গানের স্বরলিপি

আমাদের আন্দোলন

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আমাদের আন্দোলন
চেতনার দ্বারে দারে
বিপ্লবী কড়া নাড়ে
জাগাতে নতুন শিহরণ ।


পুরাতন রাজনীতি সেকেলে অর্থনীতি
ব্যর্থ হচ্ছে বারে বার
গড়তে নতুন দেশ সুস্থ সংস্কৃতি
সবচেয়ে বড় হাতিয়ার
এই হাতিয়ার আজ ধারন কর
বিভেদের বিরুদ্ধে ঐক্য গড়
একতার বড় প্রয়োজন ।


বিদেশি সংস্কৃতির বেড়াজালে পড়ে আজ
তরুন সমাজ পথহারা
বিশ্বাসি গোড়াতের সুরের ছোঁয়ায়
জাগাবো এ ঘুমের পাড়া
এসো আজ সবে মিলে শপথ করি
 হেরার আলোতে এই জীবন গড়ি
মিলনের করি আয়োজন ।

 

কথা ও সুর : বোরহান মাহমুদ

প্রাণ পাখিটা

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

প্রাণ পাখিটা উইড়া গেলে ফিরা আইবো না
পাখি ছাড়া শূন্য খাঁচা কথা কইবো না
সময় থাকতে মোনপাখি তুই ক্যানে বুঝোস না ।


তার কথাতে আসে পাখি তার কথায় যায়
সুজন মাঝি সিকল দিয়া পড়াও পাখির পায়
নইলেরে বেহেস্তে তুই হিসাব পাবিনা ।


সিকল দিয়া বাধলেরে মোন তারে পাবি দেখা
অচিন পুরের গোপন কথা জানবি শুধু একা
এই দুনিয়া তোর না পাখি ক্যানে বুঝস না ।


কথা : আফসার নিজাম
সুর : মালিক আব্দুল লতিফ

Thanks Thanks

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

Thanks Thanks Thanks
Wishes and welcome
To our Islam
Allah gives us for to all
Peachfull Islam.

 

Our Islam is for to all
Rich or poor big or small
No risk here no harm.


We are not a pride today
We shall over come someday
We shall over come.


Lyric : Nuruzzaman Nur
Tune : Md. Zahirul Islam
 

যতই গভীর হোক

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

যতই গভীর হোক না এ রাত
জেগে আছে তারা জেগে আছে চাঁদ
তার সাথে গড়ে তারা মিতালি
আমি হব তার গীতালি ও ও ও ।


আমাদের চাওয়া পাওয়া শুধু তার জন্য
আমাদের গান গাওয়া শুধু তার জন্য
গানে গানে যদি কেটে যায় রাত
পুব আকাশে হাসবে আলোার প্রভাত
তার প্রেমে জ্বলে ওঠে দীপালি ।


সাগরের পাড়ে পাড়ে ঘুরেছি যখন
করেছে যে তার নাম ঘোষণা
তাকভীর ধ্বনি তুলে বলেছে পাহাড়
আর কারও গান তুমি গেওনা


পাখিরা সুরে সুরে যার গুনগান গায়
প্রকৃতির ভাটে ভাটে তার নাম শোভা পায়
যার ডাকে নদী ছোটে সুর মোহনায়
 ভেঙেছে যে বাড়িঘর তার ইশারায়
তার প্রেমে সুবাসিত শিউলি ।


কথা ও সুর : বোরহান মাহমুদ

প্যাদার পো-আঞ্চলিক

বরিশালের আঞ্চলিক গান

প্যাদার পো প্যাদা
ও প্যাদার পো প্যাদা
ম্যালা বাছুরে কলই খাইছে
কোলায় নাইম্মা খ্যাদা ।


ওত্তো বড় ডাঙ্গও বাছুরডা
মেলা থুইছে এক ছ্যারায়
হেইয়া থুইয়া পোলায় ওনার
পুহুইরপারে চাড়া খেলায়
আরো খাইছে চাইর-পাঁচদিন
মোর হুমকে এই দুই দিন
অইডারে আইজ খড়ে দিমু
যা হরে মোর খোদা ।

 

খায়গো বাড়ির বাছুর অইলে
খড়ে দেলে যালা
ল্যাজা বলম লইয়া পরবে
বড় পোলা কালা
হের চেয়ে এউক্কা কাম হরেন
মেব্বারেরে সালিশ দেন
 হে বোলাইয়া খামার দেবে
লগে দেবে গাদা ।


কথা: মাহবুবুর রহমান সৈকত
সুর: আহমদ আল আমিন

আমার মা প্রিয় মা

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আমার মা প্রিয় মা
তোমার সাথে নেই কারো তুলনা
তোমার  স্নেহ তোমার আদর
কি করে যে ভুলে যাই বলো মা ।


ছোট্ট বেলার সে গল্প বলার রাত
আজো মোরে পিছু টানে
তোমার আঁচলের স্নিগ্ধ ছায়ায়
যাই সব দুঃখ ভুলে
পৃথিবী যদি মোরে যায় ভুলে
তুমি মাগো ভুলে যাবে না ।


তোমার আসন সবার উপরে
এই পৃথিবীর বুকে
তোমারি জন্যে অশ্রু ঝড়ে
নিরব নিথর এই নিশিথে


চলে গেছো মাগো তুমি আমায় ছেড়ে
বুক ভরা আজ শুধু হাহাকার 
আল্লাহ খুলে দাও আমার মায়ের
জান্নাতেরি দ্বার 
দেকা হবে মা জননী পরপারে
এইতো আমার কামনা ।


কথা ও সুর: আহমদ আল আমিন