কোন সে মালিক

কোন সে মালিক

কোন সে মালিক সুন্দর বসুধার
কার ছোঁয়াতে বলো তারাদের এ বাহার
তিনি আর কেউ নন যিনি সেই মহাজন
যার সমকক্ষ নেই কেউ আর।

 

রিমঝিম বরষায় বৃষ্টির নূপুরে
গ্রীষ্মের গরমে কাঠফাটা দুপুরে
তারই রহম ধারায় অবিরাম ভিজে যাই
তিনি প্রভু দয়াময় অসীম অপার।

 

মাঠভরা ফসলের সবুজ দিগন্তে
ঐ দূর আকাশের নীলের সীমান্তে
যে দিকেই চোখ যায় তাঁহারেই খুঁজে পাই
তিনি প্রভু সুমহান করুনার আঁধার।

 

কথা: খোবাইব মাহমুদ
সুর: শফিক আদনান