এই দিন ও রাত কত

নীল আসমান - হেরাররশ্মি

এই দিন ও রাত কত আসে আর যায়

কথা : জাকির আবু জাফর
সুর : খালিদ এম. শাহিন

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

এই দিন ও রাত কত আসে আর যায়
কত রংধনু হাসে জীবন মেলায়
ফিরে আসেনা শুধু ফেলে আসা দিন
 কালের অতলে চিরতরে হারা ॥

 

শৈশবে সেই ঝড়ে যাওয়া চঞ্চলা দিন
এলো মেলো বেড়ে ওঠা স্বপ্ন রঙিন
নেই সেই উদাসি নিরব দুপুর
সবকিছু স্বৃতি হয়ে পিছু ডেকে যায় ॥

 

জীবনের খাতা থেকে একে একে
ঝড়ে যায় সবকটি পাতা
বাকী থাকে বাকী থাকে পাতাবিহীন খাতা 

 

প্রেম ভালোবাসা কত মমতার গান
নিয়তির ঝড় ভেঙে করে খান খান
এতো সব চাওয়া পাওয়া মিছেই ভুল
বাসনার বালুচরে শুধু কেঁদে যায় ॥

 

কথা : জাকির আবু জাফর
সুর : খালিদ এম. শাহিন