মাঝি ঢেউ খেলে

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

মাঝি ঢেউ খেলে খেলে যাও
তুমি পাল তুলে তুলে যাও
নদীর তীর দিয়ে বেয়ে যাও
তোমার বৈঠা ধীরে চালাও ।
মাঝি ও..... ও..... ও.....

 

আমি দেখব তোমার নৌকা দোলে
ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালে 
উথাল পাথাল নদীর জলে
কেমনে তুমি বাও ।

 

আমি শুনবো মাঝি তোমার গলে
ঢেউ বাতাসের তালে তালে
মধুর সুরে ভাটিয়ালী
কেমনে তুমি গাও ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী