আসবে জানি সেই

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আসবে জানি সেই পথ মরুর
দরিয়ার মিল্লনা আসবে কভূ
তবুও সেই পথ জানি যে মাঞ্জিল
জানি আছে ছায়া তরু ।


এই সবুজ পৃথিবীতে যুগে যুগে নবীরা
মুমীনেরা লয়েছেন ক্লান্তি বিহীন
আঁধারের যত পথ মোন গড়া মানুষের
দূর করে আনতে আলোক সুদিন
যন্ত্রনা নিপীরণ আর যত ব্যাথা
সয়েছেন অকাতরে সকল কিছু ।


শুধু শুধু বেপরোয়া যুদ্ধের হুংকার
ছিলনাতো কথনও তাদের কাজ
তপ্ত মরুর বুকে বেলালের কণ্ঠে
জান্নাতি তাকবীর আহাদ আওয়াজ


ঐ বেদুইন বরবর কাতারের যুলুমে
মানবতা নিঃশ্বেষ লাশ হলো
 সেই সে জালিমের ঘুম ভেঙে উঠলো
 হেরার আলোকে রঙিন হলো
চাদিনের দাওয়াতে হালাকুর বংশে
নতুন দিনের উঠলো  তরুণ ।


কথা ও সুর : মুজাহিদ আল মুসা