দিন চলে যায়

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ


দিন চলে যায় আমার মাস চলে যায়
বছর আসে আবার যায় চলে যায়
জানি না তো আমার জীবনের পথে
কি ফল রেখে এসেছি আমি
সুফল নাকি তার বিফল সবই ।

 

আমি চললাম কোন পথে চললাম
এতো পথ এসে আমি কোথায় থামলাম
কোথায় যেতে হবে নিজে নাহি বুঝলাম
তবু চলে যাই আমি ।

 

আমি করলাম কত কি যে করলাম
আল্লাহ ও রাসুলের পথ নাহি ধরলাম
দ্বীনের পথে কারও ডাকা নাহি বুঝলাম
তবু চলে যাই আমি ।

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী