ্ট্র গড়ার
তাওফিক দাও খোদা তুমি আমাদের
কিয়ামত দিবসে হেলালী নিশান
শোভা পায় যেন প্রভু হাতে মোদের ।


কথা ও সুর: সংগ্রহ
 

গাঁয়ের নাম মধুময় প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী আবুল আলা মাসুম আবুল আলা মাসুম দেশাত্মবোধক

গাঁয়ের নাম মধুময় সুবর্ণপুর
তীর ঘেঁষে তার বয়ে গেছে
নদী তুলে সুর ।


সবুজ শ্যামল পাতার ফাঁকে
দোয়েল কোয়েল কোকিল ডাকে
রাখালিয়া যায় হারিয়ে
তুলে বাঁশির সুর ।


সবুজ বনে ফুলের শোভা 
মন মোহিনী মনোলোভা
গাঙচিলেরা যায় হারিয়ে
উড়ে বহু দূর ।


কথা ও সুর: আবুল আলা মাসুম
 

ঘুম ভাঙা পাখি প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী সংগ্রহ সংগ্রহ জীবনমূখী গান,

আমরা প্রভাতের ঘুম ভাঙা পাখি
সবার আগে উঠবো জেগে 
ঘুমিয়ে সারা রাতি ।


সকালের সূর্যকে জাগিয়ে দেব 
ঝলমলে পৃথিবীর জন্য
তিমির অন্ধকার বিলীন হবে
সবার জীবন হবে ধন্য
আনন্দ বাগানে প্রজাপতি হয়ে
করবো মাতামাতি ।


বনের পাখিগুলো উঠবে জেগে
কিচির মিচির কোলাহলে
বাগানের ফুলগুলো বিলাবে সুবাস
আমাদের কলকাকলিতে
আমরা প্রভাতের নিদ ভাঙ্গাতে
জাগরিত ভোরের সাথী।


কথা ও সুর: সংগ্রহ
 

আজো সেই চাঁদটা প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী সোহাগ চৌধুরী এস এম মঈনুল ইসলাম মায়ের গান,

আজো সেই চাঁদটা আসে রাতে
আজো তারারা মিতালি গড়ে চাঁদের সাথে
শুধু মা আসে না মা আসে না
আমাকে গল্প শোনাতে ।


আছে সাজানো বাগান বীথি 
আছে সেই ঘর 
মা শুধু নেই পাশে
হয়ে গেছে পর
ঘুমহারা দুটি চোখ অভিমান করে 
মা কেন আসে না ঘুম পাড়াতে ।


আসে যখনি মিনার হতে
আজানের সুর
মনটা হয়ে যায়
বেদনা বিধুর
বলে না তো কেউ আর শিয়রে দাঁড়িয়ে
ঘুম ছেড়ে যা খোকা মসজিদেতে ।


কথা: সোহাগ চৌধুরী
সুর: এস এম মঈনুল ইসলাম
 

যার হৃদয়ে স্নেহ প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী, সাইমুম শিল্পীগোষ্ঠী সংগ্রহ সংগ্রহ জীবনমূখী গান,

যার হৃদয়ে স্নেহ মায়া ভালোবাসা নেই 
সোানামনি শিশুদের জন্য
সে আমার দলের তো কেউ নয় 
হবে না দলের বলে গণ্য । 


তার পরনে যদি থাকে সুফীদের বেশ 
চলনে বলনে হতে পারে দরবেশ 
তবুও রাসূল তাকে নেবে না দলে 
হোক না সে কোন মহামান্য ।
 

শিশুরা ফুলের মতো 
সৌরভে ভরে দশ দিক 
কলরব কোলাহলে 
দিন করে আলো ঝিকমিক ।


তাই ভলোবাসি পৃথিবীতে যত শিশু আছে 
পৃথিবীর যত শিশু দূরে আর কাছে 
নির্মল সুখ পেতে শিশুকে নিয়ে 
গড়ে তুলি শ্যামলী অরণ্য ।
 

কথা ও সুর: সংগ্রহ
 

জুঁই চামেলি ফুল প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী রহমতুল্লাহ রহমতুল্লাহ নাতে রাসূল(স.)

জুঁই চামেলি ফুল শিউলি
আয় রে তোরা আয় 
সবাই মিলে যাই রে চলে 
নবীর মদীনায় ।

 

নবীর দেশের গানের পাখি
গান ধরেছে সব 
মুহাম্মদের নামের গানে
শুনছি কলরব 
আকাশ জুড়ে গানের মধু
সুর ছড়িয়ে যায় ।

 

দিনে রাতে রহম ঝরে 
কদম পড়ে যার 
সালাম দিয়ে ভরে দেবো
কদমখানি তার 
শিমুল বকুল ও শেফালি
জলদি ছুটে আয় ।

 

কথা ও সুর: রহমতুল্লাহ
 

আল্লাহ তোমার দয়া প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী আবদুস সালাম আবদুস সালাম হামদ

আল্লাহ তোমার দয়া কত অফুরান 
গানে গানে শেষ হয় না 
নিখিল ভুবন মাঝে
দেখি সকাল সাঁঝে
তোমার করুণা ঘেরা এই দুনিয়া ।

 

শোকর তোমার প্রভু নাহি শেষ হয়
কত সুন্দর করে গড়েছো আমায় 
দিয়েছো সৃষ্টি মাঝে সেরা সম্মান
সবই তোমার করুণা ।

 

অসীম তোমার দয়া তুমি প্রেমময়
অটুট দীনের পথে রাখিও সদায়
দিও গো আমায় তুমি সুখের পরশ
তুমিই তোমার তুলনা ।

 

কথা ও সুর: আবদুস সালাম
 

আসমাউল হুসনা উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম , ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, হামদ,
তুমি রহিম রহমান  উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম , ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, নিয়াজ মাখদুম, নিয়াজ মাখদুম, হামদ,

আকাশ জমীন চাঁদ ছিতারা সবি তোমার দান
সৃষ্টি জীবের বাঁচা মরা তোমারি ফরমান 
তুমি রহিম রহমান, 
তব দয়া অফুরান 

 

সবুজ ভূমি বন-বনানী নদীর কলতান
পাখ-পাখালি ফুল-ফলাদি তোমার অপার দান 
দয়ার সাগর মায়ার সাগর
তুমি মেহেরবান

 

তোমার দানে সাগর মাঝে অথৈ পানির খেলা 
জোছনা রাতে আকাশ জুড়ে চাঁদ ছিতারার মেলা

 

সকাল সাঁঝে সকল সৃষ্টি গায় যে তোমার গান
মিনার থেকে ভেসে আসে তোমার নামের তান 
তোমার দয়ায় রাতে আঁধার 
দিনে আলোর বান


কথা ও সুর: নিয়াজ মাখদুম

রমযান মাস মুমিনের জন্য উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম , ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, মাহিউদ্দীন ফাহাদ, নিয়াজ মাখদুম, রোজার গান,

রমযান মাস মুমিনের জন্য বড় নেয়ামাত
রমযাান মাস মুমিনের জন্য সেরা রহমত
সঠিক ভাবে রোযা করলে পালন
প্রভুর প্রতিশ্রুতি দেবে জান্নাত।

 

হাতের রোযা কর পালন 
পালন কর রোযা মনে 
অশ্লীল কথা মুখে বল না
প্রভুকে ডাক প্রতি ক্ষণে
একটি রোযার দাম অনেক বেশী
গোপনে কবুলের কর ফরিয়াদ

 

বেশী বেশী কুরআন পড়
থাক বিরত থেকে গীবত
অশ্লীল দৃষ্টিতে চোখ দিওনা
মুমিন হওয়ার কর শপথ।
একটি রোযার দাম অনেক বেশী
 গোপনে কবুলের কর ফরিয়াদ


কথাঃ মাহিউদ্দীন ফাহাদ 
সুরঃ নিয়াজ মাখদুম

জেগে উঠেছে মুমিন উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম , ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, মাহিউদ্দীন ফাহাদ, নিয়াজ মাখদুম, রোজার গান,

ঐ বাগানে ফুটলে বসন্তী ফুল 
ঘ্রাণ পেয়ে মৌমাছি করে গান
জেগে ওঠেছে তেমনি মুমিন
ফিরে এসেছে মাহে রমযান।

 

মাঝ রাতে ঘুম ভেঙ্গে সাহরী নাও খেয়ে 
শেষ রাতে হাত তুলে যা খুশি নাও চেয়ে।
রহমের ভান্ডার সমৃদ্ধ
নেয়ামাত আছে অফুরান

 

শুনবে যখন মিনার হতে আযানের ধ্বনি
থাকবে বিরত খাবার থেকে প্রভুর বাণী।
দিন মণি যখন বিলয় হবে 
আহার করবে খুলে প্রাণ

কথাঃ মাহিউদ্দীন ফাহাদ 
সুরঃ নিয়াজ মাখদুম

এসো খুজে নেই নিয়ামাত উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম , ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, মাহিউদ্দীন ফাহাদ, নিয়াজ মাখদুম, রোজার গান,

এসো খুজে নেই রহমত বরকত
এসো চেয়ে নেই মাগফিরাত
নাজাত দাও হে মহান
আল্লাহু আল্লাহু আল্লাহ মহান
আহলান সাহলান মাহে রমযান

 

রহিত হয়েছে কবরের আজাব 
এ মাসের সম্মানে সব কিছু মাফ।
এ মাস থেকে শিক্ষা নিয়ে 
দিকে দিকে ফুঁকে দাও সত্যের আযান

 

জান্নাতের সব দরজা খোলা 
জেগে ওঠ ওহে আত্মভোলা।
রোযা কবুলে পাবে বেহেস্ত
অগনিত হুর দেবে সম্মান

 

কথাঃ মাহিউদ্দীন ফাহাদ 
সুরঃ নিয়াজ মাখদুম

হাজার মাসের চেয়ে উত্তম উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম , ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, নিয়াজ মাখদুম, নিয়াজ মাখদুম, রোজার গান,

হাজার মাসের চেয়ে উত্তম মাস হলো মাহে রমযান
যেই মাস মুমিনের আনন্দে নেচে ওঠে প্রাণ।

 

দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে 
আসবে কবে রহমের মাস ফিরে 
রহমতের মাস হলো মহে রমযান

 

একটি ফরজে সত্তোর গুণ পাবে পুণ্য 
সেরা সুযোগ পাপী তাপীর জন্য ।

 

রহম ঢেলে দেন মুমিনের পরে 
আযাজিল কে প্রভু আবদ্ধ করে।
মাগফিরাতের মাস হলো মাহে রমযান


কথা ও সুর: নিয়াজ মাখদুম

কত সাধনা কত সংযম  উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম , ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, জুলফিকার আলী জুলফিকার আলী রোজার গান,

তাকওয়ার শিক্ষা নিয়ে এল সিয়াম 
পানাহার ত্যাগ অনাচার ত্যাগ 
কত সাধনা কত সংযম।

 

প্রথম দশকে আছে রহমত 
অন্যায় ছেড়ে কর তার ইবাদাত ।
পানাহার ত্যাগ শুধু নহে সিয়াম 

 

শেষ দশকে পাবে শ্রেষ্ঠ সে রাত
তার তরে রাত জেগে কর ইবাদাত

 

অন্যায় অনাচার পাহাড়সম 
ভুল ত্রুটি সিমাহীন ক্ষমা কর। 
ক্ষমার দশকে মোরা মেহমান
 


কথা ও সুর: জুলফিকার আলী

খোদাকে পাওয়ার ইবাদাত উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম , ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন, নিয়াজ মাখদুম, রোজার গান,

রমযান সেতো আল্লাহ তায়ালার বিশেষ নেয়ামাত 
রমযান সেতো মুমিনের জন্য খোদাকে পাওয়ার ইবাদাত।

 

ছেড়ে দাও অনাচার দুর্নিতি কদাচার 
ছেড়ে দাও মিথ্যার বেসাতী
সত্যের জয়গানে মহান মাসের শানে
গেয়ে যাও জীবনের নতুন গীতি।
মিথ্যা কথা কাজে হয় না রোযা
হয় সে শুধু পানাহার ত্যাগ

 

শয়তান শৃংখলে অন্যায় পদতলে 
এটাই তো রোযার মহিমা
এ মাসের শিক্ষা থেকে নাও দিক্ষা
অন্য মাসে তা ভুলে যেওনা।
প্রভুর কাছে তুমি পাবে উপহার 
তারি কাছে পাবে জান্নাত

 

কথা: এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন 
সুর : নিয়াজ মাখদুম

নতুন চাঁদ হেসেছে উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট মাহিউদ্দীন ফাহাদ, নিয়াজ মাখদুম রোজার গান

সুনিল নভে নতুন চাঁদ হেসেছে
রহমের মাস আবার ফিরে এসেছে
পাখির কন্ঠে তার আগমনী গান
মাহে রমযান মাহে রমযান।


ভালো কাজে অনেক বেশী আছে পুণ্য
মুমিন হৃদয় রহম পেয়ে হবে ধন্য
তাই কর এ মাসের বেশী সম্মান।


মনে প্রাণে আনন্দতে ভাসে হৃদয়
খোদার প্রেমে ডুবে যাওয়ার এলো সময়
তাই কর এ মাসের বেশী সম্মাান।
 

কথা: মাহিউদ্দীন ফাহাদ 
সুর: নিয়াজ মাখদুম

আজ রুদ্ধ হলো উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন রোজার গান

আজ রুদ্ধ হলো জাহান্নামের দ্বার 
উন্মচিত আজ রাইয়ান
রোযাদারের উপহার ।


আজ ক্ষমা পেল সেই শুধু 
যেই প্রাণ ভুলে অনুতপ্ত
পাপ থেকে দুরে সরে 
কপটতা দুর করে 
যেই প্রাণ হলো পরিশুদ্ধ
আজ লগণ এলো শপথের 
মিথ্যা, দুর্নিতি, অসততা করতে পরিহার ।

 

কৃতজ্ঞতায় যারা আল্লার কাছে
করল মস্তক অবনত
রহমের বারিতে শিক্ত হলো ওরা
হলো মহানের অনুগত।


আজ সফলতা তার যে 
লালসার মায়া জাল মুক্ত
হতভাগা সেই জন 
ক্ষমা পেতে যে হল ব্যর্থ
আজ সুখবর শুধু মুমিনের 
আল্লাহ সুমহান নিজ হাতে দিবেন পুরস্কার ।

 

কথা ও সুর: এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন

নতুন চাঁদের আগমনী উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট মমিনুল হাসান মারুফ মমিনুল হাসান মারুফ রোজার গান

নতুন চাঁদের আগমনী বার্তায়

খুশির জোয়ার এলো প্রাণে
কাঙ্খিত মাস ফিরে পেল

প্রতিটি মুমিন মুসলমানে 
রমজান তুমি সত্যের আহ্বান
রমজান তুমি মুক্তির সন্ধান ।


এইতো সুযোগ মহান প্রভুর খাটি প্রেমিক হতে
আধার মুছে দিয়ে নতুন করে আলোর ভুবনে নামতে
তাকওয়া আর কোরান নিয়ে এলো মাহে রমজান
রমজান তুমি প্রভুর অপার দান।


এইতো সুযোগ স্বপ্নীল কাননের পরম সুবাস পেতে
পাপ কালীমা দূর করে ইমানের বীজ বুনতে
মাগফিরাত আর প্রশান্তি নিয়ে এলো মাহে রমজান
রমজান তুমি মহান রবের বিধান ।

 

কথা ও সুর: মমিনুল হাসান মারুফ

এসেছে রমজান উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট নিয়াজ মাখদুম নিয়াজ মাখদুম রোজার গান

এসেছে রমজান একটি বছর পরে
রহমত এসেছে প্রতিটি ঘরে ঘরে
পাখিরা গাইছে মধুর গান 
ফুলেরা পেয়েছে নতুন ঘ্রান
রহমত আকাশে বাতাসে ঝরে।


নদীরা ছুটেছে আপন মনে 
ঝর্না ঝরে যায় তার স্মরণে
তারাদেরি মেলা করে শুধু খেলা
চাদটি ঘিরে।


মৃদু বয়ে চলা প্রবঞ্জনে
খুশির দোলা দেয় জনে জনে
সিয়ামের উপহার দেবে যে পরওয়ার
আপন করে।

 

কথা সুরঃ নিয়াজ মাখদুম

জগৎ পতির প্রেমে উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট মাহিউদ্দিন ফাহাদ নিয়াজ মাখদুম রোজার গান

জগৎ পতির প্রেমে নীল নভে

নিশানাথ শোভামান
নির্ঝরিনি বহে আপন মনে
কলতানে গায় গুনগান

আল্লাহু আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহু আল্লাহ মহান ।

 

ঝাঁক ঝাঁক প্রজাপতি রঙিন পাখা 
নিপুণ কারুকাজ লুকিয়ে রাখা
ডালে ডালে মহুয়া আর কামিনি
সুবাসে ভরায় এ প্রাণ। 

 

নিরব বনে শুনি পাখির কুজন 
জলনিধি তার নামে তোলে গর্জন

গোধুলি বিকেল আর রাঙা মেঘ 
তার করুণার দান।
 

কথা: মাহিউদ্দিন ফাহাদ 
সুর: নিয়াজ মাখদুম

হাজার স্বপ্ন ছিল শেখ আবুল কাশেম মিঠুন মশিউর রহমান শেখ আবুল কাশেম মিঠুন শেখ আবুল কাশেম মিঠুন জীবনমূখী গান

হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলী জীবনে
অন্তর ছিল অস্থির আর অশান্ত অকারণে।

 

ধন মান আর সম্পদ ঘিরে

স্বপ্নগুলো কিলবিল করে
নিশিদিন যেন রক্ত ঝরে

কালসাপের দংশনে।

 

মরণের পরে যেন নাম থাকে মানুষের অন্তরে
বুদ্ধি আর শ্রমের যত ঘাম সেদিকেই ছুটে মরে
জাহেলী জীবনের এই অন্ধকার
তীর নেই কূল নেই যেন সিমাহীন চরাচর
প্রতিযোগিতায় মত্ত এতে দুনিয়ার ইনসানে।

 

হাজার স্বপ্ন ছিল বড় হবার
হাজার স্বপ্ন ভোগ বিলাসিতার
হাজার স্বপ্ন দুহাতে কুড়াবার সুখ সম্ভার


দুনিয়ার বুকে শুধু একটাই খোয়াব আছে দেখবার
ইসলাম দিল সুখের সে খবর মানুষকে ভালোবাসবার
আল কোরআনের অন্তরে এই যে সত্যের
দিশা পেয়ে বুঝেছি এযে শান্তির অঙ্গিকার
সার্বজনীন সত্য এটাই দুনিয়ার কল্যাণে।


কথা ও সুর: শেখ আবুল কাশেম মিঠুন
 

আল্লাহ তোমার দয়ায় সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি আমিরুল মোমেনীন মানিক আমিরুল মোমেনীন মানিক হামদ

আল্লাহ তোমার দয়ায় গড়া
এই পৃথিবীর আকাশ মাটি
নিজের মতন গড়লে তুমি
সাজানো গোছানো পরিপাটি ।

 

তোমার নামের সূর্য ওঠে
তোমার নামে শাপলা ফোটে
তোমার নামে ভ্রমর ছোটে
ফুলের মধু নিতে পরম খাটি ।

 

মাঠের চাষি আজান শুনে
ছুটে যে চলে তোমার টানে
পাখিরা বলে তাদের গানে
আল্লাহ তায়ালার সৃজন খাটি ।

 

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
 

আজব একটা মানব সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি আমিরুল মোমেনীন মানিক আমিরুল মোমেনীন মানিক জীবনমূখী গান

আজব একটা মানব ঘড়ি
কার হুকুমে চলেরে মোনো
এই ঘড়িটা থেমে যাবে একদিন সময় হলে
আজব একটা মানব ঘড়ি
চাবি ছাড়াই চলেরে মোনো ।

 

 কে বানালো এমন ঘড়ি কে দিল তার গতি
এই ঘড়িটা চলার পথে নেয়না তো বিরতি
মানব ঘড়ি চলবেনা আর
একবার থেমে গেলে রে মন ।

 

সেকেন্ড মিনিট নাইরে কিছু দেহ ঘড়ির মাঝে
এই ঘড়িটা অবিরত চলছে সকাল সাঁঝে
বন্ধ হবে হঠাৎ একদিন
তার মহিমার বলে রে মন ।

 

মানব ঘড়ি চলবে না আর
মোনোরে একবার থেমে গেলে
বন্ধ হবে হঠাৎ একদিন মোনোরে
তার মহিমার বলে ।

 

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
 

এই যে আমার সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি আমিরুল ইসলাম মশিউর রহমান দেশাত্মবোধক

এই যে আমার জন্মভূমি
জন্মভূমি বাংলাদেশ
সুজলা সুফলা মমতা জড়ানো
সে যে আমার এই দেশ ।

 

চোখের দৃষ্টি যত দূরে যায়
সবুজ সবুজে ঘেরা দূর নীলিমায়
মনের বীণার তারি তারে
কে বাজিয়ে প্রাণে আনে ফাগুনের রেশ ।

 

রাখাল ছেলে আর গাঁয়ের বধু
গল্প কথায় কত যে মধু
ঘাসের ডগায় শিশির কনা
ঝিকি মিকি করে যেন কিশোরির কেশ ।

 

কথা : আমিরুল ইসলাম
সুর : মশিউর রহমান
 

জীবনের সবটুকু সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি হোসাইন আল মামুন লিটন হাফিজ জীবনমূখী গান

জীবনের সবটুকু আশার আলো
একদিন সহসাই নিভে যাবে
কত শত স্বপ্ন হৃদয় মাঝে
সবটাই ফুড়িয়ে যাবে ।

 

মরিচিকার আলো একে কোন লাভ নেই
স্বপ্নের পাখা মেলে কোন লাভ নেই
সব আশার আলো গুলো গুড়িয়ে যাবে ফুড়িয়ে যাবে ।

 

সবুজের সাথে তবু মিশে যেতে হবে
দুনিয়ার রং গায়ে মাখতেই হবে
হৃদয়ের লোভগুলো গুড়িয়ে নেবে বল পুড়িয়ে নেবে ।

 

কথা : হোসাইন আল মামুন
সুর : লিটন হাফিজ
 

জমিন তোমার সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি গোলাম মোহাম্মদ মশিউর রহমান জীবনমূখী গান

জমিন তোমার পইরা রইল আবাদ করলনা
কিসে তোমার চলবে রুজি ভাইবা দেখলানা ।


সোনার জমিন চাষ করনি ফসল ফলার পথ ধরনি
হেলায় খেলায় দিন ফুরালো কেন বুঝলানা তুমি ।


আহারে এই সময়টুকু ফুরিয়ে গেলে ভাই
ফসল ফলার কোন রাস্তা আরতো খোলা নাই (তোমার)


থাকতে সময় লাঙল ধর জমিন তোমার আবাদ কর
চোখ জুড়াবে বইবে হৃদয় কেন বুঝলানা তুমি ।


কথা : গোলাম মোহাম্মদ
সুর : মশিউর রহমান
 

যতদূর চোখ যায় সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি আমিরুল ইসলাম মশিউর রহমান দেশাত্মবোধক

যতদূর চোখ যায় ঐ দূর সীমানায়
চোখ দুটি ভরে যায় সবুজের বন্যায় ।

 

নীল আকাশ হেটে হেটে থেমে গেছে যেখানে
মনে হয় আমার দেশের সীমানাটা সেখানে
ভাবনা আমার দেশকে ঘিরে সকাল দুপুর সন্ধ্যায় ।

 

নদীর ঢেউয়ে পাল তুলে মাঝি বেয়ে যায়
মনের সুখে কন্ঠ ছেড়ে ভাটিয়ালি গান গায়
কল্প কথায় গল্প বলে দুঃখ হাসি কান্নায় ।

 

কথা : আমিরুল ইসলাম
সুর : মশিউর রহমান
 

এই দুনিয়ার বন্ধু সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি নাঈম আল ইসলাম নাঈম আল ইসলাম মানবতার গান,

এই দুনিয়ার বন্ধু স্বজন যত আছ শোন
ইরাকেতে আমরা যারা শিশু
কেমন আছি তাকি তোমরা জানো ।

 

এখন মোদের পথে না হয় জেল খানাতে ঘর
আব্বু-আম্মু আছে কি নেই পাইনা সে খবর
খেতে পাইনা পড়তে পাইনা পাইনা আদর কোন ।


মার্কিনেরা চায়না মোরা যত শিশু আছি
ইরাকেতে হেসে খেলে একটা দিনও বাঁচি
ইসরাইলরা চায়না মোরা যত শিশু আছি
ফিলিস্তিনিতে হেসে খেলে একটা দিনও বাঁচি ।


বোমার ঘায়ে হাত পা মোদের দেয় যে উড়িয়ে
 গ্রেনেট মেরে বক্ষ মোদের দেয় যে গুড়িয়ে
আমরা শিশু তবু তাতে পাইনা ক্ষমা কোন ।


কথা ও সুর : নাঈম আল ইসলাম
 

 

সবুজের আলপনা দেখে সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি হোসাইন আল মামুন মশিউর রহমান দেশাত্মবোধক

সবুজের আলপনা দেখে মনে হয়
তোমারি ইশারা রয়েছে সেথায়
গাঙচিল খালবিল দেখে মনে হয়
তোমারি ইশারা রয়েছে সেথায় ।

 

ধানক্ষেতে বাতাসেরা দোলায় পাখা
কৃষকের বুকে তাই স্বপ্ন আঁকা
কৃষাণের বেঁচে থাকা দেখে মনে হয় ।

 

সন্ধ্যার জোঁনাকিরা আলোক জ্বেলে
আঁধারের পেটে আনন্দে খেলে
তারাদের হাসি মুখ দেখে মনে হয় ।

 

কথা : হোসাইন আল মামুন
সুর : মশিউর রহমান
 

আমার মায়ের পদ সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি আমিরুল মোমেনীন মানিক আমিরুল মোমেনীন মানিক মায়ের গান

আমার মায়ের পদ তলে
দুনিয়া আখেরাত সুখে দুঃখে সেই মা আজও
বাড়িয়ে দেন দুটি হাত ।

 

কত সুর কত গান হারিয়ে যায়
হৃদয় বীণার তার ছিড়ে ছিড়ে যায়
তখনই মায়ের মুখে হতাশার পাখি ডানা ঝাপটায়
আসে আঁধারের রাত ।

 

কত সুখ কত দুঃখ বুকে দোলা দেয়
হৃদয় জালনা গুলো খুলে খুলে দেয়
তখনই মায়ের মুখে প্রীতিময় ছবি প্রাণ খুঁজে নেয়
জাগে সোনালি প্রভাত ।


কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
 

জনম জনম ধরে সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি মালিক আবদুল লতিফ মালিক আবদুল লতিফ ফোক গান

জনম জনম ধরে খুঁজব তোমায়
ভালই বলুক না হয় মন্দ বলুক লোকে
কি আসে যায় বল ।

 

চাইনা ভোগের স্বাদ এই দুনিয়ায়
 যেখানে মানব প্রেম মমতা হারায়
দিন শেষে রাত আসে ভোর হয়ে যায় ।

 

আশার আলোয় থাকি চেয়ে সারাক্ষন
হৃদয় ব্যথায় ভরা বোঝেনা এ মন
সুন্দর ব্যাকুলতা ছুঁয়ে ছুঁয়ে যায় ।

 

ফোটে ফুল দোল দিয়ে গন্ধ ছঁড়ায়
অবশেষে পড়ে থাকে স্মৃতির খাতায়
 কে দিল আঁকিয়ে বল কার মহিমায় ।

 

কথা ও সুর : মালিক আবদুল লতিফ
 

একদিন তিতুর ঘোড়ার সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি আমিরুল মোমেনীন মানিক আমিরুল মোমেনীন মানিক প্রেরণামূলক গান

একদিন তিতুর ঘোড়ার খুঁড়ে
দৃপ্ত শপথ করে জেগেছিল জনতা
সেই সব আজকে সোনালি হরফে লেখা স্মৃতির পাতায় ।

 

এখানে এখনও খুঁজি কোন তিতুমীর
যার ডাকে কেটে যাবে লক্ষ তিমির
এসো নতুন তিতুমীর সুশক্তি ভেঙে আনো নব বারতা ।

 

এ মাটির বুকে আছে সুদিনের খুন
 সেই খুন আজও পারে ছড়াতে আগুন
এসো যুগের মিনতি শুদ্ধ মননে আন নব বারতা ।

 

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
 

ছলাতে ছলাতে ঢেউ সবুজের আলপনা-হেরাররশ্মি এনামুল হক-হেরাররশ্মি আফসার নিজাম মালিক আবদুল লতিফ ভাটিয়ালি গান

ছলাতে ছলাতে ঢেউ ভেঙে যায় পদ্মা নদীর কূলে
তর তরাইয়া চলে নেীকা পালের বাদাম তুলে ।

 

আল্লাহ আল্লাহ বলে মাঝি যায়রে নদীর ঘাটে
দেখে দেখে যাইরে আমি ঘাটের পরে ঘাটে
আমার মাঝি কবে আইবো হৃদয় দুয়ার খুলে ।

 

জোয়ার ভাটায় নাও বাইয়া যায় পদ্মা নদীর মাঝি
আমায় তুমি সঙ্গে নিও থাকো যদি রাজি
পারের আশায় বইসা আছি দিন দুনিয়া ভুলে ।

 

সময় বইয়া যায় রে মাঝি ফিরে  নারে নীড়ে
মাঝ দরিয়ায় চাইয়া আছি বইসা নদীর তীরে
জীবন নদী হারায় আমার সময় তরী দুলে ।

 

কথা : আফসার নিজাম
সুর : মালিক আবদুল লতিফ

যত গান যত সুর মাহমুদ ফয়সাল ও স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ মাহমুদ ফয়সাল  মাহমুদ ফয়সাল  হামদ

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু


গানের কথায় ওগো তুমি রবে
গানের সুরেও তুমি রবে
তুমি ছাড়া হবে না লিখা কোন গান
তুমি ছাড়া জমে না সুরেরই টান
যতগান যতসুর আছে তুমিময়
কবুল করো তুমি ওগো দয়াময়  ।


যে গানে থাকে না তোমার কথা 
যে গানে থাকে না প্রেম রাসূলের
স্বদেশের কথা যেই গানে থাকে না
থাকে না যে গানে কথা জীবনের
সেই গান সে সুরের এটুকু সুধা
আমার কণ্ঠে যেনো কভু না রয়  ।


যে গানে থাকেনা মানবতা
আহ্বান থাকেনা দ্বীনের পথে
যে গানে জিহাদের কথা থাকেনা
নিয়ে যায় আযাবের অগ্নিপথে
সেই গান কথনও যেন না হয়
যতগান হবে শুধু ওগো দয়াময় ।


কথা ও সুর মাহমুদ ফয়সাল 

অবারিত স্বপ্নের মহান স্বাধীনতার গান সসাস আলি মেজবাহ মাহফুজ বিল্লাহ শাহী মহান স্বাধীনতার গান,দেশাত্মবোধক

অবারিত স্বপ্নের পাপড়ি মেলে
বিশ্বাসে রক্তিম সুরভী ঢেলে
একটি হাসির উন্মেষ
এলো) সবুজে-শ্যামলে আঁকা দেশ
প্রেমের পরশ মাখা দেশ।
-

একটি গোলাপকুঁড়ি ফুটবে বলে
রক্তে বারুদ কণা উঠলো জ্বলে
কত প্রাণ হলো নিঃশেষ।
এলো) সবুজে-শ্যামলে আঁকা দেশ
প্রেমের পরশ মাখা দেশ।
-

ন্যায়-নীতি, মানবতা, সাম্যে আঁকা
মুক্ত আকাশে ওড়া এই পতাকা।
-

হৃদয়ে ধারণ করে তার প্রেরণা
ডেকে যায় আগামীর সম্ভাবনা
চলো যাই ভুলি বিদ্বেষ।
এলো) সবুজে-শ্যামলে আঁকা দেশ
প্রেমের পরশ মাখা দেশ।


কথা: আলি মেজবাহ
সুর ও সঙ্গীত: মাহফুজ বিল্লাহ শাহী

ফুলের মতো গড়বো লাল ফড়িং-সসাস সসাস মাহফুজুর রহমান আখন্দ গোলাম মওলা জীবনমূখী গান

ফুলের মতো গড়বো জীবন
করবো ভালো কাজ
আকাশ সমান উদার করে
লাল সবুজে হৃদয় গড়ে
সত্যিকারের মানুষ হবো
শপথ নিলাম আজ ।

 

লেখাপড়ায় মন বসাবো সত্য পথের খোঁজে
কোরান থেকে হাদিস থেকে পড়বো বুঝে বুঝে 
আলোর পথের যাত্রী যারা যেমনভাবে চলতো তারা
তাদের পথেই আঁকবো সবাই জীবন কারূকাজ ।

 

সুব্হি সাদিক ভোরের আলো আমার জাগার সাথী
সারাটা দিন ভালোর সাথে ভালোর সাথেই রাতি
সত্য পথের দিশা জেনে গুরুজনের কথা মেনে 
সুন্দরেরই পরশ মেখে করবো সকল কাজ ।

 

কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: গোলাম মওলা
 

মা ছাড়া দুনিয়ায় লাল ফড়িং-সসাস মফিজুল হাসান ইমন-সসাস মাহফুজ বিল্লাহ শাহী মাহফুজ বিল্লাহ শাহী মায়ের গান

মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
হয় না কখনো হয়না
সীমাহীন জাতনায় বুক ভরা বেদনায়
মার মত কেউ পাশে রয় না ।


দু:খ সুখের অনুভূতি গুলো
স্বার্থের রঙে বদলায় প্রতিদিন
মায়ের ভলোবাসা স্নেহ মমতার ভাষা
বদলায় না তো কোনদিন
নির্মম টানে কার আহবানে
দুনিয়া ছেড়ে চলে যায় মা ।


ধন সম্মান হারালে জীবনে
হয়ত ফিরে পাওয়া যায় যে আবার
মায়ের মতন এতো মহা মহিমান্বিত
নাম তো ফিরে আসে না আর
হৃদয়ের বাঁধনে রক্তের টানে
উপমা এমন আর হয় না ।


কথা ও সুর : মাহফুজ বিল্লাহ শাহী

 

দেশকে ভালোবাসি আমি লাল ফড়িং-সসাস সসাস মোশাররফ হোসেন খান মশিউর হমান দেশাত্মবোধক

দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি
দেশের জন্য বুকের ভেতর স্বপ্ন রাশি রাশি ।

 

গাছ-গাছালি সবুজ মাঠ বাড়ির পাশে পুকুর ঘাট
ফসল ভরা ক্ষেতের সুবাস বুক ভরে নেয় চাষী
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি ।

 

জেলে মুটে কামার কুমার দেশটা ভাই সমান সবার
রাখাল ভাইয়া দূরের মাঠে বাজায় মিলন বাঁশি,
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি ।

 

ভালোবাসি দেশের মাটি সোনার চেয়ে অনেক খাঁটি
যে মাটিতে জন্ম আমার যে মাটিতে কান্না-হাসি,
সেই মাটিতে স্বপ্ন ছড়াই, সেই মাটিকে ভালোবাসি
দেশকে ভালোবাসি আমি, দেশকে ভালোবাসি ।

 

কথা:মোশাররফ হোসেন খান
সুর:মশিউর হমান

তোমাকে নিয়ে আমি লাল ফড়িং-সসাস সাবা তাসনুবা-সসাস আব্দুল করিম সরকার আব্দুল আলিম আশিক নাতে রাসূল(স.)

