গানের স্বরলিপি

এই আমারই দেশ

কথা দাও - খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

এই আমারই দেশ
সোনার বাংলাদেশ
এখানে পাখির গানে
এখানে ফুলের ঘ্রানে
শ্যামল পরিবেশ ।

 

এখানে কৃষক রাখাল লাঙল কাঁধে
যায়রে সকাল বেলা
ধান কাউনের মাঠে মাঠে
বাতাস করে খেলা।।
কোথায় পাবে এমন আপন
রূপসি এক দেশ ।

 

এখানে সন্ধ্যা বেলা জোঁনাক জ¦লে
জোৎছনা রাতে তারা
নবান্নেরই ফল ফসলে
হৃদয় দিশেহারা
জীবন দিয়ে বাসবো ভালো
প্রানেরই স্বদেশ।

 

কথা: গাজী নয়ন ইসলাম
সুর: নাজমুল কবির
 

আজ শুধু কষ্ট

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

আজ শুধু কষ্ট হৃদয়ে জাগে
মোর হৃদয়ে ভাসে
রাসূল তোমারই জন্য।

 

দেখিনি কখনও তোমারই নয়ন
দেখিনি তোমার শুভ্রতা
দেখিনি তাই গুমরে কাঁদে
মেটেনি মনের চাওয়া-পাওয়া।

 

দেখিনি বদরের যুদ্ধের প্রান্তর
দেখেনি ওহুদের দৃশ্য
দেখিনি কেমনে জিহাদে দেয় প্রাণ
দেখতে বড় স্বাদ জাগে।

 

কথা ও সুর: তাজুল ইসলাম
 

আমাদের প্রাণে আজ

কথা দাও - খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

আমাদের প্রাণে আজ

নতুন খুশির তরী পাল তুলেছে
যে তরীতে যাত্রীরা

দুর্বার সাহসেতে হাল ধরেছে
হাল ধরেছি শক্ত করে

রুখবো বিপদ যত ঝঞ্জা ঝড়ে
সুস্থ্য সংস্কৃতির উত্তাল ঢেউ মোরা তুলবো
অপ-সংস্কৃতি পায়ে দলবো।
হে হে হে হে হে হে - লা লা লা লা লা

 

আমাদের যাত্রা চলছেই চলবে
চাইবো না পিছু ফিরে চাইবো না
অগ্রযাত্রা লক্ষ্য পানেই ছুটবে
মানাবো না কভূ হার মানবো না।

 

আমাদের বক্ষে দৃঢ়তার স্বপ্ন
সাবিতের মত ছন্দ আঁকা
আমাদের নেইতো না পাওয়ার কষ্ট
নেই তো এ হৃদয়ে কালিমা মাখা ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
 

মাঝি ঢেউ খেলে

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

মাঝি ঢেউ খেলে খেলে যাও
তুমি পাল তুলে তুলে যাও
নদীর তীর দিয়ে বেয়ে যাও
তোমার বৈঠা ধীরে চালাও ।
মাঝি ও..... ও..... ও.....

 

আমি দেখব তোমার নৌকা দোলে
ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে 
উথাল পাথাল নদীর জলে
কেমনে তুমি বাও ।

 

আমি শুনবো মাঝি তোমার গলে
ঢেউ বাতাসের তালে তালে
মধুর সুরে ভাটিয়ালী
কেমনে তুমি গাও ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
 

লোহিত সাগর

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

লোহিত সাগর খেলিছে তুফান
ডাকিয়াছে বুকে বান
জেগে ওঠ ওরে জেগে ওঠ
তোরা বিশ্ব মুসলমান  ।

 

আজাদী তোদের হুমকির মুখে

সমুখে যুদ্ধ বাজ
এখনও তোরা নিরবে দাঁড়িয়ে

নেই দেহে রণসাজ 
জীবন সেতো আল্লাহর হাতে
সেই দিতে পারে প্রাণ ।

 

যারা আল্লাহর নামে সপ্ত

সিন্ধু হতো পার
তারা কেন আজ নিরবে দাঁড়িয়ে
শুধু শুধু খাবে মার 
উত্তরসূরী আমরা তাদের

করে যাব প্রমাণ ।

 

আমাদের ধন চুরি করে যারা
বিশ্বে হয়েছে ধনী
আজকে তাদের আমাদের তরে

দিতে হবে সম্মানী 
আমারা দেবো দয়া করে শুধু

বসবাসের স্থান ।

 

কথা ও সুর: মতিয়ার রহমান ফরাজী
 

আনতা রাব্বি

টাইফুন শিল্পীগোষ্ঠী

আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
আনতা রব্বী আনতা খলিক
আনতা রহমান আনতা মালিক
আল্লাহ আল্লাহ


তোমায় ভালো না বেসে সৃষ্টি তোমায় ভালোবেসেছি
তোমার কাছে না এসে ধরণীর কাছে সব এসেছি
তবু বন্ধ করনি তুমি তোমার সুরুজের আলো দান
বন্ধ করনি বায়ু চাাঁদের আলো ছায়া ফুলেরী ঘ্রাণ
তাইতো তুমি আল্লাহ
তাইতো তুমি প্রিয় আল্লাহ
ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ
ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ।
ইয়া সাত্তারু ইয়া আল্লাহ......


ক্ষুদ্র পিপিলিকা তাকেও দাও তুমি খাদ্য
অনু পরমানু কেউ হয়না তোমার অবাধ্য
অবাধ্য মানুষই শুধু হয় নেয়ামাত যারা বেশি নিয়েছি
ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ
ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ।
ইয়া সাত্তারু ইয়া আল্লাহ......


ক্ষুদ বৃহৎ যত তোমারই হুকুম মেনে চলে
তোমার জিকির করে সুরুচ্ছাস কলকলে
মানুষ শুধুই অবাধ্য নেয়ামাত যারা বেশি ভেসেছি
ইয়া আল্লাহু ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া আল্লাহ
ইয়া রাহিমু ইয়া আল্লাহ ইয়া কারিমু ইয়া আল্লাহ।
ইয়া সাত্তারু ইয়া আল্লাহ......

 

কথা ও সুর: আবুল আলা মাসুম