এই আমারই দেশ

কথা দাও - খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

এই আমারই দেশ
সোনার বাংলাদেশ
এখানে পাখির গানে
এখানে ফুলের ঘ্রানে
শ্যামল পরিবেশ ।

 

এখানে কৃষক রাখাল লাঙল কাঁধে
যায়রে সকাল বেলা
ধান কাউনের মাঠে মাঠে
বাতাস করে খেলা।।
কোথায় পাবে এমন আপন
রূপসি এক দেশ ।

 

এখানে সন্ধ্যা বেলা জোঁনাক জ¦লে
জোৎছনা রাতে তারা
নবান্নেরই ফল ফসলে
হৃদয় দিশেহারা
জীবন দিয়ে বাসবো ভালো
প্রানেরই স্বদেশ।

 

কথা: গাজী নয়ন ইসলাম
সুর: নাজমুল কবির