তোমাকে নিয়ে আমি সার্থক কোন গান

পারিনি আজও সাজাতে

তোমাকে নিয়ে আমি প্রিয় কোন সুর

পারিনি হৃদয়ে বাজাতে

হে রাসূল হে রাসূল ।।

 

কল্পনার ফোঁটা ফোঁটা রঙে

যায় না তো আকাশে ছবি

এমন কাব্য গাঁথা হয়নি কখনই

পারেনি কভু কোন কবি

কি করে আমি তবে লিখবো কিছু গান

পারি না নিজেকে বোঝাতে ।

 

অপরূপ রূপে কভু সাজতো না কখনই এই যে বসুন্ধরা

বর্ণালী ইতিহাস হতো না লেখা শুধুই তোমাকে ছাড়া

 

তোমারই জীবন থেকে এতটুকু সঞ্চয়

গল্প কথা সব যায় হারিয়ে

সেই দিক পারি দিতে তাই বড় ভয়

সাহসের ডানা বাড়িয়ে

তাতেই জীবন আমার ধন্য হবে

পারলে তোমায় ভালোবাসতে ।

 

কথা : আব্দুল করিম সরকার

সুর : আব্দুল আলিম আশিক

নামাজ হলো লাল ফড়িং-সসাস সসাস নাঈম আল ইসলাম মাহিন হাসান আখতার জীবনমুখী গান

নামাজ হলো মি’রাজ, 
মানে খোদার সাথে দেখা 
মু’মিন মনে নামাজ আঁকে 
পাঁচটি সরল রেখা ।


মুয়াজ্জিনের ডাক এলে আর 
যায় কি থাকা নিদে 
ঈমাণদারের মন সারাক্ষণ
রয় পড়ে মসজিদে।


সুবহে সাদিক জান্নাতি ক্ষণ 
ফজর পড়েন মুসল্লীগণ 
যোহর- আসর মাগরিব-এশার
আজান বাজে হৃদে
ঈমাণদারের মন সারাক্ষণ 
রয় পড়ে মসজিদে ।


‘বন্ধুরা, আয় আমার সাথে 
জান্নাতে কে যাবি” 
রাসুল বলেন,”নামাজ হলো 
বেহেশতেরই চাবি “ 
নামাজ পারে রুখতে সকল
অন্যায় ও অশ্লিল 
শুদ্ধ নামাজ খুলতে পারে 
রুদ্ধ মনের খিল ।

 

কথা: নাঈম আল ইসলাম মাহিন
সুর: হাসান আখতার
শিল্পী  কোরাস
 

ইয়া রাসূলাল্লাহ লাল ফড়িং-সসাস মফিজুল হাসান ইমন তোফাজ্জল হোসেন খান তোফাজ্জল হোসেন খান নাতে রাসূল(স.)

ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া নাবীআল্লাহ ইয়া রাসূলাল্লাহ
আঁধার এ দুনিয়ায় 
তুমি ছাড়া নাই কোন আলো ।

 

অশান্তির এ দাবানলে
মাজলুমানের হাহাকারে
জাহেলিয়াতের আঁধার ঘোচাতে
তৌহিদী ঝড় তোলো ।

 

সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে
তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে

 

তোমার অথৈ প্রেমের ডোরে
হাসলো ভূবন নতুন ভোরে
রক্ত পাথার পেরিয়ে আবার
জান্নাতের দ্বার খোলো ।

 

কথা ও সুর:তোফাজ্জল হোসেন খান
 

লাল ফড়িং বলে লাল ফড়িং-সসাস সসাস আমিরুল মোমেনিন মানিক আমিরুল মোমেনিন মানিক হামদ

লাল ফড়িং বলে প্রজাপতিকে
সৃষ্টি কে করেছে তোমায়
প্রজাপতি হেঁসে বলে তোমার প্রভ‚ যিনি
বানিয়েছেন আমায় ।

 

আকাশের রংধনু বৃষ্টিকে বলে
জানো কি প্রভ‚র নাম
বৃষ্টি পেখম মেলে মৃদু হেঁসে বলে
হৃদয়ে খোদার কালাম
ফুল পাখি তরুলতা সবাই বাঁচে
আল্লাহর স্নেহের ছায়ায় ।

 

জিরাফ প্রশ্ন করে কাকাতুয়াকে
শ্রেষ্ঠ নবীর কি নাম
কাকাতুয়া পাঠ করে দরুদ শরীফ
রাসূলকে জানাই সালাম
ফড়িং প্রজাপতি কিংবা আকাশ
প্রভ‚র রহমত চায় ।

 

কথা ও সুর: আমিরুল মোমেনিন মানিক

ভালোবাস দেশকে লাল ফড়িং-সসাস সাবা তাসনুবা-সসাস সাজ্জাদ হোসাইন খান  আয়েশা সিদ্দিকা পাঠান দেশাত্মবোধক

ভালোবাস দেশকে ভালোবাস ফুল
ভালোবাস মাতা-পিতা নবী ও রসূল
ভালোবাস শান্তি ভালোবাস চাঁদ
জোছনার ঝিলিমিলি ফূর্তি অবাধ ।


মানুষকে ভালোবাস, ভালোবাস পাখি
যার সাথে সবুজের শুধু মাখামাখি।
গুনীজনে ভালোবাস, ভালোবাস নদী
কষ্টের পথে যারা হাঁটে নিরবধি।


মানুষকে ভালোবাস, ভালোবাস মাটি
সোনারঙ স্বপ্নের সুখ পরিপাটি
অতীতকে ভালোবাস, ভালোবাস দিন
জীবনের মতো সে যে গভীর গহীন ।


কথা: সাজ্জাদ হোসাইন খান 
সুর: আয়েশা সিদ্দিকা পাঠান
শিল্পী: সাবা তাসনুবা

দিকে দিকে ছড়াবে শান্তির বার্তা বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ আশরাফুল ইসলাম আশরাফুল ইসলাম জাগরনী গান

দিকে দিকে ছড়াবে শান্তির বার্তা
হবে সব অনাচার খর্ব
করবো করবো এই বিশ্বটাকে
শান্তির এক স্বর্গ ।


তবে এসো খুলে দিই মনের দুয়ার
বিজয়ের গান গাই বার বার
স্বপ্ন দেখি সেই মহা সুদিনের
বাজাই সুরের সেই ডংকার
শক্ত হাতে বজ্রপাতে
ভাঙ্গি ঐ বাধার পাহাড়
গর্জে উঠি বার বার... ।

 

লক্ষ প্রাণের দানে আমাদের দেশ
আমাদের স্বাধীনতা
জীবন দেব তবু দেবনাতো মান
মানবো না পরাধীনতা
হারবো না কখনো কোন যুদ্ধে
ধরবো শক্ত হাতিয়ার
গর্জে উঠবো বার বার...।

 

আমরা ছিলাম আমরা আছি
আমরা রবো বিশ্ব জুড়ে
যেখানে থাকি যেভাবে থাকি
উঠবো মোরা পাতাল ফেড়ে

 

সমাজটাকে গড়বো মোরা
ন্যায়ের পন্থা দিয়ে
সত্য পথে লড়বো মোরা
সততার শক্তি নিয়ে
ভয় করিনা ঐ কালো চক্ষু
জাগবো দিয়ে হুংকার
গর্জে উঠবো বার বার...।

 

কথা ও সুর: আশরাফুল ইসলাম

এই হৃদয়ের বিকল্প সাহিত্য সাংস্কৃতিক সংসদ খোবাইব মাহমুদ-বিকল্প আব্দুশ শাকুর তুহিন আব্দুশ শাকুর তুহিন নাতে রাসূল(স.)

এই হৃদয়ের মনি কোঠায়
লিখেছি সে নাম
যার উছিলায় আল্লাহ দিলেন
দুনিয়া তামাম ।

 

আ..আ...আ....

চরিত্রের পূর্ণতা দানে
এলেন তিনি ধরায়
খোদাভীতির বীজ বুনে দিয়ে
হৃদয় দিলেন ভরায়
ফেরশতারা পাগল পারা
জানায় তারে সালাম ।

 

আ..আ...আ....

মূর্তি পূজার ভিত ভেঙ্গে দিতে
তার আগমন বাণী
বাদ্য যত ভাঙ্গতে সবই তো
এলেন তিনি জানি
মানবতার জন্য তিনি
রাহমাতি পয়গাম ।

 

কথা ও সুর: আব্দুশ শাকুর তুহিন
 

উড়ে গেছে গানের পাখি শান্তির বার্তা আশিক উজ্জল-বিকল্প তৌফিক মুহাম্মদ ইউসুফ বকুল জীবনমূখী গান

উড়ে গেছে গানের পাখি
দূর অজানার দেশে
আমি এখন একলা কাঁদি
চোখের জলে ভেসে


ও....ও...ও.....

সাধের পাখি চায়না যে আর
বন্দি খাঁচায় থাকতে
সাধ্য কি আর আছে কারো
আপন করে রাখতে
পাখিরে.......
মায়ার জালে বেঁধে আমায়
পালিয়ে গেলি শেষে

 

ও পাখি তুই কোথায় গেলি
আয়না ফিরে ঘরে
তোর বিরহে কাঁদি আমি
একলা বারে বারে
পাখিরে.........
তোর স্মৃতি সব আজো আছে
গানের ভাষায় মিশে।
 

কথা: তৌফিক মুহাম্মদ
সুর: ইউসুফ বকুল

ওগো মালিক সাঁই শান্তির বার্তা আশরাফুল ইসলাম-বিকল্প মাহফুজুর রহমান আখন্দ আশরাফুল ইসলাম জীবনমূখী গান

ওগো মালিক সাঁই
এই ভূবনে সবই ফাঁকি
তোমার দেখা চাই।

 

সোনার পাখি ধরতে গিয়ে
ব্যাস্ত ছিলাম স্বপ্ন নিয়ে
রঙ্গিন ঘুড়ি উড়ছে শুধু
সামনে মরু দেখছি ধুধু
তবু ছুটে যাই (আমি)।

 

উড়ছে বিমান ঘুরছে কলের
ঐ যে কত চাকা
তবু কেন জীবন আমার
একে বারেই ফাঁকা।

 

ময়না যেদিন উড়াল দেবে
কে আর আমার বন্ধু হবে
সেই দরদী হয়নি চেনা
গাড়ির টিকিট হয়নি কেনা
পথের কড়ি নাই (আমার)।

 

কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর ও শিল্পী: আশরাফুল ইসলাম

গভীর রজনী জেগে শান্তির বার্তা এনামুল হক-বিকল্প ওবায়দুল্লাহ তারেক ওবায়দুল্লাহ তারেক প্রার্থনামূলক গান

গভীর রজনী জেগে
খুঁজি যে তোমায় আবেগে
পরশ পাওয়ার মত
দাও প্রেম দাও দয়াময় ।

 

রাত ফুরিয়ে হয় যেন ভোর
খুলে দাও খুলে দাও
পরম সে দোর
আমার হৃদয়ে খরা
নিত্য পাপে যে ভরা
তোমার প্রেমের শুধা
দাও ঢেলে দাও দয়াময় ।

 

চোখ গড়িয়ে ঝরে যেন জল
তোমাকে পাবো গো প্রভু
এই মনোবল
আছি যে তোমার ধ্যানে
নিত্য সদাই জ্ঞানে
তোমার প্রেমের শুধা
দাও ঢেলে দাও দয়াময় ।

 

কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক

একটি গান লিখেছি শান্তির বার্তা হাবিবুর রহমান শামীম-বিকল্প আবরার হোসাইন রাজীব ওবায়দুল্লাহ তারেক মায়ের গান

একটি গান লিখেছি তোমার জন্য
ওগো প্রিয় মা জননী
কতদিন হয়ে গেল দেখিনি মাগো
তোমার ঐ মধু মুখ খানি
মাগো মা ওগো মা
কেন ঝরে চোখের পানি
মাগো মা ওগো মা
আজো ঝরে চোখের পানি ।

 

দুহাত আজি খুঁজে ফেরে
তোমার আঁচল ছোঁয়া
হৃদয় ফ্রেমে বাধা ছবি
চোখের জলে ধোয়া
আঁধার রাতে স্বপ্নে শুধু
দেখি ঐ মধু মুখখানি ।

 

অবুঝ হৃদয় আজ অসহায়
হরিয়ে তোমায় মাগো
স্মৃতির জালে জড়িয়ে আমায়
কোথায় তুমি থাক
তুমিহীনে এই শুন্য ঘরে
নেই আর কোন সুখ জানি।

 

কথা: আবরার হোসাইন রাজীব
সুর: ওবায়দুল্লাহ তারেক

রূপালী চাঁদের শান্তির বার্তা মুজাহিদুল ইসলাম-বিকল্প খোবাইব মাহমুদ রবিউল ইসলাম ফয়সাল মায়ের গান

রূপালী চাঁদের জোসনায়
মাগো মনে পড়ছে তোমায়
জানিনা মা কোথায় আছো
জানিনা মা কেমন আছো
কোন সে অজানা ঠিকানায়।

 

বুকভরা ভালোবাসা সোহাগ প্রীতি
কত হাসি কত গান কতনা স্মৃতি
মনে পড়ে বার বার ভোলা যায় না
দুঃখ বেদনা কত সুখের তিথি
সব ছেড়ে পরপারে চলে গেছো তুমি
আমি বড় একা অসহায়।

আ..আ...আ....।

 

হে খোদা দয়াময় ওগো মহিয়ান
তারে দিও জান্নাতে উঁচু সম্মান
জান্নাতে তার সাথে করাইও দেখা
সুমিষ্ট শুধা তারে করাইও পান
এ জীবনে করি প্রভু যত ইবাদাত
নাজাত দিও মাকে তারই উছিলায়।
আ..আ...আ....।
 

কথা: খোবাইব মাহমুদ
সুর: রবিউল ইসলাম ফয়সাল

কোন সে মালিক শান্তির বার্তা তাজনুর ইসলাম-বিকল্প খোবাইব মাহমুদ শফিক আদনান হামদ

কোন সে মালিক সুন্দর বসুধার
কার ছোঁয়াতে বলো তারাদের এ বাহার
তিনি আর কেউ নন যিনি সেই মহাজন
যার সমকক্ষ নেই কেউ আর।

 

রিমঝিম বরষায় বৃষ্টির নূপুরে
গ্রীষ্মের গরমে কাঠফাটা দুপুরে
তারই রহম ধারায় অবিরাম ভিজে যাই
তিনি প্রভু দয়াময় অসীম অপার।

 

মাঠভরা ফসলের সবুজ দিগন্তে
ঐ দূর আকাশের নীলের সীমান্তে
যে দিকেই চোখ যায় তাঁহারেই খুঁজে পাই
তিনি প্রভু সুমহান করুনার আঁধার।

 

কথা: খোবাইব মাহমুদ
সুর: শফিক আদনান

অপরুপ সুন্দর এই কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ কামরুল ইসলাম কামরুল ইসলাম হামদ

অপরুপ সুন্দর এই পৃথিবী
সবই প্রভুর দান 
গাছ গাছালি আর পাখপাখালি 
করে তাহার গুনগান ।

 

বৃক্ষরাজি আর ফুল ফসল
সবই দিলেন তিনি
করিনা তাহার শুকরিয়া হায়
সৃজন করলেন যিনি 
সারা জাহানের মালিক তিনি 
তিনি যে রহিম রহমান ।

 

আঁকাবাঁকা ঐ শ্রোতশ্বিনী
তার ইশারায় চলে
দূর আকাশের মেঘমালা
যায় যে উড়ে সুদূরে
করিনা তাহার আদেশ পালন 
 কেমনে পাবো এহসান ।

 

কথা ও সূর: কামরুল ইসলাম
 

চোখ জুড়িয়ে যায়রে কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ হাফিজুর রহমান আঃ রাজ্জাক মোড়ল দেশাত্মবোধক


চোখ জুড়িয়ে যায়রে আমার
চেয়ে ধানের ক্ষেতে
মন জুড়িয়ে যায়রে আমার
মধুর গানে মেতে ।

 

বিকেল বেলা পবন এলে
পল্লী দুলাল যায়রে মাঠে 
জল আনিতে যায় রে বধু 
মাটির কলস কাখে।

 

নীল আকাশে ঝাঁক বাধিয়া
গাং চিলে যায় গান গাহিয়া 
রাখালিয়া বাঁশিরও সুর 
যায়রে আমায় ডেকে ।

 

সন্ধ্যা এলে মুক্ত কুজন
আঁধারেরই হয় আগমন 
ক্লান্ত দেহে যায়রে মানুষ
গভীর ঘুমে মেতে ।

 

কথা: হাফিজুর রহমান
সুর: আঃ রাজ্জাক মোড়ল
 

খানজাহানের পূণ্যভূমি কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ মতিউর রহমান মল্লিক মতিউর রহমান মল্লিক বাগেরহাটের গান


খানজাহানের পূণ্যভূমি খলিফাতাবাদ
খানজাহানের পূণ্যভূমি সোনার বাগেরহাট
সাত আকাশের সূর্য আমার 
সাত আকাশের চাঁদ ।

 

পান সুপারি নারকেল আম জাম
বাগানেতে ভরা
হরেক রকম গাছ গাছালীর
ছায়াতে যে ঘেরা 
আমি পাইনি কোথাও এমন মাটি
এমন মায়ের ফাঁদ।

 

এইখানে সেই ষাট গম্বুজ
কত কীর্তি আর
মনভোলানো হাজার দিঘী
মসজিদ ও মাজার
আমি যতই দেখি মন ভরে না
মেটে না তো স্বাদ।

 

মাঠের পরে মাঠ পেরিয়ে
নদীর পরে নদী
সুন্দরবনের শিয়র দিয়ে
বইছে নিরবধী
আমি যতই ভাবি সেই সব কথা
ততই বাড়ে স্বাদ।

 

আল্লাহর ওলী লাখো লাখো
লাখো মুজাহিদ
জীবন দিয়ে গড়লো হেথায়
মানবতার ভীত
আমি যতই খুজি সেই ইতিহাস
অশ্রু ভাঙে বাঁধ।

 

সেই সোঁনালী দিনগুলি ভাই
আসবে তাড়াতাড়ি
আল-কোরআনের সমাজ যদি
আবার গড়তে পারি
খানজাহানের মত করি 
খেলাফাতাবাদ। 

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
 

কে এলো কে কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ গাজী নয়ন ইসলাম নাজমুল কবির নাতে রাসূল(স.)

কে এলো কে এলো ঐ মদিনায়
আহলান সাহলান গায় সবে গায় ।

 

ফুল পাখি হাঁসে,ওঠে চাঁদ সিতারা 
পাহাড় নদী গাহে ঝর্ণাধারা 
তার আগমনে সবে প্রাণ খুঁজে পায়।

 

ফুরিয়ে গেল তাই আঁধারের যুগ
 শুভ্র আলোয় এলো সকলের সুখ 

 

মরুর বুকেতে তিনি, যেন ফোঁটা ফুল
ভেঙে দিল সকলের জীবনের ভুল 
তার আহবানে সবে দিশা খুঁজে পায়।

 

কথাঃ গাজী নয়ন ইসলাম
সুরঃ নাজমুল কবির
 

গান শোনাতে পারি কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ মাহফুজ বিল্লাহ শাহী মাহফুজ বিল্লাহ শাহী আহ্বানমূলক গান

গান শোনাতে পারি তোমাকে
তুমি যদি শোন
আমার গানের কথা গুলো
তুমি যদি মানো ।

 

তুমি কথা দাও সত্য পথে
চলবে সর্বদা
দ্বীন কায়েমের কাজে আমায়
ডাকবে দাও কথা 
কেউ যদি না শোনে সে ডাক
ভেবনা অপমান ও ।

 

সেইতো হবে আমার গানে
গবচেয়ে খুশি
যার কথা সব কাজের সাথে
মিল থাকে বেশি 
তার কানেতো শুনবেনা কো
ভিন্ন কোন গান ও ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
 

আজ মিছিলে কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ মতিয়ার রহমান ফরাজী কামরুল ইসলাম প্রেরণামূলক গান

আজ মিছিলে মিছিলে সব
ছেয়ে গেছে রাজপথ
প্রতিবাদী জনতার শ্লোগান
তোল বিজয় নিশান
আল্লাহ মহান।

 

মরনের ভয় ওরা করে না কভু
আল্লাহ ছাড়া কারো মানে না প্রভু
জিহাদের মাঠে দেয় হাসি মুখে প্রাণ।

 

কাপঁছে গগন শুধু উড়ছে ধ্বনী

আল্লাহু আকবার বিজয় ধ্বনী
সাগর মেতে তাই খেলছে তুফান ।

 

বন্দী মানবতা সিন্ধু পাড়ে
আজ ওরা চলছে আনতে তারে 
শুভ্র বসন বুকে বাঁধা কুরআন ।

 

কথা: মতিয়ার রহমান ফরাজী
সুর: কামরুল ইসলাম
 

দিন চলে যায় কথা দাও সৈকত হোসেন তিতুমীর - খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ মাহফুজ বিল্লাহ শাহী মাহফুজ বিল্লাহ শাহী প্রেরণামূলক গান


দিন চলে যায় আমার মাস চলে যায়
বছর আসে আবার যায় চলে যায়
জানি না তো আমার জীবনের পথে
কি ফল রেখে এসেছি আমি
সুফল নাকি তার বিফল সবই ।

 

আমি চললাম কোন পথে চললাম
এতো পথ এসে আমি কোথায় থামলাম
কোথায় যেতে হবে নিজে নাহি বুঝলাম
তবু চলে যাই আমি ।

 

আমি করলাম কত কি যে করলাম
আল্লাহ ও রাসুলের পথ নাহি ধরলাম
দ্বীনের পথে কারও ডাকা নাহি বুঝলাম
তবু চলে যাই আমি ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
 

মিষ্টি সুরের মৃদু কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ, মাহফুজ বিল্লাহ শাহী  মাহফুজ বিল্লাহ শাহী  দেশাত্মবোধক


মিষ্টি সুরের মৃদু বাতাসে শুনি
পাখিদের  কণ্ঠে গান
ফুলের ঘ্রানে প্রজাপতি উড়ে উড়ে
গেয়ে বলে তোমার নাম 
আল্লাহু আকবার একটি শ্লোগান।

 

ঝর্ণা ঝরে যায় সুরের তালে
কার নেয়ামাতে পাহাড় গলে 
নদীতে সাগরে ঢেউয়ে কলতান।

 

আমরা গেয়ে যাব তাদের সাথে
তোমার জিকিরে সন্ধ্যা প্রাতে 
আকাশে উড়াব কালিমা নিশান ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী 
 

মা আমার মা কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ মাহফুজ বিল্লাহ শাহী মাহফুজ বিল্লাহ শাহী মায়ের গান

মা আমার মা
তুমি প্রিয় মা 
তোমার কথা মনে পড়ে ।

 

সেই শিশু কিশোর বেলা
দিয়েছি কত জ্বালা
মাগো তোমার জীবনে
তুমি আদর সোহাগ দিয়ে
আমায় কাছে নিয়ে
সয়েছো সবই গোপনে 
তুমি আছো এ হৃদয় জুড়ে।

 

তুমি সত্য কথা বলা
সত্য পথে চলা
আমায় শিখিয়েছিলে
আর ভ্রান্ত পথের যত
পাপ কালিমা শত
তাও বলে দিয়েছিলে 

তুমি মোরে বিনয় শেখালে। 

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
 

এই আমারই দেশ কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ গাজী নয়ন ইসলাম নাজমুল কবির দেশাত্মবোধক

এই আমারই দেশ
সোনার বাংলাদেশ
এখানে পাখির গানে
এখানে ফুলের ঘ্রানে
শ্যামল পরিবেশ ।

 

এখানে কৃষক রাখাল লাঙল কাঁধে
যায়রে সকাল বেলা
ধান কাউনের মাঠে মাঠে
বাতাস করে খেলা।।
কোথায় পাবে এমন আপন
রূপসি এক দেশ ।

 

এখানে সন্ধ্যা বেলা জোঁনাক জ¦লে
জোৎছনা রাতে তারা
নবান্নেরই ফল ফসলে
হৃদয় দিশেহারা
জীবন দিয়ে বাসবো ভালো
প্রানেরই স্বদেশ।

 

কথা: গাজী নয়ন ইসলাম
সুর: নাজমুল কবির
 

আজ শুধু কষ্ট কথা দাও কামরুল ইসলাম - খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ তাজুল ইসলাম তাজুল ইসলাম প্রেরণামূলক গান

আজ শুধু কষ্ট হৃদয়ে জাগে
মোর হৃদয়ে ভাসে
রাসূল তোমারই জন্য।

 

দেখিনি কখনও তোমারই নয়ন
দেখিনি তোমার শুভ্রতা
দেখিনি তাই গুমরে কাঁদে
মেটেনি মনের চাওয়া-পাওয়া।

 

দেখিনি বদরের যুদ্ধের প্রান্তর
দেখেনি ওহুদের দৃশ্য
দেখিনি কেমনে জিহাদে দেয় প্রাণ
দেখতে বড় স্বাদ জাগে।

 

কথা ও সুর: তাজুল ইসলাম
 

আমাদের প্রাণে আজ কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ মাহফুজ বিল্লাহ শাহী মাহফুজ বিল্লাহ শাহী প্রেরণামূলক গান

আমাদের প্রাণে আজ

নতুন খুশির তরী পাল তুলেছে
যে তরীতে যাত্রীরা

দুর্বার সাহসেতে হাল ধরেছে
হাল ধরেছি শক্ত করে

রুখবো বিপদ যত ঝঞ্জা ঝড়ে
সুস্থ্য সংস্কৃতির উত্তাল ঢেউ মোরা তুলবো
অপ-সংস্কৃতি পায়ে দলবো।
হে হে হে হে হে হে - লা লা লা লা লা

 

আমাদের যাত্রা চলছেই চলবে
চাইবো না পিছু ফিরে চাইবো না
অগ্রযাত্রা লক্ষ্য পানেই ছুটবে
মানাবো না কভূ হার মানবো না।

 

আমাদের বক্ষে দৃঢ়তার স্বপ্ন
সাবিতের মত ছন্দ আঁকা
আমাদের নেইতো না পাওয়ার কষ্ট
নেই তো এ হৃদয়ে কালিমা মাখা ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
 

মাঝি ঢেউ খেলে কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ মাহফুজ বিল্লাহ শাহী মাহফুজ বিল্লাহ শাহী ভাটিয়ালি গান

মাঝি ঢেউ খেলে খেলে যাও
তুমি পাল তুলে তুলে যাও
নদীর তীর দিয়ে বেয়ে যাও
তোমার বৈঠা ধীরে চালাও ।
মাঝি ও..... ও..... ও.....

 

আমি দেখব তোমার নৌকা দোলে
ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে 
উথাল পাথাল নদীর জলে
কেমনে তুমি বাও ।

 

আমি শুনবো মাঝি তোমার গলে
ঢেউ বাতাসের তালে তালে
মধুর সুরে ভাটিয়ালী
কেমনে তুমি গাও ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
 

লোহিত সাগর কথা দাও খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ মতিয়ার রহমান ফরাজী মতিয়ার রহমান ফরাজী প্রেরণামূলক গান

লোহিত সাগর খেলিছে তুফান
ডাকিয়াছে বুকে বান
জেগে ওঠ ওরে জেগে ওঠ
তোরা বিশ্ব মুসলমান  ।

 

আজাদী তোদের হুমকির মুখে

সমুখে যুদ্ধ বাজ
এখনও তোরা নিরবে দাঁড়িয়ে

নেই দেহে রণসাজ 
জীবন সেতো আল্লাহর হাতে
সেই দিতে পারে প্রাণ ।

 

যারা আল্লাহর নামে সপ্ত

সিন্ধু হতো পার
তারা কেন আজ নিরবে দাঁড়িয়ে
শুধু শুধু খাবে মার 
উত্তরসূরী আমরা তাদের

করে যাব প্রমাণ ।

 

আমাদের ধন চুরি করে যারা
বিশ্বে হয়েছে ধনী
আজকে তাদের আমাদের তরে

দিতে হবে সম্মানী 
আমারা দেবো দয়া করে শুধু

বসবাসের স্থান ।

 

কথা ও সুর: মতিয়ার রহমান ফরাজী
 

আগের মতো শান্তি জনপ্রিয় ইসলামী গান-সসাস সমন্বয়-বগুড়া মাসুদ রানা মাসুদ রানা মজার গান,প্যারোডি গান

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না
মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা
মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে।

 

চুল গুলো খাটো খাটো শার্ট প্যান্ট আটো সাঁটো
সানগ্লাস চোখে তার যেন কোন জমিদার
বুট জুতা পায়ে দিয়ে কাধে এক ব্যাগ নিয়ে
ঠোঁটে দেয় লিপিষ্টিক হাসে শুধু ফিক্ ফিক্
ওদিকে গেলো দু’চোখ মনে হলো ভদ্রলোক
কাছে গিয়ে দেখি হায় পুরুষ মানুষ না
মশান লইয়া দাড়াইয়া আছে মিছ জরিনা আপা।

 

লম্বা লম্বা আছে চুল কানে দেওয়া আছে দুল
হাতেতে সোনার চুরি চিকন ফিতার ঘড়ি
পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো
লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো
হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোন নায়িকা
কাছে গিয়া দেখি হায়! মাইয়া মানুষ না
এইডা হল আমগো পাড়ার মিঃ সোহেল রানা।

 

মোটা বই আছে হাতে কলমটা আছে সাথে
সাদা শার্ট গায়ে দিয়ে সু-জোড়া পায়ে দিয়ে
জিন্সের পড়েছে প্যান্ট মনে হয় ষ্টুডেন্ট
পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামী সেন্ট
যায় বন্ধুর আড্ডায় ছিনতায় করে রাস্তায়
নেশা করে ফিন্সি গেলে আট মাস থাকে জেলে
অবশেষে মনে হলো এইডা কোন ছাত্র না
এইডা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা।

 

কথা ও সুর: মাসুদ রানা
 

এক পা দুপা করিয়া চেতনা-প্রত্যয়,জনপ্রিয় ইসলামী গান-সসাস, প্রত্যয় শিল্পীগোষ্ঠী লিটন হাফিজ চৌধুরী  লিটন হাফিজ চৌধুরী  ফোঁক গান

এক পা দো পা করিয়া মাওলা গো
আমারে নিয়া চলো তুমি
গুনার বোঝা বইবো আর কত কাল আমি।

 

অন্তর দহন সদায় সদায়
প্রাণের জ্বালা কেউ বোঝে না
ঘাটের মরা ঘাটেই রইলাম

পাড়ের ভাঙন আর থামে না

খেয়া চোখে পড়ে না
দয়াল মোরে পার করো গো তুমি ।

 

এই বুঝি এই বেলা যায়রে হায় ডুবে
একটুখানি আলো জ্বালো আমার আঁধার ভবে
মাওলাগো মাওলাগো মাওলাগো
তোমার নামে সকল আসান
পার হয়ে যায় জানি -মাওলাগো
তুমি আমার জীবন খেয়ার মাঝি।

 

অন্তরঘরে নেই সে আলো
ভরে গেছে কালিমা
আঁধারে গুমরে মরি
এ কেমন যন্ত্রণা
কোরানের লালিমা
আমারে দেখাও প্রভু তুমি ।

 

কথা ও সুরঃ লিটন হাফিজ চৌধুরী 

 
 
 
কার নামে দুরুদ জনপ্রিয় ইসলামী গান-সসাস সসাস জাফর ফিরোজ সাইফুল ইসলাম নাতে রাসূল(স.)

কার নামে দুরুদ পরে

জ্বীন পরী আর ফেরেশতারা

কার নামে বনে বনে

সুখের পিউ গায় পাপিয়ারা

সে যে জান্নাতি এক ফুল

সে যে মুহাম্মদ রাসূল ।

 

কার নামে পেল মৌমাছিরা

ফুলের মাঝে সেই স্বাদ

কার নামে ঐ শশীর মাঝে

প্রভু এঁকে দিল খাদ

কার হাসিতে ঝরে মুক্ত রাশি

সে যে রাসূলে মাক্বুল ।

 

কার নামে পেল চাঁদের আলো

কার নামে পেল ভোর

কার নামে ঐ বোরাক চলে

খুলে যায় আসমানী দোর

কার নামে তে ঈসা আসবে ফিরে

সে যে আহাম্মদ রাসূল ।

 

কথা: জাফর ফিরোজ

সুর: সাইফুল ইসলাম

 

আমায় এমন এক জনপ্রিয় ইসলামী গান-সসাস নওশাদ মাহফুজ আবুল আলা মাসুম আবুল আলা মাসুম দেশাত্ববোধক

আমায় এমন এক গাঁয়ে নিয়ে চল

যেথা পাহারি ঝরনার ঢল

কল কল ছল ছল রব তুলে

নদী বয়ে চলে অবিরল ।   

 

আমায় এমন এক গাঁয়ে নিয়ে চ---ল...

হে ...হে-হে-হে... হে-হে-হে... 

এহেহে-  হে ...হে-হে-হে... হে-হে-হে... 

