
গান: শুকরিয়া
শিল্পী: আব্দুল্লাহ আল হিশাম
কথা ও সুর: মাসুদ রানা
প্রভু, শুকরিয়া জানাই তোমায়
শুকরিয়া জানাই
তুমিতো রখেছো আমায়
রহমের শীতলও ছায়ায়
শুকরিয়া জানাই -----
বিশ্বাস রেখেছি যে তোমারি মতে
মিনতি করি আরও রেখো সদা তোমারি পথে
আমাকে রেখো বেঁধে তোমারি মায়ায় ----
আঁকড়ে থাকি যনে রাসুলের সুন্নাত
হতে পারি যনে তাঁর অতি প্রিয় উম্মাত
যেন হাশরে এই বান্দা রাসুলের সাফায়াত পাই