যতই গভীর হোক

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

যতই গভীর হোক না এ রাত
জেগে আছে তারা জেগে আছে চাঁদ
তার সাথে গড়ে তারা মিতালি
আমি হব তার গীতালি ও ও ও ।


আমাদের চাওয়া পাওয়া শুধু তার জন্য
আমাদের গান গাওয়া শুধু তার জন্য
গানে গানে যদি কেটে যায় রাত
পুব আকাশে হাসবে আলোার প্রভাত
তার প্রেমে জ্বলে ওঠে দীপালি ।


সাগরের পাড়ে পাড়ে ঘুরেছি যখন
করেছে যে তার নাম ঘোষণা
তাকভীর ধ্বনি তুলে বলেছে পাহাড়
আর কারও গান তুমি গেওনা


পাখিরা সুরে সুরে যার গুনগান গায়
প্রকৃতির ভাটে ভাটে তার নাম শোভা পায়
যার ডাকে নদী ছোটে সুর মোহনায়
 ভেঙেছে যে বাড়িঘর তার ইশারায়
তার প্রেমে সুবাসিত শিউলি ।


কথা ও সুর : বোরহান মাহমুদ