 

পাখিদের গানে গানে প্রভাত আসে

সাঁঝের আলোয়  দেখি শিশুরা হাঁসে

দিনান্তে বলাকা উড়ে নিড়ে ফিরে যায়

সাদা বক কলিদের দল ।। 

 

বনারন্যে হাওয়া দোল দিয়ে যায়

হাওয়াই দোলে ফুল সুবাস ছড়ায়

দিনান্তে ঘড়ে ফেরে ক্লান্ত মানুষ সব

চোখে সব নীল মহাকাল ।।

 

কথা ও সুর: আবুল আলা মাসুম

তেরি জাত পাক হায় জনপ্রিয় ইসলামী গান-সসাস, সসাস সংগ্রহীত সংগ্রহীত
রাব্বানা ফাগফির লানা আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, আবু তৈয়ব মেসবাহ, আবু তৈয়ব মেসবাহ, প্রার্থনামূলক গান,
ও নদী আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, আবু তৈয়ব মেসবাহ, আবু তৈয়ব মেসবাহ, জীবনমূখী গান,
কী জবাব দেবো আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, আবু তৈয়ব মেসবাহ, আবু তৈয়ব মেসবাহ, প্রার্থনামূলক গান,
মন পাখিরে আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, আবু তৈয়ব মেসবাহ, আবু তৈয়ব মেসবাহ, জীবনমূখী গান,
কী করে হবে আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, আবু তৈয়ব মেসবাহ, আবু তৈয়ব মেসবাহ, প্রার্থনামূলক গান,
আলোর দোহাই আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, সত্তেন্দ্রনাথ দত্ত আবু তৈয়ব মেসবাহ,

গীতিকার: সত্তেন্দ্রনাথ দত্ত

সুরকার: আবু তৈয়ব মেসবাহ,

 

মধ্য-দিনের আলোর দোহাই, নিশির দোহাই, ওরে!
প্রভু তোরে ছেড়ে যাননি কখনো, ঘৃণা না করেন তোরে।
অতীতের চেয়ে নিশ্চয় ভাল হবেরে ভবিষ্যৎ,
একদিন খুশী হবি তুই লভি’ তাঁর কৃপা সুমহৎ।
অসহায় যবে আসিলি জগতে তিনি দিয়েছেন ঠাই,
তৃষ্ণা ও সুধা, দুঃখ যা ছিল ঘুচায়ে দেছেন তাই,
পথ ভুলে ছিলি, তিনিই সুপথ দেখায়ে দেছেন তোরে,
সে কৃপার কথা স্মরনে রাখিস,- অসহায় জনে ওরে !
দলিসনে কভু; ভিখারী আতুর বিমুখ না যেন হয়,
তাঁর করুণার বার্তা ঘোষণা কর রে জগতময়।

তুমি কেন এতো ভালো আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, কবির আল মামুন আবু তৈয়ব মেসবাহ, মায়ের গান,
আমার স্বপ্নগুলো আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, আবু তৈয়ব মেসবাহ, আবু তৈয়ব মেসবাহ,
তুলনা নেই যে তোমার আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, আবু তৈয়ব মেসবাহ, আবু তৈয়ব মেসবাহ, হামদ,

তাকিয়ে দেখি ঐ আকাশ পানে
দেখি নীলের মেলা
তাকিয়ে দেখি ঐ সাগর পানে
দেখি ঢেউয়ের খেলা
তোমারি সৃষ্টি তোমারি
তুলনা নেই যে তোমার

 

সে যে মুহাম্মাদ রাসূল আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, সাদিক হাসান সাদিক হাসান নাতে রাসূল(স.),
অশ্রু যদি আসে আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম, আবু তৈয়ব মেসবাহ, আবু তৈয়ব মেসবাহ, প্রার্থনামূলক গান,
তোমার নামে যদি জনপ্রিয় ইসলামী গান-সসাস সাইফুল্লাহ মানসুর মহিউদ্দিন আবু তাহের মহিউদ্দিন আবু তাহের হামদ

তোমার নামে যদি গান গাওয়া হয়

গান সুন্দর হয়
তোমার সৃষ্টিপানে যদি চাওয়া হয়

চোখ সুন্দর হয়।

 

তোমার নূরের আভা চাঁদকে দিলে

চাঁদ জোছনা পেল
তোমার প্রেমের রং সূর্য নিয়ে

সে যে দীপ্ত হলো
তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয়

ফুল সুরভিত হয়।

 

তোমার খুশীতে রংধনু ওঠে আকাশে
তোমার-ই ছন্দ গুন্জরী ওঠে বাতাসে

 

তোমার পরশ পেয়ে গাছের পাতা

জানি সবুজ হলো
তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে

সে যে শুভ্র হলো
তোমার অমীয় বাণী হৃদয়ে আমার

সূর সঙ্গীত হয়।

 

কথা ও সুর : মহিউদ্দিন আবু তাহের

তোমার নামে মধুর প্রাণ খুঁজে পাই-টাইফুন, নওশাদ মাহফুজ শরীফ আব্দুল গোফরান মালিক আব্দুল লতিফ হামদ

তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়
তোমাকে পড়েগো মনে ভোরের ও হাওয়ায়।

 

আযানে আযানে কাঁপে সুরের ও মিনার
এমন ও মধুর যেন পাইনা কিনার
তোমার নামের সিপাত মনটা নাড়ায় ।

 

বাগানে বাগানে ফোটে কত শত ফুল
বয়ে চলে একা নদী শুন্য দু'কুল
এমনও মধুর ও শুধা তুমি দিলে হায়।

 

আমায় দিওগো প্রভু জান্নাতের ও ফুল
দিশা দিও কেমনে যে পার হব দু'কুল
তোমার মহিমা দাওগো জরনা ধারায়।

 

কথা: শরীফ আব্দুল গোফরান

সুর: মালিক আব্দুল লতিফ

ঝরনার পাশে দাঁড়ালে জনপ্রিয় ইসলামী গান-সসাস সাইমুম শিল্পীগোষ্ঠী আবু তাহের বেলাল হাসিনুর রব মানু হামদ

রহিম করিম অশেষ অসীম
আমার প্রভ‚ তুমি দয়াময়


ঝর্নার পাশে দাঁড়ালে
জোছনার দিকে তাকালে
তোমার কথা মনে হয়
পাংশু মেঘের আড়ালে
ঐ চাঁদ তারা হারালে
তোমার কথা মনে হয়
শুধু তোমার কথা মনে হয় ।

 

তোমার দানের নেই তুলনা
তোমার দয়ার নেই উপমা
এই পৃথিবী আকাশ  মাটি
তোমার প্রেমে পায় সুষমা
তোমার নূরের দীপ জ্বালিয়ে
করলে জাহান আলোময়
জাহান আলোময় ।

 

তোমার কথায় বৃষ্টি নামে
তোমার ছোঁয়ায় পুষ্প ফোটে
সাগর পানে মিলন মোহে
ক্লান্ত হাজার নদী যে ছোটে
দূর করে দাও প্রেম বিরহে
আমার সকল পরাজয়
কভু আমার সকল পরাজয়।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: হাসিনুর রব মানু
 

পৃথিবী আমার আসল জনপ্রিয় ইসলামী গান-সসাস মতিউর রহমান মল্লিক মতিউর রহমান মল্লিক মতিউর রহমান মল্লিক আখেরাতমূখী গান

পৃথিবী আমার আসল ঠিকানা নয়
মরণ একদিন মুছে দেবে

সকল রঙ্গিন পরিচয়।


মিছে এই মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন
মিছে এই জীবনের রংধনু সাত রং
মিছে এই দু’দিনের অভিনয়।

মিছে এই ক্ষমতার দন্দ
মিছে গান কবিতার ছন্দ
মিছে এই অভিনয় নাটকের মঞ্চে
মিছে এই জয় আর পরাজয়।
 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

খোটা দিয়ে কথা লাল ফড়িং-সসাস, তাসফিয়া জাহান তাহিয়া মতিউর রহমান মল্লিক মশিউর রহমান জীবনমুখী গান

খোটা দিয়ে কথা বলা ঠিক নয়
খোটা দিয়ে কথা বলা
মানুষের স্বভাবের ভালো কোন দিক নয় ।

 

নিজের ভ‚লের খোঁজ রাখে না যে সাধারণ
অপরের ভ‚ল ধরে বেড়ায় সে অকারণ
খোঁটা দেয়া লোকজন কারো সংশোধনের
তরে আন্তরিক নয় ।

 

উত্তম মানুষেরা খোটা দিয়ে বলে না তো কখনো
যত হোক রাগ তবু সামলিয়ে নেয় মুখ খুব তখনো

 

খুতখুতে স্বভাবের কাজ হলো খুত ধরা
খিটখিটে মেজাজের ভাব খেইমি করা
যাই বলো তাই বলো মানুষিক দিক থেকে
এরা স্বাভাবিক নয় ।


কথা: মতিউর রহমান মল্লিক

সুর: মশিউর রহমান

কণ্ঠ: তাসফিয়া জাহান তাহিয়া

হাজারও ব্যাথা বেদনার জনপ্রিয় ইসলামী গান-সসাস নওশাদ মাহফুজ নিয়াজ মাখদুম নিয়াজ মাখদুম নাতে রাসূল(স.)

হাজারও ব্যাথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে
দ্বীনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদীনায় মক্কা ছেড়ে
হে রাসূল....
তোমাকে ভুলি আমি কেমন করে ।

 

খেয়ে না খেয়ে দ্বীন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে
তায়েফের কাফেরেরা চিনলো না এ আলো
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে
পাথরের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে
সারা শরীর থেকে রক্ত ঝরে।

 

হেরার গুহায় তোমারই ধ্যান
আসমান থেকে নামে আল-কোরআন

 

ভাঙ্গল সবার ভুল তোমারই পরে
আসলো কোরআনের ছায়াতলে
খালিদ উমর আলী আবু বকর
ইসলামী ঝান্ডা নিল যে তুলে 
আল-আমিন তুমি ছিলে যে সদা
সকল মানুষের তরে ।

 

কথা ও সুরঃ নিয়াজ মাখদুম

কারোর কাছে চাননি জনপ্রিয় ইসলামী গান-সসাস তাওহীদুল ইসলাম মতিউর রহমান মল্লিক মাসুদ রানা নাতে রাসূল(স.)

কারোর কাছে চাননি কিছু
তিনি শুধু দিয়েই গেছেন
পাওয়ার জন্য হননি পাগল
ভাবেননিতো চাওয়াই আসল
বরং তিনি দুখীর দ্বারে
তিনি সবই নিয়েই গেছেন।

 

পরেরর কথা ভেবে ভেবে
কেটে গেছে জীবন যে তার
বরণ করে নিয়েছিলেন
দুখের জ্বালা আর অনাহার
দান করেছেন নেননি তো দান
সমস্ত বিলিয়েই গেছেন।

 

কারোর কাছে পাতেননি হাত
চাননি কারো অনুগ্রহ
পরাজিত করেছিলেন
সব লালসা সকল মোহ

 

নিজের স্বার্থ ত্যাগ করেছেন
ত্যাগ করেছেন নিজের চাওয়া
হৃদয় দিয়ে খোঁজ নিয়েছেন
হলো কিনা সবার পাওয়া
মনের সঙ্গে সমস্ত মন
জীবনভর মিলিয়েই গেছেন।

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মাসুদ রানা
 

দাও খোদা দাও জনপ্রিয় ইসলামী গান-সসাস মশিউর রহমান আসাদ বিন হাফিজ মশিউর রহমান প্রার্থনামূলক গান

দাও খোদা দাও আমায় আবার 

উমর দারাজ দিল

দাও আলীর মত বীর সেনানী 

জাগাতে এই নিখিল!

 

হামজাকে দাও ঘরে ঘরে, 

জীবন দিতে অকাতরে

আমার কা’বা ভাংতে এলে পাঠাও আবাবিল। 

 

সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা

তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা

 

আবার পাঠাও আবু বকর

ফেতনা ফ্যাসাদ আসুক সমর

অনড় অটল পাহাড়সম দাও সেই মনের মিল।

 

কথা: আসাদ বিন হাফিজ

সুর: মশিউর রহমান

তুমি মাফ করে জনপ্রিয় ইসলামী গান-সসাস সসাস লিটন হাফিজ লিটন হাফিজ প্রার্থনামূলক গান

তুমি মাফ করে দাও প্রভূ 
আমার হৃদয় পাপে তাপে ভরা
ক্ষমা তুমি করো প্রভূ।

করিনি সিজদা মাসজিদে গিয়ে
গাহিনি তোমার গুণগান
বইতে পারি না, আর এই বঞ্চনা
আঁধারে ডুবেছি শুধু ।

পারিনি যাকাতের মূল্য দিতে
আমি করিনি সিয়াম সাধনা
বইতে পারিনা, আর এই গঞ্জনা
ভুল ভেঙ্গে দাও মোর প্রভূ।

কাঁদিছে বেদনায় দুটি আঁখি যেন
কাঁদিছে বেদনায় প্রাণ ।
সইতে পারিনা, আর এই যন্ত্রনা
ক্ষমা কি করবে না প্রভূ ?

কথা ও সুরঃ লিটন হাফিজ

এই দেশের জন্য জনপ্রিয় ইসলামী গান-সসাস সসাস মাসুদ রানা মাসুদ রানা দেশাত্ববোধক

এই দেশের জন্য যদি করতে হয়
আমার জীবন দান
তবু দেবনা দেবনা লুটাতে ধুলায়
আমার দেশের সম্মান।

 

রক্তের বিনিময়ে করেছি স্বাধীন
আমার এ বাংলাদেশ
সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা
নেইকো কোন রেশারেশ
এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে
গাই বিজয়ের গান।

 

লক্ষ শহিদের জীবনের বিনিময়ে
পেলাম স্বাধীন পতাকা
শহিদের রক্ত দিয়ে আঁকা
মানচিত্রের প্রতিটি রেখা
শহিদেরা থাকবে সবারই অন্তরে
হয়ে চির অম্লান।

 

কথা ও সুর: মাসুদ রানা
 

মা যে দশ মাস জনপ্রিয় ইসলামী গান-সসাস আমিরুল মোমেনিন মানিক আমিরুল মোমেনিন মানিক আমিরুল মোমেনিন মানিক মায়ের গান

মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া

করেছেন আমাদের ঋণী
গায়ের চামড়া কাটিয়া দিলেও

সেই ঋণ শোধ হবেনা জানি, মা।

কতদিন দেখিনা মায়ের ঐ চাঁদমুখ কষ্টে হৃদয় পুড়ে
পিঠা পুলি বানাইয়া পায়েসও রান্ধিয়া মা প্রতীক্ষা করে
হাজারো বাস্ততা অবসর পাই কোথা
তাইতো হয়না যাওয়া গায়ের বাড়িতে।


চিঠি লিখে ছোটবোন টেলিফোন করে

অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে
ভীষণ জ্বরের ঘোরে মা কাইন্দা বলে

ভুইলা কি গেছিস মোরে

কতো ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়

যাবো বলি তবুও বাড়ি যাওয়া রে ।

হঠাৎও একদিন রাত দুপুরে একটা খবর এল
সবকিছুই আছে আগেরই মত,মা হারিয়ে গেল
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া
তাইতো কষ্টে হৃদয় গোমরে মরে
মা গো... মা গো... মা গো... দুঃখিনী মা।

 

কথা সুর ও শিল্পী: আমিরুল মোমেনিন মানিক

ইয়া সাইয়্যেদী জনপ্রিয় ইসলামী গান-সসাস সাইমুম শিল্পীগোষ্ঠী মতিউর রহমান মল্লিক মতিউর রহমান মল্লিক হামদ

ইয়া সাইয়্যেদী ইশফালানা

ইয়া সাইয়্যেদী ইশফালানা

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ 

আল্লাহ্ আল্লাহ্ সুবহানাল্লাহ্

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহু আকবার 

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহু আকবার ।

 

ইন্নালতিয়া রিহাসসবাহ্

ইয়াওমান ইলাহ্ আরদিল হারাম

বাল্লিগ সালামি রওদতান

ফিহান্নাবিয়ুল মুহতারাম ।

 

বালাগালউলা বিকামালিহি

কাসাফাদ্দুজা বিজামালিহী

হাসনাত জামিউখি সলিহি

সাল্লু আলাইহি ওয়ালিহি।

 

আমিও কি তবো উম্মাত নহে

হিয়া পেরেশান তোমার বিরহে

আনেক সাগর তোমাতে হারায়

অনেক আকাশ দুহাত বাড়ায় ।

 

দিয়েছো কেবল চাওনি কিছু

ভেবেছো সমান উচু কি নিচু

ওগো প্রিয়তম প্রেম দাও কিছু

না হয় তোমার ছাড়বো না পিছু।

 

কথা: মতিউর রহমান মল্লিক

 

রাসূল তুমি আলোক কেতন,জনপ্রিয় ইসলামী গান-সসাস ইউসুফ বকুল আবু সায়েম ইউসুফ বকুল নাতে রাসূল(স.)

রাসূল তুমি আলোক শিখা গহীন আঁধার রাতে

পথ দেখালে ওগো তুমি সন্দেহ নেই তাতে ।

 

দ্বীন ইসলামের মিশন নিয়ে এলে ভূবন মাঝে

সত্য বানী ছড়িয়ে দিলে নিত্য সকল কাজে

জাহেলিয়াতের মরমে আঘাত হানলে পরে করলে লোপাট 

মুক্তির রক্তিম সূর্যটাকে আনলে এ ধরাতে ।

 

ঝিনুক মাঝে মুক্তা যেমন পান্না মানিক হীরা

দোজাহানের পরশ পাথর তুমি সকল সেরা

তনুমনে তোমায় নিলে দুঃখ যাতনা যাবে চলে

পরম পাওয়া নসীব হবে কঠিন কিয়ামতে ।

 

কথা: আবু সায়েম

সুর: ইউসুফ বকুল

 

জীবন নামের ছোট্ট ঘুড়ি জীবন নামের ছোট্ট ঘুড়ি,জনপ্রিয় ইসলামী গান-সসাস শাহাবুদ্দীন - সাইমুম কে এম মুনীর হোসাইন মেহরাজ মিঠু জীবনমুখী গান

জীবন নামের ছোট্ট ঘুড়ি উড়ছে নীলিমায়
আপন মনে ঘুরছে দেখো খুশির সীমা নাই 
ঘুড়ির মালিক নাটাই ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে 
হঠাৎ যেদিন পড়বে রে টান সেদিন উপায় নাই ।

 

হাওয়ায় ঘুড়ি ডানা মেলে যখন যাবে মিশে
তখন রে মন এমনি স্মরণ হবি রে তুই কিসে
ভাবিস যত কাঁদিস বসে রবে না উপায়
ঠিক সময়ে না বুঝিলে পড়বি বেকায়দায় ।

 

ভবের হাটে আসা-যাওয়া করবি যদি ভুল
ঘুড়ির সুতা ছিঁড়লে তবু হারাবি দুই ক‚ল
ঠিক রীতিতে না উড়িলে পড়বি দরিয়ায়
বিধির বিধান না মানিলে বাঁচা বড় দায় ।

 

কথা: কে এম মুনীর হোসাইন
সুর: মেহরাজ মিঠু

আমাদের প্রাণে দাও তাক্বওয়া,স্বাগত হে রমজান দিশারী,সন্দীপন আব্দুস সালাম আব্দুস সালাম হামদ

আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার

হতে চাই তোমার প্রিয়জন

তোমার দয়ার সীমা নাই নাই নাই

তুমি যে মহান প্রভু তুমি রহমান

আল্লাহু আল্লাহু আল্লাহু ।

 

প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে

হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে

দাও শান্তি সুখ করো না গো বিমুখ

তোমার পথে যেন থাকি অবিচল ।

 

সকল কিছুই তোমার হাতে প্রভু জানি

মুছে দাও তুমি পুথিবীর বুক হতে গ্লানি

দাও শান্তি সুখ করো না গো বিমুখ

তোমার পথে যেন থাকি অবিচল ।

 

কথা ও সুর: আব্দুস সালাম

নিঃশ্বাসে নিঃশ্বাসে জনপ্রিয় ইসলামী গান-সসাস নওশাদ মাহফুজ মাহফুজ বিল্লাহ্ শাহী মাহফুজ বিল্লাহ্ শাহী প্রার্থনামূলক গান

নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি
বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি
সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ
তোমার মিজানে মেপোনা আমায় প্রভু . . .

গোপনে ক্ষমা করে দিও তুমি ।
------
তোমার অবাধ্য হলে তার জন্য
প্রতিশোধ নাওনা, তুমিতো হে খোদা
বরং তোমারে যে মানে কিবা না মানে
সবাই তোমার আলো সমিরণ পায় সদা
বাচেনা এই জগতে তোমার করুণা ছাড়া
একটি মূহুর্ত কোন প্রাণী ।
-------
আমার এই ক্ষুদ্র হৃদয়ের মিনতি
তোমার করুণা রহমতের দ্বারে
আমাকে ফিরিয়ে দিওনা হে রহমান
আমি অসহায় ধরোনা পরপারে
আমার জীবনে দিওনা কোন বিপদ
কিংবা অপমান দুঃখ গ্লানি ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী

আল্লাহ তুমি অপরূপ জনপ্রিয় ইসলামী গান-সসাস সসাস ওয়াদুদ শরীফ আরিফ ওয়াদুদ শরীফ আরিফ হামদ

আল্লাহ তুমি অপরূপ

না জানি কত সুন্দর
তোমায় আমি সঁপেছি প্রান
সঁপেছি এই অন্তর।।


তোমার আলো ছড়িয়ে পড়ে
সুন্দর এই পৃথিবীতে
চাঁদ সুরুজ জেগে উঠে
তোমার ডাকে সাড়া দিতে
তুমি আছো বুকের গভীর
গহীন ভেতর।।


এই দুনিয়ার মাকিল তুমি
তুমি মেহেরবান
বৃক্ষলতা সাগর নদী
সবই তোমার দান
তোমার পথে চলি যেনো
সারাটি জীবনভর।।

 

কথা ও সুর: ওয়াদুদ শরীফ আরিফ

আল্লাহ কে যে জনপ্রিয় ইসলামী গান-সসাস সাইফুল্লাহ মানসুর কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম নজরুল সংগীত

আল্লাহ কে যে পাইতে চায়

হযরত কে ভালবেসে
আরশ কুর্সী লওহ কালাম

না চাইতেই পেয়েছে সে।।

 

রসুল নামের রশি ধ’রে
যেতে হবে খোদার ঘরে,
নদী তরঙ্গে যে পড়েছে, ভাই
দরিয়াতে সে আপনি মেশে।।

 

তর্ক করে দুঃখ ছাড়া

কী পেয়েছিস অবিশ্বাসী,
কী পাওয়া যায় দেখনা বারেক

হযরতে মোর ভালবাসি?

 

এই দুনিয়ায় দিবা- রাতি
ঈদ হবে তোর নিত্য সাথী;
তুই যা চাস তাই পাবি হেথায়

আহমদ চান যদি হেসে।।

 

কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

আমি কোরানের সুর প্রাণ খুঁজে পাই,জনপ্রিয় ইসলামী গান-সসাস নওশাদ মাহফুজ আব্দুস সালাম আব্দুস সালাম নাতে রাসূল(স.)

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

ও নামে এত জাদু, এত মধুময়
ও নাম নিয়েই ফুল সুরভী ছড়ায়,
ও নামের সুর তুলে শুধু আমি চাই
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আরশের বুকে লেখা ও মধুর নাম
তামাম মানবকুল জানায় সালাম,
ব্যাথিত মানবতা খুজেঁ ফেরে হায়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি, আমার হৃদয়
হে রাসুল, নবীজি তোমায়
হে রাসুল, নবীজি তোমায়।

 

কথা ও সূর : আব্দুস সালাম

শিল্পী : নওশাদ মাহফুজ

সে কোন বন্ধু জনপ্রিয় ইসলামী গান-সসাস মতিউর রহমান মল্লিক মতিউর রহমান মল্লিক মতিউর রহমান মল্লিক নাতে রাসূল(স.)

সে কোন বন্ধু বল বেশী বিশ্বস্ত
কার কাছে মন খুলে দেওয়া যায়
কার কাছে সব কথা বলা যায়
হওয়া যায় বেশী আশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

যে জন কখনো ব্যাথা দিতে জানেনা
যে জন কেবলই মুছে দেয় বেদনা
হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

মহানবী বলে তারে কেউ বা ডাকে
আমি ডাকি প্রিয়তম
সে আমার ধ্যান ভালাবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর

 

যে জন করুণার অনুপম উপমা
যার মত মরমী/দরদী কোথায় আর মিলেনা
জীবনের আঙ্গিনায় আবাদ করে দিতে আর
কার বুক এত প্রশ্বস্ত
তার নাম আহমদ বড় বিশ্বস্ত।

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

 
বিকেলের সৈকতে জনপ্রিয় ইসলামী গান-সসাস মারুফ আল্লাম - সাইমুম আবু হুরায়রা মাহমুদ মশিউর রহমান জীবনমূখী গান,আখেরাতমূখী গান

বিকেলের সৈকতে একাকী আকাশ দেখি
আর দেখি সাগরের ঢেউ
একটি একটি করে সবগুলো ক্ষয়ে যায়
স্মৃতি হয়ে থাকে না তো কেউ।

 

শৈশব পার হয়ে কৈশোর এসেছিল
রূপরসমাখা এই ভবে
যৌবন ধীরে ধীরে চলে গেল দূরে হায়
জানি না কি জানি কোন ভাবে
সামনে রয়েছে শুধু অস্তের বেলাভূমি
হয়তো চলে যাবে সেও
স্মৃতি হয়ে থাকবে না কেউ।

 

করিনি তো কোনো কাজ সারাটি জীবন ধরে
মরিচিকা মায়াজালে পড়ে
সন্ধ্যার রাঙা রোদ রাঙায় না এ দু’চোখ
শূন্যতা ব্যাথা হয়ে নড়ে
এমনি করেই গেল জীবনের সব পালা
এসে গেল মরনের ঢেউ
স্মৃতি ছাড়া থাকবে না কেউ।

 

কথা : আবু হুরায়রা মাহমুদ
সুর: মশিউর রহমান

একবার দেখ ভেবে লাল ফড়িং-সসাস,জনপ্রিয় ইসলামী গান নুরুল ইসলাম স্বাধীন-সসাস গোলাম মোহাম্মদ মশিউর রহমান ফোক গান

 

কেমনে তুই আইলি ভবে
তোরে কে দিল সোনার জীবন
একবার দেখ ভেবে তুই মন ॥

 

দিয়ে খাবার বায়ু জল
লালন করছে অনর্গল
দিল অঙ্গে অঙ্গে সোনার গঠন
কোন সে মহাজন ॥

 

কে দিল তোমায় বাড়ি ঘর আপন
সবুজ বনানী পৃথিবী
কার স্নেহ হাতে চন্দ্র সূর্য
লোকালয় দিন রজনী ॥

 

বলো আল্লাহু আল্লাহু আহাদ
বলো আল্লা আল্লাহুস সামাদ
ঈমাণ বিল্লায় পাবি রে তুই
সকল দর্শন ॥

 

কথা: গোলাম মোহাম্মদ
সুর : মশিউর রহমান

শিল্পী: নুরুল ইসলাম স্বাধীন

ফুলের মত ফুল জনপ্রিয় ইসলামী গান-সসাস সসাস মাহফুজুর রহমান আখন্দ মাসুদ রানা নাতে রাসূল(স.)

ফুলের মত ফুল হতে চাই
ফুলের মত ফুল
যেই ফুল পেল নবির পরস
গন্ধ যার অতুল ।

 

ফুটলো যে ফুল মরুর বুকে
মক্কা মদিনাতে
মুক্তি সুবাস ছরিয়ে দিল
কাবার পথে পথে
বিশ্ব মানুষ মাতোয়ারা
নেই যে তাহার তুল।

 

সকল শিশুর বন্ধু তিনি
গরিব দুখির সাথ
দোজাহানের নেতা তিনি
আধার ধরাই বাতি
চিন্তে তারে বনের পশু
করে নিত ভুল ।

 

কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: মাসুদ রানা

বাংলাদেশের মত জনপ্রিয় ইসলামী গান-সসাস মুজাহিদুল ইসলাম আমিরুল মোমেনীন মানিক আমিরুল মোমেনীন মানিক দেশাত্ববোধক

বাংলাদেশের মত এমনি আপন
পৃথিবীর নেই যে কোথাও
তুলির আঁচড়ে যেন আকা এই দেশ
সবুজ শ্যামলী এক গাও।

 

এখানে মেঠো পথে
বাউলের একতারা বাজে,
সোনালি ফসলের মৌ সুবাসে
কৃষকেরা ছুটে যায় কাজে
নদীর বুক জুড়ে চলে
সারি সারি পাল তোলা নাও।

 

এখানে বাশের বনে
পাখিদের সুরেলা আসর
গাছেরও ডালে বৈশাখ মাসে
পাখিরা গড়ে যে যে বাসর
নদীর বুক জুড়ে চলে
সারি সারি পাল তোলা নাও।

 

কথা ও সুর: আমিরুল মোমেনীন মানিক

সুন্নাত নয় শুধু জনপ্রিয় ইসলামী গান-সসাস মশিউর রহমান মাহ্ফুজ বিল্লাহ্ শাহী মাহ্ফুজ বিল্লাহ্ শাহী জীবনমূখী গান

সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান 
সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান
আরও কিছু সুন্নাত আছে তুমি জান কি?
জানলেও জীবনে কখনো তা মান কি?

সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক 
সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ
সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া
আরও সুন্নাত হল পাথরের আঘাত খাওয়া
মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি
দুর্দিনেও তার পাশে থাক কি?

সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে
বৈরী সকল পথ মাড়িয়ে চলা
সুন্নাত দাওয়াতে দীনের পাশাপাশি 
ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা

সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন 
সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন
সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া
আরও সুন্নাত হল রাষ্ট্রনায়ক হওয়া
মুহাব্বতে তার খালিদ-ওমর-আলী
আবুবকরের মত পাশে থাক কি??

 

কথা ও সুর: মাহ্ফুজ বিল্লাহ্ শাহী

 

 

গল্প বলি শোন জনপ্রিয় ইসলামী গান-সসাস সাইমুম শিল্পীগোষ্ঠী নুসরাত নুর-উন-নাহার সাবিনা হাসনাত আবদুল কাদের নাতে রাসূল(স.)

গল্প বলি শোন
প্রিয় নবীর
শ্রেষ্ঠ মানুষ যিনি
এই ধরণীর।।

ছোটদের দেখে তিনি
মিষ্টি হেসে
সালাম দিতেন আগে
ভালবেসে।।

চোখ দুটি ছিল তার শান্তির নীড়
পরম ঠিকানা যেন গরীব দুখীর।।

যাদের ছিলনা কোন
সহায় স্বজন
তাদের ছিলেন তিনি
বড়ই আপন

হৃদয় ছিল যে তাঁর অতল গভীর
পরের ব্যথাতে সদায় অধীর।।

কথা: নুসরাত নুর-উন-নাহার সাবিনা

সুর: হাসনাত আবদুল কাদের

মা ছাড়া দুনিয়ায় জনপ্রিয় ইসলামী গান-সসাস মফিজুল হাসান ইমন মাহফুজ বিল্লাহ শাহী মাহফুজ বিল্লাহ শাহী মায়ের গান

মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
হয় না কখনো হয়না
সীমাহীন জাতনায় বুক ভরা বেদনায়
মার মত কেউ পাশে রয় না

 

দু:খ সুখের অনুভূতি গুলো
স্বার্থের রঙে বদলায় প্রতিদিন
মায়ের ভলোবাসা স্নেহ মমতার ভাষা
বদলায় না তো কোনদিন
নির্মম টানে কার আহবানে
দুনিয়া ছেড়ে চলে যায় মা

 

ধন সম্মান হারালে জীবনে
হয়ত ফিরে পাওয়া যায় যে আবার
মায়ের মতন এতো মহা মহিমান্বিত
নাম তো ফিরে আসে না আর
হৃদয়ের বাঁধনে রক্তের টানে
উপমা এমন আর হয় না

 

কথা ও সুর : মাহফুজ বিল্লাহ শাহী
শিল্পী: মফিজুল হাসান ইমন

এ রাত কি কেটে জনপ্রিয় ইসলামী গান-সসাস মশিউর রহমান কবি গোলাম মোহাম্মদ মশিউর রহমান প্রেরণামূলক গান

এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে?
তুমি কি জানবে না তোমার নিজেকে?

প্রভুকে...

 

তোমি কি কাঁদবেনা অস্রু ফেলে?
তোমি কি চাইবে না দুহাত মেলে?
তুমিকি জানবে না মাহাগ্রন্থ?
হৃদয় ঢেলে।.........

 

রুকু ও সিজদায় রবে না পরে

তুমি কি নেবে না মুক্তি ধরে

জান্নাত চির সুখ খোদার প্রিয়

অল্লাহর স্মরণে রাত্রি জাগো

 

সিজদায় নত হও অস্রু ছাড়ো
আল্লাহর স্বরনে হৃদয় গড়ো
প্রাণ ঢেলে সব ব্যথা বল প্রভুকে
বল প্রভুকে। ............

 

কথা: গোলাম মোহাম্ম

সুর: মশিউর রহমান 

ঈমানের পথে জনপ্রিয় ইসলামী গান-সসাস মশিউর রহমান আবু তাহের বেলাল মশিউর রহমান প্রেরণামূলক গান,

ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
তোমারই কাছে মিনতি আমার
মহা-মহিম দয়াময় ।

 

প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদীন ফাসেকেরা করে হইচই
আযাযিল এসে গোমরাহী সুর গানে
করে তোলে মোহময় ।

 

আঁধারের দুর্গম আঁকা বাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত
কখনো হঠাৎ নফসের তাড়নায়
লাগে সুন্দর মনোময় ।

 

প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা
স্বপ্ন জাগাও মধুময় ।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান

চলে গেছ মল্লিক দীপ্ত ভোর - ব্যতিক্রম, নিয়াজ মাখদুম - ব্যতিক্রম মাহিউদ্দীন ফাহাদ মাহিউদ্দীন ফাহাদ মল্লিকের গান,প্রেরণামূলক গান

তুমি চলে গেছ বলে মন আকাশে
মেঘের ঘনঘটা আজ
শত বিরহ মাঝে শপথ নিয়েছি নতুন
এগিয়ে নেব তোমার রেখে যাওয়া কাজ।

 

মল্লিক সে তো গানের পাখির নাম
মোদের ছেড়ে গেছে চলে
যায়নি যায়নি চলে প্রতিটি গানের সুরে
তার স্মৃতি বার বার দোলে
তোমার ঐ চোখে জানি আকা ছিল
আকা ছিল কোরানের রাজ।

 

কতদিন দেখিনা মায়াবি হাসি তোমার
শুনিনা গান ঐ গলে
ভোরের পাখিরা ও কাতর তোমার শোকে
সুমধুর গান গেছে ভুলে
তোমার দেখান পথে থাকব অটল
গড়ব কোরআনি সমাজ।

 

 

কথা ও সুর: মাহিউদ্দিন ফাহাদ

কণ্ঠ: নিয়াজ মাখদুম

ভাবতে পারি না  ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম মোক্তাদির মাওলা জাফর সাদেক প্রেরণামূলক গান

ভাবতে পারি না 
নেই তোমাদের দলে
খুন রাঙ্গা পথে রই
প্রতি কোলাহলে ।

 

দু’চোখের পাতায় আজো
সেই স্মৃতি ভাসে
হেসে হেসে প্রাণ দেয়া
সুখের উল্ল­াসে
কী মধুর ক্ষণ আহা 
থাকা গলে গলে ।

 

মন চায় ফিরে পেতে
শুধু বার বার
জিহাদের কাফেলায়
এগিয়ে যাবার
পারবো না যেতে জানি 
নয় কোন ছলে ।

 

কথা: মোক্তাদির মাওলা
সুর: জাফর সাদেক

আমি গান গাই ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম কাউসার আহমদ শরিফুল ইসলাম জীবনমুখী গান,

আমি গান গাই আল্লাহর গান
এ গান নিছক কোন গান নয়
এ আমার ইবাদত আলোকের সন্ধান
এ আমার জীবনের প্রত্যয় ।

 

এই গান গেয়ে আমি প্রভুকে খুঁজে পাই
আমার হৃদয়ের খোলা জানালায়
এ গানের সুর ভেসে নিয়ে যায় আমাকে
অগণন মানুষের মনের কাবায়
তাই সেই গান আমি গেয়ে যাই সারাক্ষণ
ভুলে গিয়ে সব দ্বিধা ভয় ।

 

এই গান গেয়ে আমি খুঁজে পাই আলোকে
হারিয়ে সকল কুহেলিকা আঁধার
এ গানের পথ ধরে খুঁজে নেব আশ্রয়
প্রভুর কাছে গিয়ে দাঁড়াবার
তাই এই গান আমার জীবনের সাধনা
যেন না হয় আর পরাজয় ।

 

কথা: কাউসার আহমদ
সুর: শরিফুল ইসলাম

যার কারণে আলোর ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম ইরফান খান শাহাবুদ্দীন নাতে রাসূল(স.)

