মিষ্টি সুরের মৃদু

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ


মিষ্টি সুরের মৃদু বাতাসে শুনি
পাখিদের  কণ্ঠে গান
ফুলের ঘ্রানে প্রজাপতি উড়ে উড়ে
গেয়ে বলে তোমার নাম 
আল্লাহু আকবার একটি শ্লোগান।

 

ঝর্ণা ঝরে যায় সুরের তালে
কার নেয়ামাতে পাহাড় গলে 
নদীতে সাগরে ঢেউয়ে কলতান।

 

আমরা গেয়ে যাব তাদের সাথে
তোমার জিকিরে সন্ধ্যা প্রাতে 
আকাশে উড়াব কালিমা নিশান ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী