ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দাহ্
নীল আসমান - হেরাররশ্মি
ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দাহ্
কথা ও সুর : ইকবাল মাহমুদ সোহেল
অ্যালবাম: নীল আসমান
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী
ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দাহ্
চলে গেলে আমাদের ছেড়ে
আশায় আশায় কাটাবো জীবন
জান্নাতে দেখা হবে
ক্ষণিকের তরে এসেছিলে এই ভবে ॥
বেলি ফুলের মত বর্ণ ছড়িয়ে
নিষ্পাপ গোলাপের গন্ধে ভরিয়ে
এসেছিলে এই ভবে ॥
আল-কোরানের আহ্বানে
চলে গেছো নিশ্চিত জীবনে
রেখে এক বুক বেদনা ভরা স্বৃতি
ঝড়ালে এক নদী চোখেরি পানি
হাশরের ময়দানে সুপারিশ করবে
মিনতি একটাই করি মোরা সবে
এসেছিলে এই ভবে ॥
কথা ও সুর : ইকবাল মাহমুদ সোহেল