যার কারণে আলোর দিশা
পেল মানব কুল
সে যে আমার সে যে সবার
মুহাম্মাদ রাসূল ।

 

তার নামেতে দুরূদ পড়ে
বৃক্ষরাজি পাখিকুল
আকাশ মাটি বাতাস পানি
গোলাপ চাঁপা বকুল
এই ভুবনে ফুল বাগানে
একটি ফোটা ফুল ।

 

মানবতার অন্ধ যুগে
আলোর বাতি হলো দান
ধন্য হলো দুনিয়াবাসী 
ধন্য এ জাহান
দোজাহানের শ্রেষ্ঠ মানব 
নেই যে তারই তুল।

 

কথা: ইরফান খান
সুর: শাহাবুদ্দীন

আজ বুঝি গো ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম জাফর ফিরোজ আবদুস সালাম মায়ের গান

আজ বুঝি গো মায়ের ব্যথা
মা যে কত আপন
তখনো বুঝিনি মা যে কী ধন
দিয়েছি যখন দাফন ।

 

মমতারই সোহাগ দিয়ে
যখন কাছে নিতো
পালিয়ে যেতাম ছল করে মা
দুঃখ জানি পেত
ভেজা কাজল মুছে যে মা
ডাকতো মানিক রতন ।

 

ঘুম পাড়াতো চুমু দিয়ে
কল্পলোকের ভিড়ে
আলতো ছোঁয়ায় জাগিয়ে নিতো
শিশির ঝরা ভোরে।

 

আজ জাগে মা আমার বুকে
তোমার স্নেহের ক্ষুধা
হেলায় হারানো আদর সোহাগ 
চাই যে পরশ সুধা
যায় না কি মা তোমার কাছে
আমার ব্যথার রোদন ।

 

কথা: জাফর ফিরোজ
সুর: আবদুস সালাম

রাত কেটেছে স্বপ্নে ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম আ জ ম ওবায়দুল্লাহ মশিউর রহমান প্রেরণামূলক গান

রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দীনের পথে নামতে ।

 

সামনে রয়েছে দূরের যাত্রা
বিভীষিকাময় রাত্রি
রয়েছে শ্বাপদ অরণ্য ঘন
দুর্বল অভিযাত্রী
জানলে কি আর এই পথে কখনো
অসময়ে তুমি আসতে ।

 

সময় তোমায় করবে না ক্ষমা
অক্ষমতার জন্য
তোমার বিচার করবেই দেখো
সহসা জনারণ্য ।

 

ভেঙ্গে ফেল এই স্বপ্ন প্রাসাদ
নেমে এসো রাজপথে
জনতা মিছিল সঙ্গ দেবে
এক পথে এক মতে
হাত তুলে ওরা দোয়া করে দেখ
বিজয় তোমার আনতে ।

 

কথা: আ জ ম ওবায়দুল্লাহ
সুর: মশিউর রহমান

পাখির গানে গানে ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম আবু তাহের বেলাল হাসিনুর রব মানু দেশাত্ববোধক

পাখির গানে গানে মুখরিত এই দেশ
ফুলের ঘ্রাণে ঘ্রাণে সুরভিত এই দেশ
শাহজালালের শাহপরানের
স্মৃতি ধন্য পুণ্যভূমি
এ আমার দেশ প্রিয় বাংলাদেশ ।

 

সবুজ আর শ্যামলে মনোময় পরিবেশ
প্রতিদিন মন ভরে দেখি যে অনিমেশ
হিজল তমাল জাম জারুলের 
শাপলা শালুক পদ্মদীঘি
এ আমার দেশ প্রিয় বাংলাদেশ ।

 

অগণন পাহাড়ের মৌনতা অনিশেষ
সারাক্ষণ মিশে রয় আযানের ধ্বনি রেশ
মুটে মাঝি দিন মজুরের
কোটি প্রাণে আবেশ ভরা
এ আমার দেশ প্রিয় বাংলাদেশ ।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: হাসিনুর রব মানু

আমার এই ছোট্ট ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম কে এম মুনীর হোসাইন মেহরাজ মিঠু প্রেরণামূলক গান

আমার এই ছোট্ট জীবন
যেন এক মোমের বাতি
সেই থেকে পুড়ে পুড়ে যাচ্ছি গলে
সুন্দর আলো যদি নাইবা দিলে
কী লাভ হবে এই প্রজ্জ্বলন
বৃথা হয়ে যাবে সব আয়োজন ।

 

আমার কাজ হলো আলো ছড়ানো
আঁধার ভেঙ্গে দিয়ে পথ দেখানো
এই যদি চাওয়া হয়
হবে না আলোর ক্ষয়
বিধাতার চাওয়াটাই করবো পূরণ ।

 

জীবন কতদিন জানি না বাকি
আমি কি আমার কাজ করছি নাকি
সুপথের তাড়নায় দীপ যদি নিভে যায়
প্রশান্তি রবে তবু হলেও মরণ ।

 

কথা: কে এম মুনীর হোসাইন
সুর: মেহরাজ মিঠু

যে সকল যুবক ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম মতিউর রহমান মল্লিক জাফর সাদেক প্রেরণামূলক গান

যে সকল যুবক দীনের কাজে লেগে থাকে সারাদিন
রাত্রি কাটায় লেখায়-পড়ায়, জ্ঞান সাধনায় নিদ্রাহীন ।

 

যেসব যুবক আল কুরআনের সমাজ গড়ার বেলায়
জীবন দেবার স্বপ্ন দেখে শাহাদাতের মেলায়
সকল কিছু দেয় বিলিয়ে দীনের পথে হয় বিলীন
তাদের কাছে আমি ছিলাম ঋণী, নতুন করে করছি ঋণ ।

 

যেসব যুবক লোভের কাছে হয় না পরাজিত
বিনয় এবং ভালোবাসায় বরং আলোকিত
যাদের নেতা বিশ্বনবী সাইয়্যেদু আল কাওনাইন
তাদের জন্যে আমি বুক পেতে দেই, বাজাই বুকের অগ্নিবীণ ।

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জাফর সাদেক

চোখের অশ্রু ঝরালে ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম মাসুদ রানা মাসুদ রানা প্রেরণামূলক গান

চোখের অশ্রু ঝরালে কি
দুঃখ প্রকাশ করা যায়
মনে অনেক কষ্ট থাকে
ওজনে কি মাপা যায় ।

 

আমার প্রিয় মালেক ভাইকে
করলো যখন খুন
তখন আমার চোখ কাঁদেনি
কেঁদেছে এ মন
কোন কারণে মারলো তারা
কোন বা দোষে হায় ।

 

সব মেঘে তো হয় না বৃষ্টি 
তাই বলে কি মেঘ না
পাহাড় আবার কাঁদতে পারে 
তাই তো বহে ঝর্ণা।

 

খুনের বদলা নেওয়া কি আর
বসে থাকার নাম
অশ্রæ ঝরে দিন কাটালে
শোধ হবে কি দাম
ঈমানেরই দীপ্ত পথে
চলতে হবে তাই ।

 

কথা ও সুর: মাসুদ রানা
 

ক্লান্ত হয়ে ঘুমিয়ে ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম আফসার নিজাম শাহাবুদ্দীন প্রেরণামূলক গান

ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও মা
দীন কায়েমের পথে মাগো
ক্লান্তি থাকে না ।

 

মালেক যাবে মিছিল নিয়ে
মায়ের আঁচল বিছিয়ে দিয়ে
আন্দোলনে মাগো তুমি
বাঁধন দিও না ।

 

আল কুরআনের স্বপ্ন নিয়ে
বুকের জমিন বিলিয়ে দিয়ে
তোমার ছেলে শহীদ হলে
দোহাই কেঁদো না ।

 

কথা: আফসার নিজাম
সুর: শাহাবুদ্দীন

যে গানে শেখার ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম মতিউর রহমান মল্লিক জাফর সাদেক জীবনমূখী গান

যে গানে শেখার কিছু নেই
যা শুনে লেখার কিছু নেই
সে গান আমি শিখবো না
সে গান আমি লিখবো না
সে গান আমি গাইবো না (ভাই) 
কোন কিছুতেই ।

 

ভ্রান্ত পথিক পথ খুঁজে পায়
যে গান গেলে
সান্ত¡না পায় অশান্ত কেউ 
যে সুর পেলে 
সে গানেরই গায়ক হব
সে সুরেরই সাধক হব
সবার অলখেই ।

 

অলসতার অন্ধকারে যে গান মনে
কাজের কথা স্মরণ করায় ক্ষণে ক্ষণে
সে গান আমি করবো তো
সে সুর আমি ধরবো তো
নিজের গরজেই ।

 

আল কুরআনের আলোর দিকে
যে গান ডাকে
চিরকালই সফলতার ছবি আঁকে
সে গান আমি ছাড়বো না 
কে বলে তা পারবো না
একটু চেষ্টাতেই ।

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জাফর সাদেক

ঈমানের পথে অবিচল ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী শাহাবুদ্দীন - সাইমুম আবু তাহের বেলাল মশিউর রহমান প্রেরণামূলক গান


ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়
তোমারই কাছে মিনতি আমার
মহা-মহিম দয়াময় ।

 

প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই
বেদীন ফাসেকেরা করে হইচই
আযাযিল এসে গোমরাহী সুর গানে
করে তোলে মোহময় ।

 

আঁধারের দুর্গম আঁকা বাঁকা পথ
ভ্রান্তিতে পূর্ণ যত মতামত
কখনো হঠাৎ নফসের তাড়নায়
লাগে সুন্দর মনোময় ।

 

প্রতিক্ষণ সত্যের অবিনাশী ডাক
অবিরাম মনটাকে ছুঁয়ে ছুঁয়ে যাক
ধুয়ে মুছে দিয়ে পাপ কালিমা
স্বপ্ন জাগাও মধুময় ।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: মশিউর রহমান

তুমি সুন্দর ও প্রভু তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম কে এম মুনীর হোসাইন  মেহরাজ মিঠু হামদ


তুমি সুন্দর ও প্রভু
সুন্দর তোমার এই সৃষ্টি
আলো আঁধারের কী দারুণ খেলা
যায় না ফেরানো দৃষ্টি
তুমি সুন্দর তুমি সুন্দর তাই
তোমার সৃষ্টিপানে হৃদয় হারাই ।


সাগর পাহাড় অরণ্য তারা
কত সুন্দর এই বসুন্ধরা
কী যে অপরূপ এই মায়াবী রাত
রুপালি আলো ছড়ালো যে চাঁদ ।
 

তরঙ্গ নদীর কলতান
পাখপাখালির কুহুকুহু গান
ঝর্ণাধারার অপরূপ শোভা
হাজারও সৃজন কতই না লোভা ।


কথা: কে এম মুনীর হোসাইন 
সুর: মেহরাজ মিঠু

বিশ্ব জগৎ গড়লে তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম খন্দকার সাইদুর রহমান  মশিউর রহমান    হামদ


বিশ্ব জগৎ গড়লে প্রভু 
আল্লাহ মেহেরবান
তোমায় চেনার হৃদয় দিও
দাও খাঁটি ঈমান ।


সোহাগ মহিমা দিয়েছ ফল ও ফুলের বন
ভালোবাসার সুখের আশায় দিলে আপনজন
মা মাটি আর বন্ধু স্বজন 
সব তোমারই দান ।


পোড়া মাটির মানুষ গড়ে দিলে তাতে প্রাণ
পথের দিশায় রাসূল দিলে দিলে পাক কুরআন 
রোজ হাশরের বিচার দিনে
দান করো আসান ।


কথা: খন্দকার সাইদুর রহমান 
সুর: মশিউর রহমান   

সুদূর মক্কা মদীনার তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম কাজী নজরুল ইসলাম  কাজী নজরুল ইসলাম  নাতে রাসূল(স.)

সুদূর মক্কা মদীনার পথে
আমি রাহী মুসাফির
বিরাজে রওজা মোবারক যথা
মোর প্রিয় নবীজীর । 


বাতাসে যেখানে বাজে অবিরল
তৌহিদ বাণী খোদার কালাম
যিয়ারতে যথা আসে ফেরেশতা
শত আওলিয়া পীর ।

 
মা ফাতেমা আর হাসান হোসেন
খেলেছেন পথে যার
কদমের ধুলি পড়েছে যথায়
হাজার আম্বিয়ার।


সুরমা করিয়া কবে সেই ধুলি
মাখিব নয়নে দুই হাতে তুলি 
কবে এই দুনিয়া হতে যাবার আগে রে
কাবাতে লুটাবো শির। 
 
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম 

জীবন ফুরিয়ে তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম মতিউর রহমান মল্লিক আবদুস সালাম আখেরাতমূখী গান,

জীবন ফুরিয়ে যদি একদিন মরণ আসে
তবু দেখে যেন যেতে পারি কোরআনের রাজ
দয়াময় ওগো তুমি দয়াময় 
রেখো এ মিনতি জিন্দা করো কোন ইসলামী সমাজ ।
 

দাও সেই দিন সেই বাহু সেই সালতানাত
তাওফীক দাও খোদা হতে পারি যেন
আখেরী নবীর খাস উম্মাত
কেয়ামাতে শাফায়াত নসীব করো 
পেতে যেন নাহি হয় লাজ ।


সেই আদালতে আখেরাতে যেদিন নবী 
সুধাবেন উম্মত তোমার মুখের মাঝে
দাঁতগুলো অক্ষত দেখছি সবি
তোমার জীবনে বদর আসেনি কি
ওহুদ সামনে ফের করে কী কাজ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: আবদুস সালাম

এই দিন রাত কত তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম জাকির আবু জাফর মশিউর রহমান জীবনমূখী গান

এই দিন রাত কত আসে আর যায়
কত রংধনু হাসে মেঘেরও খেলায়
ফিরে আসে শুধু ফেলে আসা দিন
কালের অতলে চির তরে হারায়
কত রংধনু হাসে মেঘের খেলায় ।

 

শৈশবে ঝরে যাওয়া চঞ্চলা দিন
এলোমেলো পাখা মেলা স্বপ্ন রঙীন 
নেই নেই আজও সেই উদাস দুপুর
সবকিছু স্মৃতি হয়ে পিছু ডেকে যায় ।

 

জীবনের খাতা থেকে একে একে
ঝরে যায় সবগুলো পাতা
এইভাবে ঝরে ঝরে
পড়ে থাকে পাতাহীন খাতা।

 

প্রেম ভালবাসা কত মমতার গান
নিয়তির ঝড় ভেঙে করে খান খান
এত সব চাওয়া পাওয়া মিছেমিছি ভুল
স্বপ্নের বালুচরে শুধু কেঁদে যায় ।

 

কথা: জাকির আবু জাফর
সুর: মশিউর রহমান

খোদার রঙে জীবন তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম আমিনুল ইসলাম সংগ্রহ প্রেরণামূলক গান,

খোদার রঙে জীবন যারা রঙিন করে নেবে
বেহেশতেরই গুলবাগিচা তাদেরই হবে ।

 

খোদার রাহে চলারই পথ বন্ধুর হবে
ফুল বিছানো রবে নাকো কাঁটাই পাবে
কাঁটার আঘাত সয়েও যারা দৃঢ় অটুট রবে
ধন্য তারা পুণ্য জীবন তাদেরই হবে ।

 

খোদার রাহে হেসে যারা জীবন দেবে
তাঁরই অপার রহম তারা লুটে নেবে
শেষ বিচারের আদালতে তারাই মুক্তি পাবে
ফেরদাউসেরই অনন্ত সুখ তাদেরই হবে ।

 

কথা: আমিনুল ইসলাম
সুর: সংগ্রহ

একদিন মরণ যদি তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম আবু তাহের বেলাল আমিনুল ইসলাম প্রেরণামূলক গান

একদিন মরণ যদি আসবে তোমার
মরণের কেন তবে ভয়
সেই তো ভালো ওগো অনেক ভালো
শহীদি মরণ যদি হয় । 

 

জিহাদের ময়দানে অটুট থেকে
শহীদি জীবনের স্বপ্ন মেখে
কেউ যদি ঢেলে দেয় পাঁজরের খুন
সেই খুন চিরদিন জানি কথা কয় ।
 
রাসূলের পথ ধরে চলতে গিয়ে
কোরআনের অমিয় সুধা পিয়ে
যায় বিলানো যদি জীবনটাকে 
সে জীবন হয় তবে আরো আলোময় ।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: আমিনুল ইসলাম

খোদা এই গরিবের তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম প্রার্থণামূলক গান

খোদা এই গরিবের শোন মোনাজাত 
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি
ক্ষুধা পেলে লবণ ভাত ।

 

মাঠে সোনার ফসল দিও
দিও গৃহ ভরা বন্ধু প্রিয়
হৃদয় ভরা শান্তি দিও
সেই তো আমার আবহায়াত ।

 

আমায় দিয়ে কারো ক্ষতি
হয় না যেন দুনিয়ায়
আমি কারো ভয় না করি
মোরেও কেহ ভয় না পায়।

 

যবে মসজিদে যাই তোমার টানে
যেন মন নাহি ধায় দুনিয়া পানে 
আমি ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুঃখের আঁধার রাত ।

 

কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

তোমাকে দেখিনি তবু তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম মোশাররফ হোসেন খান আমিনুল ইসলাম হামদ

তোমাকে দেখিনি তবু জানি তোমার অস্তিত্ব ভাসে
যত দূরে যাই কিংবা যেদিকে তাকাই
সেখানে আছো তুমি মিশে আছো ভূলোক দ্যুলোক
তোমার নামের জ্যোতি আঁধারেও অবিরাম হাসে
আমার ভেতরে হে অনন্ত তোমার সহস্র নাম 
ঢেউ তোলে বার বার গেয়ে ওঠে 
তোমার নামের কালাম ।

 

দিয়েছ অঢেল তুমি হে মালিক শীতল বাতাস
বৃক্ষলতা জমিনের জরি পাট
ঘাসের বিছানা আমাকে দিয়েছ তুমি
রহমের দিগন্ত সীমানা 
মাথার উপরে ছাদ কারুকাজ
সুনীল আকাশ ।

 

যতটুকু জানি তার চেয়ে তুমি অনেক মহান
সমুদ্রের তলদেশে আছো তুমি অণুর শরীরে
অন্তরীক্ষে দৃশ্যের অতীতে ভেতরে আর বাহিরে
সর্বত্র তোমার ছায়া
কী বিশাল দীপ্তজ্যোতির্ময় ।

 

কথা: মোশাররফ হোসেন খান
সুর: আমিনুল ইসলাম

কেয়ামতের কথা তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম গোলাম মোহাম্মদ গোলাম মাওলা আখেরাতমূখী গান

কেয়ামতের কথা ভেবে
ভয়ে কাঁপে প্রাণ
সেই হিসাবের কঠিন দিনে 
দিও আমায় ত্র্রাণ ।

 

ভুলে মোহের দুনিয়াতে
পাপ করেছি দিনে রাতে
লাভের কড়ি নেই তো আমার
সব দিকেই লোকসান । 

 

শেষ বিচারের কঠিন দিনে
তোমার আদালতে
উঠবে তুমি কাহার হয়ে
ন্যায়ের মিজান হাতে ।
 
সেই বিচারের কাঠগড়াতে
সাহস আমার নাই দাঁড়াতে 
আবার সে নয়ন পাতে
ডাকছে আষাঢ় বান ।

 

কথা: গোলাম মোহাম্মদ
সুর: গোলাম মাওলা

ভালোবাসার নিবিড় তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম কে এম মুনীর হোসাইন আমিনুল ইসলাম  মায়ের গান,

ভালোবাসার নিবিড় বাঁধন
মায়া মমতার একি বাঁধন
বাঁধলো আমার মা
অকৃত্রিম এই ভালোবাসা
কোথাও মেলে না ।  

 

সবার প্রিয় আমারই মা
আমার চোখের মণি
আমার মায়ের অন্তরে পাই
সোহাগ ভরা খনি 
সেই মায়েরই সঙ্গে কারো
হয় কি তুলনা ।

 

মা যে আমার কত আপন
জানে না তা কেউ
মা যে আমার ভালবাসার
সাত সাগরের ঢেউ
 
আমার মায়ের মুখের হাসি
বল না কোথায় পাই
হৃদয় কাড়া সেই হাসিটা
সদাই পেতে চাই 
মা যে আমার দোজাহানের
সুখের ঠিকানা ।

 

কথা: কে এম মুনীর হোসাইন
সুর: আমিনুল ইসলাম 

মানুষকে চেনা বড় তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম জাকির আবু জাফর জাফর সাদেক  জীবনমূখী গান

মানুষকে চেনা বড় দায়
কত দিন ধরে কত চেনা জানা মুখ
ফাঁক বুজে সহসাই বড় বদলায় ।


পৃথিবীতে যতো রঙা ফুল আছে
তার চেয়ে বেশি রঙা মানুষ আছে
খালি চোখে কত আর চিনে রাখা যায় ।

 

মনে মনে মাখামাখি আপন কত
ধুয়ে মুছে দেবে বুঝি দুঃখ যত।

 

মানুষ ভাবে না কিছু দুঃখ ছাড়া
পরের তাড়না তারে দেয় না তাড়া 
আপনার সুখে ডুবে আপনি হারায় ।

 

কথা: জাকির আবু জাফর
সুর: জাফর সাদেক 
 

কোন একদিন তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম লোকমান হাকিম লোকমান হাকিম আহ্বানমূলক গান

কোন একদিন এ দেশের আকাশে 
কালেমার পতাকা দুলবে
সেদিন সবাই খোদায়ী বিধান পেয়ে 
দুঃখ বেদনা ভুলবে ।

 

সেদিন আর রবে না হাহাকার
অন্যায় জুলুম অবিচার
থাকবে না অনাচার দুর্নীতি কদাচার
সকলেই শান্তিতে থাকবে ।
 
একাকিনী রমণী নির্জন পথে যাবে 
কোনজন কটু কথা কবে না
কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে 
খুন আর রাহাজানি রবে না
সেই দিন আর নয় বেশি দূরে 
আর কিছু পথ গেলে মিলবে । 

 

অশান্তির কোপানলে মরিস না ধুঁকে ধুঁকে
আয় তোরা দিকে দিকে ছুটে আয়
যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে
শান্তি আসিতে এই দুনিয়ায়
খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর
মানুষের শান্তি না মিলবে । 

 

কথা ও সুর: লোকমান হাকিম

এসো এসো এসো তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী আমিনুল ইসলাম - সাইমুম খাদিজা আক্তার রেজায়ী মশিউর রহমান আহ্বানমূলক গান

এসো এসো এসো এই পথে সব
এ যে কোরআনেরই পথ
কোরআনের কথা বলে আল্লাহর দল
এই দলে যারা চলে তারাই সফল
এই পথে এত বাধা ছিল না জানা
আল্লাহুম্মা ইয়াস্সিরলানা উমরানা ।

 

ইসলামী হুকুমাত চায় না যারা
কলুষতা অনাচার ছড়ায় তারা 
যতই যাতনা আসে সয়ে যায় অনায়াসে
ভয় নেই জীবনের দিতে জরিমানা । 

 

আল্লাহর বাণী এই পাক কোরআন
আমরা জীবন দিয়ে রাখি তার মান
আর নয় হানাহানি শান্তি যে চাই
সত্য ন্যয়ের কথা তাদের শোনাই
দুর্বল ভীরু নই গাজী বা শহীদ হই
জান্নাতে পেতে চাই শেষ ঠিকানা ।

 

কথা: খাদিজা আক্তার রেজায়ী
সুর: মশিউর রহমান
 

নিঝুম রাতে দূর ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী মুস্তফা শওকত ইমরান মুস্তফা শওকত ইমরান হামদ

নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে
ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে
মা বললো ধৈর্য্য ধর যখন তুমি হবে বড়
জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে ।


সেই ছেলেটির মন যে তবু ভরে না
মায়ের কোন মানাই মনে ধরে না
আম খেয়ে সে ভাবতে থাকে 
মিষ্টি ঢেলে দিয়েছে কে
কার নামে বাসন্তী কোকিল কুহু ডাকে ।


দীঘির পাড়ে বসে ছেলে ভাবছে
শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে 
এমন সময় মামা এসে
বললো ভাগ্নে ভাবছ কী যে
প্রশ্ন কর জবাব পাবেÑ আশ্বাস রাখে ।


মামার কাছে ভাগ্নে সবই বললো
মামাও তার জবাব তুলে ধরলো
সব সৃষ্টির স্রষ্টা যিনি 
আল্লাহ তায়ালা মহান তিনি
দু’জন মিলে প্রভু প্রেমের প্রীতি আঁকে ।


কথা ও সুর: মুস্তফা শওকত ইমরান
 

উড়োজাহাজ উড় ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী আসাদ বিন হাফিজ সাইফুল্লাহ মানছুর ছড়া গান

উড়োজাহাজ উড়– উড়–
রয় না বিমান বন্দরে
যায় হারিয়ে আকাশ পথে
সে-কি চলার ছন্দ রে ।


যায় হারিয়ে আকাশ কি তাই
হায় রে তাহার ঠিকানা
নয় কভু নয় সেই কথাটি 
নয়কো কারো অজানা ।


উড়োজাহাজ যতই উড়–ক 
তবু তাকে ফিরতে হয়
তোমার জীবন তেমনি ক্ষণিক 
সে কথাটি মিথ্যে নয় ।


কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
 

সত্য কথা বলতে ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী সংগ্রহীত সাইফুল্লাহ মানছুর প্রেরণামূলক গান

সত্য কথা বলতে হবে 
সত্য পথে চলতে হবে
মিথ্যা পায়ে দলতে হবে 
কে বলেছে কে
আল্লাহ রাসূলে ।


দীনের নিশান গড়তে হবে
পাপের সাথে লড়তে হবে
নিজকে আগে গড়তে হবে 
কে বলেছে কে
আল্লাহ রাসূলে ।


অকুতোভয় থাকতে হবে
সৎ পথে লোক ডাকতে হবে
দীনকে জয়ী রাখতে হবে 
কে বলেছে কে
আল্লাহ রাসূলে ।


তাই তো বলি মানবো কথা কার
যার জমিনে হাঁটাহাঁটি তাঁর ।


কথা: সংগ্রহীত
সুর: সাইফুল্লাহ মানছুর
 

আকাশ ভরা সোনালি ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী সংগ্রহীত সংগ্রহীত ছড়া গান

আকাশ ভরা সোনালি রোদ 
সোনা মেঘে ছাওয়া
হৃদয় ভরায় নয়ন জুড়ায় 
মিষ্টি মধুর হাওয়া ।


মেঘ গুড় গুড় ডাকে যখন আকাশ জুড়ে হাসি
রিনিক ঝিনিক ইলশে গুড়ি ঝরে রাশি রাশি

তখন আমার ইচ্ছে জাগে নদীর বুকে নাও যে থাকে
তাকে নিয়ে ওই সুদূরে পাল উড়িয়ে যাওয়া ।


বল তো এমন সোনার হাসি কে ছড়ায় 
এমন মায়ার সকাল বিকাল কে জড়ায়
আল্লাহ তায়ালা দিলেন এসব যায় না ভুলে যাওয়া ।

 

কথা ও সুর: সংগ্রহীত
 

আম্মু বলেন পড় রে ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী আল মাহমুদ চৌধুরী আব্দুল হালিম ছড়া গান

আম্মু বলেন পড় রে সোনা
আব্বু বলেন মন দে
পাঠে আমার  মন বসে না 
কাঁঠালচাঁপার গন্ধে ।


আমার কেবল ইচ্ছে করে
নদীর ধারে থাকতে
বকুল ডালে লুকিয়ে থেকে 
পাখির মত ডাকতে ।


সবাই যখন ঘুমিয়ে পড়ে 
কর্ণফুলীর কোলটায়
দুধ ভরা ওই চাঁদের বাটি
ফেরেশতারা উল্টায়।


তখন আমি ভাবতে থাকি
কেমন করে উড়বো
কেমন করে শহর ছেড়ে 
সবুজ গায়ে ঘুরবো ।


কথা: আল মাহমুদ
সুর: চৌধুরী আব্দুল হালিম
 

মনের বিজয় চাইতে ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী আসাদ বিন হাফিজ সাইফুল্লাহ মানছুর আহ্বানমূলক গান

মনের বিজয় চাইতে হলে 
জ্ঞানের বিজয় চাই
জ্ঞান যেখানে বোবা বধির
হৃদয় সেথা নাই ।


জ্ঞানের ধনে ধনী যারা 
সকল কিছুর মালিক তারা
বিশ্ব জুড়ে ভুরি ভুরি
তারই প্রমাণ পাই ।


আমরা যে ভাই জ্ঞানের কাঙ্গাল
তাই এত দুঃখ
ঘরে বাইরে তাই তো মোদের
সমান দুর্ভিক্ষ ।


জ্ঞানে গুণে ধনী হলে 
বড় হবে মন তাহলে  
এইসব কথা গান বানিয়ে 
সুর ছড়িয়ে যাই ।


কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
 

গা শিরশির মন ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী আসাদ বিন হাফিজ সাইফুল্লাহ মানছুর আহ্বানমূলক গান

গা শিরশির মন ঝিরঝির
পবন নদীর ঢেউ
সেই নদীতে সুরের মাতন 
শুনেছ কি কেউ ।


রাত উজালা তারার মেলা 
চাঁদের হাসি শেষে
মুয়াজ্জিনের কণ্ঠে মধুর
আজান এলো ভেসে ।


মুয়াজ্জিনের আযান বলে
রাত হয়েছে ভোর
আয় রে সবুজ অবুঝ তোরা 
খোল রে এবার দোর ।


মিনার থেকে ডাক এসেছে
আয় রে ছুটে আয়
মিরাজ হবে খোদার সাথে
সময় বয়ে যায় ।


পাখপাখালির কিচির মিচির 
ফুলের সুবাস কয়
নামাজ রোজায় মুসলমানের 
হয় যে পরিচয় ।


কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
 

সুবহানাল্লাহ গ্লোরী বি ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী ইউসুফ ইসলাম ইউসুফ ইসলাম হামদ

সুবহানাল্লাহ গ্লোরী বি টু আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ।


লুক এট হু মেইড দ্য আর্থ ওয়াইড এন্ড লং
লুক এট হু মেইড দ্য স্কাই সো হোওয়াইট এন্ড টল
লুক এট হু মেইড দ্য সান সো ব্রাইট এন্ড স্ট্রং
লুক এট হু মেইড দ্য মুন অ্যামাঙ সো স্মল ।


লুক এট হু মেইড দ্য লাইট এন্ড এট দ্য ডেইস
লুক এট হু মেইড দ্য স্কাই এন্ড এট দ্য সীস 
লুক এট হু মেইড দ্য মাউন্ট থিংস এন্ড লি ওয়েজ 
লুক এট হু মেইড দ্য প্লান্টস এন্ড এট দ্যাট ট্রিস ।


লুক এট হু মেইড দ্য লায়ন সো ব্রিফ এন্ড স্ট্রং 
লুক এট হু মেইড দ্য ক্যামেল সো ক্রুক বাট নাইস 
লুক এট হু মেইড দ্য জিরাফ ইট  স্ন্যাকস সো লং 
লুক এট হু মেইড দ্য টাইগার 
উইথ হিজ বোথ বোথ স্ট্রাইপস ।


কথা ও সুর: ইউসুফ ইসলাম
 

জন্ম যদি হত ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী আবুল কাশেম আবুল কাশেম নাতে রাসূল(স.)


জন্ম যদি হত মোদের 
রাসূল পাকের কালে
আহা রাসূল পাকের দেশে
মোদের তিনি কাছে টেনে
চুমু দিতেন গালে
আহা কতই ভালবেসে ।


কেউ চড়তাম কাঁধে নবীর
চড়তাম পিঠের পরে
ঘুরিয়ে দিতেন সত্যিকারের 
ঘোড়ার মত করে
গল্প ছলে ভাল কথা 
শুনিয়ে  দিতেন কত
আহা সবার কাছে এসে ।


তাকে সালাম দেবার আগে
সালাম দিতেন মোদের 
খেতে দিতেন যা আছে তাই 
আদর করে রে
ঈদের দিনে হট্টগোলে
মত্ত করলে পাড়া 
তিনি দেখে যেতেন এসে ।


কথা ও সুর: আবুল কাশেম
 

বিস্ময় ভরা দু’টি ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী তাফাজ্জল হোসাইন খান তাফাজ্জল হোসাইন খান হামদ


বিস্ময় ভরা দু’টি আঁখি
অবাক আমি চেয়ে থাকি
আর ভাবি
কে কে সে শিল্পী কে ।


সাজানো আছে সব থরে থরে
ফুল ফসল আর বন বনান্তরে
সেই কথা শুধু যায় না বলা
সুরের আবেশে গানে গানে ।


বিনি সুঁতোয় সব গাঁথা মালা
চাঁদের খেলা আর মেঘের ভেলা
আছো কাছে তবু দূরে দূরে
পরশ বুুলিয়ে প্রাণে প্রাণে ।


কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
 

ভোরের সোনালি ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী সাইমুম শিল্পীগোষ্ঠী আ জ ম ছালাউদ্দিন সাইফুল্লাহ মানছুর দেশাত্ববোধক

ভোরের সোনালি আলোয়
নরম ধানের শীষে জাগো
মুক্ত মানিক শিশিরে সোহাগ
জড়িয়ে তুমি থাকো ।


রূপসা পদ্মা মেঘনায়
মাছ রাঙ্গা ঝিলমিল পাখায়
রাখালি বাঁশির সুরে সুরে
দোয়েল কোকিল হয়ে ডাকো ।


আমলকি পিয়ালের বনে
সুর তোল জীবনের গানে
তমাল জারুল শাখে শাখে
সবুজ দেশের ছবি আঁকো ।


কথা: আ জ ম ছালাউদ্দিন
সুর: সাইফুল্লাহ মানছুর
 

মালিক তুমি রাহিম নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী বাকি বিল্লাহ্ ফেরদৌস বাকি বিল্লাহ্ ফেরদৌস হামদ,কাওয়ালী হামদ

মালিক তুমি রাহিম তুমি তুমি যে রহমান
মোদের জন্য গড়েছো তুমি দুনিয়া জাহান
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ ।


তোমায় দেখার মতো মোদের চোখ প্রয়োজন
তোমায় বোঝার মতো সুন্দর মন প্রয়োজন
তুমি মোদের পালনেওয়ালা তুমি মোদের প্রাণ ।


প্রভু তোমার রহম দিয়ে কর মোদের ক্ষমা
পাহাড় সমান গুনার বোঝা যত আছে জমা
রোজ হাশরের দিনে তুমি করো যে আহসান ।
=====================

কথা ও সুর : বাকি বিল্লাহ্ ফেরদৌস

আমরা গান লিখি নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মতিউর রহমান মল্লিক আহমদ আল-আমিন প্রেরণামূলক গান

আমরা গান লিখি সুর করি আল্লাহরি জন্য
আল্লাহরি গান গেয়ে গান গেয়ে
আমরা সবাই ধন্য ।


আমাদের কথায় আছে কোরআনের আহ্বান
মানুষের মুক্তির লক্ষ্যে আমাদের কণ্ঠের সংগ্রাম
সাম্যের গান গাই গান গাই আমরা সত্যের সন্য ।


আমরা তাই গাহি তাই চাহি যাতে আছে পূন্য
জিহাদের গান গাই গান গাই হইনা কারো পন্য


আমাদের পথে আছে তাগুতের বাধা ভয়
সমাজের শান্তির সার্থে তবু হই দূর্গম দূর্জয়
ঈমানের গান গাই গান গাই চাইনা কিছু অন্য ।
=======================


কথা: মতিউর রহমান মল্লিক
সুর:  আহমদ আল-আমিন

পূর্ব পশ্চিম উত্তর নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী জহিরুল ইসলাম জহিরুল ইসলাম দেশাত্ববোধক

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিন
যেদিকে তাকাই শুধু তোমাকে পাই
ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ।


নদীর তীরে যখনি যাই ছুটে
তখনই মনটা আমার উড়ে যায় ঐ সুদূরে
হে হে হে আ হা হা ও  হো হো লা লা লা
বলনা কে সাজালো রুপময়ি করে 
আমার এই প্রিয় সোনার দেশ ।


দিঘির জলে কত যে শাপলা ফোটে
কাশফুলেরা ডাকে হাতছানি দিয়ে
হে হে হে আ হা হা ও  হো হো লা লা লা
বলনা কে সাজালো এত মহিমা দিয়ে
আমার এই প্রিয় প্রাণের দেশ
ও আমার বাংলাদেশ ।
================

 

কথা ও সুর : জহিরুল ইসলাম
 

নাড়ী ছেড়া যন্ত্রনাতে নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আহমদ আল আমিন আহমদ আল আমিন মায়ের গান

নাড়ী ছেড়া যন্ত্রনাতে মাজননী গর্ভে ধরে
বুকেতে দিয়েছেন ঠাই
ত্রি-ভূবনে আপনজন মা ছাড়া অন্য কেহ নাই ।


ভীষণ শীতের নিশিথে শুকনো রেখে আমাকে
শুয়েছেন ভিজে কাপড় গায়ে মা.... গো.........
এমন দরদি মা ভুলবো কি করিয়া
 তোমার মতো আপনজন কোথায় খুঁজে পাই ।


কত শত কষ্ট সয়ে বুকের মাঝে আগলে রেখে
করেছো লালন মমতায় মা.... গো.........
 সেই যে তুমি মা গেলে আমায় ছাড়িয়া
হৃদয় মাঝে তোমার ছবি বসত করে তাই ।
===================

 

কথা ও সুর : আহমদ আল আমিন

এই দুটি চোখ নোঙর - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী দিলরুবা ইয়াসমিন নাহিদ আহমদ আল আমিন প্রেরণামূলক গান

এই দুটি চোখ স্বপ্ন দেখে আজ
আসবে কোরানের প্রিতিময় রাজ ।


মালেক ভাইয়ের মত স্বপ্ন দেখে
হাজারো মালেক আসে রক্ত মেখে
জাগে মুজাহিদ তাই নব চেতনায়
উঠাতে নতুন রবি সর্ণালি সাজ ।


আসছে শতাব্দি হবে আমাদের
ছুটবে আলোর বান সূর্যদ্বয়ের
সূর্যেও দিন এসে রুখবে আঁধার
 কোরানের সৈনিক সাহসের সাথে


ছুটে চলে রুদ্ধতার আবরণ ছিড়ে
 নোঙর ফেলে তারা সাহসের তীরে
সম্মুখে দীর্ঘ সফরের ডাক
তাইতো সবার শীরে জিহাদের তাজ ।
==================

 

কথা : দিলরুবা ইয়াসমিন নাহিদ
সুর : আহমদ আল আমিন
 

পাখি তুই কখন নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আবদুর রাজ্জাক রাজু আবদুর রাজ্জাক রাজু নাতে রাসূল(স.),

পাখি তুই কখন এসে বলে গেলি মুহাম্মাদের নাম
 যে নাম শুনে পৃথিবীকে ভালোবাসিলাম ।


নামে এতো মধু আছে আগে জানিনি
নামের গুনে রাত পোহাবে কভু ভাবিনি
ঐ নামেতে সবার চোখের ঘুম ভাঙিলাম ।


নামে এতো শান্তি আনে আগে বুঝিনি
নামের মাঝে সর্গ সুধা কভু খুঁজিনি
ঐ নামেরি অগ্নি শিখায় মোন রাঙিলাম ।
====================

কথা ও সুর : আবদুর রাজ্জাক রাজু
 

মোন কেন মানে না নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী এইচ এম আলআমিন এইচ এম আলআমিন ফোঁক গান,জীবনমুখী গান,দেহতাত্ত্বিক গান

মোন কেন মানে না প্রাণ কেন বোঝে না
দুদিনের এই দুনিয়াটা শুধু যে ছলনা ।


একলা তুমি এসেছিলে মায়ের উদর চিরে
একলা আবার যেতে হবেন ঐ না মাটির ঘরে
সহয় সম্বল পাবে না আর নেক আমল ছাড়া ।


তবে কেন বালুচরে মিছে বাসর বোনা
চলে এসো খোদার পথে মুক্তির ঠিকানা
পরোকালে নাযাত পেতে গোছাও মালছামানা ।
=====================

 

কথা ও সুর : এইচ এম আলআমিন
 

O man come নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী Kashem naby Md. Jahirul Islam প্রেরণামূলক গান

O man come back

It’s time to do something important

It’s time to earn something for haven

You know you have to go back.

 

You see nobody could held the world for ever

You see life is a very little journey

You have another destination.

 

You know human come in the world for exam

You know human must be go from the world

You have another destination.

============================

 

lyric: Kashem naby

Tune : Md. Jahirul Islam

ঘুমিয়েই কেটে গেল নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী বোরহান মাহমুদ এইচ এম আল আমিন প্রেরণামূলক গান

ঘুমিয়েই কেটে গেল অর্ধ দিবস
বাকিটা সময় গেল হেলায় খেলায়
এভাবেই জীবনের সবগুলো দিন
কেটে যদি যায় তবে কি হবে উপায় ।
 

ওপারের পুঁজি মোটেও হয়নি জমা
জমে থাকা পাপ রাশি পায়নি ক্ষমা
এরই মাঝে যদি তার ডাক এসে যায় । 


আঁধারেই ভেসে চলি অন্ধ ভেলায়
আঁধার সাগরে মাতি কোন সে খেলায়


মুক্তি পেতে হলে আয় ছুটে আয়
 কোরানরে তরী মোরে যায় ডেকে যায়
সব ছেড়ে যদি তাতে নাওঠি হয়  । 

=====================


কথা : বোরহান মাহমুদ
সুর : এইচ এম আল আমিন
 

স্বাধিনতা এনেছি নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আবদুর রাজ্জাক রাজু আবদুর রাজ্জাক রাজু দেশাত্মবোধক

স্বাধিনতা এনেছি মোরা
সুফল কি পেয়েছি তার
আজও বাংলার হাজার মানুষ
লাঞ্ছিত হয় বারবার । 


দুপায়ে দলতে সকল অত্যাচার 
ফিরে পেতে পুনঃ পুনঃ স্বাধিকার
ফেলে পিছুটান বুকের মাঝে
জনতার ছিল  হাহাকার । 


সত্য কথা বলে আজও যদি হয় লাশ
বুঝিনা আমি জানোকি তোমরা
এটা কিসের আভাস
আ ....................... । 


প্রাণ খুলে কথা যদি বলত চাও
নির্ভয়ে পথ যদি চলতে চাও
পারবে কি তুমি পারবে না বন্ধু
সহ্য হবেনা হায়নার । 

 

স্বাধীন হয়েছি মোরা যাহার আশায়
সে সপ্ন গুলো যেন মিশেছে ধুলোয়
মানবতা তাই আজ গুমরে কাঁদে
কি হাল আজ স্বাধীনতার । 

======================


কথা ও সুর: আবদুর রাজ্জাক রাজু
 

আমার মন ছুইটাছেগো নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী সংগৃহীত সংগৃহীত নাতে রাসূল(স.),ফোঁক গান,

আমার মন ছুইটাছেগো প্রাণ ছুইটাগো
যাইতে সোনার মক্কা মদিনা
আরব সাগড় পারি দিতে
হবেকি মোর নছিবেতে
পাক নবীর রওযায় দিতে সালাম
মন হইয়াছে দিওয়ানা দিওয়ানা । 


ধন যারে দিছে মাওলা
 কেই স্টিমারে যায়
 কেউবা আবার প্লেনেতে
  কেউবা পায় হাইটা যায়
দয়াল যদি দিতেন পাখা
উড়ে গিয়ে করতাম দেখা
পাক নবীর রওযায় দিতাম সালাম
হৃদয় করে উজালা উজালা । 


যত আছো হাজির দল
গাটুরি বান্ধিয়া চল
 তেরো মঞ্জিল পারি দিলে দেখবি মদিনা
মদীনায় রাসূলের কবর
বাইতুল্লাহতে সর্ণের পাথর
আমার মন হইয়াছে উড়াল পঙ্খি
বুঝাইলে মন বোঝেনা বোঝেনা । 

======================


 সংগৃহীত
 

জিহাদ মানে নয় নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী এইচ এম আল আমিন এইচ এম আল আমিন প্রেরণামূলক গান

জিহাদ মানে নয় যুদ্ধ
নয় হানাহানি বিভেদ কলহো
জিহাদ শান্তি সুখের পৃথিবী সাজানো । 


জিহাদ মানে মজলুমানের মুক্তি গাথা
জিহাদ মানে আলোর দিনের স্বপ্ন দেখা
জিহাদ মানে দূও করা সকল আাঁধার কালো । 


জিহাদ হলো অত্যাচারির চির শংকা
জিহাদ হলো সত্য ন্যয়ের নব বারতা


 সেই জিহাদের ডাক দিয়ে যায় শোন কালোর নকীব
জ্বালতে হবে আঁধার পুড়িতে এক আলোর প্রদীপ
এসো প্রত্যয়ে জালাই এখানে দীনের আলো ।  


কথা ও সুর : এইচ এম আল আমিন
 

কখন যে তোর প্রাণ নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী বাকী বিল্লাহ ফেরদৌস বাকী বিল্লাহ ফেরদৌস ফোঁক গান

ওরে ভোলা মন ........


কখন যে তোর প্রাণ পাখিটা
ফুরুৎ কইরা যাবে চলিয়া
এই দুনিয়ার মায়া ছাইরা
যাবে চলিয়া 
মাটির দেহ রবে পইরা
খাঁচার পাখি যাবে উড়িয়া।


মাটির দেহ রবে পইরা
যখন পাখি যাবে উইড়া
তখন তারে কে আটকাবে
ভালোবাসিয়া।


এ জীবনের মায়ায় পইরা
কত ধন তুলেছো গইড়া
সাধের এ ধন যাবা ছাইড়া
তুমি চলিয়া।


পরকালের কথা ভুইলা
পাপের পথে গেছো চইলা
পাপের জন্যে সেদিন খোদা
ধরবে কসিয়া।
==============

 

কথা ও সুর : বাকী বিল্লাহ ফেরদৌস
 

পাট্টি টাট্টি বুঝিনা ভাই নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মালিক আবদুল লতিফ মালিক আবদুল লতিফ বরিশালের আঞ্চলিক গান,আঞ্চলিক গান

পাট্টি টাট্টি বুঝিনা ভাই পাইলে দুগ্গা খাই
ক্যালিব্যানে নাঙ্গল লইয়া কোলার দিগে যাই । 

 

আদা দুহারকালে আইয়া খাডালেতে বই
মাইয়াউগ্গায় মোর পাশে বইয়া বাছতে থাহে খই
জিরাইয়া টিরাইয়া শ্যাষে নাইতে খালে যাই । 

 

বিয়ালবেলা ব্যাগডা লইয়া আটখোলা যাই
আগামি কাইল মিঠিং অইবে কইতাছে সবাই

নেতা আইবে সৎ নেতা তুলোনা যার নাই । 

 

নেতায় নাহি কোরান হাদিস দিয়া কথতা কয়
হেই রহমের চললে নাহি থাকপেনা ডর বয়
এই রহমের নেতা মোরা হাঙ্গা দেশে চাই । 

 


কথা ও সুর : মালিক আবদুল লতিফ

তোমার নামে মধুর গানে প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন শরীফ আঃ গোফরান মালিক আব্দুল লতিফ হামদ,

তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়
তোমাকে পড়ে গো মনে ভরেরও হাওয়ায়।


আযানে আযানে ভাসে সুরেরও মিনার 
এমনও মধুরও যেন পাইনা কিনার
তোমার নামের সিফা মনটা নাড়ায়।


আমায় দিও গো প্রভু জান্নাতেরি ফুল
দিশা দিও কেমনে যে পার হবো দুকুল
তোমার মহিমা দাওগো ঝর্না ধারায়।


বাগানে বাগানে ফোটে কত শত ফুল
বয়ে চলে একা নদী শুন্য দুকুল
এমনও মধুরও সুধা তুমি দিলে হায়। 

 

কথা: শরীফ আঃ গোফরান

সুর: মালিক আব্দুল লতিফ

আমি কোরানের সুর প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন আব্দুস সালাম আব্দুস সালাম হামদ,

আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম
আযানের সুর মাঝেও শুনেছি ও নাম
ও নাম শুনেছি আমার এ হৃদয়
হে রাসুল নবীজি তোমায়।


ও নামেই এতো যাদু এতো মধুময়
ও নাম নিয়েই ফুল সুরভী ছড়ায়
ও নামের সুর তুলে শুধু আমি চাই।


আরশের বুকে লেখা ও মধুর নাম
তামাম আলম কুল জানায় সালাম
ব্যাথিত মানবতা খুঁজে ফেরে হায়।

 

কথা ও সুর: আব্দুস সালাম

ওগো মুজাহিদ চলো প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন শাওন আহমদ মুকুল শাওন আহমদ মুকুল প্রেরণামূলক গান,

ওগো মুজাহিদ চলো কাফেলায়
শহীদেরা ডাকে তোমায়


তোমরা কি দেখনা
কাশ্মীর ফিলিস্তিন/ইরাক আর ফিলিস্তিন
শিশুদের রক্তে হয়েছে রঙিন
তবুও তারা পায়নাকো ভয়


তোমরা কি শোনোনা
মায়েদের আহাজারী
দুগ্ধ শিশুর লাশ
বুকে জড়ে ধরি
অসহায় হয়ে ডাকে তোমায়।

 

কথা ও সুর: শাওন আহমদ মুকুল

কত ভালবাসি মাগো প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন গাজী নয়ন ইসলাম আব্দুস সালাম মায়ের গান

কত ভালবাসি মাগো বোঝানো যাবেনা
সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা

মা আমার মা।

 

ফজরের আযান হলে ডাকতে আমায়
ওঠ খোকা দেরি হলো বেলা বয়ে যায়
কেন সে আগের মত আমায় তুমি
ঘুম থেকে ডেকে দিয়ে যেতে পারনা।


জীবনের বয়ে যাওয়া সকল কাজে
হাত ধরে মমতায় বোঝাতো মা যে
কেন মা জননী আবার এসে
মমতার মায়া তুমি দিতে পারনা।

 

কথা: গাজী নয়ন ইসলাম

সুর: আব্দুস সালাম
 

রব কে তোমার দ্বিন প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন, আব্দুস সালাম আব্দুস সালাম আহ্বানমূলক গান

রব কে তোমার দ্বিন কি তোমার
রাসুনল তোমার কে
ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে।


প্রস্তুতি নাও সেই জওয়াবের লাগি
নামাজ পড়ো রোজা রাখ
জীবন গড়ো ইসলামের পর থাকি
সেথায় তোমার রাসুল বিনে
বন্ধু না মিলিবে।


আল্লাহ তোমার মালিক মাবুদ
এই দুনিয়ার মাঝে
রাসুল যে তাই প্রেরনা বল
তোমার সকল কাজে

রাসুলের আদর্শ পথে চল
কোরান পড়ো হাদিস পড়ো
দ্বিনের কথা তোমার মুখে বলো
আল কোরানের আহবানে
পথ চল নির্ভয়ে।


কথা ও সুর: আব্দুস সালাম

মন কেনো চায় প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন আব্দুস সালাম আব্দুস সালাম দেশাত্ববোধক,

মন কেনো চায় ছুটে যেতে চায়
যেথায় আমার মা জননী
ঘুমে নিরালায়।


সবুজের আলপনা দিয়ে আকা আমার গা
কবিতার মাধুরি নিয়ে লেখে কবিতা
ক্লান্ত দুপুর রাখালিয়া সুরে
পালতোলা নাও যায় সুদুরে গায়।


অপরুপা এই প্রকৃ্তি নাইযে রূপের শেষ
প্রভু যেন আপন হাতে গড়েছে এ দেশ
মা যে হেথায় আছে মাটির ঘরে
স্মৃতি সুধু আমাকে কাদাঁয়।


কথা ও সুর: আব্দুস সালাম

আমার মায়ের কথা প্রাণ খুঁজে পাই - টাইফুন, নওশাদ মাহফুজ -টাইফুন, আব্দুস সালাম আব্দুস সালাম মায়ের গান,

আমার মায়ের কথা পড়লে মনে
আধারের মেঘে ঢেকে যায় হৃদয়
শ্রাবনের বারি ধারা দুচোখ ভরে
বেদনার স্মৃতি এসে আমায় কাদায়
মা গো মা গো...।


মায়ের আচল নিয়ে তোমরা যারা
আছো মার স্নেহের ছায়ায়
বুঝবে কি করে বল মা ছাড়া
এ জীবন কতো অসহায়
মায়ের স্নেহের বুঝি নেই তুলনা।


হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত
মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত

 

স্বার্থ বিহিন এত ভালোবাসা
দেবে কে মায়ের মতন
সার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু
মায়তো আপন
মায়ের স্নেহের বুঝি নেই তুলনা।

 

কথা ও সুর: আব্দুস সালাম
 

নদীর পানি কত প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন নয়ন ইসলাম নওশাদ মাহফুজ ভাটিয়ালি গান,

নদীর পানি কত দূরে যাওরে তুমি বইয়া
নাই ঠিকানা নাইরে বাড়ি কত নগর
যাওরে ছাড়ি দুকুলেতে বইয়া।


জনম জনম যাওরে তুমি এপার ওপার করে
তোমার কত দুঃখরে নদী দুকুল থাকে ভরে
তোমার জীবন চলেরে নদী
পানি বুকে লইয়া।


শহর নগর ছাড়িয়া যাও উজান ভাটির খেলা
এইনা সময় থাকরে কাছে দূরে সন্ধা বেলা
তোমার সকাল নাইরে বিকাল
চলা থাকে রইয়া।

 

কথা: নয়ন ইসলাম
সুর: নওশাদ মাহফুজ

আমি চোখ বুজে দেখি প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন সংগ্রহীত সংগ্রহীত আখেরাতমূখী গান,

আমি চোখ বুজে দেখি আমার এ লাশ
কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ
কাদিছে আপন যারা।


সবাই দাড়াল জানাজা নামাজে
কিছু পরে সব ফিরে যাবে কাজে
কেমনে একাকি কাটাবো কবরে
আমি যে হলেম সাথী হারা।


আমি তো মনের ভূলেও কখনও 
করিনি নামাজ রোজা
এখন একেকি বইতে হবে 
সকল পাপের বোঝা

মাথার উপরে সূর্য্য আসে 
পায়ের নিচে তামার জমিন
ঐ দোজখের আগুন জলছে
হাঁছে ফেরেস্তারা।

 

কথা ওসুর: সংগ্রহীত

আমায় এমন এক প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন, আবুল আলা মাসুম আবুল আলা মাসুম দেশাত্ববোধক,

আমায় এমন এক গায় নিয়ে চল
যেথা পাহাড়ী ঝর্নার ঢল
কল কল ছল ছল রব তুলে
নদী বয়ে চলে অবিরল
হে হে হে হে...।


পাখিদের গানে গানে প্রভাত আসে
সাজের আলোয় মেঘে শিশুরা হাসে
দিনান্তে বলাকা উড়ে নিড়ে ফিরে যায়
সাদা বক কনেদের দল।


বনারন্যে হাওয়া দোল দিয়ে যায়
হাওয়ায় দোলে ফুল সুবাস ছড়ায়
দিনান্তে ঘরে ফেরে ক্লান্ত মানুষ সব
চোখে স্বপ্নিল মহাকাল।
 

কথা ও সুর: আবুল আলা মাসুম

এখন তো সময় প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন নাজমুল কবীর নাজমুল কবীর প্রেরণামূলক গান,

এখন তো সময় নিজেকে গড়ার
করতে অনেক কিছুই ভেবে দেখার।


রং বে রঙ্গের যশ সম্মান অতীত হয়ে যায়
স্মৃতি হয়ে ইতিহাসের পাতায় পাতায়
কেউ কি আছে এমন চিরজিবী হয়ে
জীবন নিয়ে তার।


কোন কারনে গর্ব অহংকার হৃদয়ে ভাসে
অভিশাপে ভরে যায় অবশেষে
কেউ কি আছে এমন অহংকারী
স্রষ্টা ছাড়া আর।


কথা ও সুর: নাজমুল কবীর

যারা আল্লার পথে চলে প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন আব্দুস সালাম আব্দুস সালাম প্রেরণামূলক গান,

যারা আল্লার পতে চলে আল্লার কথা ববে
আল্লাকে ভালোবেসে সপেছে জীবন
তাদের কিসের ভয় কে করে পরাজয়
শহীদি তামান্নাতে নাচে তার মন। 


হাসনা হেনার ঘ্রাণে ভলে না হৃদয় তার
কালেমার মেশ্ক মাখা হৃদয় রয়েছে যার
সব পিছু টান ভুলে জেহাদের পথে চলে
সে তো তার ইমান বলে।


লালসার কাছে কভু হয়না সে পরাজয়
জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়
মৃত্যুর মুখো মুখি দাড়িয়ে যারা সুখি
এসো আজ তেদের দলে।


কথা ও সুর: আব্দুস সালাম

তোমার নামে আমি প্রাণ খুঁজে পাই - টাইফুন নওশাদ মাহফুজ -টাইফুন মাসুম বিল্লাহ্ মশিউর রহমান হামদ

তোমার নামে আমি কতগান গাই
তোমার নামে তাই প্রাণ খুঁজে পাই।

 

তুমি সুন্দর সেতো সবার সেরা
পাই আনন্দ সেযে সুখেই ঘেরা
পবনের ঝংকারে দোলা লাগে
তোমার সুধা সেতো এই মনে চাই।

 

পাখির কুহু তানে মন ভরে যায়
সাগরের ঢেউ সেতো তৃষ্ণা মেটাই
ভরে না কো মন আজ কন ভাবে
তোমার তুলনা আর কিছু নাই।

 

শিশিরের কান্নায় তোমাকে খুজি
ভরেরো স্মৃগ্ধতায় তোমাকে খুজি
পেয়ে ও পাইনাকো এ অন্তরে
স্বপনের মাঝে তাই তোমাকে চাই।

 

কতা: মাসুম বিল্লাহ্

সুর: মশিউর রহমান

মালিক তুমি রাহিম তুমি নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী বাকি বিল্লাহ্ ফেরদৌস বাকি বিল্লাহ্ ফেরদৌস কাওয়ালী,হামদ,

মালিক তুমি রাহিম তুমি তুমি যে রহমান
 মোদের জন্য গড়েছো তুমি দুনিয়া জাহান
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লা ।


 তোমায় দেখার মতো মোদের চোখ প্রয়োজন
 তোমায় বোঝার মতো সুন্দর মন প্রয়োজন
তুমি মোদের পালনেওয়ালা তুমি মোদের প্রাণ ।


প্রভু তোমার রহম দিয়ে কর মোদের ক্ষমা
পাহাড় সমান গুনার বোঝা যত আছে জমা
 রোজ হাশরের দিনে তুমি করো যে আহসান ।


কথা ও সুর : বাকি বিল্লাহ্ ফেরদৌস
 

আমরা গান লিখি সুর নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মতিউর রহমান মল্লিক আহমদ আল-আমিন প্রেরণামূলক গান,

আমরা গান লিখি সুর করি আল্লাহরি জন্য
আল্লাহরি গান গেয়ে গান গেয়ে
আমরা সবাই ধন্য ।


আমাদের কথায় আছে কোরআনের আহŸান
মানুষের মুক্তির লক্ষ্যে আমাদের কণ্ঠের সংগ্রাম
সাম্যের গান গাই গান গাই আমরা সত্যের সন্য ।


আমরা তাই গাহি তাই চাহি যাতে আছে পূন্য
জিহাদের গান গাই গান গাই হইনা কারো পন্য


আমাদের পথে আছে তাগুতের বাধা ভয়
সমাজের শান্তির সার্থে তবু হই দূর্গম দূর্জয়
ঈমানের গান গাই গান গাই চাইনা কিছু অন্য ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুর: আহমদ আল-আমিন
 

পূর্ব পশ্চিম উত্তর নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী জহিরুল ইসলাম জহিরুল ইসলাম দেশাত্ববোধক,

পূর্ব পশ্চিম উত্তর দক্ষিন
যেদিকে তাকাই শুধু তোমাকে পাই
ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ ।


 নদীর তীরে যখনি যাই ছুটে
তখনই মনটা আমার উড়ে যায় ঐ সুদূরে
হে হে হে আ হা হা ও  হো হো লা লা লা
বলনা কে সাজালো রুপময়ি করে 
আমার এই প্রিয় সোনার দেশ ।


দিঘির জলে কত যে শাপলা ফোটে
কাশফুলেরা ডাকে হাতছানি দিয়ে
হে হে হে আ হা হা ও  হো হো লা লা লা
বলনা কে সাজালো এত মহিমা দিয়ে
আমার এই প্রিয় প্রাণের দেশ
ও আমার বাংলাদেশ ।


কথা ও সুর : জহিরুল ইসলাম
 

নাড়ী ছেড়া যন্ত্রনাতে নোঙর - হেরাররশ্মি, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, এইচ. এম. আল আমিন এইচ. এম. আল আমিন মায়ের গান,

নাড়ী ছেড়া যন্ত্রনাতে মাজননী গর্ভে ধরে
বুকেতে দিয়েছেন ঠাই
ত্রি-ভূবনে আপনজন মা ছাড়া অন্য কেহ নাই ।


ভীষণ শীতের নিশিথে শুকনো রেখে আমাকে
শুয়েছেন ভিজে কাপড় গায়ে মা.... গো.........
এমন দরদি মা ভুলবো কি করিয়া
 তোমার মতো আপনজন কোথায় খুঁজে পাই ।


কত শত কষ্ট সয়ে বুকের মাঝে আগলে রেখে
করেছো লালন মমতায় মা.... গো.........
 সেই যে তুমি মা গেলে আমায় ছাড়িয়া
হৃদয় মাঝে তোমার ছবি বসত করে তাই ।


কথা ও সুর : এইচ. এম. আল আমিন
 

এই দুটি চোখ স্বপ্ন নোঙর - হেরাররশ্মি, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, দিলরুবা ইয়াসমিন নাহিদ এইচ. এম. আল আমিন প্রেরণামূলক গান,

এই দুটি চোখ স্বপ্ন দেখে আজ
আসবে কোরানের প্রিতিময় রাজ ।


মালেক ভাইয়ের মত স্বপ্ন দেখে
হাজারো মালেক আসে রক্ত মেখে
জাগে মুজাহিদ তাই নব চেতনায়
উঠাতে নতুন রবি সর্ণালি সাজ ।


আসছে শতাব্দি হবে আমাদের
ছুটবে আলোর বান সূর্যদ্বয়ের
সূর্যেও দিন এসে রুখবে আঁধার
 কোরানের সৈনিক সাহসের সাথে


ছুটে চলে রুদ্ধতার আবরণ ছিড়ে
 নোঙর ফেলে তারা সাহসের তীরে
সম্মুখে দীর্ঘ সফরের ডাক
তাইতো সবার শীরে জিহাদের তাজ ।


কথা : দিলরুবা ইয়াসমিন নাহিদ
সুর : এইচ. এম. আল আমিন
 

পাখি তুই কখন এসে নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আবদুর রাজ্জাক রাজু আবদুর রাজ্জাক রাজু নাতে রাসূল(স.),

পাখি তুই কখন এসে বলে গেলি মুহাম্মাদের নাম
যে নাম শুনে পৃথিবীকে ভালোবাসিলাম ।


নামে এতো মধু আছে আগে জানিনি
নামের গুনে রাত পোহাবে কভু ভাবিনি
ঐ নামেতে সবার চোখের ঘুম ভাঙিলাম ।


নামে এতো শান্তি আনে আগে বুঝিনি
নামের মাঝে সর্গ সুধা কভু খুঁজিনি
ঐ নামেরি অগ্নি শিখায় মোন রাঙিলাম ।


কথা ও সুর: আবদুর রাজ্জাক রাজু
 

মোন কেন মানে না নোঙর - হেরাররশ্মি এনামল হক - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী এইচ এম আলআমিন এইচ এম আলআমিন আখেরামূখী গান

মোন কেন মানে না প্রাণ কেন বোঝে না
দুদিনের এই দুনিয়াটা শুধু যে ছলনা ।


একলা তুমি এসেছিলে মায়ের উদর চিরে
একলা আবার যেতে হবেন ঐ না মাটির ঘরে
সহয় সম্বল পাবে না আর নেক আমল ছাড়া ।


তবে কেন বালুচরে মিছে বাসর বোনা
চলে এসো খোদার পথে মুক্তির ঠিকানা
পরোকালে নাযাত পেতে গোছাও মালছামানা ।


কথা ও সুর : এইচ এম আলআমিন
 

O man come back নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী Kashem naby Md. Jahirul Islam আখেরাতমূখী গান

O man come back

It’s time to do something important

It’s time to earn something for haven

You know you have to go back.

 

You see nobody could held the world for ever

You see life is a very little journey

You have another destination.

 

You know human come in the world for exam

You know human must be go from the world

You have another destination.

 

lyric: Kashem naby

Tune : Md. Jahirul Islam

ঘুমিয়েই কেটে গেল নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী বোরহান মাহমুদ এইচ এম আল আমিন প্রেরণামূলক গান,

ঘুমিয়েই কেটে গেল অর্ধ দিবস
বাকিটা সময় গেল হেলায় খেলায়
এভাবেই জীবনের সবগুলো দিন
 কেটে যদি যায় তবে কি হবে উপায় ।


ওপারের পুঁজি মোটেও হয়নি জমা
জমে থাকা পাপ রাশি পায়নি ক্ষমা
এরই মাঝে যদি তার ডাক এসে যায় ।


আঁধারেই ভেসে চলি অন্ধ ভেলায়
আঁধার সাগরে মাতি কোন সে খেলায়


মুক্তি পেতে হলে আয় ছুটে আয়
 কোরানরে তরী মোরে যায় ডেকে যায়
সব ছেড়ে যদি তাতে নাওঠি হয় ।


কথা: বোরহান মাহমুদ

সুর: এইচ এম আল আমিন

 

স্বাধিনতা এনেছি মোরা নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আবদুর রাজ্জাক রাজু আবদুর রাজ্জাক রাজু দেশের গান

স্বাধিনতা এনেছি মোরা
সুফল কি পেয়েছি তার
আজও বাংলার হাজার মানুষ
লাঞ্ছিত হয় বারবার ।

 

দুপায়ে দলতে সকল অত্যাচার 
ফিরে পেতে পুনঃ পুনঃ স্বাধিকার
ফেলে পিছুটান বুকের মাঝে
জনতার ছিল  হাহাকার ।

 

সত্য কথা বলে আজও যদি হয় লাশ
বুঝিনা আমি জানোকি তোমরা
এটা কিসের আভাস
আ ....................... ।

 

প্রাণ খুলে কথা যদি বলত চাও
নির্ভয়ে পথ যদি চলতে চাও
পারবে কি তুমি পারবে না বন্ধু
সহ্য হবেনা হায়নার ।

 

স্বাধীন হয়েছি মোরা যাহার আশায়
সে সপ্ন গুলো যেন মিশেছে ধুলোয়
মানবতা তাই আজ গুমরে কাঁদে
কি হাল আজ স্বাধীনতার ।

 

কথা ও সুর: আবদুর রাজ্জাক রাজু।
 

আমার মন ছুইটাছে নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী সংগৃহীত সংগৃহীত ফোক গান

আমার মন ছুইটাছেগো প্রাণ ছুইটাগো
যাইতে সোনার মক্কা মদিনা
আরব সাগড় পারি দিতে
হবেকি মোর নছিবেতে
পাক নবীর রওযায় দিতে সালাম
মন হইয়াছে দিওয়ানা দিওয়ানা ।


ধন যারে দিছে মাওলা
কেই স্টিমারে যায়
কেউবা আবার প্লেনেতে
কেউবা পায় হাইটা যায়
দয়াল যদি দিতেন পাখা
উড়ে গিয়ে করতাম দেখা
পাক নবীর রওযায় দিতাম সালাম
হৃদয় করে উজালা উজালা ।


যত আছো হাজির দল
গাটুরি বান্ধিয়া চল
তেরো মঞ্জিল পারি দিলে দেখবি মদিনা
মদীনায় রাসূলের কবর
বাইতুল্লাহতে সর্ণের পাথর
আমার মন হইয়াছে উড়াল পঙ্খি
বুঝাইলে মন বোঝেনা বোঝেনা ।


সংগৃহীত
 

জিহাদ মানে নয় যুদ্ধ নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী এইচ এম আল আমিন এইচ এম আল আমিন প্রেরণামূলক গান

জিহাদ মানে নয় যুদ্ধ
নয় হানাহানি বিভেদ কলহো
জিহাদ শান্তি সুখের পৃথিবী সাজানো ।

 

জিহাদ মানে মজলুমানের মুক্তি গাথা
জিহাদ মানে আলোর দিনের স্বপ্ন দেখা
জিহাদ মানে দূও করা সকল আাঁধার কালো ।

 

জিহাদ হলো অত্যাচারির চির শংকা
জিহাদ হলো সত্য ন্যয়ের নব বারতা

 

সেই জিহাদের ডাক দিয়ে যায় শোন কালোর নকীব
জ্বালতে হবে আঁধার পুড়িতে এক আলোর প্রদীপ
এসো প্রত্যয়ে জালাই এখানে দীনের আলো ।

 

কথা ও সুর : এইচ এম আল আমিন

কখন যে তোর প্রাণ নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী বাকী বিল্লাহ ফেরদৌস বাকী বিল্লাহ ফেরদৌস ফোক গান

ওরে ভোলা মন ........

কখন যে তোর প্রাণ পাখিটা
ফুরুৎ কইরা যাবে চলিয়া
এই দুনিয়ার মায়া ছাইরা
যাবে চলিয়া 
মাটির দেহ রবে পইরা
খাঁচার পাখি যাবে উড়িয়া ।


মাটির দেহ রবে পইরা
যখন পাখি যাবে উইড়া
তখন তারে কে আটকাবে
ভালোবাসিয়া ।


এ জীবনের মায়ায় পইরা
কত ধন তুলেছো গইড়া
সাধের এ ধন যাবা ছাইড়া
তুমি চলিয়া ।


পরকালের কথা ভুইলা
পাপের পথে গেছো চইলা
পাপের জন্যে সেদিন খোদা
ধরবে কসিয়া ।


কথা ও সুর : বাকী বিল্লাহ ফেরদৌস

পাট্টি টাট্টি বুঝিনা ভাই নোঙর - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মালিক আবদুল লতিফ মালিক আবদুল লতিফ বরিশালের আঞ্চলিক গান, আঞ্চলিক গান

পাট্টি টাট্টি বুঝিনা ভাই পাইলে দুগ্গা খাই
ক্যালিব্যানে নাঙ্গল লইয়া কোলার দিগে যাই ।


আদা দুহারকালে আইয়া খাডালেতে বই
মাইয়াউগ্গায় মোর পাশে বইয়া বাছতে থাহে খই
জিরাইয়া টিরাইয়া শ্যাষে নাইতে খালে যাই ।


বিয়ালবেলা ব্যাগডা লইয়া আটখোলা যাই
আগামি কাইল মিঠিং অইবে কইতাছে সবাই
 নেতা আইবে সৎ নেতা তুলোনা যার নাই ।


 নেতায় নাহি কোরান হাদিস দিয়া কথতা কয়
 হেই রহমের চললে নাহি থাকপেনা ডর বয়
এই রহমের নেতা মোরা হাঙ্গা দেশে চাই ।

 

কথা ও সুর : মালিক আবদুল লতিফ

আমার মায়ের মত আঁধারের বুক চিরে - টাইফুন, টাইফুন শিল্পীগোষ্ঠী, আব্দুস সালাম, আব্দুস সালাম মায়ের গান,

আমার মায়ের মত মা
কথাও আমি খুজে পাইনা
মা আমার মা, মা প্রিয় মা।


যত মুখ দেখি আমি প্রতিদিন
মার মত মুখ খুজে পাইনা
যত ভালোবাসা পাই মা
যত ভালোবাসা পাই
তোমার বালোবাসা পাইনা।


অভিমানে কেন ভুলে আছ মা
আমার কথা কি মনে পড়ে না
কত কিছু ভুলে যাই মা
কত কিছু ভুলে যাই
তোমার স্মৃতি কেন ভুলিনা।

 

 

কথা ও সুর: আব্দুস সালাম

মোরা আধারের বুক আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী আব্দুস সালাম আব্দুস সালাম প্রেরণামূলক গান,

মোরা আধারের বুক চিরে
আলোতে এসেছি
আলোই মোদের পথ
মোরা সীমার বাধন ছিড়ে
অসীমে ছুটেছি
পেরিয়ে আঁধার রাত।


মোরা শহিদী কাফেলা সাথে
কালিমা পতাকা হাতে
হেরার আলোর পথে ছুটেছি
চাই আল্লার রহমত


সত্যের সংগ্রামে রবো মোরা অবিচল
সয়ে যত জ্বালা যতো প্রতিঘাত
অসীমের পথচারী নয় কোন লালসা
চাই শুধু কাঙ্খিত জান্নাত
চাই আল্লার রহমত আল্লা তালার রহমত।


শহীদের কাফেলাতে এসো বীর মুজাহিদ
ভেঙে দিতে বাতিলের মসনদ
মৃত্যুর মহানিসা ডরে নাকো মুজাহিদ
আসুক ঝঞ্ঝা ঝড় অথৈ বিপদ
চাই আল্লার রহমত
আল্লাহ তায়ালার রহমত।


কথা ও সুর: আব্দুস সালাম

আজ আমাদের জাগতে আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী আব্দুস সালাম আব্দুস সালাম প্রেরণামূলক গান,

আজ আমাদের জাগতে হবে
এ নিশী ভাঙতে হবে
রূখতে হবে শক্তি মাতাল
মার্কিনী ঐ দৈত্য দল
শপথের বাক্য বুকে

চল মুজাহিদ চলরে চল ।

 

ফিলিস্তিন আর কাশ্মিরেতে
আজকে কেন হামলা হয়
প্রশ্ন আজ আমাদের
এটা কি সন্ত্রাসী নয়
কোন করনে আজ ইরাকে
করছে লড়াই দস্যু দল।

 

ওরা ইসলাম বিরোধী
ওরাই মোদের ধ্বংস চায়
যত ব্যাথা লাগুক ওদের
ইসলামই হবে বিজয়
ওরা তো নয় বন্ধু মোদের
ওরাই মোদের শত্রু দল।

 

কথা ও সুর: আব্দুস সালাম

তোমার ভালোবাসা যদি আঁধারের বুক চিরে- টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী আব্দুস সালাম  আব্দুস সালাম  জীবমূখী গান

তোমার ভালোবাসা

যদি হয় মাবুদের জন্য
তবে তুমি যেনে নাও
ধন্য হয়েছে তুমি ধন্য 
তোমার ভালোবাসা

যদি হয় রাসুলের জন্য
তবে তুমি যেন নাও
পু্র্ন হয়েছে তুমি পু্র্ন।

 

তোমার পথো চলা

যদি হয় দ্বীনের পথে
তোমার কথা বলা

যদি হয় দ্বিনের সাথে
তবে তুমি হয়েছ সুখী
জীবনে কি আছে বাকি
তোমার জীবন হলো ধন্য।

 

তোমার সকল কাজ

যদি হয় দ্বীনের তরে
তোমার সকাল সাঝ
যায় আল্লাকে স্বরে
তবে তুমি হয়েছে সুখী
জীবনে কি আছে বাকি
তোমার জীবন হলো পু্র্ন। 
 

কথা ও সুর: আব্দুস সালাম 

শহীদের রক্তের আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী সংগ্রহীত কামাল হোসাইন প্রেরণামূলক গান,

শহীদের রক্তের কনায় কনায়
লাখ লাখ সৈনিক উঠবে
সেই তৌহিদী জনতার বিপ্লবী ডাক
ইথারে ইথারে তাই ছুটবে।


জিহাদের ময়দানে সত্যের সংগ্রামে
জানমাল দিয়ে ওরা লড়েছে
মরে আর মরে যারা জান্নাতী হয় তারা
আল কোরানে ওরা পড়েছে
এগিয়ে চলে শুধু নিয়ে প্রত্যয়
ইসলামী দেশ তারা গড়বে।


ভয় নাই ভয় নাই নাই ভয়
চল যাই শহীদের কাফেলায়
হাত ছানী দিয়ে ঐ ডাকছে
যেপথ আলোকিত কোরানের আলোয়।

 

কথা: সংগ্রহীত

সুর: কামাল হোসাইন

তোমার নামে মধুর আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী শরীফ আব্দুল গোফরান মালিক আব্দুল লতিফ হামদ,

তোমার নামে মধুর গানে
হৃদয় ভরে যায়
তোমাকে পড়েগো মনে
ভোরেরও হাওয়ায়।


আযানে আযানে কাপে
সুরেরও মিনার
এমনও মধুরও যেন
পাইনা কিনার
তোমার নামের সিফাত
মনটা নাড়ায়।


বাগানে বাগানে ফোটে
কতশত ফুল
বয়ে চিলে একা নদী
শুন্য দুকুল
এমনও মধুরও সুধা 
তুমি দিলে হায়।

 


কথা: শরীফ আব্দুল গোফরান
সুর: মালিক আব্দুল লতিফ

মোহাম্মাদের নামের আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী শাওন আহমাদ মুকুল শাওন আহমাদ মুকুল নাতে রাসূল(স.),

মোহাম্মাদের নামের ধ্বনী
আমার হৃদয় বাজে শুনি
এই নামেতে মধুর ছোয়া 
আলোরও পরশ মনি।


তার আগমন খবর পেয়ে 
সবুজ হলো মরুভুমি
সুর্য রাঙে নতুন রঙে
জ্যোৎস্না পেলো রংতুলি।


সবাই পেল পথের দিশা
উঠল জেগে সারা ভূমি
দ্বীন কায়েমের প্রয়োজনে
আকড়ে ধরে তার বানী।

 

কথা ও সুর: শাওন আহমাদ মুকুল

 

অশান্ত পৃথিবীতে আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী আব্দুস সালাম আব্দুস সালাম প্রেরণামূলক গান,

অশান্ত পৃথিবীতে কেও শান্তিতে
বল কে জ্বালিয়ে দিল দুঃখেরী অনল
ভোরের পাখিরা গায় না সুখের গান
আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন।


আল কোরানের দিন আবার আসুক ফিরে
ভরে যাক অন্তর কোরানের নুরে নুরে
পিশাচের হামা গুড়ি হোক অবসান
হোকনা বিকল।


তাগুতের পদ্ভার ধরনী জরোজার
রূখবে তাদের বল আছে কে এমন আর
ঘুমন্ত এ জাতি আজও অচেতন
রবে কতকাল।

 

কথা ও সুর: আব্দুস সালাম

কে করিল ধরনীকে আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী আব্দুস সালাম আব্দুস সালাম হামদ

কে করিল ধরনীকে এত সুন্দর
কার সৃষ্টি নেই তুলনা যে তার।

 

ঐ যে নিকাকাশ আর সবুজের বন
শ্যামলী লতার মাঝে হারিয়েছে মন
রূপলী নদীর ঐ কুলুকুলু তানে
তসবীহ পড়ে যেন সেই আল্লার।

 

হাজার রঙের পাখি বাগানের ফুল
কার গুনগানে ওরা আছে মাশগুল

 

ঐ যে পাহাড়ী ছায়া ঝর্না কোলে
রূপলী চাঁদের আলো মুক্ত জ্বলে
সাজানো এ ধরণীতে করূনা অপার
শোকর করি তার সিজদা হাজার।
 

কথা ওসুর: আব্দুস সালাম

নদীর পানি আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী গাজী নয়ন ইসলাম নওসাদ মাহফুজ ভাটিয়ালি গান

নদীর পানি.........
কত দূরে যাওরে তুমি বহিয়া
নাই ঠিকানা নাইরে বাড়ী
কত নগর যাওরে ছাড়ি
ও কুলেতে বইয়া।


জনম জনম যাওরে তুমি
এপার ওপার করে
তোমার কত দুঃখরে নদী
দুকুল থাকে ভরে
তোমার জীবন চলেরে নদী
পানি বুকে লইয়া।


শহর নগর ছাড়িয়া যাও
উজান ভাটির খেলা
এই না সময় থাকরে কাছে
দূরে সন্ধ্যা বেলা
তোমার সকাল নাইরে বকাল
চলা থাকে বইয়া।


কথা: গাজী নয়ন ইসলাম
সুর: নওসাদ মাহফুজ

আমরা সবাই এক আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী আব্দুস সালাম আব্দুস সালাম প্রেরণামূলক গান

আমরা সবাই এক নতুন দিনের
স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই
যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ
রবেই রবে কন্ঠকময়।


বাধার পাহাড় গুলো মাড়িয়ে মোরা
মুক্তির মাঞ্জিলে হব আগোয়ান
আল কোরানের আলো ছড়িয়ে মোরা
ভেঙে দেব বাতিলের শুত আয়োজন 
আমাদের ধমনীতে বিজয়ের উল্লাশ
পরাজয় পাবে নাকো ঠাই।


জালিমের হাত যত সামনে আসুক
আমরাই প্রতিরোধ গড়বো আবার
মানুষের মন গড়া মন্ত্র ভেঙে
আনবোই সোনালী সে দিন রাশেদার
আমাদের বুক জুড়ে স্বপ্ন আঁকা তাই
আল্লার রাজ শুধু চাই।

 

কথা ও সুর: আব্দুস সালাম

মনের কোনে আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী নাজমুল কবির নাজমুল কবির নাতে রাসূল(স.),

মনের কোনে জায়গা করে
ভুলতে পারিনা তোমায়
হে রাসুল তুমি শুয়ে আছ মদিনায়।

 

নব ভুবনে তোমায় ভুলে
গড়েছে জীবন যারা
সেই জীবনে সঠিক পথের
পাইনি দিশা তারা
তোমার দোয়া জানি
তাদের তরে নয়।

 

আঁকাবাকা পথ পাড়ি দিয়ে
পৌছাতে চাই মাঞ্জিলে
আবার দিনে হে প্রিয় মোর
যেওনা কো ভুলে।

 

জাহেলিয়াতের আধার কেটে
গড়েছ সুখের সমাজ
তুমি বিহীন এ সমাজে
কেউ তো নেই সুখে আজ
তাই ব্যাথিত হৃদয়েতে
স্বরছে এ বিশ্বময়।

 

কথা ও সুর: নাজমুল কবির

ওগো মুজাহিদ আঁধারের বুক চিরে - টাইফুন টাইফুন শিল্পীগোষ্ঠী, শাওন আহমেদ মুকুল শাওন আহমেদ মুকুল প্রেরণামূলক,

ওগো মুজাহিদ চলো কাফেলায়
শহীদেরা ডাকে তোমায় ।

 

তোমরা কি দেখনা
কাশ্মীর ফলিস্তিনি
ইরাক আর ফলিস্তিনি
শশিুদরে রক্তে হয়েছে রঙনি
তবুও তারা পায়নাকো ভয় ।

 

তোমরা কি শোনোনা
মায়েদের আহাজারী
দুগ্ধ শশিুর লাশ
বুকে জড়ে ধরি
অসহায় হয়ে ডাকে তোমায়।

 

কথা ও সুর: শাওন আহমেদ মুকুল

আল্লাহ তুমি সৃষ্টকিারী  আঁধারের বুক চিরে টাইফুন শিল্পীগোষ্ঠী আব্দুল্লাহ্ আল কাফী আব্দুল্লাহ্ আল কাফী হামদ

আল্লাহ তুমি সৃষ্টকিারী 
তুমি পালন কারী
তুমি প্রভু লালন কারী
তুমি অন্তর যামী ।

 

তোমার দয়ায় নদী চলে
সাগর বহমান 
তোমার দয়ায় চন্দ্র তারা
নত্যি চলমান
তোমার রহম পয়েে প্রভু
ও ও ও ও
আমরা বেচে আছি । 

 

তোমার পথে চলি যেন
ওগো দয়াময়
সত্য ও সঠিক পথে 
রাখিও সদয়
তোমার পথে জীবন মরণ
সপে যে দিয়েছি।  

 

কথা ও সুর: আব্দুল্লাহ্ আল কাফী

ছয়টি ঋতুর খেলা নীল প্রজাপতি - সসাস, সসাস মতিউর রহমান মল্লিক মাহফুজ বিল্লাহ শাহী দেশাত্ববোধক,শিশুদের গান,

গান: ছয়টি ঋতুর খেলা
কথা: মতিউর রহমান মল্লিক
সুরঃ মাহফুজ বিল্লাহ শাহী

 

কোন দেশেতে পাবিরে তুই

ছয়টি ঋতুর খেলা
ও ও ও ও ও ও- - - - - হো হো হো
গ্রীষ্ম বর্ষা শরৎ শেষে
হেমন্ত শীত বসন্তেরই মেলা
সে আমার এই বাংলাদেশই
সজিব সুজলা শষ্য সুফলা
মন মাতানো প্রাণ জুড়ানো
দেশ চির শ্যামলা রে ॥

 

বুকের ভেতর লুকিয়ে রাখে
লতিয়ে থাকা হাজার নিবিড় নদী
জারি সারি ভাটিয়ালীর
সেই নদীরা বয়রে নিরবধী
মাঝ দরিয়ায় হাল ঘুরিয়ে
মন মাঝিরা পাল উড়িয়ে
দিক হতে দিক দিগন্তে যায়
ভাসিয়ে সুখের ভেলা ॥

 

সকাল নামে গাছের পাতায়
শিশির কনা ধুয়ে ধুয়ে ঐ
ছড়িয়ে পড়ে আলোর পাখি
ঘর বাড়ি মাঠ হৃদয় ছুয়ে ঐ
বয়রে হাওয়া নীড় নাচিয়ে
ফুল ফসলের ক্ষেত মাতিয়ে
সুনীল আকাশ গান গেয়ে যায়
রাঙিয়ে গোধুল বেলা ॥
 
বাঁশ বকুলের এ দেশ আমার
তাল তমালের এ দেশ আমার ওগো
জগত সেরা এ দেশ আমার
একটি মহান সবুজ খামার ওগো
তেপান্তরের মাঠ পেরিয়ে
হিজলতলীর ঘাট পেরিয়ে
ঝড়ের আকাশ নেয় উড়িয়ে
খড়ের বিচঞ্চলা ॥

ঈদগাহে যাই চল হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী - সসাস শেখ নজরুল শহীদুল্লাহ্ হাদী কোরবানির ঈদের গান

 

আয় কে যাবি বল
ঈদগাহে যাই চল
সুরমা আতর সুবাস মেখে
আল্লাহ ধ্বনি বলে।

খুশির পরাগ মেখে
নতুন জামা পড়ে
ঈদের মাঠে যাব সবাই
মাকে সালাম করে
তাকবীরে তাকবীরে সবাই
আনবো খুশির ঢল।

ধনী গরীব মিলে
দুম্বা ছাগল দিয়ে
কোরবানি করি সবাই মিলে
আল্লার নাম নিয়ে
করবো দোয়া দ্বীনের পথে
থাকতে অবিচল।

 

কথা : শেখ নজরুল

সুর: শহীদুল্লাৈহ্ হাদী

কখন কে যে হারিয়ে পানসি-সাইমুম সোহাইল আহমেদ - সাইমুম মতিউর রহমান মল্লিক মশিউর রহমান, জীবনমূখী গান,


কখন কে যে হারিয়ে যাবা 
কেউ তো জানবে না রে মানুষ
এই আছো এই নেই তবুও 
কিছুই মানলি না রে মানুষ ॥

 

পয়সা মারো মারো টাকা
পরের তহবিল করে ফাঁকা
সুদ খাও ঘুষ খাও জন্মের খাওয়া
যার কাছে যা যায় রে পাওয়া
ইচ্ছে করে লম্বা লোভের 
লাগাম টানলি না রে মানুষ ॥

 

যা করো তার জবাব দেয়ার
ভাবনা ভাবলি না 
পাপের অনুতাপে হায় রে 
একটু কাঁদলি না।

 

লাজ শরমের খেয়ে মাথা
দাও যে ধোঁকা যথাতথা
ছলবল কলবল কল কৌশল
সবটুক মাখন নাও রে তুলে
জেনে শুনে ধ্বংসের বুকে 
আঘাত হানলি না রে মানুষ ॥

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: মশিউর রহমান

সবুজ চাদরে ঢাকা পানসি-সাইমুম, সোহাইল আহমেদ - সাইমুম মতিউর রহমান খালেদ মতিউর রহমান খালেদ দেশের গান


সবুজ চাদরে ঢাকা রংধনু রঙে আঁকা 
এ আমার রূপসী বাংলাদেশ
হাজার নদীর ঐ কলকল কলতানে 
মুখরিত সবুজের রূপ অনিশেষ 
বাংলাদেশ বাংলাদেশ 
আমার জন্মভূমি বাংলাদেশ ॥

 

আঁকা বাঁকা পথে নদী যায় ছুটে যায়
পানসি নায়ের মাঝি ভাটিয়ালি গায়
দখিনা পবন তালে কাশফুল দুলে দুলে
ছড়ায় রূপের আভা মুগ্ধ আবেশ ॥

 

ছায়া ঢাকা মেঠো পথে রাখালিয়া সুর  
উদাসী দুপুর বেলা আহা কী মধুর 
কাজল দীঘির জলে শুভ্র কমল দোলে
সারি সারি মহুয়ার রূপ অনিশেষ ॥

 

কথা ও সুর: মতিউর রহমান খালেদ 

যেদিন মায়ার বাঁধন পানসি-সাইমুম, মারুফ আল্লাম - সাইমুম ওবায়দুল্লাহ তারেক ওবায়দুল্লাহ তারেক প্রেরণামূলক গান


যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে
যাব ওপার ভেলায়
সে যে বেদনারই দিন বিরহেরই দিন
থাকবো না এ মেলায় ॥

 

কত কথাগুলো নাড়া দেবে মনে
কত স্মৃতিগুলো জেগে ওঠে ক্ষণে ক্ষণে
ভুলে ভুলে কত ব্যথা দিয়েছি
সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায় ॥

 

সাদা কাফনে জড়ায়ে নিয়ে যাবে 
সেদিন অন্ধকারে তুমি কেমনে রবে
কারো হৃদয়ে যদি ব্যথা দিয়ে থাকি
সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায় ॥

 

কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক

শহীদের রক্ত পানসি-সাইমুম, সোহাইল আহমেদ - সাইমুম সোহাইল আহমদ খান সোহাইল আহমদ খান প্রেরণামূলক,


শহীদের রক্ত বৃথা যায় না
তবু কেন হায় মন মানে না
মমতার বাঁধন ছেড়ে যায় ঐ
কলিজা ছিঁড়ে ॥

 

কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে
সবকিছু ছেড়ে ঐ শহীদী মিছিলে
হৃদয়ের জানালাতে ওরা উঁকি দেয়
বিপ্লবেরই সেই শপথে ॥

 

স্বপ্নিল সম্ভার আশা ছিল কত তার 
তবু সেই পথে শহীদেরা একাকার 
প্রভুর ভালোবাসায় এতোটাই প্রাণ 
পৃথিবী তার কাছে পায় নাকো দাম ॥

 

কথা ও সুর: সোহাইল আহমদ খান

মাওলা রে মাওলা পানসি-সাইমুম, মারুফ আল্লাম - সাইমুম, ওবায়দুল্লাহ তারেক ওবায়দুল্লাহ তারেক প্রার্থনামূলক গান,


মাওলা রে মাওলা রে মাওলা
পাপের বোঝায় পাপী আমি
এই অধম গুনাগার
দয়ার সাগর তুমি দয়াল
কর সে দয়ায় একটু পার ॥

 

এই দুনিয়ার আঘাতে আঘাতে
জর্জরিত এই মন
সুখ তো পাই না কপালে সয় না
জ্বালা সহি সারাক্ষণ 
পাড়ের আশায় বসে আছি
দিও ওপারে গেলে সুখ ॥

 

এই দুনিয়ায় সব হারায়ে
নিঃস্ব যে হয়েছি
শত ব্যথা আঘাত পেলেও
তোমাকে ঠাঁই দিয়েছি
পারঘাটাতে বসে আছি
বড় আশায় বেঁধে বুক ॥

 

কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক

আল্লাহ আল্লাহ আল্লাহু পানসি-সাইমুম, মারুফ আল্লাম এবং সোহাইল আহমদ মাহফুজ বিল্লাহ শাহী মাহফুজ বিল্লাহ শাহী হামদ,


আল্লাহ আল্লাহ আল্লাহু
জাল্লা জাল্লা জালালুহু
তাসবীহ পড়ি তোমার নামে
একসাথে সবাই দিয়ে পাল্লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ ॥

 

তোমার রহম সদা বয়ে বয়ে যায়
ও নামের খুশবু ধরাতে ছড়ায়
ধরে নাও ধরে নাও কে আছো এমন
অশেষ করুণা পেতে হয়ো না কৃপণ ॥

 

তুমি বড়ই মেহেরবান 
দিয়েছো নেয়ামত চির অফুরান
আরো তুমি দিয়েছো জ্ঞানের আলো
আছে কে তোমার মত বাসবে ভালো ॥

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী

সর্বনাশা পদ্মা নদী  পানসি-সাইমুম, মারুফ আল্লাম - সাইমুম আবদুল আলীম আবদুল আলীম ভাটিয়ালি


সর্বনাশা পদ্মা নদী 
তোর কাছে শুধাই 
বল আমারে তোর কি রে আর
কূল কিনারা নাই ॥

 

পাড়ের আশায় তাড়াতাড়ি 
সকাল বেলায় ধরলাম পাড়ি
আমার দিন যে গেল সন্ধ্যা হলো
তবু না কূল পাই ॥

 

পদ্মা রে তোর তুফান দেইখা 
পরাণ কাঁপে ডরে 
এই না আমায় মারিস নে তোর
সর্বনাশা ঝড়ে।

 

একে আমার ভাঙ্গা তরী 
মাল্লা ছয়জন শল্লা করি
আমার নায়ে দিল কুড়াল মারি
কেমনে পাড়ে যাই ॥

 

কথা ও সুর: আবদুল আলীম

আমি মরণের পরেও পানসি-সাইমুম, সোহাইল আহমেদ - সাইমুম , আবু সা‘দাত লুলু আবু সা‘দাত লুলু প্রার্থনামূলক গান,


আমি মরণের পরেও যেন তোমারই গান 
গাইতে পারি প্রভু ওপারে 
জানি না কিভাবে কাটবে সময় আমার
কাটবে আঁধারগুলো কবরে ॥

 

আকাশের মাঝে যেমন মেঘ লুকোচুরি খেলা করে
আমিও তেমন করে খুঁজে ফিরি জীবনের মানে
রঙিন এই পৃথিবী স্বপ্নিল 
স্মৃতিগুলো রইবে পড়ে ॥ 

 

নদী যেমন করে ছুটে চলে সাগরের পানে 
আমার হৃদয়ে তেমন তোমারই প্রেমের সুধা ঝরে
তাই তো সারাক্ষণ ভাবি বসে বসে 
তোমায় পাবো প্রভু কী করে ॥

 

কথা ও সুর: আবু সা‘দাত লুলু
 

আলোর প্রদীপ জ্বেলে পানসি-সাইমুম মারুফ আল্লাম এবং সোহাইল আহমদ মোহাম্মদ নুরুদ্দীন আবু বকর সিদ্দিক নাতে রাসূল(স.),


আলোর প্রদীপ জ্বেলে
এলে ধরায় তুমি
নিরাশায় আশা দিয়ে
গড়লে স্বপ্নভূমি
হে রাসূল তোমায় পেয়ে হলো
আরব সমাজ পুণ্যভূমি ॥

 

জাহেলি যুগের অন্ধকারে
দীনের আলো ছড়িয়ে দিলে
দাওয়াত ইলাল্লাহ্ করতে তুমি
মক্কা ছেড়ে মদিনা গেলে
তোমার পরশ পেয়ে হয়ে গেলো
শান্তির বাসভূমি ॥

 

ফিরলো মানুষ অজ্ঞতা হতে 
আল কুরআনের ছায়াতলে
খালিদ ওমর আবু বকর
কালেমার পতাকা নিল তুলে
সত্যবাদী ছিলে সবার মাঝে
রাসূল প্রিয় তুমি ॥

 

কথা: মোহাম্মদ নুরুদ্দীন
সুর: আবু বকর সিদ্দিক

আর কতো কাল ভাসবো পানসি সোহাইল আহমেদ - সাইমুম আব্দুল আলিম আব্দুল আলিম পল্লিগীতি

আর কতকাল ভাসবো আমি 
দুঃখের সারী গাইয়া
জনম গেল ঘাটে ঘাটে (আমার)  
ভাঙা তরী বাইয়া রে আমার
ভাঙা তরী বাইয়া ॥

 

পরের বোঝা বইয়া বইয়া 
নৌকার গলই গেছে খইয়া রে  
আমার নিজের বোঝা কে বহিবে রে 
রাখবো কোথায় যাইয়া ॥

 

এই জীবনে দেখলাম নদীর 
কতই ভাঙা গড়া 
আমার দেহ তরী ভাঙল শুধু 
না জাগিল চড়া

 

আমার ভবে কেউ কি আছে 
দুঃখ কবো কাহার কাছে রে
আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে
তোমার পানে চাইয়া ॥

 

কথা ও সুর: আবদুল আলীম

নিজেকে বড় মনে পানসি মারুফ আল্লাম - সাইমুম মাহফুজ বিল্লাহ্ শাহী মাহফুজ বিল্লাহ্ শাহী জীবনমূখী গান,

নিজেকে বড় মনে করো না তুমি 
নিজেকে নিজেই ছোট ভেবে দেখ হায়
নিজে যারে বড় বলে বড় সেই নয় 
লোকে যারে বড় বলে বড় সেই হয় ॥

 

বড় কথা বলো না আপবাদ দিও না
কাউকে অবজ্ঞা করো না তুমি
তোমার ব্যবহারে কেউ যদি ব্যথা পায়
ভেবে নিও নিষ্প্রভ তুমি
ব্যবহারে মনুষত্বের পরিচয় ॥

 

সর্বযুগের সেরা মহামানব হয়ে
এসেছিলেন যিনি এই বিশ্বে
ছোটদের দেখা পেলে তিনিও সবার আগে
সালাম দিতেন মৃদু হেসে
তিনি তো শিখিয়ে গেলেন বিনয় ॥

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ্ শাহী

হে আল্লাহ পানসি মারুফ আল্লাম - সাইমুম ইলিয়াস হোসাইন ইলিয়াস হোসাইন প্রার্থনামূলক গান,

হে আল্লাহ হে রহমান
হতে চাই শিল্পী আমি
গাইবো তোমার গুণগান ॥

 

আমার গানের ভাষায়
রেখো তুমি কুরআনের কথা
যে গান শুনিলে বাতিলের চোখ থেকে
ঝরবে শুধু নীরবতা
বিনিময় চাই না প্রতিদান চাই না
রহম কর মোরে দান ॥

 

আমার সুরের মাঝে
দাও প্রভু বেলালের সুর
যে সুর শুনিলে তাগুতের মন প্রাণ
উড়ে যায় দূর বহুদূর
খ্যাতিমান চাই না উপহার চাই না
ভালোবাসা দাও গো মহান ॥

 

কথা ও সুর: ইলিয়াস হোসাইন
 

আল্লাহু আল্লাহু শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, সংগ্রহ  সংগ্রহ  হামদ,

 

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহ

শাবাবাল আকীদাতি হাইয়ানতাতু

মুতুনাল মানা ইয়া ইলাল জান্নাতি

ফাফিল ক্বাতলি আই সুবলানা আজমাইন

ফা ফিদদুন ক্বাতলুল জিন উম্মাতি

 

নামুতু লি নাহ ইয়া বিদারিল খুলুদ

ওয়া ইয়াহ ইয়াল যাবানু আলাজ জিল্লাতি

ফা ইম্মা না ইশনুকা আইশিল যুদুর

ওয়া ইম্মা নামুতু আলাল ইজ্জাতি

 

কথা সুর: সংগ্রহ

তেমন মানুষ শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, সাইফুল্লাহ মানছুর সাইফুল্লাহ মানছুর নাতে রাসূল(স.),

তেমন মানুষ মিলবে না আর

এই ধরাতে ফের 
যে ছিলো আপন

দুঃখীদের গরিবের ॥

 

গরিব দুঃখী তাঁর কাছে বলতো কথা

লতো তাদের জীবনের সব দুঃখ ব্যথা
কারণ তিনি পাশে যেতেন দুঃখ ঘোচাতেন 
সকল মানুষের ॥

 

আপন লোকের হাতে হায় মার খেলেন তিনি

বললেন আবার খোদার কাছে, ওরা বোঝেনি
কারণ তিনি ক্ষমা করতেন ভালোবাসতেন
সকল পাপীদের ॥

 

কথা ও সুর: সাইফুল্লাহ মানছুর

ছোট থাকবো না শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, সালমান আল আযামী সালমান আল আযামী প্রেরণামূলক,

 

ছোট থাকবো না মোরা চিরদিন 
বড় হবো নিশ্চয়ই একদিন 
সেদিন তো আর বেশি দূরে নয়
খোদার বিধানের আনবো বিজয় ॥

 

আমাদের মাঝেই লুকিয়ে আছে খালেদের মতো কত বীর 
আমাদের থেকেই সৃষ্টি হবে যে দিগবিজয়ী মহাবীর
হে খোদা মোদের শক্তি দাও নির্ভীক হবার সাহস দাও
যেন প্রমাণ করতে পারি নেই মোদের কোন সংশয় ॥

 

সবাই মিলে এসো শপথ করি 
জীবন খোদার রঙ্গে রঙ্গীন করি
তবেই শক্তি খোদা দেবেন উপহার 
কায়েম হবে ফের সমাজ খোদার।

 

কুরআন শরীফ থেকে শিক্ষা নেবো কিভাবে মানুষ হতে হয় 
রাসূলের হাদীস হতে জানতে পারবো আমাদের মূল পরিচয়
মোরা থাকবো না পিছে কোনদিন আর করবো জীবনকে বিলীন 
এই শপথে টিকে থাকতে মোদের নেই কোন ভয় ॥ 

 

কথা ও সুর: সালমান আল আযামী

মোরা হতে চাই শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, সালমান আল আযামী সালমান আল আযামী প্রার্থণামূলক গান,

মোরা হতে চাই প্রিয়তম তোমার 
মোদের কবুল করো হে পরওয়ার ॥

 

মোরা হতে যেন পারি সত্যবাদী
যেমন ছিলেন আবু বকর 
মোরা হতে যেন পারি নির্ভীক সৈনিক 
যেমন ছিলেন নেতা ওমর
এই মুনাজাত তোমার কাছে শুধু
করি মোরা বারবার ॥

 

তোমার কাছে একটি শপথ করছি মোরা
আনবো এবার আমরা নতুন স্রোতের ধারা
জাগাবো সকল ঘুমের পাড়া 

 

সেই ধারাতে আসবে সুদিন
সাজবে ধরা নব সাজে 
সেই ধারাতেই কায়েম হবে ফের 
খোদার বিধান এ সমাজে
দুঃখ যাতনা ঘুঁচবে সেদিন আর 
শান্তির আসবে জোয়ার ॥

 

কথা ও সুর: সালমান আল আযামী

ছোট ছোট প্রাণগুলো শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, সাইফুল্লাহ্ মানছুর সাইফুল্লাহ্ মানছুর

 

ছোট ছোট প্রাণগুলো আয় মিলেমিশে গাই 
সত্য ন্যায়ের পথটি ধরে চলবো আজ সবাই ॥

 

মোদের প্রভু আল্লাহ তায়ালা তাই করি না ভয়
রাসূল হলেন নেতা মোদের নেই কোন সংশয়
এসো না তাই কদম কদম সব বাধা মাড়াই ॥

 

গাছ-গাছালী ফসল নদী পাখির কলতান 
সকল কিছুই মহান স্রষ্টা আল্লাহ তায়ালার দান 
তাঁরই দেয়া মন ভুলানো রঙ বেরঙের ফুল
এত কিছু পেয়েও তবু কেন করি ভুল ॥

 

এসো না তাই সবাই মিলে খোদার পথে চলি
বুকে বুকে বুক মিলিয়ে সত্য কথা বলি 
আল কুরআনের আলোর পথে জীবনটা বিলাই ॥

 

কথা ও সুর: সাইফুল্লাহ্ মানছুর
 

আল্লাহু আল্লাহু আল্লাহ শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, সংগ্রহ, সংগ্রহ হামদ,

আল্লাহু আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
রব্বাহু ইন্নি জায়িউন হালমিন
সাবিবিল লির রাগিফ
রাব্বাহু ইন্নি দায়িউন ফিল বারদি
ফি জাওয়িল খরিফ
রব্বাহু মালিহি লাতুন 
ওয়াল লাইলু মিন হাওলিহি মুখিফ
রব্বাহু মালিহি ইসবাত
মালিহি মুয়ীনুন আও মুদিফ ॥

 

ওয়াল ইয়াওমা মালি লিউসরাতুন মালি
রাফিকুন আওয়ালিফ
লিল্লাহি আশকু মিহনাতি 
আনতাল মুরাজায়া লাতিফ
ফাল হুজনু আদমা মুখলাতি 
ওয়াজ্জুলমু মিন জাওরিল মুখিফ
ওয়াল উরিউ আবদা আওরাতি লিননাসি 
ওয়াস সাওবুল খফিফ ॥

 

কথা ও সুর: সংগ্রহ

তুমি রহমতে আলম শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, তাফাজ্জল হোসাইন খান, তাফাজ্জল হোসাইন খান হামদ,

তুমি রহমতে আলম জানে তা 
সারা দুনিয়া
রহমতে নিভে দোযখ 
দারুণ হাবিয়া ॥

 

তুমি নবী কামলিওয়ালা 
তোমার নূরে ভুবন আলা 
আসে বৃষ্টির মতো রহমত অবিরত 
ঝরিয়া ঝরিয়া ॥

 

যার নামের সুরভিতে 
উঠলো ভুবন মেতে 
কুল ইনসান সে নাম গাহিছে সুবহে শাম 
মজিয়া মজিয়া ॥ 

 

সবে পড় সাল্লে­আলা 
আর মিটাও প্রাণের জ্বালা
প্রেমে তার হও না পাগল 
দু’চোখে নামাও বাদল 
স্মরিয়া স্মরিয়া ॥

 

কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

গোলাপ চাঁপা শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, আমিনুল ইসলাম সালমান আল আযামী প্রেরণামূলক,

গোলাপ চাঁপা বকুল ফুলের 
ঘুম ভাঙাবে কে 
আমরা সকলে, আমরা সকলে ॥

 

অলস রাতের চাদর ঠেলে 
কানে কানে সুধা ঢেলে
মিনার চূড়ে বেলাল সুরে 
আজান দেবে কে ॥

 

আঁধার পুরীর আগল মেলে
জ্ঞান আলোকের মশাল জ্বেলে
সঠিক চলার পথগুলো সব 
চিনিয়ে দেবে কে ॥

 

জালিম রাজের কবর দিয়ে 
আল কুরআনের সবক নিয়ে
হেলাল আঁকা নিশানখানি
উড়িয়ে দেবে কে ॥ 

 

কথা: আমিনুল ইসলাম
সুর: সালমান আল আযামী

রাসূল তুমি যে শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, সালমান আল আযামী সালমান আল আযামী নাতে রাসূল(স.),

রাসূল তুমি যে আমার 
হৃদয় বাগের বুলবুল
তোমারও সুরের নিবিড় ছোঁয়ায়
তাই তো হয়েছি ব্যাকুল ॥

 

মরুর বুকের যে অতুল সুরভি
যে ফুলের পাগল অকবি কবি
সেই ফুল থেকে ঘ্রাণ
নিতে আমার প্রাণ 
হয়েছে আকুল ॥

 

খোদার হাবীব হে ভুবনচারী
আলোর পথের যে তুমি দিশারী
তাই তোমার গান 
গেয়ে দিবা-যাম
হয়েছি মশগুল ॥

 

কথা ও সুর: সালমান আল আযামী

এসো আল্লাহকে ভালোবাসি শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, তাফাজ্জল হোসাইন খান তাফাজ্জল হোসাইন খান হামদ,

 

এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনপ্রাণ
সকল কাজে দেবো মোরা তাহারই প্রমাণ
নিশিদিন তাহারই প্রমাণ ॥

 

আল্লাহ দিলেন পথের দিশা আঁধার ভুবনে
বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে
দুঃখের রাতে এই বুকেতে মুশকিলে আসান
তিনি যে মুশকিলে আসান ॥

 

বনের পশু পাখ-পাখালি তাঁহার নামেতে
প্রাণ ভরে গায় তাসবীহ তাঁরই সকাল সাঁঝেতে 
আমরা মানুষ অন্ধ বেহুঁশ করি না সন্ধান
তাঁহারে করি না সন্ধান ॥

 

খোদার দেয়া জীবন বিধান আছে কোরআনে 
চলতে হবে সেই বিধানে রেখো স্মরণে
আঁধার পথে বন্ধু সাথে করবে আলো দান
আমাদের করবে আলো দান ॥

 

কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান

পন করেছি শিশু কিশোরদের গান - সাইমুম, সাইমুম শিল্পীগোষ্ঠী, মতিউর রহমান মল্লিক, মতিউর রহমান মল্লিক, থীম সং, গোষ্ঠীর গান

 

পণ করেছি সত্য ন্যায়ের গান যে গাবো ভাই 
সাইমুমের অরুণ-তরুণ শিল্পীসেনা ভাই ॥ 

 

মোদের কণ্ঠ ঝংকৃত হোক আল জিহাদের গানে
ইনকিলাবের বন্যা আনুক প্রতি প্রাণে প্রাণে 
ঘুমিয়ে আছে যারা তাদের জাগাতে যে চাই ॥

 

খোদাদ্রোহী সংস্কৃতির লৌহ বুনিয়াদ
আল কুরআনের গজল গেয়ে করবো যে বরবাদ
বাতিল তমুদ্দুনের সাথে কোনই আপোষ নাই ॥ 

 

শিল্পী গায়ক নয়তো মোদের আসল পরিচয়
আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়
শিল্পী থেকে কর্মী বড় সুর ছড়িয়ে যাই ॥ 

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
 

আজ নয় কাল তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, মনিরুল আলম মনিরুল আলম প্রেরণামূলক,

আজ নয় কাল আসবে রে সেই দিন 
উড়বে পতাকা উড়বে কালিমা 
কেটে যাবেই যাবে সকল অন্ধকার
আকাশে বাতাসে বাজবে সুখের বীণ ॥

 

সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে সাথে
ডাকতে হবে ধৈর্য্য নিয়ে আল কুরআনের পথে
যুগ বদলের গানে দেখ হাজার প্রাণে
শ্লোগানে শ্লোগানে আসছে রে নবীন ॥

 

দিকে দিকে যায় শোনা যায় বিপ্লবী আযান
ফিরে পেতে চায় যে তারা হারানো সম্মান
রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত
আল কুরআনের আলোর কাছে সব যে আলোহীন ॥ 

 

কথা ও সুর: মনিরুল আলম

সাঁঝের বেলা তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, আবদুল আজিজ বাচ্চু আবদুল আজিজ বাচ্চু দেশাত্ববোধক,শিশুদের গান,


সাঁঝের বেলা পাখি ফিরে নীড়ে তার
নীলিমা ভ্রমণ শেষে
আমি যেন বারবার

এমনি করে ফিরে ফিরে আসি
এই বাংলাদেশে ॥

 

এখানে আমার হৃদয়ের স্বপ্ন বোনা 
এই কোমল মাটির স্বর্গ ছেড়ে আর কোথাও যাবো না।
এই সহজ সরল মানুষের সহজ চাওয়া পাওয়া ॥


এখানে বিনায় জীবনের কাব্য লেখা
এই সবুজ বুকে রক্ত দিয়ে এক দুর্বার আবেগে
এই সবুজ শ্যামল প্রকৃতির সোনালি সোহাগ মেখে
সূর্যটা প্রতিদিন ওঠে হেসে ॥
 
কথা ও সুর: আবদুল আজিজ বাচ্চু
 

গল্প বলি শোন তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, নুসরাত-নুর-উন নাহার হাসনাত আবদুল কাদের নাতে রাসূল(স.),

 

গল্প বলি শোন প্রিয় নবীজীর  
শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরণীর ॥

 

ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে
সালাম দিতেন আগে ভালোবেসে 
চোখ দুটো ছিল তার শান্তির নীড়
পরম ঠিকানা যেন গরিব দুঃখীর ॥ 

 

যাদের ছিলো না কোন সহায় স্বজন
তাদের ছিলেন তিনি বড়ই আপন
হৃদয় ছিলো তার অতল গভীর
পরের ব্যথাতে তিনি সদাই অধীর ॥

 

কথা: নুসরাত-নুর-উন নাহার
সুর: হাসনাত আবদুল কাদের

আমার রবের দয়ার তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, হাসিনুর রব মানু  হাসিনুর রব মানু  হামদ,শিশুদের গান,

আমার রবের দয়ার কথা গাছ গাছালি জানে
চাঁদ সুরুজ ওই আগের মত নিয়ম কানুন মানে
ক্লান্তি নিয়েও নায়ের মাঝি কোন সুখে দার টানে
ওই রবেরই গুণ গাহিছি আমরা গানে-গানে ॥

 

পৌষ মাঘে শীত আসে যে হিমেল শাড়ি পরে 
কার ইশারায় পাতা গজায় পুরোন পাতা ঝরে
বর্ষাকালে ঝিলের ডোবায় হাজার কোলা ব্যাঙ 
কোন সুখেতে গেয়ে উঠে ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ ॥

 

কৃষক শ্রমিক মুটে মজুর খাটে যে দিন ভরে
ভেসে আসা আযান শুনে মাঠেই নামায ধরে
ক্লান্ত চাষির গন্ড বেয়ে গড়িয়ে পড়ে ঘাম
তবুও মুখে ফুটে উঠে প্রভুর গুণগান ॥

 

কথা ও সুর: হাসিনুর রব মানু 

We the Muslim তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, Abul Kasem Abul Kasem প্রেরণামূলক,

We the Muslim ummah

We the greatest, highest and best

We the strongest, wisest, honest

We the greatest we the highest,

We the best of all in the world

We the strongest we the wisest

Almighty force Allah with us.

 

We are the soldiers of Allah

Our arms La Ilaha Illallah

Our constitution the holy Quran and sunnah.

 

We are the banner of Islam

We the mujahid of Islam

We the brave nation

We the tiger lion of Allah.

 

Our leader Mustafa Muhammad

Our commander hazrat Muhammad

Our life & death,

Our action & faith for Allah.

 

Lyric and Tune : Abul Kasem

নামের বড়াই তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, সত্য সাহা  সত্য সাহা  শিক্ষামূলক

নামের বড়াই করো নাকো নাম দিয়ে কী হয়
নামের মাঝে পাবে না তো সবার পরিচয় ॥ 

 

মতিঝিলে মতি নেই নেই কোন ঝিল
সোনারগাঁয়ে সোনা নেই আছে শুধু বিল
ঢাকার শহর খোলা থাকে ঢাকা নাহি রয় ॥ 

 

রাজা নেই শাহী নেই রাজশাহী নাম
হাতি ঘোড়া কিছু নেই আছে শুধু আম
সিংহ নেই তবু সে কি ময়মনসিংহ নয় ॥
 
কর্ণফুলির কানের ফুল দেখে না তো কেউ
বুড়িগঙ্গায় বুড়ি নেই আছে শুধু ঢেউ
পদ্ম ছাড়া নদীর নাম পদ্মা কেনো কয় ॥ 

 

কথা ও সুর: সত্য সাহা

আল কুরআনের পথ  তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, মতিউর রহমান মল্লিক  তাফাজ্জল হোসাইন খান প্রেরণামূলক,শিশুদের গান,

আল কুরআনের পথ 
এই পথই আসল পথ
অন্য পথে অন্য মতে 
নেই যে রহমত ॥

 

আল কুরআনের আলোয় যার জীবন আলোকিত
সে চির বিপ্লবী নয় কখনো ভীত
তার বুকেতেই শুধু খোদার অথই মোহাব্বত ॥ 

 

আল কুরআনের প্রেমে যে বারেক পড়ে যায়
দীন কায়েমের তরে সে শহীদ হতে চায়
সেই জিহাদের রাহে গড়ে নিজের ভবিষ্যৎ ॥ 

 

কথা: মতিউর রহমান মল্লিক 
সুর: তাফাজ্জল হোসাইন খান
 

লক্ষ তারার মাঝে তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, সংগ্রহ শামীমুল হক নাতে রাসূল(স.),শিশুদের গান,

কী নূর খোদা দিলেন গো এই
পাঠিয়ে মরুর মক্কাতে
আঁধার মরু আলো হলো আজ
সে নূরের জালওয়াতে
রহমতের সমুদ্র আমার 
রাহমাতুল্লীল আলামিন
শ্রেষ্ঠ যিনি দোজাহানের 
আজ সারা মাখলুকাতে।

 

লক্ষ তারার মাঝে চাঁদটি যেমন
সব নবীদের মাঝে নবী গো তেমন
আরশের দেয়া এই প্রিয় উপহার 
পরশেতে খেলা করে কোলে আমিনার ॥ 

 

আহা আহা কী বদন ঘেরা নূরানী
পিঠে যার নবুয়াতি আঁকা নিশানী
বাদশাহী পেয়ে তিনি দিন ও দুনিয়ার
ঘুমাতেন পেতে পাটি খেজুর পাতার ॥

 

নূরে নূরে ঝলোমল করে ও জগত
বয়ে চলে দুনিয়ায় আলোকিত স্রোত
খুলে দিয়েছেন খোদা ফেরদাউস তার
খুশিতে ভরেছে আজি তাই সংসার ॥

 

ঝরে ঝরে রহমত আজ গো সেথায় 
রয়েছেন বেঁধে বাসা নবী গো যেথায় 
যাহারই পরশে মাটি হলো গো সোনা 
যে নাম জপিলে ভয় থাকে না গুনাহ ॥ 

কথা: সংগ্রহ
সুর: শামীমুল হক
 

হাজার নদী মাঠ তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, রেজাউল করিম জুলকারনাইন বাহলুল দেশাত্ববোধক,শিশুদের গান,

 

হাজার নদী মাঠ পেরিয়ে শ্যামল পরিবেশ 
এইতো আমার জন্মভূমি সোনার বাংলাদেশ
আমার প্রাণের বাংলাদেশ।

 

কামার কুমার জেলে তাঁতি
এক সাথে দিন কাটে
পানসি মাঝির নৌকা ভিড়ে 
গায়ের ঘাটে ঘাটে
ঢেউয়ে ঢেউয়ে কোন সুদূরে

হয় সে নিরুদ্দেশ।

 

আজানের মিষ্টি সুরে দিনের শুরু হয় 
তারাদের আগমনে সন্ধ্যা যে ঘনায়।

 

বিলের জলে শাপলা ফোটে 
পদ্ম পাতায় হাসি
ভরা জলে জ্যোৎস্না ছড়ায়
মুক্তা রাশি রাশি 
কাজলা মেঘে কোন রূপসীর
কাজল কালো কেশ।

 

কথা: রেজাউল করিম
সুর: জুলকারনাইন বাহলুল
 

নীল আকাশের তোমাকেই শুধু মনে হয়, সাইমুম শিল্পীগোষ্ঠী, হেলাল উদ্দিন  হাসিনুর রব মানু নাতে রাসূল(স.),শিশুদের গান,

 

নীল আকাশের লক্ষ তারার জোনাক জ্বলেছে
আল্লাহ তায়ালা রহমতের দুয়ার খুলেছে ॥

 

মক্কা ধামে ছিলো আমার মা আমেনার ঘর
এলেন সেথায় জ্যোতির্ময় এক আলোর সওদাগর
তামাম জাহান তাই তো খুশির জোয়ার তুলেছে ॥ 

 

আকাশ মাটি ফুল পাখিদের আজকে মধুর মিতালী
মারহাবা মারহাবা বলে গাইছে সবাই গীতালি
অন্ধকারে নতুন দিনের প্রদীপ জ্বেলেছে ॥ 

 

রহমতের ফল্গুধারা মোহাম্মদ রাসূল
মরুর বুকে ফুটলো যেন মন মাতানো ফুল
সালাম দিতে বনের পশুর জবান খুলেছে ॥ 

 

কথা: হেলাল উদ্দিন 
সুর: হাসিনুর রব মানু

ঝরনার পাশে দাঁড়ালে তোমাকেই শুধু মনে হয় সাইমুম শিল্পীগোষ্ঠী আবু তাহের বেলাল  হাসিনুর রব মানু হামদ,শিশুদের গান

 

রহীম করিম অশেষ অসীম
আমার প্রভু তুমি দয়াময়


ঝরনার পাশে দাঁড়ালে
জোসনার দিকে তাকালে
তোমার কথা মনে হয়
পাংশু মেঘের আড়ালে
ঐ চাঁদ তারা হারালে
তোমার কথা মনে হয় ॥

 

তোমার দানের নেই তুলনা
তোমার দয়ার নেই উপমা
এই পৃথিবী আকাশ মাটি
তোমার প্রেমে পায় সুষমা
তোমার নূরে দীপ জ্বালিয়ে
করলে জাহান আলোময় ॥

 

তোমার কথায় বৃষ্টি নামে
তোমার ছোঁয়ায় পুষ্প ফোটে
সাগর পানে মিলন মোহে
ক্লান্ত হাজার নদী ছোটে
দূর করে দাও প্রেম বিরহে
আমার সকল পরাজয় ॥

 

কথা: আবু তাহের বেলাল 
সুর: হাসিনুর রব মানু
 

বদরের মাস এলো সিয়ামের রঙ সসাস আসাদ বিন হাফিজ মইন উদ্দিন বকুল রমজানের গান,

বদরের মাস এলো

 

কথা :আসাদ বিন হাফিজ

সুর : মইন উদ্দিন বকুল

আল কোরানের মাসে এসেছে হৃদয়ে রমজান, সসাস তোফাজ্জল হোসাইন খান তোফাজ্জল হোসাইন খান রমজানের গান,

হৃদয়ে রমজান

কথা ও সুর : তোফাজ্জল হোসাইন খান

 

আহলান সাহলান মাহে রমজান.......

আল কুরআনের মাস এসেছে জাগরে মুসলমান

হও পেরেশান রাখো অম্লান হৃদয়ে রমজান ।।

 

মাগফিরাতের মাস এসেছে এসেছে তোর দরজায়

সব কালিমা ফেল ধুয়ে ফেল রহমতের দরিয়ায়

চোখের জলে তাওবা করলে নাজাত দিবেন রহমান।।

 

কুরআন পড় হাদীস জান যত পারো এই মাসে

শাফায়াত করিবে কুরআন কেউ রবেনা যখন পাশে

 

হয়তো সময় মিলবেনা ফের দুদিনের এই জীবনে

আরাম আয়েশ যাও ভুলে যাও ফসল তোল যতনে

রোজ হাশরে বিচার দিনে পাবি তারি প্রতিদান।।

রাইয়ান দরজায় হৃদয়ে রমজান, আলীগড় - সসাস আবু তাহের বেলাল আবু তাহের শাকিল রমজানের গান,

রাইয়ান দনজায় দাড়িয়ে

যদি কেউ না ডাকে আমায়

আশ্রয় পাবোনা কখনও

আরশের শীতল ছায়ায় ।।

 

কথা : আবু তাহের বেলাল

সুর : আবু তাহের শাকিল

 

রমজান ফিরে এসেছে হৃদয়ে রমজান, মোহনা - সসাস আব্দুস সালাম তামীম আব্দুস সালাম তামীম রমজানের গান,

রমজান ফিরে এসেছে

রহমত ফিরে এসেছে

মুক্তির পয়গাম নিয়ে েএসেছে

 

কথা ও সুর : আব্দুস সালাম তামীম

 

রমাদনে মন তুই হৃদয়ে রমজান, বিকল্প - সসাস আব্দুস শাকুর তুহিন আব্দুস শাকুর তুহিন, রমজানের গান,

রমাদনে মন তুই করনা ভালো কাজে প্রতিযোগিতা

আল্লাহ্ মহিম দেন বাড়িয়ে সওয়াব যত সবই তার

সুবহানাল্লাহ্ আলহামদুলিল্লাহ্ আল্লাহু আকবার ।।

 

কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন

 

 

এসেছে ফিরে রমজান হৃদয়ে রমজান, হেরাররশ্মি - সসাস নূর নবী জনী শহীদুল্লাহ্ হাদী রমজানের গান,

এসেছে ফিরে রমজান এসেছে ফিরে রমজান

মুমীনের কড়া নেড়ে সব মানুষেরই দ্বারে

সবার ঘরে সবার দ্বারে এসেছে নিয়ে নব ফরমান ।।

 

 

কথা : নূর নবী জনী

সুর : শহীদুল্লাহ্ হাদী

 

 

মুমীনের হৃদয়ে হৃদয়ে রমজান, সুন্দরবন - সসাস জাহিদুল ইসলাম(জুয়েল) জাহিদুল ইসলাম(জুয়েল) রমজানের গান,

মুমীনের হৃদয়ে শান্তি দিতে এলো রমজান

গোনাহগারের গোনাহ মুছে দিতে এলো রমজান

 

কথা ও সুর : জাহিদুল ইসলাম(জুয়েল)

রহমত নিয়ে এলা হৃদয়ে রমজান, সিন্দাবাদ - সসাস তানভীর মুজাহীদ মিশু তানভীর মুজাহীদ মিশু রমজানের গান,

রহমত নিয়ে এলো রমজান

বরকত নিয়ে এলো রমজান

মাগফেরাতের ছোঁয়া দিতে 

এলো মাহে রমজান ।।

 

কথা ও সুর : তানভীর মুজাহীদ মিশু

রমজানেরই চাঁদ উঠেছে হৃদয়ে রমজান, খানজাহান - সসাস মোড়ল শরিফ মোড়ল শরিফ রমজানের গান,

রমজানেরই চাঁদ উঠেছে

তাকিয়ে দেখ আকাশ পানে

খুশির জোঁয়ার সারা দুনিয়ায়

লাগলো সবার প্রাণে প্রাণে

রহমত বরকত নাযাতের মাস এলো

এসো গাই একসাথে গান 

আহলান সাহলান মাহে রমজান ।।

 

কথা ও সুর : মোড়ল শরিফ

 

এগারোটি মাস হৃদয়ে রমজান, কান্ডারী - সসাস আব্দুল হান্নান আব্দুল হান্নান রমজানের গান,

এগারোটি মাস ডুবে ছিলাম গোনাহের মাঝ

পাপের কালিমা মুছে দিতে এলো সিয়ামের মাস

 

কথা ও সুর : আব্দুল হান্নান

রমজান নয় শুধু হৃদয়ে রমজান, তরঙ্গ - সসাস, অহিদুর রহমান, রোকনুজ্জামান, রমজানের গান,

রমজান নয় শুধু রোজা রাখা

একটি হুকুম হলো তার

শতশত হুকুম রয়েছে পরে

জীবন কি করো তাতে পার ।।

 

কথা : অহিদুর রহমান

সুর : রোকনুজ্জামান

 

জীবনের পাপ তাপ হৃদয়ে রমজান, নিমন্ত্রণ - সসাস মাহমুদুল হাসান জি. আর অন্তর রমজানের গান,

জীবনের পাপ তাপ পোড়াতে

 

কথা : মাহমুদুল হাসান

সুর : জি. আর অন্তর

ফিরে ফিরে রমজান হৃদয়ে রমজান, অঙ্গীকার - সসাস আল আমিন মিজবাহ আল আমিন মিজবাহ রমজানের গান,

ফিরে ফিরে রমজান আসে

বদরের স্মৃতিগুলো ভাসে

 

কথা ও সুর: আল আমিন মিজবাহ

আবার এসেছে ফিরে হৃদয়ে রমজান, উচ্চারণ - সসাস তোফাজ্জল হোসেন খান, রমজানের গান, রমজানের গান,

আবার এসেছে ফিরে সেই মাহে রমজান

জান্নাতের দরজা খুলে দিলেন রহমান

 

কথা ও সুর : তোফাজ্জল হোসাইন খান

মুমীনের তরে হৃদয়ে রমজান, সন্দীপন - সসাস নুরুল ইমরান আরিফ উল্লাহ্ রমজানের গান,

মুমনের তরে গুনাহ্ মাফের বার্তা নয়ে

 

কথা: নুরুল ইমরান

সুর: আরিফ উল্লাহ্

মুমনি হৃদয় হৃদয়ে রমজান প্রত্যয় - সসাস জয়নাল আবেদিন জয়নাল আবেদিন রমজানের গান

মুমিন হৃদয় খুশি আজি

 

কথা ও সুর : জয়নাল আবেদিন

এই দেশ আমার প্রিয় চাঁদের হাসি, মশিউর রহমান মামুন মশিউর রহমান মামুন মশিউর রহমান মামুন দেশাত্ববোধক,শিশুদের গান,

এই দেশ আমার প্রিয় জন্মভূমি

কথা ও সুর: মশিউর রহমান মামুন

 

এই দেশ আমার প্রিয় জন্মভূমি
এই মাটি আমার কত পূন্যতূমি
এই দেশেতে জন্ম নিয়ে 
ধন্য হলাম ধন্য আমি ॥

 

গাছের ডালে দোয়েল শ্যামা ডাকে মুহুমুহু
শাপলা শালুক ফোটে বিলে ঝিলে
পাপিয়া কোকিল ডাকে কুহুকুহু
কত ভালবাসি এই দেশটাকে 
জানে সেই অন্তর্যামী ॥

 

সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা এই দেশ
যত দেখি বিস্ময় মেলে দুটি আঁখি লাগে যেন বেশ 

 

রাতের আঁধার কেটে জোনাকিরা আলো ছড়ায়
নদী যায় দোল খেয়ে সাগরে বয়ে
দেখেযে দুচোখ জুড়ায়
কত ভালবাসি এই দেশটাকে 
জানে সেই অন্তর্যামী ॥

 


 

এযে আমার জন্মভূমি চাঁদের হাসি, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, নয়ন মুরাদ মশিউর রহমান দেশাত্ববোধক,শিশুদের গান,মশিউর রহমান,নয়ন মুরাদ,হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী,চাঁদের হাসি,

এযে আমার জন্মভূমি

কথা : নয়ন মুরাদ
সুর: মশিউর রহমান

অ্যালবাম: চাঁদের হাসি

 

এযে আমার জন্মভূমি 
জন্মভূমি বাংলাদেশ
সুজলা সুফলা মমতা জড়ানো
সেযে আমারই দেশ ॥

 

চোখের এ দৃষ্টি যতদূর যায়
সবুজ সবুজে ঘেরা দুর নিলীমায়
মনের বীনার তারে তারে
 কে বাজিয়ে প্রাণে আনে
ফাগুনের রেশ ॥

 

রাখাল ছেলে আর গায়ের বধূ
গল্প কথায় কতযে মধুর
ঘাষের ডগায় শিশির কণা
ঝিকিমিকি করে যেন 
কিশোরীর কেশ ॥

চাঁদের হাসি চাঁদের হাসি, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, জহিরুল ইসলাম জহিরুল ইসলাম মায়ের গান,

চাঁদের হাসি হার মানায়

কথা ও সুর : আব্দুর রাজ্জাক রাজু

অ্যালবাম: চাঁদের হাসি

 

চাঁদের হাসি হার মানায়
যখন হাসে আমার মায়
সে কথাই বনে বনে
পাখ-পাখালি গেয়ে যায় ॥

 

মায়ের সমান মাতৃভূমি-দেখছ কি তার হাসি
সকাল বেলায় সূর্য হাসে-আঁধার টারে নাশি
দিঘির জলে শাপলা হেসে আমার কোমল মন ভরায় ॥


বাংলা মায়ের সবুজ বনে হাজার রকম ফুলে
হেসে হেসে সময় কাটায় বাউলা হাওয়ায় দুলে
মনটা আমার যায় হারিয়ে লুকোচুরির সেই খেলায় ॥
  
কথা ও সুর : আব্দুর রাজ্জাক রাজু
 

আল্লাহ তুমি মহান চাঁদের হাসি, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, জহিরুল ইসলাম জহিরুল ইসলাম হমদ,কিশোদের গান

আল্লাহ তুমি মহান

কথা ও সুর : জহিরুল ইসলাম

অ্যালবাম: চাঁদের হাসি

 

আল্লাহ তুমি মহান
গাছ গাছালি পাখ পাখালি
সবই তোমার দান ॥

 

নদীর ঐ কলতানে
সাগরের ঢেউয়ের তালে
 তোমারই গানের অমীয়ধারা
বয়ে বয়ে যায় ॥

 

পাখির ঐ কুহুতানে 
ভ্রমরের গুঞ্জরনে
 তোমারই নামের খুসবু ধারা
 ঝড়ে ঝড়ে যায় ॥
 

আঁধার যুগে চাঁদের হাসি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী, নয়ন মুরাদ আবদুর রাজ্জাক রাজু নাতে রাসূল(স.),শিশুদের গান

আঁধার যুগে আরব দেশে

কথা: নয়ন মুরাদ
সুর: আবদুর রাজ্জাক রাজু

 

আঁধার যুগে আরব দেশে
উঠলো সোনার রবি
 সেই রবি তো আর কিছু
 নয় আমার প্রিয় নবী ॥

 

আল্লাহ পাকের রহম নিয়ে 
এলেন তিনি বিশ্বে
বিলিয়ে দিতে অকাতরে
 ধনী গরিব নিঃস্বে
কল্পলোকে আজও আমি
 আঁকি তারই ছবি ॥

 

সর্বকালের সবার সেরা
 রাসুল ছিলেন তিনি
সবার সেরা মানুষ রূপে
 তাকেই মোরা চিনি
তাঁরই নামে লেখন লেখেন
 কত লেখক কবি ॥

 


 

পৃথিবী যখন ঘোর আধারে জনপ্রিয় ইসলামী গান সসাস আব্দুল গফ্ফার মশিউর রহমান নাতে রাসূল(স.)

পৃথিবী যখন ঘোর আঁধারে
মানবতা একেবারে নিঃস্ব
রাসুল তোমার আগমনে
আলোকিত হলো সারা বিশ্ব।

 

পথহারা মুসাফির তোমার ডাকে
খুঁজে পেল সত্যের সন্ধান
শত্রুরা হয়ে গেল বন্ধু সবে
শুরু হলো মুক্তির জয়গান
বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার
পাল্টে গেল গোটা দৃশ্য।

 

সকল নবীর সেরা নবী
তোমায় পেয়ে ধন্য সবি
পূর্ণ হলো বিশ্বভূমি।

 

শত শত মুজাহিদ তোমার ডাকে
হাতে নিল সত্যের তলোয়ার
লাত মানাত ওজ্জা ভেঙ্গে দিল সব
ধ্বনি তুলে আল্লাহু আকবার
পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল
যারা হয়েছিল তব শিষ্য।

 

কথা : আব্দুল গাফফার
সুর: মশিউর রহমান

আল্লাহ তোমার স্নেহের ছায়ায় জনপ্রিয় ইসলামী গান, সসাস জুলফিকার হায়দার মশিউর রহমান, হামদ,

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়

 

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়

 কথাঃ জুলফিকার হায়দার
সুরঃ মশিউর রহমান

আল্লাহ তোমার স্নেহের ছায়ায়
আমার বেঁচে আছি
তোমার দয়ায় অতুল মায়ায়
আমরা বেঁচে আছি ।।

কতশত নেয়ামত দিয়েছো তুমি
উদার আকাশ আর সবুজ ভুমি
দিয়েছো সুস্থ দেহে অমিত সাহস
পৌঁছতে তোমার কাছাকাছি ।।

পথ না ভুলি তাই দিয়েছো
কোরআন হাজার বছর আগে
তোমারই দেয়া ঐ রাসূলের বাণী
তাইতো মধুর লাগে 

তবু যদি মোরা ভুলিগো তোমায়
মুছে দাও কালিমা অসিম ক্ষমায়
আরশের ছায়ায় ঠাঁই পেতে মোরা
তোমার রহম সদাই যাচি ।।

ইয়া রসূলাল্লাহ লাল ফড়িং, সসাস, তোফাজ্জল হোসেন খান তোফাজ্জল হোসেন খান নাতে রাসূল(স.),

কথা ও সুর:তোফাজ্জল হোসেন খান
শিল্পী: ইমন


ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ইয়া নাবীআল্লাহ ইয়া রাসূলাল্লাহ
আঁধার এ দুনিয়ায় 
তুমি ছাড়া নাই কোন আলো ॥

 

অশান্তির এ দাবানলে
মাজলুমানের হাহাকারে
জাহেলিয়াতের আঁধার ঘোচাতে
তৌহিদী ঝড় তোলো ॥

 

সালাম সালাম ওগো হাজার সালাম তোমাকে
তুমি ধন্য করেছো হেরার আলোয় ধরাকে

 

তোমার অথৈ প্রেমের ডোরে
হাসলো ভূবন নতুন ভোরে
রক্ত পাথার পেরিয়ে আবার
জান্নাতের দ্বার খোলো ॥
 

পুবান হাওয়া পশ্চিমে জনপ্রিয় ইসলামী গান, সসাস কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম নজরুল সংগীত
পুবান হাওয়া পশ্চিমে 
কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

পুবান হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া
যাও রে বইয়া এই গরিবের সালামখানি লইয়া  ।।

কাবার জিয়ারতের আমার নাই সম্বল ভাই
সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই (রে ভাই)
মিটল না সাধ, দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া ।।

মা ফাতেমা হজরত আলীর মাজার যথায় আছে
আমার	সালাম দিয়া আইস তাদের পায়ের কাছে (রে ভাই!)
কাবায় মোনাজাত করিও আমার কথা কইয়া ।।
হাজার গানের মাঝে জনপ্রিয় ইসলামী গান, সসাস, আবু তাহের বেলাল, মশিউর রহমান, প্রেরণামূলক,

হাজার গানের মাঝে একটি গানও যদি

আল্লাহর কাছে প্রিয় হয়

 

কথা : আবু তাহের বেলাল

সুর : মশিউর রহমান

রাসুল তুমি যে আমার  জনপ্রিয় ইসলামী গান, সসাস সালমান আল আজামী, সালমান আল আজামী, নাতে রাসূল(স.),

রাসুল তুমি যে আমার 

কথা ও সুর : সালমান আল আজামী

 

রাসুল তুমি যে আমার 
হৃদয় বাগের বুলবুল
তোমার সুরের নিবিড় ছোঁয়ায়
তাইত হয়েছি ব্যাকুল।।

মরুর বুকে যে অতুল সুরভী
যে ফুলের পাগল আকবি কবি
সেই ফুল থেকে ঘ্রান নিতে আমার প্রান
হয়েছে আকুল।।

খোদার হাবিব হে ভুবনচারী
আলোর পথের যে দিশারী
তাইতো তোমার গান গেয়ে দিবা যাম
রয়েছি মশগুল।।

 

রোজ বিহানে জনপ্রিয় ইসলামী গান সসাস গোলাম মোহাম্মদ মশিউর রহমান হামদ

রোজ বিহানে একটা পাখি

কথাঃ গোলাম মোহাম্মদ
সুরঃ মশিউর রহমান

 

রোজ বিহানে একটা পাখি
আল্লাহ আল্লাহ ডাকে
সেই পাখিটির গানে গানে
হৃদয় দুলতে থাকে ।।

দিকে দিকে সে সুর তোলে সাড়া
ঘুম ভেঙ্গে যায় সে সুর শুনে জাগে ঘুমের পাড়া
রঙ্গিন আলো ছড়িয়ে পড়ে তখন শাখে শাখে ।।

ফুলে ফুলে রঙ্গিন রেনু ওড়ে
মৌমাছিরা তখন শুধু ঘোরে
গুন গুনিয়ে তখন সেযে গাইতে শুধু থাকে ।।

ভোরের বাতাস পাতায় পাতায় নাচে
পাঁপড়ি ঝরে ঘাস ফুলেদের কাছে
ঘাসে ঘাসে ফুলের রেণু চতুরদিকে মাখে ।।

তোমাকে নিয়ে আমি জনপ্রিয় ইসলামী গান, সসাস আব্দুল করিম সরকার আব্দুল আলিম আশিক নাতে রাসূল(স.),

তোমাকে নিয়ে আমি সার্থক কোন গান

পারিনি আজও সাজাতে

তোমাকে নিয়ে আমি প্রিয় কোন সুর

পারিনি হৃদয়ে বাজাতে

হে রাসূল হে রাসূল ।।

 

কথা : আব্দুল করিম সরকার

সুর : আব্দুল আলিম আশিক

এলো কে কাবার ধারে জনপ্রিয় ইসলামী গান সসাস মতিউর রহমান মল্লিক মতিউর রহমান মল্লিক নাতে রাসূল(স.)

