আমাদের প্রাণে আজ

কথা দাও - খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

আমাদের প্রাণে আজ

নতুন খুশির তরী পাল তুলেছে
যে তরীতে যাত্রীরা

দুর্বার সাহসেতে হাল ধরেছে
হাল ধরেছি শক্ত করে

রুখবো বিপদ যত ঝঞ্জা ঝড়ে
সুস্থ্য সংস্কৃতির উত্তাল ঢেউ মোরা তুলবো
অপ-সংস্কৃতি পায়ে দলবো।
হে হে হে হে হে হে - লা লা লা লা লা

 

আমাদের যাত্রা চলছেই চলবে
চাইবো না পিছু ফিরে চাইবো না
অগ্রযাত্রা লক্ষ্য পানেই ছুটবে
মানাবো না কভূ হার মানবো না।

 

আমাদের বক্ষে দৃঢ়তার স্বপ্ন
সাবিতের মত ছন্দ আঁকা
আমাদের নেইতো না পাওয়ার কষ্ট
নেই তো এ হৃদয়ে কালিমা মাখা ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী