গানের স্বরলিপি

ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দাহ্

নীল আসমান - হেরাররশ্মি

 

ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দাহ্

কথা ও সুর : ইকবাল মাহমুদ সোহেল

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

ও আল্লাহর শ্রেষ্ঠ বান্দাহ্
চলে গেলে আমাদের ছেড়ে
আশায় আশায় কাটাবো জীবন
জান্নাতে দেখা হবে
ক্ষণিকের তরে এসেছিলে এই ভবে ॥

 

 বেলি ফুলের মত বর্ণ ছড়িয়ে
নিষ্পাপ গোলাপের গন্ধে ভরিয়ে
এসেছিলে এই ভবে ॥

 

আল-কোরানের আহ্বানে
চলে গেছো নিশ্চিত জীবনে
 রেখে এক বুক বেদনা ভরা স্বৃতি
ঝড়ালে এক নদী চোখেরি পানি

 

হাশরের ময়দানে সুপারিশ করবে
মিনতি একটাই করি মোরা সবে
এসেছিলে এই ভবে ॥

 

কথা ও সুর : ইকবাল মাহমুদ সোহেল
 

আঁধার যুগে আরব

নীল আসমান - হেরাররশ্মি

আঁধার যুগে আরব দেশে

কথা: আমিরুল ইসলাম নয়ন
সুর: আবদুর রাজ্জাক রাজু

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

আঁধার যুগে আরব দেশে
উঠলো সোনার রবি
সেই রবি তো আর কিছু
নয় আমার প্রিয় নবী ॥

 

আল্লাহ পাকের রহম নিয়ে 
এলেন তিনি বিশ্বে
বিলিয়ে দিতে অকাতরে
ধনী গরিব নিঃস্বে
কল্পলোকে আজও আমি
আঁকি তাঁরই ছবি ॥

 

সর্বকালের সবার সেরা
রাসুল ছিলেন তিনি
সবার সেরা মানুষ রূপে
তাকেই মোরা চিনি
তাঁরই নামে লেখন লেখেন
কত লেখক কবি ॥

 

কথা: আমিরুল ইসলাম নয়ন
সুর: আবদুর রাজ্জাক রাজু

জাহেলেরা তাগুতেরা ঐ

নীল আসমান - হেরাররশ্মি

জাহেলেরা তাগুতেরা ঐ দেখ আসছে

কথা ও সুর : মুজাহিদ আল মুসা

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

জাহেলেরা তাগুতেরা ঐ দেখ আসছে
হও আজ আগুয়ান ধ্বনি তুলে তাক্বীর
খানজালা খাবাবেরা কাব বিন মালিকেরা
ছুটে চল চল ছুটে সব বাধা মারিয়ে ॥

 

নেশায় বিভোর আজ খোদাদ্রোহী সব
ছড়াতে চায় যত জাহেলিয়াত
হেলালী পতাকাটা উঁচু করে রাওয়াহা
পিছে তার ছুটে যায় যত হাসসান
মরিচিকা দেখে ওগো স্রান্ত পথিক
হেরার পাদদেশে ডাকছে নকিব
চির বসন্তের চির শীতলতা
ছন্দে দোলায়িত আল ইসলাম
অম্লান জীবনের পথ সেখানে ॥

 

তায়েফের প্রান্তরে বালাকোট কারবালা
পথ দেখিয়ে যায় ত্যাগের মহান
মরুপথ পাড়ি দিয়ে আয়ুবির খেলজির
ফুল বাগীচার ঐ বর্ণিল ঘ্রাণ
তাড়িয়ে তাড়িয়ে ঐ পাশবের দল
সবুজ ঐ পতাকাটা ঊড়া পতপত
পাশবিক উল্লাস চিৎকার কোলাহল
চুরমার করে ঐ বেলালের ডাক
ডাক আসে আয় ছুটে যাই এগিয়ে ॥

 

কথা ও সুর : মুজাহিদ আল মুসা
 

এই দিন ও রাত কত

নীল আসমান - হেরাররশ্মি

এই দিন ও রাত কত আসে আর যায়

কথা : জাকির আবু জাফর
সুর : খালিদ এম. শাহিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

এই দিন ও রাত কত আসে আর যায়
কত রংধনু হাসে জীবন মেলায়
ফিরে আসেনা শুধু ফেলে আসা দিন
 কালের অতলে চিরতরে হারা ॥

 

শৈশবে সেই ঝড়ে যাওয়া চঞ্চলা দিন
এলো মেলো বেড়ে ওঠা স্বপ্ন রঙিন
নেই সেই উদাসি নিরব দুপুর
সবকিছু স্বৃতি হয়ে পিছু ডেকে যায় ॥

 

জীবনের খাতা থেকে একে একে
ঝড়ে যায় সবকটি পাতা
বাকী থাকে বাকী থাকে পাতাবিহীন খাতা 

 

প্রেম ভালোবাসা কত মমতার গান
নিয়তির ঝড় ভেঙে করে খান খান
এতো সব চাওয়া পাওয়া মিছেই ভুল
বাসনার বালুচরে শুধু কেঁদে যায় ॥

 

কথা : জাকির আবু জাফর
সুর : খালিদ এম. শাহিন
 

আমি মানুষ কিযে অসহায়

নীল আসমান - হেরাররশ্মি

আমি মানুষ কিযে অসহায়

কথা ও সুর : মুজাহিদ আল মুসা

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

আমি মানুষ কিযে অসহায়
মরণ কখন মোর জানি না
আমলের সঞ্চয় নেই ধার
পরকালে পাবো কি তা জানিনা ॥

 

কবর সবাইকে ডাকছে প্রতিদিন
কারো কান কভূ শোনেনা হায়
কোরানের পথে মুক্তি শুধু
সে পথের রাহি হতে পারিনি হায়
সাজাতে বালুর ঘর কত ভাবনায়
ক্ষনগুলো সবই যায় চলে যায়
দ্বীনের তরে ক্ষন পায়না যে হায় ॥

 

নানা রং ফুল ফল সবুজ পাতাগুলো
বনানীতে সকলের হৃদয় টানে
পাতার সে মরমর ফুলের সুবাস রং
চিরতরে একদিন ধূলায় মিশে
দূর পথিকের বিশ্রাম সম এই জীবন
শেষে কালো রাত এসে যায়
সাজানো ভূবন খানি যায় ফেলে যায় ॥

 

কথা ও সুর : মুজাহিদ আল মুসা
 

ও আমার দেশ

নীল আসমান - হেরাররশ্মি

ও আমার দেশ সোনালী স্বদেশ

আহমদ আল আমিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

ও আমার দেশ সোনালী স্বদেশ
তোমারি যে নেই উপমা
সবুজ শ্যামল মেঠো পথে
রুপময় এক সুষমা ॥

 

ষড়ঋতুতে প্রকৃতি সাজে
মনে হয় জান্নাতি হুর
ভোরের পাখিরা গান গেয়ে যায়
হৃদয়ে বাজে সু-মধুর
মুক্ত পাখিরা যেখানে ওরে
সেতো এই স্বপ্নিল দেশ ॥

 

শিশির ভেজা সবুজ ঘাসে
পাহাড়ি রূপের মেলা
নদীর কলতান পাখির কূজন
হৃদয়ে দেয় যে নাড়া
এতো রূপ সুষমা কোথাও পাবে না
আছে যা বাংলাদেশে ॥

 

কথা ও সুর : আহমদ আল আমিন