প্যাদার পো-আঞ্চলিক

বরিশালের আঞ্চলিক গান

প্যাদার পো প্যাদা
ও প্যাদার পো প্যাদা
ম্যালা বাছুরে কলই খাইছে
কোলায় নাইম্মা খ্যাদা ।


ওত্তো বড় ডাঙ্গও বাছুরডা
মেলা থুইছে এক ছ্যারায়
হেইয়া থুইয়া পোলায় ওনার
পুহুইরপারে চাড়া খেলায়
আরো খাইছে চাইর-পাঁচদিন
মোর হুমকে এই দুই দিন
অইডারে আইজ খড়ে দিমু
যা হরে মোর খোদা ।

 

খায়গো বাড়ির বাছুর অইলে
খড়ে দেলে যালা
ল্যাজা বলম লইয়া পরবে
বড় পোলা কালা
হের চেয়ে এউক্কা কাম হরেন
মেব্বারেরে সালিশ দেন
 হে বোলাইয়া খামার দেবে
লগে দেবে গাদা ।


কথা: মাহবুবুর রহমান সৈকত
সুর: আহমদ আল আমিন