গানের স্বরলিপি

কে এলো কে

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

কে এলো কে এলো ঐ মদিনায়
আহলান সাহলান গায় সবে গায় ।

 

ফুল পাখি হাঁসে,ওঠে চাঁদ সিতারা 
পাহাড় নদী গাহে ঝর্ণাধারা 
তার আগমনে সবে প্রাণ খুঁজে পায়।

 

ফুরিয়ে গেল তাই আঁধারের যুগ
 শুভ্র আলোয় এলো সকলের সুখ 

 

মরুর বুকেতে তিনি, যেন ফোঁটা ফুল
ভেঙে দিল সকলের জীবনের ভুল 
তার আহবানে সবে দিশা খুঁজে পায়।

 

কথাঃ গাজী নয়ন ইসলাম
সুরঃ নাজমুল কবির
 

গান শোনাতে পারি

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

গান শোনাতে পারি তোমাকে
তুমি যদি শোন
আমার গানের কথা গুলো
তুমি যদি মানো ।

 

তুমি কথা দাও সত্য পথে
চলবে সর্বদা
দ্বীন কায়েমের কাজে আমায়
ডাকবে দাও কথা 
কেউ যদি না শোনে সে ডাক
ভেবনা অপমান ও ।

 

সেইতো হবে আমার গানে
গবচেয়ে খুশি
যার কথা সব কাজের সাথে
মিল থাকে বেশি 
তার কানেতো শুনবেনা কো
ভিন্ন কোন গান ও ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
 

আজ মিছিলে

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

আজ মিছিলে মিছিলে সব
ছেয়ে গেছে রাজপথ
প্রতিবাদী জনতার শ্লোগান
তোল বিজয় নিশান
আল্লাহ মহান।

 

মরনের ভয় ওরা করে না কভু
আল্লাহ ছাড়া কারো মানে না প্রভু
জিহাদের মাঠে দেয় হাসি মুখে প্রাণ।

 

কাপঁছে গগন শুধু উড়ছে ধ্বনী

আল্লাহু আকবার বিজয় ধ্বনী
সাগর মেতে তাই খেলছে তুফান ।

 

বন্দী মানবতা সিন্ধু পাড়ে
আজ ওরা চলছে আনতে তারে 
শুভ্র বসন বুকে বাঁধা কুরআন ।

 

কথা: মতিয়ার রহমান ফরাজী
সুর: কামরুল ইসলাম
 

দিন চলে যায়

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ


দিন চলে যায় আমার মাস চলে যায়
বছর আসে আবার যায় চলে যায়
জানি না তো আমার জীবনের পথে
কি ফল রেখে এসেছি আমি
সুফল নাকি তার বিফল সবই ।

 

আমি চললাম কোন পথে চললাম
এতো পথ এসে আমি কোথায় থামলাম
কোথায় যেতে হবে নিজে নাহি বুঝলাম
তবু চলে যাই আমি ।

 

আমি করলাম কত কি যে করলাম
আল্লাহ ও রাসুলের পথ নাহি ধরলাম
দ্বীনের পথে কারও ডাকা নাহি বুঝলাম
তবু চলে যাই আমি ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী
 

মিষ্টি সুরের মৃদু

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ


মিষ্টি সুরের মৃদু বাতাসে শুনি
পাখিদের  কণ্ঠে গান
ফুলের ঘ্রানে প্রজাপতি উড়ে উড়ে
গেয়ে বলে তোমার নাম 
আল্লাহু আকবার একটি শ্লোগান।

 

ঝর্ণা ঝরে যায় সুরের তালে
কার নেয়ামাতে পাহাড় গলে 
নদীতে সাগরে ঢেউয়ে কলতান।

 

আমরা গেয়ে যাব তাদের সাথে
তোমার জিকিরে সন্ধ্যা প্রাতে 
আকাশে উড়াব কালিমা নিশান ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী 
 

মা আমার মা

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

মা আমার মা
তুমি প্রিয় মা 
তোমার কথা মনে পড়ে ।

 

সেই শিশু কিশোর বেলা
দিয়েছি কত জ্বালা
মাগো তোমার জীবনে
তুমি আদর সোহাগ দিয়ে
আমায় কাছে নিয়ে
সয়েছো সবই গোপনে 
তুমি আছো এ হৃদয় জুড়ে।

 

তুমি সত্য কথা বলা
সত্য পথে চলা
আমায় শিখিয়েছিলে
আর ভ্রান্ত পথের যত
পাপ কালিমা শত
তাও বলে দিয়েছিলে 

তুমি মোরে বিনয় শেখালে। 

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী