বাংলাদেশের রুপ

বাংলাদেশের রুপ

বাংলাদশেরে রূপ যে ভাসে
আমার দু-চোখে
এই বাংলাতে গাই গান
বাংলা আমার প্রাণ
আছে হৃদয়ে মিশে।।


ভোরের রবি ওঠে যখন
পূব আকাশরে কোলে
পাখ-পাখালির কলরবে
হৃদয়ে ওঠে দুলে
এই মাটির মৌ মৌ ঘ্রাণ
নদীর কলতান
আছে হৃদয়ে মিশে।।


আল্লাহ তালার রহম ঘেরা
সোনার বাংলাদশে
সবুজ ভরা এই প্রকৃতি
নেই যে রূপরে শেষ
এই শান্ত সবুজ গ্রাম
পাখির কুহুতান
আছে হৃদয়ে মিশে।।

 

কথা ও সুর: আব্দুল্লাহ আল কাফী