সিজদাতে হই নত

সিজদাতে হই নত

আমি ক্লান্ত যখন পাপের ভারে
ডুব দিয়ে রই ঘোর আঁধারে
অন্তরে হয় ক্ষত
যেন তোমায় ডাকি জায়নামাজে
মন ঢেকে যায় প্রেমের ভাজে
সিজদাতে হই নত।

 

যদি,এই দুনিয়ার দুঃখ জ্বালা
       সুখের ঘরে দেয়রে তালা
       কাঁদায় অবিরত
যদি,খুব প্রিয়জন প্রাণের স্বজন
        অবহেলায় দেয় ভেঙে মন
        যায় দূরে যায় শত।

 

যদি,নাই বা আসে সেই মধু ক্ষণ
       সফলতার সব আয়োজন
       হয় না অনাগত
যদি,স্বপ্নগুলো যায় হারিয়ে
       ব্যর্থতারা হাত বাড়িয়ে
       ডাকে নিজের মত।