সুন্দর সুন্দর এই

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

সুন্দর সুন্দর এই পৃথিবী
কত সুন্দর তুমি জানি না
তোমার এ কুদরতে গড়া এ ধরা 
কি করে গড়লে তা বুঝি না ।


সিমিত এ জ্ঞান প্রভু সিমিত এ জ্ঞান 
ভাবতে গেলেই যেন হয় আর ম্লান
মুগ্ধ দু’চোখে শুধু চেয়ে থাকি
কোথাও অমিল খুঁজে পাই না ।


অগনন তার কারা রাতের আকাশে
চাঁদকে ঘিরে যেন করছে খেলা
প্রভাতেই কোথায় যে পালায় তারা
সূর্যটা পূব আকাশে হাসে একলা


দিন ও রাতের এ লুকোচুরিতে
কি উপমা তোমার রয়েছে মিসে 
তোমার প্রেমে যদি না হই আকুল
সবই থেকে যাবে অজানা ।


কথা: বোরহান মাহমুদ 
সুর: আহমদ আল আমিন