এলো কে কাবার ধারে

কথা ও সুর : মতিউর রহমান মল্লিক

 

এলো কে কাবার ধারে আঁধার চিরে চিনিস নাকিরে!
ওকে ও মা আমিনার কোল জুড়ে চাঁদ জানিস নাকিরে।

মুতালিব আজকে কেন বেঁহুশ হেন বক্ষে খুশীর বান
বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কার এ আগমন
সাহারার হৃদয় ভরা ঝর্ণাধারা বইলো নাকিরে।।

বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায় আজ সে দেওয়ানা 
চুমু খায় প্রেমের ভাষায় গভীর নেশায় পেয়েই পরওয়ানা
গোলাবের অধর ভরে খুশবু ঝরে রয়না বাকীরে।।

আকাশে ভোরের রবি মুগ্ধ কবি আবেগ ছল ছল
বাতাসে ছন্দ অতুল গন্ধ বকুল সোহাগ তলমল
সাগরের উর্মিলালায় দদুল দোলায় কার এ রাখী রে।।

বেদুইন থমকে দাঁড়ায় দৃষ্টি ছড়ায় নিবিড় আনন্দে
ছেওয়ারীর লাগাম টানে কাবার পানে জান্নাতী ছন্দে
হৃদয়ের গভীর দেশে কার পরশে খুললো আঁখিরে।।

মানাতের শেষ হলো দিন আজকে বিলীন ঘোর আঁধারের যুগ
কাবাগর দীপ্ত আবার আলোয় হেরার সমাপ্ত দুর্ভোগ
কলেমার শহদ বিলায় আঁধার পাড়ায়  এ কোন সাকীরে।।

ইরানের নিভলো আগুন জ্বললো দ্বিগুন তৌহিদী রওশন
দানবের ঘর ভেঙ্গে তায় গড়লো সেথায় বেহেস্তী গুলশান
আজাজীল আজ হতবাক এ কোন বিপাক আসলো হাঁকিরে।।

আমিও সেই সে নবীর দীপ্ত রবির আশিম দেওয়ানা
রাহে তার যা কিছু সব বেলা হিসাব দেবই নজরানা
জেহাদের ময়দানে তাই যাই চলে যাই স্বপ্ন আঁকিরে।।

মনে বড় আশা ছিল জনপ্রিয় ইসলামী গান, সুরছন্দ কালচারাল সেন্টার, কবি জসীম উদ্দীন কবি জসীম উদ্দীন প্রার্থনামূলক গান,

মনে বড় আশা ছিল

কথা সুর : কবি জসীম উদ্দীন

শিল্পী : আব্বাস উদ্দিন

 

মনে বড় আশা ছিল যাব মদিনায়
সালাম আমি করব গিয়ে নবীজির রওজায় ।।

আরব সাগর পাড়ি দেব নাইকো আমার তরী
পাখা নাইকো উইর‍্যা যাব ডানাতে ভর করি
আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় ।।

কাফেলাতে কে যাও তুমি কে যাও বেয়ে তরী আমায়

যাওনা ও ভাই সংগে লয়ে খানিক কৃপা করি


সংগে যদি না লও মোরে গিয়ে মদিনায়
এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়

আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় ।।

 

 

আমায় এমন হৃদয় দাও জনপ্রিয় ইসলামী গান, সসাস প্রার্থনামূলক গান,

আমায় এমন হৃদয় দাও প্রভু

খুব সকালে লাল ফড়িং, সসাস, মাসুদ রানা, মাসুদ রানা, প্রার্থনামূলক গান,

খুব সকালে তোমার কাছে

কথা ও সুর: মাসুদ রানা
শিল্পী: রুবাইয়াত

 

খুব সকালে তোমার কাছে
তোমার কাছে করি প্রার্থনা
ওগো দয়াময়
তোমার প্রতি ভালোবাসা যেন
আরো তীব্র হয় ॥

 

নদী যেমন সাগর প্রেমে
খায় যে হাবুডুবু
তেমনি তোমার প্রতি আমার 
প্রেমটা বাড়াও প্রভূ
আমার সকল আঁধার করো
আলোয় দীপ্তময় ॥

 

আমার সকল যন্ত্রনা তুমি
ধুয়ে মুছে কর সাফ
অশান্ত মন শান্ত বানাও
দাও করে দাও মাফ
রহম স্রোতে ভাসাও ও দাও
পুষ্পিত হৃদয় ॥

আমরা সকল দেশের জনপ্রিয় ইসলামী গান, সসাস ফররুখ আহমদ সংগ্রহীত নাতে রাসূল(স.)

আমরা সকল দেশের শিশু যাব
নবীর মদিনায়!
তোরা- সঙ্গে যাবি আয়।।

আমার- নবীর মদীনাতে
খোদার রহম দিনে রাতে,
সবাই সেথা ভালবেসে
ভালবাসা পায়।।

সেথা নবীর পথে চলে সবাই
পায় যে দ্বিনের আলো,
নবীর মুহব্বতে ডুবে
সবাই বাসে ভালো।।

সেথা- রহমতে আলম
সেথা সৃষ্টি নিরুপম
সেথা ইনসানিয়াৎ পূর্ণ হলো
নবীর অছিলায়।।

-ফররুখ আহমেদ-

নিজেকে চেনার তুমি জনপ্রিয় ইসলামী গান সসাস মতিউর রহমান মল্লিক মশিউর রহমান প্রার্থনামূলক গান, মল্লিকের গান

নিজেকে চেনার তুমি

কথা : মতিউর রহমান মল্লিক

সুর : মশিউর রহমান

 

নিজেকে চেনার তুমি তওফিক দাও খোদা
তোমাকে চেনার তুমি তাওফিক দাও 

আলোয় দ্বীপ্ত করো নয়ন আমার
ভোরের বিভায় ভর এ মন আমার।
তবু অচেনার যত পর্দা সরাও।

 

যে জানে না  তোমাকে সে জানে না কিছুই
জানেনা সে জীবনের অথৌই মানে

যে মানে না তোমাকে সে মানে না কিছুই
গভীর আঁধার তারে সতত টানে
বাসে না সে ভালো এই তামাম জাহান
কোন প্রাণ তার কাছে পায় না কো দাম
অভিশাপ দেয় তারে কালের ক্ষরা।

 

সরল পথের দিশা তুমি ছাড়া  কেউ আর
দেখাতে পারেনা আর পথের মালিক
মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর
মোছাতে পারে না ওগো মহান খালিক


দাম্ভিক সংসয় যুগে যুগে মিথ্যার বেসাতি করা

নিজের স্বার্থ ছাড়া বুঝে না কিছু
বস্তুই সব তার লক্ষ্য জড়ো
স্বদেশের ব্যথা তারে করেনা কাতর
বিবেকের ঘরে তার শুধুই পাথর

নিজে কি বোঝেনা আহা বুজেনা সে তাও।

 

 

আকাশ হতে চাঁদ জনপ্রিয় ইসলামী গান, সসাস সংগ্রহীত হাসনাত আব্দুল কাদের নাতে রাসূল(স.),

আকাশ হতে চাঁদ নেমেছে

কথা: সংগ্রহীত

সুর: হাসনাত আব্দুল কাদের

 

আকাশ হতে চাঁদ নেমেছে

মা আমিনার কোলে

আধার রাতে উঠলো যেন

চাঁদের চেরাক জলে

চাঁদের চেরাক জলে।

 

গুলশানে আজ বুলবুলিরা

গাইছে শিরিন কালাম

তামাম জাহান নাবীর তরে

জানাই লাখো সালাম। (ঐ)

 
হাসিন হোশার দিক রাঙিয়ে

বিরান বাগের ফুল ফুটিয়ে

জীবনকে আজ ঝিল্মিলিয়ে

মন ভরিয়ে তোলে। (ঐ)

 

আল্লাহু এই নামের জনপ্রিয় ইসলামী গান সসাস আজিজুর রহমান খালিদ হোসাইন হামদ

আল্লাহু এই নামের কালাম

কথা: আজিজুর রহমান

সুর: খালিদ হোসাইন

 

আল্লাহু এই নামের কালাম
কন্ঠে মধু মেখে
কুহু কুহু ঐ পাপিয়া
উঠছে সদা ডেকে ॥

গ্রহ রবি দিশেহারা
ঐ আকাশে চাঁদ-সিতারা
খুঁজছে তারে অনন্ত সেই

অনাদি কাল থেকে ॥

হু হু হু হু বাতাস শোনায় জাল্লা জালালুহু
কুল-মাখলুক তাসবীহ পড়ে
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু ॥

ক্বলবে রাখে সর্বদা যে
নামের ধেয়ান সকল কাজে
তার হৃদয়ের আরশীতে সে
নূর ইলাহী দেখে ॥

দেখা হলে সালাম করো লাল ফড়িং সসাস বিলাল হোসাইন নূরী আল মিযান শিক্ষামূলক,

দেখা হলেই সালাম করো

কথা: বিলাল হোসাইন নূরী

সুর: আল মিযান

 

দেখা হলেই সালাম করো
সালাম হলো ভালো থাকার দোয়া 
প্রথমে যে সালাম করে
হৃদয়টা তার জোসনা দিয়ে ধোয়া॥ 


আস্সালাম-আস্সালাম 
আস্সালামু আলাইকা-আস্সালাম

 কাউকে যদি সত্যি সালাম করো
 দূরের মানুষ কাছের হবে 
 আপন হবে পরও
 ভালবাসার রঙ মেখে ভাই
 পাবে তুমি ফেরদাউসের ছোঁয়া॥ 

 

সালাম পাবে ছোট-বড় সবে
মা-বাবাকেও সালাম দিতে হবে

 কাউকে তুমি চেনো বা না চেনো
 সে-ও তোমার সালাম পাবে
 ভুল কোরো না যেন
 মনটা তখন উদার হবে 
থাকবে না আর অহংকারের ধোঁয়া॥
 

মন কেন আজ যায় জনপ্রিয় ইসলামী গান সসাস জাকির আবু জাফর মশিউর রহমান নাতে রাসূল(স.)

মন কেন আজ যায় ছুটে যায়

কথা : জাকির আবু জাফর

সুর : মশিউর রহমান

 

মন কেন আজ যায় ছুটে যায়

 

যেমন তুমি দিলে যমিন জনপ্রিয় ইসলামী গান সসাস মতিউর রহমান মল্লিক মশিউর রহমান হামদ

যেমন তুমি দিলে জমিন

কথা : মউর রহমান মল্লিক

সুর: মশিউর রহমান

 

যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান
সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন
তোমার দয়া অফুরান ।।

তৃষ্ণা নিবারণে দিলে, স্বচ্ছ স্বাদু পানি
জঠর জ্বালা জুড়াতে আর ফল ও ফসল জানি
পথের দিশায় তেমনি দিলে, রাসূলে আকরাম ।।
তোমার দয়া অফুরান।

তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাক
গাছ গাছালির শাখায় শাখায় পাখপাখালির ডাক

বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে
আদর সোহাগ দান করেছ, নানা রঙের দুঃখে
দান করেছ তেমনি তুমি জ্ঞান আরও বিজ্ঞান ।।
 

আল্লাহ্ আমার রব জনপ্রিয় ইসলামী গান সসাস তাফাজ্জাল হোসেন খান তাফাজ্জাল হোসেন খান হামদ

আল্লাহ আমার রব 

কথা ও সুর: তোফাজ্জল হোসাইন খান

 

 

 

আল্লাহ আমার রব 
এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব ।।
 
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
থৈ নিয়ামতে ডুবে আছি সবাই
পাক-পাখালির গানে শুনি তাসবিহ্ কলরব ।।
 
আকাশের সুনীলে ধরনীর সবুজে
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে
 
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই
যার হয়েছো তুমি তার নেই যে পরাভব ।।
দেশকে ভালোবাসি আমি লাল ফড়িং সসাস মোশাররফ হোসেন খান মশিউর হমান দেশাত্ববোধক

দেশকে ভালোবাসি
কথা: মোশাররফ হোসেন খান
সুর: মশিউর হমান
শিল্পী: কোরাস

 

দেশকে ভালোবাসি আমি
দেশকে ভালোবাসি
দেশের জন্য বুকের ভেতর
স্বপ্ন রাশি রাশি ॥

 

গাছ-গাছালি সবুজ মাঠ
বাড়ির পাশে পুকুর ঘাট
ফসল ভরা ক্ষেতের সুবাস
বুক ভরে নেয় চাষী॥

 

জেলে মুটে কামার কুমার
দেশটা ভাই সমান সবার
রাখাল ভাইয়া দূরের মাঠে
বাজায় মিলন বাঁশি॥

 

ভালোবাসি দেশের মাটি
সোনার চেয়ে অনেক খাঁটি
যে মাটিতে জন্ম আমার
যে মাটিতে কান্না-হাসি
সেই মাটিতে স্বপ্ন ছড়াই
সেই মাটিকে ভালোবাসি ॥

 

কথা: মোশাররফ হোসেন খান
সুর: মশিউর হমান
 

আমরা একঝাঁক হেরার নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী সোহরাব হোসেন জুয়েল আব্দুর রাজ্জাক রাজু থিম সং,

আমরা একঝাঁক হেরার পাখি
কথা : সোহরাব হোসেন জুয়েল

সুর : আব্দুর রাজ্জাক রাজু
অ্যালবাম: নীল আসমান
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

আমরা একঝাঁক হেরার পাখি
কাবার আলোয় মেলেছি আঁখি
বাঁধা মানিনা পথ চলে যাই
বিজয়ের প্রত্যয় বুকে বেঁধে রাখি ॥

 

শুভ্র সকালে চোখ মেলেছি
রুদ্র দুপুরে পথ চলেছি
বাঁধার কঠিন আঘাত বুক পেতে নেই
সুরের মুর্ছনায় দুঃখ ঢাকি ॥

 

চারিদিকে দেখি ধোঁয়াশা ও কুয়াশা
 কেউ কারও নয় এখানে
হৃদ্যতা ভালবাসা মরে গেছে সব
আছে শুধু হতাশা সেখানে ॥

 

কথা : সোহরাব হোসেন জুয়েল
সুর : আব্দুর রাজ্জাক রাজু

নদ-নদী আর খাল নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মালিক আব্দুল লতিফ মালিক আব্দুল লতিফ আঞ্চলিক গান

নদ-নদী আর খাল পুহুইরের দ্যাশটা মোগো ভাই

কথা ও সুর : মালিক আব্দুল লতিফ

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

নদ-নদী আর খাল পুহুইরের দ্যাশটা মোগো ভাই
হেইয়ার লাইগ্গা কোম টাহাইদ্দা লঞ্চে বাড়ি যাই ॥

 

হাঙ্গা দ্যাশের মানে মোগো রাউগ্গা মানু কয়
কোদা-কুদি বাইজ্জা গ্যালে  পের্থোমে পায় ভয়
শেরে বাংলার নাম না কইলে পাইনা কোন ঠাঁই ॥

 

বেবাক্কে কয় মোগো নাহি ডুইব্বা মরার দ্যাশ
আষাঢ় মাসে নামলে দেওই হ্যাতেই নাহি শ্যাশ
মানিক মিয়ার কথা হোনলে ইকটু ভরন পাই ॥

 

আলেম ভরা মোকামিয়ায় আছে চরমোনাই
একছের আলেম শর্ষিনাতে কোম্মে গ্যালে পাই
দ্যাশ বিদাশে সাঈদীর নাহান আলেমতো আর নাই ॥

 

কথা ও সুর : মালিক আব্দুল লতিফ
 

এই জীবনতো চিরদিন নীল আসমান - হেরাররশ্মি , হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আহমদ আল-আমিন আহমদ আল-আমিন জীবনমূখী গান

এই জীবনতো চিরদিন থাকবেনা

কথা ও সুর: আহমদ আল-আমিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

এই জীবনতো চিরদিন থাকবেনা
ঐ মাটি হবে শেষ ঠিকানা
ও বন্ধু বন্ধু চল কোরানের পথ ধর ॥

 

আঁধারের ঐ কুঠুরিতে
আলোর ঠিকানা তুমি পাবেনা
কোরানের পথে চল পাবে
বর্ণিল ফুলের ঐ বিছানা
মুক্তির দিশা তুমি যদি পেতে চাও
খোদার রঙে রঙিন করো তোমার আঙিনা ॥

 

বাড়ি-গাড়ি আর ধন সম্পদ
কিছুই সাথে তো যাবেনা
ছেলে সন্তান মায়া-মমতা
কিছুই সাথী যে হবেনা
মুক্তির দিশা তুমি যদি পেতে চাও
খোদার রঙে রঙিন কর তোমার আঙিনা ॥

 

কথা ও সুর: আহমদ আল-আমিন
 

প্রাসাদের ইটগুলো নীল আসমান, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আমিরুল মোমেনীন মানিক আমিরুল মোমেনীন মানিক জীবনমূখী গান

প্রাসাদের ইটগুলো জানে

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

প্রাসাদের ইটগুলো জানে
কার ঘামে গড়া এই শহর
পরম আদরে যারা গড়ে ইমারত
তাদের কাটে না সুখে প্রহর ॥

 

অনুদাব নিয়নের তীব্র আলোয়
আসেনা জীবনে সোনা রোদ
বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে
নিতে হবে লাল প্রতিশোধ
জালিমের মসনদ ভেঙে দিতে হানো তাই
অশান্ত বৈশাখি ঝড় ॥

 

কতকাল নিরবে থাকবো চেয়ে
মুখ বুজে মেনে সব
জালিমের ভিত্তি কাপিয়ে দিয়ে
করে ওঠো বিদ্রোহী রব
জুলুমের অবসান হবে হবে নিশ্চয়ই
সামনে নতুন বন্দর ॥

 

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
 

মোমীনের গুনাবলি নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী ডাঃ সিরাজ উদ্দিন ডাঃ সিরাজ উদ্দিন জীবনমূখী গান

জেনে নেই আজ মোমীনের গুনাবলি

কথা ও সুর : ডাঃ সিরাজ উদ্দিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

জেনে নেই আজ মোমীনের গুনাবলি
পরখ করে দেখি নিজেকে আমি
জান্নাতি হবো কিনা জাহান্নামি ॥

 

আমি কি সৎকাজে উৎসাহিত হই ?
কোরানের বানী শুনে আমার ঈমান কি বৃদ্ধি পায় ?
আমি কি অন্যািয় করে ফেললে অনুতপ্ত হই ?
আমার মধ্যে অনুসোচনা জাগে ?
আমি কি শিরক মুক্ত হতে চেষ্টা করেছি ?
দ্বীনকে কতটুকু জানতে চেষ্টা করেছি ?
আমার ঈমান, আমার বিশ্বাস, আমার নিয়ত,
আমার কাজ কতটুকু বিশুদ্ধ ?
আমি কি রাসূল স. এর সুন্নত অনুযায়ী প্রতিটি আমল করে থাকি?
আমি কি মুনাফিকি বর্জন করতে পেরেছি ?

 

প্রতিটি প্রশ্ন আজি জানতে হবে
প্রতিটি হুকুম মেনে চলতে হবে
করেনিতে হবে এই জীবনকে দামী ॥

 

রঙিন পোষাক পরে পদবি নিয়ে
দুনিয়ার নাম ডাক সব হাকিয়ে, লাভ কি ?
হতে যদি নাই পারি মুমীন আমি ॥

 

কথা ও সুর : ডাঃ সিরাজ উদ্দিন
 

পাহাড় নদী বন বনানী নীল আসমান, হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী ফজলুর রহমান খালিদ এম. শাহিন হামদ

পাহাড় নদী বন বনানী

কথা : ফজলুর রহমান
সুর : খালিদ এম. শাহিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

পাহাড় নদী বন বনানী

বয়ে চলা স্রোতসীনি
নিলীমার কোলে ওড়ে পাখিরা
প্রকৃতির কোল ঘেরা সুনীল সবুজ
শোভায় জুড়িয়ে যায় প্রাণ আখিরা ॥

 

ঐ কালো মেঘের ঝর্ণা ধারা
অঝোর ঝড়ে কোন পরশে
নিশির শিশির মুক্তাসম
ছড়ায় ঘাসে কোন হরসে ॥

 

কোকিল পাপিয়ার কণ্ঠে মধুর 
বীনা বাজে কোন সুরে হায়
বকের সারি চক চকিয়ে 
কার স্মরনে যায় উড়ে যায় ॥

 

কথা : ফজলুর রহমান
সুর : খালিদ এম. শাহিন
 

জেহাদ করতে চাই নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মতিউর রহমান মল্লিক মতিউর রহমান মল্লিক

জেহাদ করতে চাই আমি জেহাদ করতে চাই

কথা ও সুর : মতিউর রহমান মল্লিক

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

 

জেহাদ করতে চাই আমি জেহাদ করতে চাই
জেহাদ ছাড়া অন্য কোন পথে মুক্তি নাই ॥

 

খাটি মোমীন না হলে কেউ হয়না মুজাহিদ
আল্লাহর পথের সৈনিকদেরও হয়না কুশরি
গাজী হতে চাই আমি গাজী হতে চাই
সালাউদ্দিন আয়ুবির ন্যায় গাজী হতে চাই ॥

 

দুর্বল ভিরু কাপুরুষরা জেহাদ করে না
জীবন দেবার ঝুঁকিপূর্ণ রাস্তা ধরে না
শহীদ হতে চাই আমি শহীদ হতে চাই
মালেক ভাইয়ের মত আমি শহীদ হতে চাই ॥

 

কথা ও সুর : মতিউর রহমান মল্লিক
 

Baitullah Baitullah Baitullah নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী খালিদ এম. শাহিন, খালিদ এম. শাহিন, ইসলামী সংগীত, ইংলিশ গান

 

Baitullah Baitullah Baitullah

Lyric : Khalid M. Sahin

Melody : Khalid M. Sahin

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

Baitullah Baitullah Baitullah

We want to touch the Baitullah

Hug the Baitullah.

 

Sandy Baitullah

Prided by Rasulullah

It is our heart

We are muslim

We are the greatfull

Subhanallah.

 

Open the ground for

Reach & Poor

We will see the park

Lighted in the dark

It is the symbol

Greatness of Allah.

 

 

 

Lyric : Khalid M. Sahin

Melody : Khalid M. Sahin

ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দাহ্ নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী ইকবাল মাহমুদ সোহেল ইকবাল মাহমুদ সোহেল নাতে রাসূল(স.)

 

ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দাহ্

কথা ও সুর : ইকবাল মাহমুদ সোহেল

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দাহ্
চলে গেলে আমাদের ছেড়ে
আশায় আশায় কাটাবো জীবন
জান্নাতে দেখা হবে
ক্ষণিকের তরে এসেছিলে এই ভবে ॥

 

 বেলি ফুলের মত বর্ণ ছড়িয়ে
নিষ্পাপ গোলাপের গন্ধে ভরিয়ে
এসেছিলে এই ভবে ॥

 

আল-কোরানের আহ্বানে
চলে গেছো নিশ্চিত জীবনে
 রেখে এক বুক বেদনা ভরা স্বৃতি
ঝড়ালে এক নদী চোখেরি পানি

 

হাশরের ময়দানে সুপারিশ করবে
মিনতি একটাই করি মোরা সবে
এসেছিলে এই ভবে ॥

 

কথা ও সুর : ইকবাল মাহমুদ সোহেল
 

আঁধার যুগে আরব নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আমিরুল ইসলাম নয়ন আবদুর রাজ্জাক রাজু নাতে রাসূল(স.)

আঁধার যুগে আরব দেশে

কথা: আমিরুল ইসলাম নয়ন
সুর: আবদুর রাজ্জাক রাজু

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

আঁধার যুগে আরব দেশে
উঠলো সোনার রবি
সেই রবি তো আর কিছু
নয় আমার প্রিয় নবী ॥

 

আল্লাহ পাকের রহম নিয়ে 
এলেন তিনি বিশ্বে
বিলিয়ে দিতে অকাতরে
ধনী গরিব নিঃস্বে
কল্পলোকে আজও আমি
আঁকি তাঁরই ছবি ॥

 

সর্বকালের সবার সেরা
রাসুল ছিলেন তিনি
সবার সেরা মানুষ রূপে
তাকেই মোরা চিনি
তাঁরই নামে লেখন লেখেন
কত লেখক কবি ॥

 

কথা: আমিরুল ইসলাম নয়ন
সুর: আবদুর রাজ্জাক রাজু

জাহেলেরা তাগুতেরা ঐ নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মুজাহিদ আল মুসা মুজাহিদ আল মুসা জাগরনী গান

জাহেলেরা তাগুতেরা ঐ দেখ আসছে

কথা ও সুর : মুজাহিদ আল মুসা

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

জাহেলেরা তাগুতেরা ঐ দেখ আসছে
হও আজ আগুয়ান ধ্বনি তুলে তাক্বীর
খানজালা খাবাবেরা কাব বিন মালিকেরা
ছুটে চল চল ছুটে সব বাধা মারিয়ে ॥

 

নেশায় বিভোর আজ খোদাদ্রোহী সব
ছড়াতে চায় যত জাহেলিয়াত
হেলালী পতাকাটা উঁচু করে রাওয়াহা
পিছে তার ছুটে যায় যত হাসসান
মরিচিকা দেখে ওগো স্রান্ত পথিক
হেরার পাদদেশে ডাকছে নকিব
চির বসন্তের চির শীতলতা
ছন্দে দোলায়িত আল ইসলাম
অম্লান জীবনের পথ সেখানে ॥

 

তায়েফের প্রান্তরে বালাকোট কারবালা
পথ দেখিয়ে যায় ত্যাগের মহান
মরুপথ পাড়ি দিয়ে আয়ুবির খেলজির
ফুল বাগীচার ঐ বর্ণিল ঘ্রাণ
তাড়িয়ে তাড়িয়ে ঐ পাশবের দল
সবুজ ঐ পতাকাটা ঊড়া পতপত
পাশবিক উল্লাস চিৎকার কোলাহল
চুরমার করে ঐ বেলালের ডাক
ডাক আসে আয় ছুটে যাই এগিয়ে ॥

 

কথা ও সুর : মুজাহিদ আল মুসা
 

এই দিন ও রাত কত নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী জাকির আবু জাফর খালিদ এম. শাহিন জীবনমূখী গান

এই দিন ও রাত কত আসে আর যায়

কথা : জাকির আবু জাফর
সুর : খালিদ এম. শাহিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

এই দিন ও রাত কত আসে আর যায়
কত রংধনু হাসে জীবন মেলায়
ফিরে আসেনা শুধু ফেলে আসা দিন
 কালের অতলে চিরতরে হারা ॥

 

শৈশবে সেই ঝড়ে যাওয়া চঞ্চলা দিন
এলো মেলো বেড়ে ওঠা স্বপ্ন রঙিন
নেই সেই উদাসি নিরব দুপুর
সবকিছু স্বৃতি হয়ে পিছু ডেকে যায় ॥

 

জীবনের খাতা থেকে একে একে
ঝড়ে যায় সবকটি পাতা
বাকী থাকে বাকী থাকে পাতাবিহীন খাতা 

 

প্রেম ভালোবাসা কত মমতার গান
নিয়তির ঝড় ভেঙে করে খান খান
এতো সব চাওয়া পাওয়া মিছেই ভুল
বাসনার বালুচরে শুধু কেঁদে যায় ॥

 

কথা : জাকির আবু জাফর
সুর : খালিদ এম. শাহিন
 

আমি মানুষ কিযে অসহায় নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মুজাহিদ আল মুসা মুজাহিদ আল মুসা জীবনমূখী গান

আমি মানুষ কিযে অসহায়

কথা ও সুর : মুজাহিদ আল মুসা

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

আমি মানুষ কিযে অসহায়
মরণ কখন মোর জানি না
আমলের সঞ্চয় নেই ধার
পরকালে পাবো কি তা জানিনা ॥

 

কবর সবাইকে ডাকছে প্রতিদিন
কারো কান কভূ শোনেনা হায়
কোরানের পথে মুক্তি শুধু
সে পথের রাহি হতে পারিনি হায়
সাজাতে বালুর ঘর কত ভাবনায়
ক্ষনগুলো সবই যায় চলে যায়
দ্বীনের তরে ক্ষন পায়না যে হায় ॥

 

নানা রং ফুল ফল সবুজ পাতাগুলো
বনানীতে সকলের হৃদয় টানে
পাতার সে মরমর ফুলের সুবাস রং
চিরতরে একদিন ধূলায় মিশে
দূর পথিকের বিশ্রাম সম এই জীবন
শেষে কালো রাত এসে যায়
সাজানো ভূবন খানি যায় ফেলে যায় ॥

 

কথা ও সুর : মুজাহিদ আল মুসা
 

ও আমার দেশ নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী আহমদ আল আমিন আহমদ আল আমিন দেশাত্ববোধক

ও আমার দেশ সোনালী স্বদেশ

আহমদ আল আমিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

ও আমার দেশ সোনালী স্বদেশ
তোমারি যে নেই উপমা
সবুজ শ্যামল মেঠো পথে
রুপময় এক সুষমা ॥

 

ষড়ঋতুতে প্রকৃতি সাজে
মনে হয় জান্নাতি হুর
ভোরের পাখিরা গান গেয়ে যায়
হৃদয়ে বাজে সু-মধুর
মুক্ত পাখিরা যেখানে ওরে
সেতো এই স্বপ্নিল দেশ ॥

 

শিশির ভেজা সবুজ ঘাসে
পাহাড়ি রূপের মেলা
নদীর কলতান পাখির কূজন
হৃদয়ে দেয় যে নাড়া
এতো রূপ সুষমা কোথাও পাবে না
আছে যা বাংলাদেশে ॥

 

কথা ও সুর : আহমদ আল আমিন
 

নীল আসমান নীল নীল আসমান - হেরাররশ্মি হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী মুজাহিদ আল মুসা মুজাহিদ আল মুসা হামদ

নীল আসমান নীল আসমান

কথা ও সুর: মুজাহিদ আল মুসা

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

নীল আসমান নীল আসমান
কত সুসমায় ভরা নীল আসমান ঐ
কি আছে অপরুপ এর চেয়ে আর ॥

 

জমিনের এই বিশাল বিছানার উপর ঐ আসমান
ছাদের মত তা আমার প্রভুর মহান নিশান
নীল আসমান আর নীল সাগর
এক হয়ে দিয়েছে অশেষ সুষমা 
কিযে অফুরাণ কিযে অফুরাণ ॥

 

অপার উদার ঐ আকাশ শুধু
আমাদের তরে তার সুষমা বিলায়
এমন উদারতা ধরাতে কি নাই
আলী ওমর আবু বকরের মাঝে পাই

 

চাঁদহারা যে রাতে ধরা থাকে শুধু আধার ছাওয়া
আকাশে তখন মায়াবী হাজার তারার মেলা
অযুত চোখেরি এক আহ্বান
আয় সবে আয় গাই যে শুধু
আল্লাহ মহান আল্লাহ মহান ॥

 

কথা ও সুর: মুজাহিদ আল মুসা

ডায়েরীটা খুলে দেখি  ডায়েরীটা খুলে দেখি - ব্যতিক্রম মাহফুজ মামুন, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, আব্দুল করিম সরকার মাহফুজ মামুন, জীবনমূখী গান,

ডায়েরীটা খুলে দেখি 
কথাঃ আব্দুল করিম সরকার 
সুর ও শিল্পীঃ মাহফুজ মামুন 

 

ডায়েরীটা খুলে দেখি আমি আমার 
পাতায় পাতায় আঁকা পাপেরই পাহাড় 
জীবনের শেষ ক্ষণে 
বড় আশা এই মনে 
মুক্তির ডায়েরীটা লিখবো এবার ॥ 

 

দূরে ঠেলে দিয়েছি যে স্বর্ণালী ভোর 
কাটেনি আজও তাই জীবনের ঘোর
হৃদয়ের দ্বারে তার বেদনা হাজার

তুলনা নেই যে তোমার আলোর আশা - ব্যতিক্রম , আবু তৈয়ব মেসবাহ, ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট - ইবি, আবু তৈয়ব মেসবাহ, আবু তৈয়ব মেসবাহ, হামদ,

তাকিয়ে দেখি ঐ আকাশ পানে
দেখি নীলের মেলা
তাকিয়ে দেখি ঐ সাগর পানে 
দেখি ঢেউয়ের খেলা
তোমারি সৃষ্টি তোমারি
তুলনা নেই যে তোমার

 

কথা, সুর ও কণ্ঠ: আবু তৈয়ব মেসবাহ

আলোর আশা আলোর আশা - ব্যতিক্রম , মেসবাহ - ব্যতিক্রম মতিউর রহমান মল্লিক, আবু তৈয়ব মেসবাহ,

আলোর আশা
মতিউর রহমান মল্লিক

নামবে আঁধার তাই বলে কি
আলোর আশা করবো না?
বিপদ-বাধায় পড়বো বলে
ন্যায়ের পথে লড়বো না?

মেঘ দেখে চাঁদ
যায় কি দূরে হারিয়ে?
যায় কি নদী
পাহাড় দেখে পালিয়ে?
হায়-হতাশায় মরবো শুধু
আশায় হৃদয় ভরব না?

দুঃখ দেখে তাই বলে কি
স্বপ্ন সুখের দেখতে নেই?
রণাঙ্গনে হার আছে তাই
জেতার কানুন শিখতে নেই?

বজ্রপাতের ভয় আছে তাই বিহঙ্গ
পাখার ভেতর গুটিয়ে রাখে সব অঙ্গ?
ঝড়-তুফানে মরবো বলে
সাগর পাড়ি ধরবো না?

:
:
Added To PlayList