কে এলো কে

কথা দাও-খানজাহান সাহিত্য সাস্কৃতিক সংসদ

কে এলো কে এলো ঐ মদিনায়
আহলান সাহলান গায় সবে গায় ।

 

ফুল পাখি হাঁসে,ওঠে চাঁদ সিতারা 
পাহাড় নদী গাহে ঝর্ণাধারা 
তার আগমনে সবে প্রাণ খুঁজে পায়।

 

ফুরিয়ে গেল তাই আঁধারের যুগ
 শুভ্র আলোয় এলো সকলের সুখ 

 

মরুর বুকেতে তিনি, যেন ফোঁটা ফুল
ভেঙে দিল সকলের জীবনের ভুল 
তার আহবানে সবে দিশা খুঁজে পায়।

 

কথাঃ গাজী নয়ন ইসলাম
সুরঃ নাজমুল কবির