নামাজ হলো

নামাজ হলো

নামাজ হলো মি’রাজ, 
মানে খোদার সাথে দেখা 
মু’মিন মনে নামাজ আঁকে 
পাঁচটি সরল রেখা ।


মুয়াজ্জিনের ডাক এলে আর 
যায় কি থাকা নিদে 
ঈমাণদারের মন সারাক্ষণ
রয় পড়ে মসজিদে।


সুবহে সাদিক জান্নাতি ক্ষণ 
ফজর পড়েন মুসল্লীগণ 
যোহর- আসর মাগরিব-এশার
আজান বাজে হৃদে
ঈমাণদারের মন সারাক্ষণ 
রয় পড়ে মসজিদে ।


‘বন্ধুরা, আয় আমার সাথে 
জান্নাতে কে যাবি” 
রাসুল বলেন,”নামাজ হলো 
বেহেশতেরই চাবি “ 
নামাজ পারে রুখতে সকল
অন্যায় ও অশ্লিল 
শুদ্ধ নামাজ খুলতে পারে 
রুদ্ধ মনের খিল ।

 

কথা: নাঈম আল ইসলাম মাহিন
সুর: হাসান আখতার
শিল্পী  কোরাস