গানের স্বরলিপি

জিহাদের ডাক এসেছে

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

জিহাদের ডাক এসেছে আজ
চলো তুমি ফেলে শত কাজ
জিহাদের ময়দানে ডাকছে তোমায়
তুচ্ছ করো দুনিয়াবি কাজ ।


চারিদিকে হাহাকার আর কি শুনি
বিরাণ হয়েছে আজ মুসলিম ভূমি
মজলুমানের দাবি ফিরিয়ে দিতে
প্রস্তুত করো যুদ্ধের সাজ ।


দূরভেদী কাফেলার নেই কোন ভয়
আমাদের বিজয় হবে নিশ্চয়
বাধার হিমালয় মারিয়ে মোরা
আনবো ফিরিয়ে সোনালী সে তাজ ।


কথা ও সুর : আহমদ আল আমিন

আসবে জানি সেই

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আসবে জানি সেই পথ মরুর
দরিয়ার মিল্লনা আসবে কভূ
তবুও সেই পথ জানি যে মাঞ্জিল
জানি আছে ছায়া তরু ।


এই সবুজ পৃথিবীতে যুগে যুগে নবীরা
মুমীনেরা লয়েছেন ক্লান্তি বিহীন
আঁধারের যত পথ মোন গড়া মানুষের
দূর করে আনতে আলোক সুদিন
যন্ত্রনা নিপীরণ আর যত ব্যাথা
সয়েছেন অকাতরে সকল কিছু ।


শুধু শুধু বেপরোয়া যুদ্ধের হুংকার
ছিলনাতো কথনও তাদের কাজ
তপ্ত মরুর বুকে বেলালের কণ্ঠে
জান্নাতি তাকবীর আহাদ আওয়াজ


ঐ বেদুইন বরবর কাতারের যুলুমে
মানবতা নিঃশ্বেষ লাশ হলো
 সেই সে জালিমের ঘুম ভেঙে উঠলো
 হেরার আলোকে রঙিন হলো
চাদিনের দাওয়াতে হালাকুর বংশে
নতুন দিনের উঠলো  তরুণ ।


কথা ও সুর : মুজাহিদ আল মুসা

বাংলা আমার মাতৃভাষা

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আ........ আ.......আ..... আ......
বাংলা আমার মাতৃভাষা
বাংলা আমার দেশ
বাংলার বুকে জন্ম নিয়ে
ধন্য হলাম বেশ ।


সবুজে ঘেরা বাংলা আমার
সবুজে নেই শেষ
শশ্য শ্যমলা প্রকৃতি ঘেরা
আমারি বাংলাদেশ ।


সোনার ফসল ফলে এই
বাংলার মাটিতে
কৃষকের গানে মুখরিত হয়
আমারি বাংলাদেশ ।


কথা : মিরাজুল হক
সুর: আহমদ আল অমিন

সুন্দর সুন্দর এই

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

সুন্দর সুন্দর এই পৃথিবী
কত সুন্দর তুমি জানি না
তোমার এ কুদরতে গড়া এ ধরা 
কি করে গড়লে তা বুঝি না ।


সিমিত এ জ্ঞান প্রভু সিমিত এ জ্ঞান 
ভাবতে গেলেই যেন হয় আর ম্লান
মুগ্ধ দু’চোখে শুধু চেয়ে থাকি
কোথাও অমিল খুঁজে পাই না ।


অগনন তার কারা রাতের আকাশে
চাঁদকে ঘিরে যেন করছে খেলা
প্রভাতেই কোথায় যে পালায় তারা
সূর্যটা পূব আকাশে হাসে একলা


দিন ও রাতের এ লুকোচুরিতে
কি উপমা তোমার রয়েছে মিসে 
তোমার প্রেমে যদি না হই আকুল
সবই থেকে যাবে অজানা ।


কথা: বোরহান মাহমুদ 
সুর: আহমদ আল আমিন

ইয়া মুহাম্মদ সাল্লিআলা

দীপ্ত ভোর-ব্যতিক্রম

ইয়া মুহাম্মদ সাল্লিআলা
রাহমাতাল্লিল আলামীন
তোমার নামে মধু পীয়ে
সবুজ হলো হৃদ জমিন।


গুল বাগিচায় ফুলেরা সব
তোমার নামে খোশবু ছড়ায়
তোমার নামে আকাশ হতে
বৃষ্টি নামে অঝর ধারায়
তোমার নামে দুঃখ ভুলে
হয় যে মানুষ শঙ্কাহীন।


পাপি তাপি তোমার নামে
পায় যে খুজে পথের দিশা
প্রেম পিয়াসি নিখিল মানব
এই নামেতে মেটায় তৃষা
তোমার নামে দরূদ পড়ে
হয় যে বেদীন মুত্তাকীন।


কথাঃ আমিনুল ইসলাম
সুরঃ এ. এস. এম মুয়াজ্জাম হুসাইন

ফুল-ফল নদী জল

দীপ্ত ভোর-ব্যতিক্রম


ফুল-ফল নদী জল, পাখ-পাখালির দল,
পবনের হিল্লোল বয়ে চলে অবিরল
তোমারি দান হে চির মহান
গায় সবে প্রভু তোমারি গান।


সৃজিলে ধরাকে তুমি আপন করে
কত রঙে ফুলে ফলে সুরভি ভরে
বিমহিত করে মন কত অফুরান।


প্রেমময় ওগো প্রিয় সকল কাজে
তোমাকে স্মরণ করি সকাল সাঝে
এ হৃদয়ে নেই কেহ তোমারি সমান।


কথা ও সুরঃ নিয়াজ মাখদুম